এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০১ আগস্ট ২০২২ ০৫:৪১507275
  • উত্তর মীমাংসা তো দূরের কথা, পূর্ব মীমাংসা অবধিই বা যায় ক'জন?
  • :|: | 174.25.***.*** | ০১ আগস্ট ২০২২ ০৫:৩৭507274
  • নতুন তো কিছু না। বরাবরই তেমন। খুব অল্প সংখ্যকই উত্তর মীমাংসা অবধি পৌঁছাতে পারেন। পাঁচটা আটকে বললুম। 
  • &/ | 151.14.***.*** | ০১ আগস্ট ২০২২ ০৫:০৮507273
  • চতুর্মাত্রিক, অবস্থাখানা দেখলেন? একেবারে যেন সাংখ্যদর্শন মতে চলছেন অধিকাংশ।
  • &/ | 151.14.***.*** | ০১ আগস্ট ২০২২ ০৪:২৮507272
  • গতকাল অফলাইনে ছিলাম। আজ সাইটে ঢুকে দেখি বাপরে কী কান্ড! এক্কেবারে কী একটা অবস্থা!!!!
  • :|: | 174.25.***.*** | ০১ আগস্ট ২০২২ ০৪:২৬507271
  • ০১ আগস্ট ২০২২ ০২:০৪: দ্বিতীয় প্রশ্নের উত্তর মনে হয় "কমলো"। কারণ খারাপ পোশাক পরা খারাপ মেয়েরা খারাপ কাজ করেছে। সেটা স্বাভাবিক এবং এক্সপেক্টেড। বেশী দোষের কিছু না -- এটুকু প্রমাণ করা ছাড়া ছবি দেবার আর কীই বা উদ্দেশ্য থাকতে পারে! 
  • S | 2405:8100:8000:5ca1::2e9:***:*** | ০১ আগস্ট ২০২২ ০২:০৫507270
  • @বোতিন্দা, চলে যাচ্ছে।
  • S | 2405:8100:8000:5ca1::b1:***:*** | ০১ আগস্ট ২০২২ ০২:০৪507269
  • কিন্তু এইসব ছবি দিয়ে কি প্রমাণিত হল? দোষ বাড়লো না কমলো?
  • শয়তানের উকিল | 89.187.***.*** | ০১ আগস্ট ২০২২ ০১:৫৫507268
  • আমি ফেসবুকে 'দীপান্বিতা+পার্থ' সার্চ করে দেখলাম, দীপান্বিতা দেবীর মে ছবিটা এখানে শেয়ার হয়েছে সেটাই ঘুরে ফিরে দেখাচ্ছে। 'মানসী+পার্থ'র‌ও সেম কেস। আপনারাও করে দেখতে পারেন। 
     
    অর্থাৎ ছবিগুলো নতুন কিছু নয়, এগুলো ফেসবুকে হাজার হাত (নাকি চোখ) ঘুরছে এবং মর্ফ হলে অনেক আগেই সেটা হয়েছে। 
     
    তাহলে মোদ্দা কথাটা কী?
     
    ১। অর্পিতা দেবীর ছবির ব্যাপারে  রঞ্জনদা নিজেই লিখেছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেন নেই? উনিও তো জাস্ট গ্রেপ্তার হয়েছেন, এখনও আসামী নন, অপরাধী প্রমাণ তো দূর অস্ত। তাহলে তাঁর অনুমতি ছাড়া তাঁর ইন্সটাগ্রামের ছবি শেয়ার করা অন্যায় নয়?
     
    ২। দীপান্বিতা দেবী এবং মানসী দেবীর ছবিগুলো ফেসবুকে বেশ কয়েকদিন ধরে ঘুরছে এবং হাজার হাজার শেয়ার লাইক হচ্ছে। এক্ষেত্রে মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায়, A2Z ছবির দুটি বাননানি অথবা মর্ফ করেননি। 
     
    ৩। মোনালিসা দেবীর ছবি দুটি ফেসবুকে এক ঝলকে খুঁজে পেলাম না, তবে AI matching software মোটামুটি (৯৫-৯৯%) নিশ্চিত, এগুলো ড. মোনালিসা দাসের‌ই ছবি। 
     
    ৪। সবচাইতে ঝামেলাদায়ক হল A2Zএর ভাষায় 'ছোটরানি" সংযুক্তা দেবীর ছবি। এনার নাম এখন‌ও পর্যন্ত এই কেসে শুনিনি, অবশ্য এমন আরও অনেকের নাম শুনেছি যাঁদের ছবি A2Z এখানে শেয়ার করেননি। পুরো নাম, পেশা অথবা অবস্থান না জানলে এঁকে খুঁজে বের করা কঠিন। 
     
    তবে আমি A2Zকে বেনিফিট অব ডাউট দিতে ইচ্ছুক। তার কারণ দুটি -
     
    ক। বাকি চারজনের জেনুইন/অফিশিয়াল ছবি দিয়ে হঠাৎ এঁর ক্ষেত্রেই বা ব্যতিক্রম হবে কেন? 
     
    খ। মূল পোস্টে A2Z বলেছিলেন, প্রামাণ্য ছবির অভাবে অহনা চক্রবর্তীর ছবি তিনি দিচ্ছেন না। মর্ফিং করতে চাইলে অন্য কোনও মহিলার ছবি কারিকুরি করে তিনি অহনা দেবী বলে চালাতেই পারতেন, কিন্তু তিনি তার করেননি। এর থেকে এটাই মনে হয়, সংযুক্তা দেবীর ছবিটা "প্রামাণ্য"। 
     
    আপনারা কেউ কি আর কোনো আলোকপাত করতে পারবেন প্লিজ?
     
     
     
  • শয়তানের উকিল | 89.187.***.*** | ০১ আগস্ট ২০২২ ০১:৩২507267
  • শ্রীমতী দাসের দুটো ছবি ওঁর বহুল প্রচলিত অফিশিয়াল ছবির সঙ্গে মিলিয়ে দেখলাম, জেনুইন বলছে তো। 
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c2ec:3d10:b709:***:*** | ০১ আগস্ট ২০২২ ০১:২৪507266
  • গুরুর ছবি শেয়ার করা সম্পর্কে কোন পলিসি আছে বলে জানিনা। যদি থাকে তো সেটা মেনে চলা উচিত। গুরুরও সেই পলিসি পাব্লিসাইজ করা উচিত। সেটা না হলে, সবটাই দুপক্ষের রুচির তর্ক। তাতে উৎসাহ নেই।
     
    এ বাদে প্রশ্ন উঠতে পারে কোন আইন ভঙ্গ হয়েছে কিনা। সেই প্রশ্ন তুলতে হলে কোর্টেই যেতে হবে। 
     
  • শয়তানের উকিল | 89.187.***.*** | ০১ আগস্ট ২০২২ ০১:১৯507265
  • @Ranjan Roy
    শ্রীমতী দাসের কোন দুটো ছবি? এখানে ওঁর তিনটে ছবির পোস্ট হয়েছে দেখলাম। ৩০ জুলাই যথাক্রমে ১০-০০, ১৪-০৩ এবং ১৫-২০। 
  • শয়তানের উকিল | 89.187.***.*** | ০১ আগস্ট ২০২২ ০১:১৫507264
  • @প্রত্যয় ভুক্ত,
    আপনি খামোখা A2Zকে পাগলা দাশু বললেন আপনার ৩১ জুলাই ১৬-২৬ এর পোস্টে। খেয়াল করে দেখুন, পোস্ট কেন সেক্সিস্ট সেটা জানতে চেয়েছেন a তাঁর ৪-২৫এর পোস্টে। অবশ্য আপনি যদি জানেন যে,  a আর A2Z এক‌ই লোক, তাহলে অন্য ব্যাপার। সেটা না হলে আপনার এহেন রাগারাগি অনুচিত হয়েছে। 

    'রাঁড়' শব্দটি এপ্রসঙ্গে প্রথম লিখেছেন kc, তাঁর ৩০ জুলাই ৮-২১এর পোস্টে, এছাড়াও তিনি 'মাগ' এই শব্দটিও ব্যবহার করেছেন। এক্ষেত্রে A2Z তাঁর ভাষা ধার করেছেন মাত্র। 
     
    বড়রানি-ছোটরানি কথাগুলো আমার অন্ততঃ dehumanizing মনে হয়নি, বিশেষত যখন ওই টাকার বাণ্ডিলগুলোতে হাজার হাজার অসহায় ছেলেমেয়ের চোখের জল মাখামাখি হয়ে আছে। 
  • Bratin Das | ০১ আগস্ট ২০২২ ০০:৫৮507263
  •  কেকে আর আটোজ আছো নাকি হে? 
  • Ranjan Roy | ০১ আগস্ট ২০২২ ০০:২৬507262
  • এ বিষয়ে আমার শেষ বক্তব্যঃ
    "এরকম পোশাক পরে আকছার ভদ্রমহিলারা ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো শেয়ার করেন"। 
    -- ১) যাঁরা নিজেরা শেয়ার করেছেন তাদের ছবি আপনি সার্কুলেট করতেই পারেন, যে পোশাকেই হোক।
     ২) কিন্তু কোন মহিলার ছবি তাঁর বিনা অনুমতিতে আপনি তুলতে বা সার্কুলেট করতে পারেন না। 
    "আকছার ভদ্রমহিলারা" মানে 'সব' এমনকি "বেশিরভাগ' ভদ্রমহিলারা ছবি তোলেন? তাই কি?
     তাহলে ওই যুক্তিতে আপনি যে কোন মহিলার ওই জাতীয় ছবি তার বিনা সম্মতি পাবলিক ডোমেইনে সার্কুলেট করতে পারেন? 
    একটা গল্প বলি।
      গতবছর ভোপালে রবীন্দ্রভবনে নাটক দেখতে গেছলাম। জয়া ভাদুড়ির বোন রীতা ভাদুড়ির এবং ভগ্নীপতির নাট্যদলের নাটক। তাতে দর্শকের আসনে ঠিক আমার সামনে জয়া , ওঁর মা এবং বড় বোন বসেছিলেন।
    আমার পাশের সীটের এক মহিলা উঠে মোবাইলে জয়া ভাদুড়ির ছবিযে  তুললেন।
    জয়া টের পেয়ে প্রবল আপত্তি জানিয়ে বললেন-- কোন মহিলার অনুমতি না নিয়ে তাঁর ছবি তোলা যে ঠিক কাজ নয় সে বোধ নেই? তারপরে স্টেজে উঠে এটা নিয়ে বিস্তৃত বললেন।
      দোষী মহিলাটি মাপ চাইলেন। প্রিন্স ডায়ানা এবং আরও অনেক সেলিব্রিটির ব্যাপারেও তাঁদের বিনা অনুমতি ছবি তোলা যে প্রাইভেসির উল্লংঘন এটা নিয়ে অনেক মামলা হয়েছে। এখন ভারতেও এভাবে ছবি তোলা --।
    ৩)
    মর্ফিং প্রযুক্তি অপব্যবহার করে অর্ধনগ্ন/বিবসনা ছবি শেয়ার হলে আলাদা কথা ছিল। 
     
    এমন‌ও হতে পারে ছবিগুলো উপলব্ধ হয়েছে ওদের প্রাইভেট ইনস্টা অ্যাকাউন্ট থেকে। 
    ---শ্রীমতী দাসের দুটো ছবি কি? আপনি জানেন না ছবিগুলির উৎস কী? হতে পারে মর্ফ করা?  আপনি কী করে নিশ্চিত হচ্ছেন? 
     
     
    পলিটিশিয়ান
     -"ওদের দিক থেকে যদি এসব ছবি ফেক হয় তো কোর্টে যাওয়া উচিত। যদি ফেক না হয় তো কিভাবে ছবিগুলো লিক হল সেটা খোঁজ করুক"।
     
    এটা কোন কথা হল?  কারও কোন ছবি, যা তার ইন্সটাগ্রাম/ফেসবুক , তার পাবলিক অ্যাকাউন্ট ছাড়া পাওয়া , উৎস জানা নেই, সেটা আমরা সার্কুলেট করতে পারি? 
    এই যুক্তিতে তো যে কোন ফরওয়ার্ডেড  নিউজ  ভেরিফাই না করেই আমরা সার্কুলেট করতে পারি। বলতেই পারি, আমার কোন দায়িত্ব নেই। যে প্রথম করেছে তার দায়িত্ব। 
    যদিও আইন ওটা মানে না।
    গ্রেফতার হওয়া নিয়ে আপত্তি তুললে (মানবাধিকার কর্মীদের কথা বলছি, যেমন স্ট্যান স্বামী, সুধা ভরদ্বাজ) বিজেপির লোকজন তাই বলে--কোর্টে নিজেদের নির্দোষ প্রমাণ করুক গে!
     
    এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।
       
  • রঞ্জনদাকে প্রশ্ন | 156.146.***.*** | ৩১ জুলাই ২০২২ ২৩:৪৮507261
  • দীপান্বিতাদেবী এবং মানসীদেবীর ছবিতে আপত্তিকর কী দেখলেন? মোনালিসাদেবী এবং সংযুক্তাদেবীর ছবিও আমার মতে আপত্তিকর হ‌ওয়া উচিত নয়। এরকম পোশাক পরে আকছার ভদ্রমহিলারা ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো শেয়ার করেন। মর্ফিং প্রযুক্তি অপব্যবহার করে অর্ধনগ্ন/বিবসনা ছবি শেয়ার হলে আলাদা কথা ছিল। 
     
    এমন‌ও হতে পারে ছবিগুলো উপলব্ধ হয়েছে ওদের প্রাইভেট ইনস্টা অ্যাকাউন্ট থেকে। 
     
    জাস্ট জানতে চাইলাম। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c2ec:3d10:b709:***:*** | ৩১ জুলাই ২০২২ ২৩:২০507260
  • আপত্তি বা উৎসাহ
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c2ec:3d10:b709:***:*** | ৩১ জুলাই ২০২২ ২৩:১৪507259
  • শেয়ার করায়
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c2ec:3d10:b709:***:*** | ৩১ জুলাই ২০২২ ২৩:১৩507258
  • ফ্র্যাংকলি, আমার ছবি শেয়ার করে আপত্তি বা বিরোধিতা কোনোটাই নেই। নিজের দিক থেকে, পিন আপ গার্লদের ছবি দেখতে ভালোবাসি। সুতরাং মোর দি মেরিয়ার। ওদের দিক থেকে যদি এসব ছবি ফেক হয় তো কোর্টে যাওয়া উচিত। যদি ফেক না হয় তো কিভাবে ছবিগুলো লিক হল সেটা খোঁজ করুক। এমনও হতে পারে তৃণমূল নিজেরাই এসব ছবি লিক করেছে। এদের কেউ যদি পরে রাজসাক্ষী হয় তো কোর্টে তাদের বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ করবে চরিত্র দেখিয়ে।
     
    এরা বেশ্যা নয় সেটা একটা সম্ভাব্যতার স্টেটমেন্ট। মরাল বা লিগ্যাল জাজমেন্ট নয় ।
  • Ranjan Roy | ৩১ জুলাই ২০২২ ২২:৪৭507257
  • পলিটিশিয়ানের সঙ্গে সম্পূর্ণ ঐক্যমত। এরা মানিমিউল, বাকি সেন্সেশনালাইজেশন।
     
     
    aকে দুটো কথাঃ
    এক, অর্পিতা ম্যাডামের ছবিটি তার ইন্সটাগ্রামের, অর্থাৎ এই ছবিটি উনি পাবলিক ডোমেনে পেশ করেছেন এবং এটায় ওঁর সম্মতি আছে।আর ওই ছবিতে আপত্তিজনক কিছু নেই।
       কিন্তু বাকিগুলো? 
    একটাও ওনাদের ইন্সটাগ্রামের বা ফেসবুকের থেকে নেওয়া নয়। এবং বেশ আপত্তিজনক ছবি। ইন্টারনেটে অনেক ফোটোশপে তৈরি এর মাথা ওর ধড়ে লাগানো ছবি উপলব্ধ, এটা আমরা সবাই জানি। এগুলো সার্কুলেট করা ঠিক নয়। মানি মিউল বা করাপ্সহনের জন্যে ওদের ইডি আদালতে পেশ করে আইন অনুযায়ী শাস্তি দিক। কেউ চোখের জল ফেলবে না।
      কিন্তু প্রত্যেক ব্যক্তির, পুরুষ বা নারী নির্বিশেষে, মর্য্যাদা আছে। অপরাধীরও।
     সেখানে আঘাত করাটা সেই পাড়াতুতো মর‍্যাল পুলিশের মত , পাড়ায় মেয়েমদ্দ সবাই মিলে কোন মেয়েকে  প্রকাশ্যে   জুতো পেটা করার, মুখে কালি লেপে দেয়ার বা চুল কেটে নেয়ার মানসিকতার সমান।  এটা ঠিক নয়।
      আশা করি, আমার বক্তব্য বোঝাতে পেরেছি।
     
       
  • dc | 2401:4900:1cd1:6f7a:79ce:a933:216c:***:*** | ৩১ জুলাই ২০২২ ২১:৪৯507256
  • "তারপরে কথা, "তোরা জানিসনা, তোরা কি পরিমানে ব্লেসড একটা প্রজন্ম, অথচ কি প্রচন্ড মূর্খ ....."
     
    এইটা উনি এক্কেবারে খাঁটি কথা বলেছেন। একেই বলে উইজডম অফ দ্য এজেস। 
  • যদুবাবু | ৩১ জুলাই ২০২২ ২১:২৮507255
  • :) 
    অক্ষয় মালবেরি আমার অন্যতম প্রিয় একটা বই। বন্ধুদের বই উপহার দিতে ভালবাসি, ভেতরে কিছু একটা লিখে - অক্ষয় মালবেরি বেশ কয়েকজনকে দিয়েছি কলকাতায় থাকাকালীন। 
     
    আর কথাটা ভুল বলেননি। সত্যিই ব্লেসড ও মূর্খ। 
  • kc | 37.39.***.*** | ৩১ জুলাই ২০২২ ২১:২৫507254
  • অক্ষয় মালবেরি, আমার মা কে পড়িয়েছিলাম আমার কাছে যখন ছিলেন, একটা আইপ্যাড গুনাগার দিতে হয়েছে, বইয়ের পাতায় নাকি সেই আমেজ আসে নাই, মাঝে মধ্যেই পড়তে পড়তে নিজের ভাই বোনদের কল করা, কথা বলতে বলতেই সেখান থেকে পড়ে শোনানো.....
     
    তারপরে কথা, "তোরা জানিসনা, তোরা কি পরিমানে ব্লেসড একটা প্রজন্ম, অথচ কি প্রচন্ড মূর্খ .....
  • যদুবাবু | ৩১ জুলাই ২০২২ ২১:১২507253
  • আহা ইবই তো আমি পড়িই। ভাণ্ডারে মম বিবিধ রতন (যাকে অবোধ আমি অবহেলাও করি), তবে এখন খুঁজছি আমার মায়ের জন্য। আমার এতো গাদা বাংলা বই কিন্তু মায়ের ভালো লাগবে এমন খুব কম। :( 
     
    এযাবৎ দুটো 'গল্পের বই' পাশমার্কস পেয়েছে, জীবনের জলছবি আর নিজের রবীন্দ্রনাথ। ভাবছি এরপর অক্ষর মালবেরি পড়তে দেবো। 

    @ব্রতীনদাঃ তোমাকে হোয়া করছি দাঁড়াও।
  • kc | 37.39.***.*** | ৩১ জুলাই ২০২২ ২০:৫৫507252
  • আনন্দ দেজ সবাই বই পাঠিয়ে দেয়, দীপুদাও। তবে সস্তায় মজবুত টিকাও হল ইবই। 
  • Bratin Das | ৩১ জুলাই ২০২২ ২০:৪৩507251
  • যদু বাবু , <,Kolkatabookshelf> পাঠায় । কী বই বলো আর তোমার ঠিকানা আমাকে <WA> 
    করো । আমি পাঠিয়ে দেবো 
  • Bratin Das | ৩১ জুলাই ২০২২ ২০:২৯507250
  • আরে এস ।ক দিন দেখি নি কেমন আছো? দিন কাল কেমন কাটছে ?
  • kc | 37.39.***.*** | ৩১ জুলাই ২০২২ ২০:১১507249
  • 'নিক'এর আমি, 'নিক'এর তুমি, 'নিক' দিয়ে যায় চেনা, আরও অনেক কিছু দিয়েও চেনা যায়, পচা শামুকে পা না পড়লেই হল,,,, হা হা হা ....
     
    @ ৩১ জুলাই ২০২২ ১২:০৭
  • যদুবাবু | ৩১ জুলাই ২০২২ ২০:০১507248
  • একটা র‍্যান্ডম প্রশ্নঃ ইউ-এসে https://parabaas.com/bookstore/ ছাড়া আর কোনো বাংলা বই কেনার ঠিকানা আছে? 

    শিপিং দিয়ে দেশ থেকে আনানো যায় বটে, তবে সে বড়ো ঝক্কি। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c2ec:3d10:b709:***:*** | ৩১ জুলাই ২০২২ ১৮:১১507247
  • রাঁড় মানে কি বেশ্যা? সেটা বোধহয় সত্যি কথা নয়। এরা সকলেই মানি মিউল। বাকিটা সেন্সেসনালইজেশন।
  • S | 2a03:e600:100::***:*** | ৩১ জুলাই ২০২২ ১৬:৩৬507246
  • আমি ভাবছি কাতুবাবুর বাজেয়াপ্ত ফ্ল্যাটগুলোর মধ্যে একটা কিনবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত