এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ২০ জুলাই ২০২২ ১৭:৫১506614
  • "অগো ক্যাডা পুছে"!  ঠিক! তবে হ্যাঁ আমি ভেবে দেখেছি বন্ধুর ক্রাইটেরিয়াগুলোর মইধ্যে আমাকে উৎসবে কেউ ডাকছে না, দুর্ভিক্ষ ভাগ্যক্রমে দেখিনি, রাজদ্বার-ও না, তবে শ্মশানে আছি আর রাষ্ট্রবিপ্লবটিপল্বেও আমিও বন্ধুদের লগে-লগে যাইবো, আর ব্যসনে না হোক, বেসনে তো আছিই। 

    রঞ্জনদার "বালস্য বাল আমি হরিদাস পাল" শুনে হেব্বি মজা পেয়েছি, কেমন একটা 'সিংহের মামা আমি নরহরি দাস' ফ্লেভার আছে। ছন্দ মেলাতে পারলে এক লাইন জুড়তাম। 

     
  • dc | 2401:4900:1f2a:2d6a:51ac:570:57ae:***:*** | ২০ জুলাই ২০২২ ১৬:৩৮506613
  • আচ্ছা একটা ডিসক্লেমার দিয়ে দি, আমি আজ অবধি কোন কিছুর প্রতিবাদ করিনি। কারুর ওপর হামলার ওপরেও না, কোন আইনের বিরুদ্ধেও না। প্রতিবাদও করিনি, মিছিলেও হাঁটিনি, প্রতিবাদ সভাতেও যাইনি। কোন পোস্টও কখনো শেয়ার করিনি, কিছু লিখিওনি। ফুল ডিসক্লোজার। 
     
    কে কোথায় নজর রাখে কে জানে বাবা। 
  • দীপ | 42.***.*** | ২০ জুলাই ২০২২ ১৬:৩৩506612
  • "প্রজায় প্রজায় প্রভেদ পাপ। পাপের রাজ্য থাকে না।"
    এই সমদর্শন‌‌ই রাজধর্ম। শাসকের কাছে থেকে এই সমদর্শন আমরা প্রত্যাশা করি। জাতিধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষাপ্রদান শাসকের দায়িত্ব। এই রাজধর্মকে অস্বীকার করলে শাসকের পতন ও ধ্বংস অনিবার্য। ইতিহাস এই অমোঘ সত্যকে বারবার প্রমাণ করেছে।
     
    "কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত
    আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত।"
  • দীপ | 42.***.*** | ২০ জুলাই ২০২২ ১৬:২৪506611
  • রঞ্জনদা, একদম ঠিক কথা। আমরা সবাই হরিদাস পাল। চিৎকার করা ছাড়া আর কিছু করার নেই। তাই সেটুকুই করি।
    উত্তর ও মধ্য ভারতে দলিত-মুসলিমদের উপর আক্রমণ চূড়ান্ত অন্যায়। এক‌ইভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চূড়ান্ত বর্বরতা। আর দুটোই শাসক শ্রেণীর মদতে হয়। শাসক শ্রেণীর মদত না থাকলে এগুলো হতে পারেনা! 
    শিবসেনার গুণ্ডারা তখন ফিদা হুসেনের স্টুডিও ভাংচুর করে, সেটাও অসভ্যতা। আবার পশ্চিমবঙ্গে শাসকদল যখন তসলিমাকে তাড়ায়, সেটাও তাই! সবক্ষেত্রেই প্রতিবাদ প্রয়োজন। একটি ক্ষেত্রে চুপ থাকলে আরেকটি শক্তি উৎসাহিত হয়ে ওঠে! 
    আমার নিজের ক্ষেত্রে এটুকুই বলতে পারি, আমি আমার সাধ্যমতো প্রতিবাদ করার চেষ্টা করি। আফরাজুল হত্যা থেকে গোমাংস নিয়ে পিটিয়ে খুন- সব ঘটনায় ফেসবুকে প্রতিবাদ করেছি। আবার অম্বিকেশ- শিলাদিত্য কে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদ করেছি, ফেসবুকে‌ কার্টুন শেয়ার করে প্রতিবাদ জানিয়েছি। গতকাল‌ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি বসানো নিয়ে তথ্য ও কার্টুন শেয়ার করেছি। এর বেশি কিছু করার ক্ষমতা আমাদের কারো নেই! 
  • Ranjan Roy | ২০ জুলাই ২০২২ ১৪:১৪506610
  • দীপ,
     আপনাকে একটাই অনুরোধ। হ্যাঁ, আমি শুধু আপনাকেই অনুরোধ করতে পারি, শেখ হাসিনা ম্যাম বা আমাদের মোদীজিকে নয়।  তার দুটো কারণ।
    এক, আমার বিশ্বাস আপনি আমার কথাটা , মানুন বা না মানুন, শুনবেন। কিন্তু ওনারা? আমার মত  বালস্য বাল হরিদাস পালের আর্তি ওনাদের কর্ণকুহরে পৌঁছবে না। 
     দুই, আমার আপনার মত ধক নেই। আরও অনেক কিছু নেই, সেসব এখানে বলে কেস খেতে চাইনা। মা-বোনেরা দেখছেন, ওনাদের কথাও ভাবতে হয়। কারণ আমি বুড়ো হাবড়া এবং সেকেলে। এবং ভীতুর ডিম। ভয় পাই, ভূতকে নয় ভগবানকে। ভয় পাই প্রেম  করতে ও প্রতিবাদ করতে।
     
    যাকগে কাজের কথায় আসি?
    আমার অনুরোধ, আপনি অশরীরী 'মহাবিপ্লবী'দের ছাড়ান দেন। ওরা শেখ হাসিনাকে প্রতিবাদ পত্র লিখুন বা তাতে সই ক্রুন--তাতে কার কী আসে যায়? অগো ক্যাডা পুছে?
    আপনি আপনার মতন যাকে ইচ্ছে প্রতিবাদ পত্র পাঠান আমি সই করে দেব।
    কারণ, রোজ এত্ত এত্ত অশ্লীল ঘটনা ঘটছে কে কত প্রতিবাদ করবে? যার যেটা বেঠিক মনে হয় তাই নিয়ে প্রতিবাদ করুক। আপনার পক্ষেও সম্ভব নয় সবকিছু খেয়াল রাখা ও প্রতিবাদ করা। 
    দেখুন, আমার কাছেই পানেসরে পঞ্চায়েতে সভা করে সিদ্ধান্ত হল যে মুসলমানদের দোকান থেকে কিছু কেনা চলবে না। তারপর বিভিন্ন জাগরণ বাহিনী গরীব মুসলমানদের বস্তির কাছে গিয়ে চোখ রাঙাতে লাগল এবং ওদের লিস্টি বানাতে শুরু করল। বেশির ভাগই ছিল আসাম থেকে চলে আসা মুসলমানের দল।
    দু'দিনে অধিকাংশ ঘর খালি। সব পেইলে গেছে আসামের গাঁয়ে। মানে, ওরা যেখান থেকে এসেছিল সেইখানে ওদের ঢুকিয়ে দেয়া হয়েছে। 
    আপনি কি প্রতিবাদ করেছেন? করেন নি। আমিও করিনি। 
    তাই 'একলা চলো রে'! শুনে অনুপ্রেরণা পাই। আপনিও পাবেন। রোজ একবার করে শুনুন এবং একাই প্রতিবাদ পত্র পাঠান। আমার নামটাও জুড়ে দেবেন। সঙ্গে আছি।
     
    আর গুরু একটা প্ল্যাটফর্ম মাত্র। ওদের আলাদা করে প্রতিবাদ আবার কী! তবু সম্পাদকমণ্ডলীর অনুমোদিত স্লট 'বুলবুল্ভাজা'য় নড়াইলের ঘটনা নিয়ে শরীফ ভাইয়ের লেখাটি দেখুন। এর চেয়ে জোরালো প্রতিবাদ এবং বিশ্লেষণ আর কোথাও দেখি নি।
     আমি তো ওটাকেই একরকম গুরুর প্রতিবাদ ধরে নিয়েছি। আপনি? 
  • Bratin Das | ২০ জুলাই ২০২২ ০৯:২৫506609
  • আমাদের  সুমিত্রা দা, প ড়িয়েছেন। সে অত্যাচার  আজ ও ভুলি নি। 
     
    স‍্যার কে পাকড়াও করি।বহুবছর পরে।
    বইমেলায়। গুরুচন্ডালীর স্টলে। আমি বসে বসে বই বেচছিলুম। তখন আমরা লিটল ম‍্যাগাজিনের জন‍্যে নির্দিষ্ট  জায়গা  বসতুম। স‍্যার ও কিনবেন না আমিও ছাড়বো না। শেষ কালে 5 টাকার একটা কাগজ বেচেছিলুমlaugh
  • Bratin Das | ২০ জুলাই ২০২২ ০৯:১৯506608
  • ট্রা ই কর
  • যদুবাবু | ২০ জুলাই ২০২২ ০৮:৩৮506607
  • ওহোহো ... তাহলে তো ভেলকিবাজি মিশ কর গিয়া ! পাকামের ক্লাস নিলে ডেমোগ্রাফির বেম্মজ্ঞান হতো, তারপর আর এইসব গ্রাহ্যি করতে না। 

     
  • Amit | 121.2.***.*** | ২০ জুলাই ২০২২ ০৮:৩৩506606
  • গ্রাফে যা দেখাচ্ছে একটা মেজর সমস্যা  আসতে চলেছে। ২০৫০ অবদি কিভাবে টানবে সেটা হয়ে যাবে ধরে নিলেও >৬৫ পপুলেশন একটা মেজর জাম্প দেখাচ্ছে। এবার এই গ্রোইং গ্রূপের ওল্ড এজ পেনশন বা সোশ্যাল সিকিউরিটি সমস্ত মেনটেন করা উইথ ফলিং ওয়ার্কিং ২৫-৬৪ গ্রূপ দিয়ে - হেইডা একটা মেজর চ্যালেঞ্জ। 
     
    অবশ্য সবই ভবিষ্যতের গভ্ভে। কাল কি হবে তাই আনসার্টেন তো ৩০ বছর পরে। 
     
    :)  :) 
  • Bratin Das | ২০ জুলাই ২০২২ ০৮:২৩506605
  •  আরে যদুবাবু যে। না আমার তো MTech QROR. ডেমোগ‍্রাফির কোন পেপার ছিল না।
     
    প্রথম বছর স্ট‍্যাটের লোকেদের ইঞ্জিনিয়ারিং
     পড়াতো ( লেদ মেশিন ইয়ে মানে উফফফফফফ)
    । ইঞ্জিনিয়ার  দের স্ট‍্যাট। সেকেন্ড ইয়াবে সব পেপার কমন। তাতে  কোয়ালিটি  রিলায়েবিলিটি অপারেশন রিসার্চ  আর অল্প স্বল্প  কম্পিউটার 
  • যদুবাবু | ২০ জুলাই ২০২২ ০৭:৫৭506604
  • এই বোতিন্দা, তোমাদের সময়েও কি ডেমোগ্রাফি সেই পাকাম পড়াতেন? পাকাম মানে পি কে এম, পুরো নাম ভুল গিয়া।
  • kc | 2405:201:800a:a823:9d11:4bdd:835d:***:*** | ২০ জুলাই ২০২২ ০৭:৪৫506603
  • সঞ্জীব সান্যাল এই পপুলেশন বাড়ার উপর অনেক লেখেন। ওনার মতে 22 -23 সাল থেকে ভারতের কিছু অংশে টোটাল ফারলিটি রেট অলরেডি রিপ্লেসমেন্ট লেভেলের নীচে চলে গেছে। তামিলনাড়ু কেরালা বাংলায় বিশেষ করে।
  • lcm | ২০ জুলাই ২০২২ ০৭:২৬506602
  • এখন যেমন চলছে তেমন চললে, ২০৫৫ এর কাছাকাছি সময় থেকে ভারতের জনসংখ্যা কমতে আরম্ভ করবে।
  • Bratin Das | ২০ জুলাই ২০২২ ০৭:২৪506601
  • "হযবরল" আপুনি কে মহায়? হেববববি চেধা চেনা লাগছে!!
  • Bratin Das | ২০ জুলাই ২০২২ ০৭:২২506600
  • সেক্ষেত্রে  কি জনসংখ্যা কমাতে  আমরা  চীনের মতো  কোন এক্সিম স্টেপ নেবো? 
    নাকি জনসংখ্যা  স্ট্রিক্টলি মনোটনিক‍্যালি ইনক্রিসিং ফাংশন হবে আর আমরা শুধু 'চেয়ে  চেয়ে  দেখি সারাদিন...' করবো? sad
  • হজবরল | 185.129.***.*** | ২০ জুলাই ২০২২ ০৭:২০506599
  •  ০৭:০৪ - 'তোদের কী হল রে, আমাদের সময়ে সব কত ভালো ছিল রে' প্রসঙ্গে , কাউকে উদ্দেশ্য করে নয় 
  • Amit | 121.2.***.*** | ২০ জুলাই ২০২২ ০৭:১৯506598
  • আহা আপেল হলো গিয়ে সিম্বলিক। একটু আধটু ওসব না দিলে ঠিক আঁতেল ফ্লেবার টা আসেনা। সবাই লেভেল বুঝে যাবে তো। 
     
    জানিনা কেন কারোর কারোর "ওই আগে বাংলা সিনেমা কত ভালো ছিল রে - বলিউড এসে সব ভুষ্টিনাশ করে দিলো " - এই রেকারিং বিলাপ দেখে সেই কপাল চাপড়ানো বৃদ্ধদের কথা মনে পড়ে। 
  • হজবরল | 104.244.***.*** | ২০ জুলাই ২০২২ ০৭:০৪506597
  • বয়সকালে উল্টোপাল্টা খবর পড়া ছাড়া লোকের আর সময় কাটে না বলে এসব জ্ঞান দেওয়া বেড়ে যায় । নিজেরা যখন তরুণ ছিলেন তকন ভাজা মাছটি উল্টে খেতে জানতেন না গ এনারা ।
  • হজবরল | 104.244.***.*** | ২০ জুলাই ২০২২ ০৬:৫৮506596
  •  ০৫:২৭ কয়েকটা আপেল বাদামভাজা খাচ্চে ? ইটা কি বললেন মশায় ? চিন্তা করতে গিয়ে ব্যোমকে গেলুম ।
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২২ ০৬:৫১506595
  • আমার এক ঘাড়ত্যাড়া তরুণ আত্মীয় বুড়োরা এই 'তোদের কী হল রে, আমাদের সময়ে সব কত ভালো ছিল রে', বলতে শুরু করলেই শিম্পাঞ্জীজাতীয় পূর্বজদের গাছ থেকে নেমে দু'পায়ে হাঁটার স্টেটমেন্টটা দিয়ে থতমতিয়ে দিত। ঃ-)
  • lcm | ২০ জুলাই ২০২২ ০৬:৪৫506594
  • হ্যাঁ, চিরকালই। মিশরের পিরামিডের গায়ে একটা লেখা উদ্ধার করে দেখা গেছে সেখানে মোটামুটি যা লেখা ছিল, মানে ঐ - আজকালকার ছেলেমেয়েরা ভালো কিছু করছে না, আমাদের সময় এই ছিল, সেই ছিল। সেই চার হাজার বছর আগে।
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২২ ০৬:৪২506593
  • সেই সুপ্রাচীন শিম্পাঞ্জীজাতীয় পূর্বজদের কাল থেকেই মনে হয় এরকম। বৃদ্ধরা গাছে বসে কপাল চাপড়ে বলতেন, "আহা রে তোদের কী হল রে! তোরা দু'পায়ে হাঁটতে শুরু করলি রে! কলির চারপো পুরে গেল রে। এবারে সব বুঝি যাবে রে। স্বর্গ থেকে তোদের পতন হল রে।" তড়াক করে লাফিয়ে ডালে উঠে বসে তরুণ হেসে কইত, "দা -আ--আ- দু, টুকি।" বলেই লাফ দিয়ে মাঠে নেমে দু'পায়ে দৌড়। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২২ ০৬:৩৩506592
  • আচ্ছা, তরুণ প্রজন্মের জন্য প্রৌঢ় বা বৃদ্ধদের উদ্বেগপূর্ণ, "আহা রে তোদের কী হল রে! আমাদের সময়ে সব কী ভালো ছিল রে। ছ পয়সায় এক সের দুধ পাওয়া যেত রে। তিন পয়সায় দুডজন ডিম পাওয়া যেত রে। কী ভালো ভালো ক্ষীর দই পিঠে পায়েস মোয়া ... আহা আহা " ---এটা কি চিরকালই একরকমভাবেই হয়ে আসছে? (ওই দশটি তিনটি পয়সা যে মাস মাইনে ছিল, সেকথা কিন্তু বলে না! প্রায় ফি বছর ঝড়ে ঘর পড়ে যেত, সেকথা বলে না। গড়ে আট দশটা করে ছেলেপিলে হত, শিশু বয়সেই অর্ধেক মারা যেত নানা অসুখে, সেসবও বলে না। 'স্বামীর কোলে দিয়ে ছেলে মরণ যেন হয় গঙ্গাজলে' বলে বহু মহিলা সন্তান হতে গিয়ে মারা যেত, সেকথাও বলে না। অতীত তাঁদের শুধুই মধুর। অবশ্য ভালো কথাই মনে রাখতে হয়)
  • lcm | ২০ জুলাই ২০২২ ০৫:৩৪506591
  • ভিড় বেড়ে যাচ্ছে বলে লোকে ফাঁকা দেশে চলে যাচ্ছে
  • lcm | ২০ জুলাই ২০২২ ০৫:৩০506590
  • Bratin Das | ২০ জুলাই ২০২২ ০৫:২৮506589
  •  আমেরিকা বাসী দের কাছে এক খান প্রশ্ন ছিল। আমি আমার  SSN কার্ড টা 'এমন গুছিয়ে'    রেখেছি যে খুজে পাচ্ছি না। কিন্তু  সেটার এক পিস জেরক্স কালকে পেয়েছি।ডুপ্লিকেট SSN card এর দাবি কি জানানো যাবে? 
  • Amit | 121.2.***.*** | ২০ জুলাই ২০২২ ০৫:২৭506588
  • সেই জোকটা শুনেছেন তো: 
     
    মানুষে মানুষে নিচে কাটাকাটি করছে আর গাছের ওপর কয়েকটা আপেল বসে বসে বাদামভাজা খাচ্ছে এর দেখছে। একটা আপেল আরেকটা কে বললো -" দ্যাখ দ্যাখ মানুষগুলো কি বোকা। ছোটোখাটো ডিফারেন্স নিয়ে কাটাকাটি করে সব মরছে। এভাবে যখন সবকটা মানুষ শেষ হবে তখন আমরা - আপেল রাই হবো এই দুনিয়ার মালিক। আমরাই সবকিছু চালাবো  আমাদের মতো করে। " 
     
    তো অন্য আপেলটা শুধোল - " আমাদের মধ্যে কারা রাজা হবে ? কাঁচারা ? না পাকা রা ?" 
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২২ ০৫:১৭506587
  • আচ্ছা, এই দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক ঝামেলা কবে থেকে বাড়তে শুরু করল? ২০০০ এর পর থেকে? নাকি তারও আগে থেকে?
  • &/ | 151.14.***.*** | ২০ জুলাই ২০২২ ০৫:১৪506586
  • গ্রহটা আবারুহার মতন হয়ে গেলে ভালো হত। যাকে বলে অখ্ন্ড গৃহ। কিন্তু এখনও যে হারে যুদ্ধং দেহি যুদ্ধং দেহি, হুগুমদার, হল্ট চলছে, তাতে সেটা হওয়া সুদূরপরাহত।
  • Amit | 121.2.***.*** | ২০ জুলাই ২০২২ ০৫:০৪506585
  • ০৪:৩৩ এর প্রেক্ষীতে: 
     
    সেতো নাহয় হল। কিন্তু ১৪০ কোটি র মধ্যে ৮।৫ লাখ লোক গত আট বছরে ভারতীয় ই থাকতে চাননি। তাহলে % হিসেবে দাড়ালো গিয়ে একুনে ০।০৬ %. তাহলে সেটা অঙ্কের কোন হিসেবে সবাই চলে যেতে চাওয়া হয় ? 
     
    এর মধ্যে যারা গ্রীন কার্ড বা পার্মামেন্ট রেসিডেন্সি বা ওয়ার্কিং ভিসা ইত্যাদি আছেন তারা স্বাভাবিক ভাবেই নেই। আর আপনি ভালোই জানবেন এনাদের মধ্যে যারা অলরেডি বিদেশে আছেন কয়েক বছর ধরে এঁবং সেই দেশ টাকে ভালো লেগেছে - তারা নিজেদের ইচ্ছেতেই সিটিজেনশিপ নিয়ে ন্যান কারণ তাতে বাচ্চাদের ইউনি বাঁ স্কুল এ ডোমেস্টিক ফী এর এডভ্যান্টেজ বা প্রপার্টি ইত্যাদি কেনা র বা মেডিক্যাল ইন্স্যুরেন্স ইত্যাদির সুবিধা আছে। বাইরের পাসপোর্ট থাকলে খরচ বেশি। 
     
    আমার যিনি পাড়ার ডাক্তার তিনি লাহোরের। তার ফ্যামিলি ৪৭ এ পাকিস্তানে মুভ করেছিল। এক্সটেন্ডেড ফ্যামিলি ইন্ডিয়া তে রয়ে যায়। এবার ওনার বাবা মা ২০০০ এর পরে আবার সেই এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে থাকার জন্যে ইন্ডিয়াতে ফেরত আসেন। ইন্ডিয়ার সিটিজেনশিপ পেতে প্রায় দশ বছর লেগেছিলো- ডাক্তারের নিজের মুখেই শোনা। 
     
    এবার এরকম ইসলেটেড কয়েকটা কেস তুলে ধরে কি কেও ক্লেম করবে পাকিস্তান থেকে সবাই ইন্ডিয়ায় মুভ করতে চায় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত