এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০২:২৮508505
  • বিগত কিছু রাজনীতির আলোচনায় দেখলাম কেউ কেউ বলছেন তিনোকে লোকে সাপোর্ট দেয়, কারণ এইসব লুঠের তারা বেনিফিশিয়ারি। লুঠের ভাগ পায়, নানা সুবিধে হিসেবে। অর্থাৎ তারাও প্রকারান্তরে চোরের সাথী। এটা অত্যন্ত সাংঘাতিক অভিযোগ। বিশেষ করে যখন এইরকম কোটি কোটি টাকার ঘুষ, গাড়ি, বিঘা বিঘা জমি ইত্যাদি সব রাজ্যের লোকেদের কাছ থেকেই লুঠ হচ্ছে, বাইরে থেকে আসছে না।
  • &/ | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০২:২৩508504
  • এইসব টাকা যদি না পাওয়া যেত, যদি ধরুন অনলাইনে ট্রানস্যাকশনগুলো সব হয়ে যেত? বা ধরুন প্রচুর ঘুষের টাকা ঘুষদানকারীর চেক থেকে ঘুষখোরের ও তার আত্মীয়দের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকে পড়ত, তাহলে বাজেয়াপ্ত করাটা জটিল হয়ে যেত হয়তো। তবে সেরকমও কি আর হয় নি? সেসবও ধরা পড়বে হয়তো।
  • r2h | 192.139.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০২:০৮508502
  • প্রমান হিসেবে জমা থাকবে তারপর মামলা শেষ হলে রিজার্ভ ব্যাংক ট্যাংকে যাবে, দেশের অর্থভান্ডারে জমা হবে।

    মানে সেরকমই তো হওয়ার কথা, যেকোন মামলায় যুক্ত ফিজিক্যাল জিনিষ তো প্রমান হিসেবে রাখা থাকে।
  • &/ | 151.14.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০২:০১508501
  • আচ্ছা, এই যে ট্রাক ট্রাক টাকা উদ্ধার হয়, এগুলো কী করা হয়? রিলিফে দেয়? যেমন ধরুন নিম্ন আয়ের পরিবারগুলোকে কিছুটা অ্যামাউন্ট করে দিল? বা ধরুন, এই টাকা থেকে কিছুটা নিয়ে সরকারী স্কুলের দুপুরের খাবারে কিছু স্পেশাল আইটেম যোগ করল?
  • lcm | ২৩ আগস্ট ২০২২ ০১:৫২508500
  • কোনটা আইডিয়াল বলা মুশকিল। প্রোস এন্ড কনস আছে। অনেক দেশেই মিক্সড মডেল আছে - কিছুটা হাতে ক্যাশ, কিছুটা ফ্রি/সাব্সিডাইজড আইটেমস। কোভিডের সময় অনেক দেশেই বিভিন্ন কম্বিনেশন ইউজ করেছে।
  • lcm | ২৩ আগস্ট ২০২২ ০১:৪৮508499
  • হ্যাঁ, সেটা আইডিয়াল। অনেক দেশে ফুড সাবসিডি, মেডিক্যাল সাবসিডি দেয়। কমোডিটিস প্রাইস কন্ট্রোল, রেশনিং, কন্ট্রোলড ডিস্ট্রিবিউশন - এসবও আছে অনেক দেশে।
  • হজবরল | 185.22.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০১:৪৫508498
  • না না টাকা দিলে ত ভালোই। তবে কিনা আগে ওই বেসিক জিনিসগুলো রেশনে দিয়ে তাপ্পর হাতে অল্প টাকা দিলে বেশি ভাল হতোনা কি ?
  • lcm | ২৩ আগস্ট ২০২২ ০১:২২508496
  • বাই দ্য ওয়ে, সোশাল সিকিওরিটি ইনকাম পেমেন্টে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে, এ বছর ২০২২ সালে ৫.৯% পেমেন্ট বাড়িয়েছে, ৭০ মিলিয়ন মানুষের পেমেন্ট, কোলা (cola : cost of living adjustment)
  • lcm | ২৩ আগস্ট ২০২২ ০১:১৮508495
  • না না, চালাকি কেন হবে। সোশাল সিকিওরিটি ইনকামের মতন। অনেক দেশেই দেয়।
  • হজবরল | 199.249.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০০:৫৫508494
  • ইউনিভার্সাল বেসিক ইনকাম কথাটা একটা চালাকি। ইনকাম থাকলে ইনফ্লেশনও থাকবে। তার বদলে সরকার তাকে মিনিমাম রেশনে খাবার, জল, ইলেকট্রিক, সাইকেল, পাবলিক ট্রান্সপোর্ট, শিক্ষা, স্বাস্থ , বেসিক একটা থাকার জায়গা দিক ।
     
    তা দেবেনা, হাতে টাকা দিতে হবে ইনকাম হিসেবে, নইলে আর হাবিজাবি জিনিস বিক্কিরি হবে কিকরে ?  :-))
     
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:84a8:b8f4:***:*** | ২৩ আগস্ট ২০২২ ০০:৪৫508493
  • আমার খুব ইচ্ছে একটা টেসলা কেনার। কিন্তু এলনদা ইন্ডিয়াতে আসার নামও করছে না :-(
  • এলেবেলে | ২৩ আগস্ট ২০২২ ০০:৪৩508492
  • voter | 198.16.76.27 | ২৩ আগস্ট ২০২২ ০০:০৭
     
    বিরোধী দলের 'পোলিং অফিসার' নয়, 'পোলিং এজেন্ট'। আর প্রিসাইডিং-দের সঙ্গে মোটামুটি অতি মোলায়েম ব্যবহার করা হয়। প্রায় প্রতি জায়গাতেই আশ্বাস পেয়েছি, 'আমাদের এখানে নির্ঝঞ্ঝাট ভোট হয় স্যার।' তারপর আসলি খেল শুরু হয়। গণতন্ত্রকে রক্ষা করার মহান দায়িত্ব আমরা নিইনি, কাজেই চুপচাপ কাগজপত্তর ভর্তি করতে থাকি, ওদিকে ভোটও চুপচাপ হয়ে যায়।
     
    একবার দুপুর তিনটে পর্যন্ত একটা ভোটও হয়নি অথচ সেক্টর অফিসে দু ঘন্টা অন্তর ফিকটিশাস ফিগার (মেল-ফিমেল সমেত) পাঠিয়ে গেছি। অতঃপর তাহারা আসিলেন এবং মাত্র ঘন্টা দেড়েকের মধ্যেই 'নির্বিঘ্নে' ভোটপর্ব সমাধা হল। কাগজপত্র প্রায় রেডি করাই ছিল, কেবল বাকিটুকু ভর্তি করে ভালোয় ভালোয় বাসে উঠে জমা দিয়ে দেওয়া। ওফ, কী শান্তিপূর্ণ এই নির্বাচন।
  • lcm | ২৩ আগস্ট ২০২২ ০০:৪০508491
  • এলন নতুন কিছু বলে নি।

    অটোমেশনে অনেক নিম্ন/মধ্য আয়এর মানুষের কাজ চলে যেতে পারে।
    এই যেমন, রেলওয়ের টিকিট বুকিং কাউন্টার, তাতে প্রচুর মানুষ কাজ করেন, তাদের চাকরি চলে যেতে পারে।
    বা, এখন খুব চলছে বাড়িতে ডেলিভারির কাজ - পোস্ট আপিসের চিঠি থেকে, খাবারের প্যাকেট - এসবে অটোমেশন এলে অনেক মানুষের কাজ চলে যাবে।
    ফার্মিং এ লেবারের কাজ উঠে যাচ্ছে, অটোমেটিক টোম্যাটো পিকিং মেশিন। এইসব।

    ইউনিভার্সাল বেসিক ইনকাম। "বেসিক" কথাটা খেয়াল রাখতে হবে।
  • S | 2405:8100:8000:5ca1::155:***:*** | ২৩ আগস্ট ২০২২ ০০:৪০508490
  • ""ধরুন একটা গাঁয়ের পনেরোটা লোক তিনটে আলাদা শহরে কাজ করতে যায়, তাদের তিনটে আলাদা বাস" - পুরো কেসি নাগের অংক মনে হচ্চে :-))"

    আমি তো খাতাপেন নিয়ে আঁক কষতে বসেছিলাম। তারপর দেখি উত্তরে লেখা ইলনদা জিন্দাবাদ।
  • S | 2405:8100:8000:5ca1::ff:***:*** | ২৩ আগস্ট ২০২২ ০০:৩৬508489
  • দিদি এখন রাজ্যে ভোটে জিতবেন তিনটে কারণেঃ
    ১) মাইনরিটি ভোট বিভিন্ন কারণে পুরোপুরি দিদির সঙ্গে। বিজেপিকে আটকাতে প্রায় ব্লক ভোটিং করছে যথার্থ কারণেই। যেটুকু বাম বা কঙ্গে ছিলো, সেটুকুও ক্রমে তিনোর বাক্সে জমা হচ্ছে।
    ২) বিরোধী ভোট ভাগ হয়ে রয়েছে। বামেরা আর কঙ্গ কিছুটা করে কেটে বহু জায়্গায় বিজেপিকে জিততে দিচ্ছেনা।
    ৩) কিছু কিছু পকেটকে দিদি নিজের দিকে সফলভাবে নিয়ে আসতে পেরেছেন। সেটা প্রান্তিক মানুষ হোক, মহিলা ভোট হোক, বেঙ্গলি রিজিওনালিজমের সমর্থকরা অনেকেই দিদির সঙ্গে আপাতত।

    বিজেপি চেষ্টা করছে ১) কে নষ্ট করতে। তিনোরা যে বেকায়দায় পড়ে উপরাষ্ট্রপতি ভোটে কি করেছে সেটা তিনোদের মধ্যেই অনেককে অসন্তুষ্ট করেছে। তাছাড়া এইসব গরু চুরি থেকে শুরু করে ইলেকশানে নিজের ভোট অন্যলোক দিয়ে দেওয়াটা বহু কোর তিনো সমর্থকদের অন্যরকম ভাবাচ্ছে। দেখা যাক।
  • হজবরল | 185.22.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০০:৩৩508488
  • "ধরুন একটা গাঁয়ের পনেরোটা লোক তিনটে আলাদা শহরে কাজ করতে যায়, তাদের তিনটে আলাদা বাস" - পুরো কেসি নাগের অংক মনে হচ্চে :-))
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২২ ০০:৩০508487
  • ট্রেন ধরে গ্রাম টু শহর, স্টেশন এর কাছাকাছি  থেকে মেট্রো ধরে কর্মস্থল। আর পাবলিক ট্রান্সপোর্ট ফ্রিকোয়েন্ট থাকবে। ভোর চারটের সময় উঠতে লাগবে না।
     
    তিনটে শহরের কাছে একটা গ্রাম ! একি গুরুগ্রাম ?
  • r2h | 192.139.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০০:২৫508486
  • ওসব করে কী হবে। ধরুন একটা গাঁয়ের পনেরোটা লোক তিনটে আলাদা শহরে কাজ করতে যায়, তাদের তিনটে আলাদা বাস। একটা লোক আমার মত দেরি করে ঘুম থেকে উঠতে ভালোবাসে, তাকে পরিবেশবাসনায় ভোর চারটেয় উঠে দাঁত মেজে বাস ধরতে ছুটতে হবে। কোথায় দুটো ভাউয়া ব্যাংএর বাসা শুকিয়ে গেছে তার জন্যে আমার ভোরের ঘুম মাটি হবে, এ কোন কাজের কথা না। আর তাছাড়া এই যে পরিবেশ নিয়ে এত তাড়না, সেও তো আসলে মানুষের বিপদ দেখেই। মানুষের ঘাড়ে এসে না পড়লে কোনদিন কোথায় বরফ গলে গেল সে নিয়ে মোটেই ভাবতো না।

    এর থেকে মানুষকে বিলাস ব্যাসন বোগ জাগতিক জিনিসপত্রে পরিপূর্ণ করে দিলে আস্তে আস্তে প্রবৃত্তিগত আবেগ ইত্যাদি কমবে, বিয়ে শাদী ছানাপোনা জিনের বিস্তার এইসব থেকে মন উঠবে, জনসংখ্যা বৃদ্ধি কমবে, পৃথিবী আবার সুজলাসুফলা হবে।

    এলনদা জিন্দাবাদ।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২২ ০০:২৪508485
  • দূরের গন্তব্যের জন্য এটা অবশ্যই নয়, সেক্ষেত্রে ভালো পাবলিক ট্রান্সপোর্ট লাগবে। টিউব বা বাস বা লাইন কার।
  • lcm | ২৩ আগস্ট ২০২২ ০০:২০508484
  • এই দিয়ে ৪২ কিলোমিটার দূরের আপিস, মানে ইয়ে, এই বয়েসে... এখানেও অনেকে চড়ে এরকম, এক্সারসাইজ করার জন্য...
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২২ ০০:২০508483
  • সিপিএম এখন ক্ষমতায় আসার মতো জায়গায় নেই এটা সত্যি।
     
    আজ যদি মমব্যান পরিষ্কার বলে দেয় যে, " হ্যাঁ পার্থ খেয়েছে, কেষ্ট খেয়েছে, ববি খেয়েছে, ভাইপো খেয়েছে। তো ? কাজ করতে গেলে এসব একটু আধটু খেতেই হয়। এসব জীবনের অঙ্গ। " এটা যদি ধর্মতলায় দাঁড়িয়ে সোজা বলেও দেয় তবুও আজ তৃণ কে হারানো মুশকিল আছে, একমাত্র কোর্ট কেস হলে আলাদা কথা। কোনো বিরোধী ই মাঠে নেই, কাছেও নেই, দূরবীন দিয়ে দেখলেও নেই। পবর মানুষের কাছে দুর্নীতি এতটাই গা সওয়া হয়ে গেছে এগুলো তারা বদার ও করে না। বিধান সভা ভোটে আজ দুর্নীতি জাস্ট কোনো ইস্যুই নয়।  সেটাকে ইস্যু  করে তুলতে সঠিক বিরোধী দল প্রয়োজন আছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২২ ০০:০৯508481
  • নেদারল্যান্ডস এর বাকফিট সাইকেল গুলো পণ্য পরিবহন, বাচ্ছা দের নিয়ে যাওয়া, বয়স্ক বা চলন অক্ষম মানুষদের নিয়ে যাওয়া সমস্ত কাজে ভীষন হেল্পফুল। এটা ভবিষ্যতে নানা দেশে ব্যবহার করা যেতে পারে।
  • voter | 198.16.***.*** | ২৩ আগস্ট ২০২২ ০০:০৭508480
  • পশ্চিমবঙ্গে বামেদের কোনো বিকল্প অর্থনীতি, ধর্মনীতি, রাজনৈতিক দাবিদাওয়া, পদক্ষেপ গ্রহণের কর্মসূচী, সাংগঠনিক এজেন্ডা, ক্ষমতায় এলে কী করবে - ব্লুপ্রিন্ট, ভোট করানোর স্ট্রাটেজি কিসুই নাই। দুটাকা কেজি দামের চাল দেওয়ার বিরোধিতা করে নিজেরা ক্যান্টিন খুলে একটাকা দামের মিল খাওয়াচ্ছে দুপুরে - এই তো বিকল্প নীতি। সরকার তোলা তুলে, ঘুষ খেয়ে ধার করে ট্যাক্সেবল ইনকামওয়ালাদের থেকে নেওয়া ট্যাক্স থেকে যে পাইয়ে দেওয়া সুযোগ সুবিধে দিয়ে ভোট টানছে, কতিপয় কর্পোরেট তিন চার লাখি মাসিক চাকরির বামপন্থী উত্তরাধিকার বওয়া লোকেদের থেকে চাঁদা তুলে সেটাই করছে । ভলান্টারি সার্ভিস, ক্যান্টিন এসবের মোড়কে করে কাজ দেখাচ্ছে - এই নাকি বিকল্প রাজনীতি। সিপিএম ভোটে জিতলে পাড়ায় পাড়ায় এই ক্যান্টিন হবে নাকি? এইই ভোটে জেতার এজেন্ডা?
    যে গুন্ডাদের দিয়ে এতদিন সিপিএম ভোট করিয়েছে তিনোরা সবার আগে সেই গুন্ডাদের দলে টেনেছে এখন তারা তিনোমূলের ভোট করায়। এই ক্ষমতা নির্ধারক গুন্ডাদের হাতছাড়া করে ভোটের রাজনীতি সিপিএম আর জীবনেও করে উঠতে পারবে না। সংগঠন ভেঙে গুঁড়িয়ে গেছে। প্রত্যেকটা লোক, মুখে সিপিএম পার্টি করেও, মিটিং মিছিল স্লোগান করেও তিনোদের হাত ধরে ধরে ডাইরেক্ট সুবিধে নিয়েছে। এখন মুখ তুলে গালি দেওয়ার মুরোদও নেই। সবার বাড়ির থেকে কোনো না কোনো কাজ ব্যাকডোর দিয়ে করিয়ে নেওয়া হয়েছে গত বারো বছরে এই ক্ষমতায় থাকা তিনোদের রিকোয়েস্ট করে বা টাকা দিয়েই। খাঁটি অনাপোষী সিপিএম বেঁচে আছে কটা? পাড়ায় পাড়ায় গুনলে হাতে গোনা পাঁচ দশ জন।

    ভোট কেমন করে করায় জানেন তো? 

    প্রথমে প্রিসাইডিং অফিসারের সাথে সেটিং করা হয়, ক্যাশে কাউন্ডে বা ভয় দেখিয়ে। তারপর বিরোধী দলের পোলিং এজেন্ট যারা গোলমাল পাকাতে পারে তাদের চমকে বুথ থেকে বের করে দেওয়া হয়। খিস্তি ছুরি পিস্তল দেখানো হুমকি বাড়ির লোকেদের মা-মেয়ে-বৌ-বোনের যা করা সম্ভব এবং পোলিং অফিসারটিকে যা করা সম্ভব তার দোকান ব্যবসা থাকলে সেসব ভাঙচুর করার নির্দেশ শেষ অবধি মারধোর - এনি ওয়ান অর অল। এদের বের করে দিলে বুথে একচ্ছত্র ক্ষমতা নেওয়া গেল, যা ইচ্ছে লেখা, নোট করা, টোকেন কাটা ইত্যাদির। বুথ দখল হল।

    তারপরে দুশো তিনশো চারশো লোকের দল ঢোকে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে যায় একের পর এক,ভোট দেয় আর বারে বারে ঘুরে ঘুরে আবার লাইনে দাঁড়ায়। বুথ জ্যাম। যে ভোটারেরা আউট অব স্টেশনে আছে অসুস্থ মারা গেছে অথর্ব ভোট দিতে আসবে না তাদের সবার নামে টিক পরে, সই/আঙুলের ছাপ পরে, ভোট পরে। তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট এভাবে করিয়ে বাকি যারা ভোট দিতে এসেছে তাদের বিন্দুমাত্র বিরক্ত না করে, এমনকি সন্দেহের যায়গা না দিয়ে লাইনে দূরে দাঁড় করিয়ে রেখে খুব কোনো গোলমাল না করেই পুরো টিম নিয়ে পরের বুথে ভোট করাতে যায়। বাইক বাহিনী। এদের মাথা থাকে স্বনামধন্য এলাকা কাঁপানো গুন্ডা মাফিয়া এক একজন, যাদের ব্যাক-আপ হারিয়ে এই ঘটনার প্রতিবাদ করার মত অবস্থাতেও সেই পোলিং এজেন্টরা নেই - পার্টি মিটিং-এ ও তাদের আশ্বাস দেওয়া যাচ্ছে না যে এই ঘটনা নিয়ে ফারদার মুভ করলে তাদের নিরাপত্তার কী ব্যবস্থা পার্টি করবে। এ ঘটনার কমপ্লেন করা (যা প্রিসাইডিং অফিসার নেবেন না), বা লিফলেট বানিয়ে এলাকার লোকেদের ঘরে ঘরে দেওয়ার মধ্যেও যেটুকু প্রাণহানির বা হেকলড হওয়ার ঝুঁকি তা থেকেও নিরাপত্তা দেওয়ার যায়গায় পার্টি এই মুহূর্তে নেই।  ভোটকেন্দ্রগুলো থেকে সিপিএম শুধু পোলিং অফিসার উইথড্র করে নিতে পারবে, পার্থী উইথড্র করে নিতে পারবে, তার বেশি কিছু নয়।
    আর যে পার্টি নিজেদের মেম্বারদের এইটুকু নিরাপত্তা দিতে পারছেনা, তাদের সমর্থন করে ভোট দিয়ে আম জনতা নিজেদের নিরাপত্তায় ডেকে ডেকে বাঁশ নিয়ে আসবে এমন আশা করার কারণ কী আছে জানিনা, তবু অবশিষ্ট সিপিএম এর আশা এদের কীর্তিকলাপে বিরক্ত হয়ে জনতা নিজে নিজেই এত এত বেশি করে সিপিএম কে ভোট দিয়ে ফেলবে যে ওসব ভোট করানো মেকানিজমকে গুঁড়িয়ে দিয়ে জনতার স্বতস্ফূর্ত সমর্থনে সিপিএম আবার জিতে যাবে। গ্রাউন্ড লেভেলের সমর্থকদের আর ফেসবুক অ্যাকটিভিস্টদের এইসব স্বপ্ন খাইয়ে কাজ করানো হচ্ছে পার্টি হিসেবে অস্তত্ব টিকিয়ে রাখার জন্য। কিছু মাথাস্তরের নেতাদের আজীবন পেনশন বন্ধ না হয়ে যায় - সেই অস্তিত্ব রক্ষার ক্রাইসিস।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২২ ০০:০৬508479
  • ব্যক্তিগত ট্রান্সপোর্ট যা গাদা খানেক জায়গা নেয় ও দূষণ ছড়ায়, আমি নীতিগতভাবে তার বিপক্ষে। বেশিরভাগ মানুষের পক্ষে টেসলার থেকে নর্মাল সাইকেল বা ইলেকট্রিক এসিস্টওলা সাইকেল মাচ মাচ বেটার। এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট কে উন্নত ও একসিসেবল করতে হবে। 
  • lcm | ২৩ আগস্ট ২০২২ ০০:০৪508478
  • না না, ইলন মাস্ক বলেছে ইউনিভার্সাল বেসিক ইনকাম, একমাত্র ইনকাম নয়।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২২ ০০:০৩508477
  • @এলেবেলে চলে যাচ্ছে ঠিকঠাক। আপনি কেমন আছেন ? 
    অনেক দিন পর সুকির কলাম টা পড়ছিলাম। ভাবলাম একটু ভাট থেকে ঘুরে যাই।
  • হজবরল | 185.22.***.*** | ২২ আগস্ট ২০২২ ২৩:৩৮508476
  • কিন্তু ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু করলে টেসলা কে কিনবে ? কেউ না কিনলে ত ইলনদা বিলিয়নেয়ার থাকবেন না ,  উনিও হয়ত বেকার ভাতায় নাম লেকাবেন :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত