এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 121.2.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:২৭510513
  • প্রেমের জোয়ার আর এলো কই ? বদলে খেউরের বেনোজল এসে ভাসিয়ে দিলো। বা ডুবিয়ে ​​​​​​​দিলো। 
     
    অবশ্য সেই নিয়েও কবি লিখে গেছেন - " আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে"। সব সিনারিও কভার্ড। 
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:২০510512
  • আমাদের ঈশেন এককালে বলতেন,
    "হরে মুরারে মধুকৈটভারে প্রেম জোয়ারে ভাসিয়ে নিও-
    ব্যোমকালী কলকাত্তাওয়ালি বোম বাওয়ালি ভুলিয়ে দিও।"
    পুরোপুরি ঠিক হল না বটে, কিন্তু ভাবখানা এই ছিল। ঃ-)
  • Amit | 121.2.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৫510511
  • সে নিজে টাইপ করে যত ইচ্ছে ঝগড়া করা যাক। ওই জন্যেই ​​​​​​​তো ​​​​​​​আসা ​​​​​​​এই ​​​​​​​পাতায়। তবে অন্যের ফেবু থেকে স্ক্রিনশট না পোস্টালেই ভালো। যার ফেবু সেতো জানবেও না অন্য কে একজন তার স্ক্রিনশট তুলে খিল্লিয়ে যাচ্ছে। 
     
    তবে ওই আর কি। যে যা ইচ্ছে করুক। দিনের শেষে সবই তাঁর মায়া। 
     
    ব্যোম কালী। 
  • S | 2405:8100:8000:5ca1::123:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৭510510
  • তাছাড়া কবি তো বলেইছেনঃ
    এক পলকা জীনা ফির তো হ্যায় জানা
    তোফা ক্যা লেকে জায়ে দিল ইয়ে বতানা
    খালি হাথ আয়েথে হম
    খালি হাথ জায়েঙ্গে
    বস প্যার কে দো মিঠে বোল ঝিল্মিলায়েঙ্গে
    তো হঁস কিউকি দুনিয়া কো হ্যায় হসানা....
  • S | 2405:8100:8000:5ca1::f2:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪০510509
  • ধুর এত আলোচনার কি আছে? ওপেন কমিউনিটি। যে যাখুশি করুক। পোস্টাক না যতখুশি (*)। আর গালাগালিতে তো কেউই কম যাইনা। আমার অত্যন্ত আপত্তিজনক পোস্ট হলেই কি বলবো যে ওসব ব্যান করুন। যে যাখুশি বলুক, লিখুক। সেইজন্যই তো গুরুচন্ডালী।

    * এইটাতে টেকনিকাল সমস্যা হতে পারে। সেটা দেখা যেতে পারে অবশ্য।
  • হজবরল | 185.22.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:২৪510508
  • সেটা তো ঠিকই। তবে সমস্যাটা সবসময়ই ১০০ জনের মধ্যে এক জনকে নিয়ে হবে। যেমন 9/11 র আগে এয়ারপোর্টে সিকিউরিটি চেক, ভিসা প্রসেস এত কড়া ছিল না। অথচ তখনো ৯৯ জন মোটেই বন্দুক পিস্তল নিয়ে উঠতো না। এবার একটা প্লেন হাইজ্যাক হয়েছে বলে লাখ লাখ নিরীহ লোকদেরও ৩ ঘন্টা আগে গিয়ে এয়ারপোর্টে বসে থাকতে হবে। 
     
    রিপোর্ট করা ছাড়া ঝাঁট কি করে দেওয়া যাবে ? এডমিনের পক্ষে সব কমেন্ট পড়া সম্ভব নয়। তার থেকে ধুনোর যুক্তিটাই ভালো। কারণ এগুলো যারা করেন তাদের আইডেন্টিটি তো সবাই চেনেই, তো সেটা নিয়েই পাল্টা খিল্লি হবে। 
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৪৭510507
  • এক্কেবারেই। হুতেন্দ্র যা বললেন, খুবই সত্য।
    //"নিয়ম নীতি আইন কানুন নজরদারী সেন্সর ইত্যাদি যত আসবে ততই একটা মাথাভারী অচলায়তনের সৃষ্টি হবে। মিলিত কনসেনশাস, সংযত কন্টেন্ট চর্চা ও সক্রিয় অংশগ্রহণের কোন বিকল্প নেই।"//
     শুধু মাঝে সাঝে একটু ঝাঁট দেওয়া হোক,  এইটুকু চাওয়া .   
  • r2h | 192.139.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৪৩510506
    • হজবরল | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৬
    • ...লগিন না করে একই আইপি থেকে কেউ ২৪ ঘন্টায় একটাই ছবি আপলোড করতে পারবেন, এরকম রুল বানানো যায় ? 
     
    সেটা হলে গুরুচন্ডালদের নানা ছবি টইয়ে অংশগ্রহণের ক্ষেত্রে বিনা লগিনের লোকেরা ডিসক্রিমিনেটেড হবে!

    নিয়ম নীতি আইন কানুন নজরদারী সেন্সর ইত্যাদি যত আসবে ততই একটা মাথাভারী অচলায়তনের সৃষ্টি হবে। মিলিত কনসেনশাস, সংযত কন্টেন্ট চর্চা ও সক্রিয় অংশগ্রহণের কোন বিকল্প নেই।
  • হজবরল | 185.22.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৬510505
  • আপলোড করার সময় তো ধরা যাবেনা সেটা ক্লোজড কম্যুনিটির প্রাইভেট পোস্টের ছবি/কনটেন্ট কিনা। একটা ফ্ল্যাগ/রিপোর্ট বোতাম দেওয়া যায়। কিন্তু সেটা করতে গেলে লগইন করতে হবে। যেমন ইউটিউবে কোনো ভিডিও রিপোর্ট করতে গেলে লগইন করতেই হয়।
     
    আর একই লেখা বিভিন্ন থ্রেডে পোস্ট হয় না, মেনলি একই ছবি পোস্ট হয়।  লগিন না করে একই আইপি থেকে কেউ ২৪ ঘন্টায় একটাই ছবি আপলোড করতে পারবেন, এরকম রুল বানানো যায় ? 
  • Amit | 14.202.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৩১510504
  • একটা অপশন হয়তো ভাট এ শুধু টেক্সট অপসন থাকুক। ছবি বা স্নিপেট চিপকানোর অপসন শুধু অন্য টইতে দেওয়া হোক। আর কমেন্ট একটা সার্টেন নাম্বার বা ডেট ক্রস করে গেলে অফ করে দেওয়া যায়। জাস্ট ডিফারেন্ট অপশনস। ​
     
    যদিও সেগুলোর কয়েকটা তেও বাওয়াল কিছু কম হয়না। 
  • r2h | 192.139.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৩১510503
  • কুমুদির জন্যে গল্প-র দ্বিতীয় বছর তো চলে এলো। কর্তৃপক্ষ বোধয় নোটিস টোটিস টাঙাবে শিগ্গিরি। জনগন শিশু কিশোর কলমচিদের জানাবেন যেন। গতবছর চমৎকার ভাবে সব হয়েছিল। না-কম্পিটিশন থেকে বইমেলার মঞ্চে পুরস্কার - সবকিছু।
    আচ্ছা, ঐ ভিডিওগুলি পাবলিশ হয়নি, না? কর্তৃপক্ষ বড় ফাঁকিবাজ হয়েচে, টিকির দেখা পাওয়া যায় না।

    জনগন হুটহাট করে চলে যায়। চখে জল পরে। কিন্তু তবু কাজে জাইতে হয়।
  • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:১৮510502
  • না না, আমি যে দুটো সমস্যার কথা বলছি সেগুলো হল - এই যে লোকজন অন্য ক্লোজড কম্যুনিটির প্রাইভেট পোস্টের ছবি/কনটেন্ট নিয়ে এসে দুমদাম চিপকে দেয়। আর, একটা জিনিস হল একই কনটেন্ট বিভিন্ন থ্রেডে পোস্ট করা।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:১৮510501
  • হ্যাঁ, মিলেনিয়াম জেনারেশনও খুব শার্প। এরা একাও ভালো কাজ করতে পারে, আবার টীমওয়ার্কও ভালো এদের। আর তারপরের রা তো প্রায় দশাবধান। হাতে ফোন কানে ইয়ারবাগ সামনে বই খাতা ---কতদিকে খেয়াল রেখে চারচোখ চারকান হয়ে চলে!
  • r2h | 192.139.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:১৭510500
  • সেটা স্থির করা একটা বৃহত্তর সমস্যাঃ)
  • হজবরল | 46.38.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:১৫510499
  • কোনটার সল্যুশন ? দুটো নাম পাল্টানো লোকের গালগালের না একটা এক নামের লোকের উস্কানীমূলক স্প্যামের ?
  • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:১৪510498
  • আমার তো উল্টো মনে হয়, নতুন প্রজন্ম অনেক বেশি শার্প, তারা অনেক বেশি জিনিস একসঙ্গে খেয়াল রাখে, অনেক বেশি চ্যালেঞ্জের মোকাবিলা করে.... আর মানবিকতা, সংবেদনশীলতা, ধৈর্য্য ... এসবেও
  • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:১০510497
  • হুতো ঠিকই বলেছে। এখন কথা হচ্ছে এর সল্যুশন কি?
  • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০৯510496
  • অবশ্যই, প্রোফেনিটি, ল্যাঙ্গুয়েজ ইউজ - সেটা তো দরকার।
    যেমন সেদ্নি আপিসে একজন একটা ইয়াহু খবরে কমেন্ট পোস্ট করতে গেল, তাতে বোধহয় ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে কিছু লেখা ছিল যেটা ওর মতে রাবিশ - কিন্তু পোস্ট করা যাচ্চে না, ডাকল, দেখ্লাম ল্যাঙ্গুয়েজ ফিল্টার ধরেছে, ওর পোস্টে "shitty" শব্দটা ছিল, ওটা সরিয়ে দিতেই কমেন্ট পোস্ট হয়ে গেল।
  • r2h | 192.139.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০৭510495
    • :|:  | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০৬
    • দেখুন সইত্যের খাতিরে বলে যাই এই নতুন প্রজন্ম মাথামোটা হচ্ছে এই বক্তব্যটা মানতে নারলুম। যাঁর পোষ্টাবলী কেন্দ্র করে এত আলোচনা -- তাঁকে কিন্তু আর যাই হোক এই প্রজন্মের ছেলেপুলেদের দলে শিং ভেঙ্গেও ঢোকানো যাবেনা। 
     
    ঠিক। । 
  • :|: | 174.25.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০৬510494
  • দেখুন সইত্যের খাতিরে বলে যাই এই নতুন প্রজন্ম মাথামোটা হচ্ছে এই বক্তব্যটা মানতে নারলুম। যাঁর পোষ্টাবলী কেন্দ্র করে এত আলোচনা -- তাঁকে কিন্তু আর যাই হোক এই প্রজন্মের ছেলেপুলেদের দলে শিং ভেঙ্গেও ঢোকানো যাবেনা। 
  • r2h | 192.139.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০৬510493
    • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৪
    • আর একটা কথা হচ্ছে, রেগুলার ইউজার যারা আছেন, তাদেরও একটু ভাব্তে হবে। যার পোস্ট ভালো লাগছে না বা বিরক্তিকর মনে হচ্ছে, সেগুলিকে দুমদাম "জঞ্জাল" "ট্র্যাশ" ... এসব আখ্যা দেওয়ার মানে, প্রথমত আপনি নিজে এনগেজড হলেন, আর প্রকারান্তরে ক্যাওসে ধুনো দিলেন আপনি। 
     
    আমি এই নিননিছা কয়েনেজটাকেও এই জিনিস মনে করি। এখানে কজন শুরু থেকে এক নামে লেখেন? আমিই তো কতবার নাম পাল্টালাম, নাম পাল্টে পাল্টে লিখলাম, সকালে আলুনারকোল বিকেলে তকাই। হংসধ্বজ নামে পদ্য লিখলে দোষ নেই কিন্তু জবরখাকি নামে ফুট কাটলে দোষ, এ কী একটা ইনসাফি হলো? আর নিত্য নতুন নিক না বদলেও যে কত লোকে কত কী করে গেল তার হিসেব কে রাখে! দুটো নাম পাল্টানো লোকের গালগালের থেকে একটা এক নামের লোকের উস্কানীমূলক স্প্যাম তো বেশি ক্ষতিকর।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০১510492
  • ফিল্টার বলতে কিছু কিছু নিননিছা পোস্ট যেগুলো জাস্ট কুৎসিত ধরণের গালাগালমাত্র, আর কোনো ভালো উদ্দেশ্য নেই, সেইগুলোকে ডিলিট করতে পারলে ভালো হয়। মাঝে সাঝে এরকম ডিলিট হয়ও, সেটা দেখেছি। এটা সমর্থন করি।
  • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:০০510491
  • এগজ্যাক্টলি, যদি লগইন ই করবেন না, তাহলে ক্লোজড কম্যুনিটির দাবীদাওয়াও পেশ করবেন না। মনে রাখবেন, খোলা ময়দানে দাঁড়িয়ে আলুকাবলি খাচ্ছেন, একটু  হাওয়া আসবে, শালপাতা হাত থেকে উড়েও যেতে পারে,  নইলে চলে  যান নিরাপদ ক্লোজড দোকানের মধ্যে । ভিড়ে খোলামেলা আকাশের নীচে দাঁড়াবো অথচ একটু ইয়ে গায়ে এসে লাগবে না তা কি করে হবে।
  • r2h | 192.139.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৭510490
    • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৭
    • না, সেটা সল্যুশন নয়। সেটা তো ক্লোজড কম্যুনিটি। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এরকম অজস্র কম্যুনিটি আছে। সেখানে ইনভাইটেশন ছাড়া ঢোকা যায় না।
     
    হ্যাঁ, ফিল্টার করা ইত্যাদি কোন সমাধান না। আমি যেমন প্রচন্ড রকম লগিনবিরোধি ও অ্যানোনিমিটিবাদী। সেসব না হলে টেকনোলজি দিয়ে আটকানো বা দারোয়ান খাড়া করে এসব চাপ। আড়ালবিহীন কাছাখোলা পেডেস্টালহীন কম্যুনিটিও হবে না। ডিসেন্সি কাণ্ডজ্ঞান কিছুটা শুভবুদ্ধি সহবত ইত্যাদির ভরসা একটা বড় ব্যাপার। এবার প্ল্যাটফর্ম বড় হলে সবার সেসব থাকবে এটাও একটু দুরাশাই বটে।
    আরেকটা জিনিস হলো খারাপ কন্টেন্টকে ভালো কন্টেন্ট দিয়ে আটকানো (যদিও ভালো খারাপ খুবই আপেক্ষিক সে আমি মানি, আমি আমার মতে ভালো যা তাই বলছি)। এটাও মুশকিল। এই যেমন প্যালারাম যেমন বললো গালাগাল দেখে চলে যায়। চলে গেলে গালাগালই হবে। প্রকৃত পৃথিবীতে তো কিছু আটকানো যায়না কিন্তু ভাটের বুদ্বুদে গালাগালির মধ্যে ঠেলাঠেলি করে একটু গলাগলি করলে নারকোল গাছে বাঁধা হ্যারিকেনের চিমসে আলো চোখে পড়ে।

    চোখ লিখেই কুমুদির গল্পের শেষ লাইন মনে পড়লো - 'মাজে ২ ডাবোরটি বের করিয়া হাতে ধড়িয়া থাকি ।চখে জল পরে।সেইদিন আর কাযে জাইতে পারিনা।'
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৫510489
  • আরে লগিনই যদি করবো তাহলে আর গুরুচন্ডা৯ তে আসবো কেন? এই তো সেই আড়ালহীন কমুনিটি, মুক্ত চারণভূমি। যেখানে কিনা চেঙ্গিজ খান ঘুরে বেড়াতেন আর বলতেন, কে এসেছিল আমার স্বপ্নের চারণভূমিতে? ঃ-)
  • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৪510488
  • আর একটা কথা হচ্ছে, রেগুলার ইউজার যারা আছেন, তাদেরও একটু ভাব্তে হবে। যার পোস্ট ভালো লাগছে না বা বিরক্তিকর মনে হচ্ছে, সেগুলিকে দুমদাম "জঞ্জাল" "ট্র্যাশ" ... এসব আখ্যা দেওয়ার মানে, প্রথমত আপনি নিজে এনগেজড হলেন, আর প্রকারান্তরে ক্যাওসে ধুনো দিলেন আপনি। এবার ধোঁয়াময় হয়ে উঠবে ঘর। চোখ বন্ধ করে রাখুন, একটু পরে ঘুরে আসুন, নিদেনপক্ষে ফু দিন, ধোঁয়া দেবেন না :-)
  • lcm | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৭510487
  • না, সেটা সল্যুশন নয়। সেটা তো ক্লোজড কম্যুনিটি। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এরকম অজস্র কম্যুনিটি আছে। সেখানে ইনভাইটেশন ছাড়া ঢোকা যায় না।

    ওপেন কম্যুনিটিতে এমন হবে।

    যেমন আমরা যদি দীপবাবুর কেসটা ধরি - উনি একটা বেসিক প্রোটোকল মানছেন না। উনি ফেসবুকে ইউজারের ছবি/কনটেন্ট সহ পোস্ট এখানে কাট-পেস্ট করছেন। ফেসবুক তো ক্লোজড কম্যুনিটি। সেই ইউজার জানেনও না যে তার ছবি ও পোস্ট অন্য জায়্গায় পাবলিক পেজে পেস্ট করে দেওয়া হয়েছে। খবরের কাগজের খবরের ছবি/কনটেন্ট, আর, কোনো ফেসবুক ইউজারের পার্সোনাল পোস্টে ছবি/কনটেন্ট এক জিনিস নয়, অনুমতি ছাড়া সেটি অন্য কোথাও চিপকে দেওয়া ঠিক নয়। এটা জেনারেল নেট এটিকেট বা ডিসেন্সি। 

    তো এটা হল একটা ব্যাপার। আর একটা জিনিস হল রিপিটেশন। একই জিনিস, বিভিন্ন থ্রেডে গিয়ে গিয়ে পোস্ট করে দেওয়া। সেটা অনেক সময় প্রাসঙ্গিক হচ্ছে কিনা সেটা খেয়াল রাখছেন না। হয়ত চাইছেন পোস্ট বেশি লোকে পড়ুক, দৃষ্টি আকর্ষণ। 

    তো, এগুলো হল - ক্যাওস, ক্যাকোফোনি। এটা কিছুটা থাকবে। কম্যুনিটি ওপেন রাখলে এটা একটু হবে। কেসি যে সাজেশন দিয়েছে এতদিন সেটা করেই ফল পাওয়া গেছে, বেশি এনগেজড না হলে, এই পোস্ট কমে যাবে।

    এছাড়া অন্য সল্যুশন নেই। পোস্ট হাইড বা ব্লক বা কিউরেটেড কনটেন্ট পেতে গেলে, আগে সমস্ত ইউজারকে রেজিস্টার্ড ইউজার হতে হবে, ফেসবুকের মতন।

    লক্ষ্যনীয় যে যারা এই অভিযোগ নিয়মিত করে থাকেন, যেমন "&/", এনারা অনেকে লগিন করে লেখেনই না :-)।

    সুতরাং, ইয়ে, মানে ... ...
     
  • kk | 2601:448:c400:9fe0:38fa:11da:14e:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:২৭510486
  • চমৎকার লিস্ট প্যালারাম সাব। নোট করে রাখলাম।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:২৪510485
  • এই মুড়িমিছড়িসাপব্যাংওঝা একাকার অবস্থা থেকে মুক্তির জন্য কড়া ফিল্টারের ব্যব্স্থা দরকার। আজেবাজে জঞ্জাল টাইপের জিনিস তাহলে দূর হবে।
  • &/ | 151.14.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২২ ০১:২১510484
  • 'প্ল্যানেট অব দ্য এপস' এ ছিল কি যে মানুষগুলো বোকা হয়ে হয়ে পিছিয়ে গেল, মাথা খাটাতে ভুলে গেল আর মহাকপিরা মাথা খাটিয়ে সভ্য হয়ে মানুষ হয়ে গেল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত