এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:196f:aa80:a778:3001:5ace:***:*** | ২৯ জুন ২০২২ ১৬:১৪505432
  • স্কুল সার্ভিস কমিশনের পর এবার‌ কলেজের নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। কোনো জায়গা থেকেই খেতে বাকি রাখেনি! 
    অসামান্য প্রতিভা বটে!
  • দীপ | 2402:3a80:196f:aa80:a778:3001:5ace:***:*** | ২৯ জুন ২০২২ ১৬:১৪505431
  • স্কুল সার্ভিস কমিশনের পর এবার‌ কলেজের নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে। কোনো জায়গা থেকেই খেতে বাকি রাখেনি! 
    অসামান্য প্রতিভা বটে!
  • দীপ | 2402:3a80:196f:aa80:a778:3001:5ace:***:*** | ২৯ জুন ২০২২ ১৬:১১505430
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২৯ জুন ২০২২ ১৫:৩৭505429
  • ফোর্ড ফাউন্ডেশন নিয়ে অরুন্ধতী রায়
     
    By the 1950s the Rockefeller and Ford Foundation, funding several NGOs and international educational institutions, began to work as quasi-extensions of the US government, which at the time was toppling democratically elected government in Latin America, Iran, and Indonesia. (That was also around the time it made its entry into India, then non-aligned but clearly tilting toward the Soviet Union.) The Ford Foundation established a US-style economics course at the Indonesian University. Elite Indonesian students, trained in counterinsurgency by US army officers, played a crucial part in the 1965 CIA-backed coup in Indonesia that brought General Suharto to power. He repaid his mentors by slaughtering hundreds of thousands of communist rebels.
     
    উইকি থেকে কোট।
  • r2h | 134.238.***.*** | ২৯ জুন ২০২২ ১৫:২০505428
    • সিএস  | ২৯ জুন ২০২২ ১৪:৫৯
    • ...কোন জায়গা ভালো বা মন্দ, পড়ার পরে কী লাইন আছে, কাজের সুযোগ আছে, অন্তত এইসব তথ্য হিরণ মিত্র দিতে পারবেন। ...
    আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তা ঠিক।  

    অপশন তো অনেক আছে, আসলে একে একটু গাইড করতে হবে, যে পরীক্ষার জন্যে কীভাবে প্রস্তুতি নিতে হবে, কত রাউন্ড পরীক্ষা হয়, ভর্তি হলে তার কেমন খরচ, ধারে কাছে থাকার জায়গা কী আছে - এইসব।
  • r2h | 134.238.***.*** | ২৯ জুন ২০২২ ১৫:১৯505427
    • সিএস  | ২৯ জুন ২০২২ ১৪:৫৯
    • ...কোন জায়গা ভালো বা মন্দ, পড়ার পরে কী লাইন আছে, কাজের সুযোগ আছে, অন্তত এইসব তথ্য হিরণ মিত্র দিতে পারবেন। ...
    আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তা ঠিক।  

    অপশন তো অনেক আছে, আসলে একে একটু গাইড করতে হবে, যে পরীক্ষার জন্যে কীভাবে প্রস্তুতি নিতে হবে, কত রাউন্ড পরীক্ষা হয়, ভর্তি হলে তার কেমন খরচ, ধারে কাছে থাকার জায়গা কী আছে - এইসব।
  • সিএস  | 49.37.***.*** | ২৯ জুন ২০২২ ১৫:০৭505426
  • বিশ্বভারতীর কলাভবন, কলকাতার আর্ট কলেজ, বম্বের জিজিবয় আর্ট স্কুল আর বরোদার আর্ট স্কুল - এ দেশে এই চারটে জায়গার নাম জানি। আরও নিশ্চয় আছে বা হয়েছে।
  • যোষিতা | ২৯ জুন ২০২২ ১৫:০২505425
  • কোলকাতায় কমার্শিয়াল আর্ট কলেজও আছে। অবশ্যই ইন্ডিয়ান আর্ট কলেজে চান্স পেলে অন্যটায় যাবার দরকার নেই।
    কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে সম্ভাবনা দেখছি অন্যভাবে। শুধু হাতে আঁকা এবং থিয়োরির বাইরে বিভিন্ন অ্যানিমেশন ও গ্রাফিক্স টুলস এর ব্যবহার শিখতে পারলে স্কাই ইজ দ্য লিমিট। ইংরিজিও জানতে হবে। ওকে নিয়মিত গাইড করবার লোক দরকার। 
  • সিএস  | 49.37.***.*** | ২৯ জুন ২০২২ ১৪:৫৯505424
  • আমি ভাবছিলাম, কোথায় কী পড়া যায়, কোন জায়গা ভালো বা মন্দ, পড়ার পরে কী লাইন আছে, কাজের সুযোগ আছে, অন্তত এইসব তথ্য হিরণ মিত্র দিতে পারবেন। আঁকার ব্যাপারে ওনাকে অনুসরণের কথা ভাবিনি। মনে হয় না, উনিও ঐ পথে যাবেন।
     
     
  • r2h | 2405:201:8005:9947:cc55:861e:24ae:***:*** | ২৯ জুন ২০২২ ১৪:৫৩505423
  • আমি যে মেয়েটির কথা বলছি তার ইন্টারনেট অ্যাকসেসও সীমিত।
  • যোষিতা | ২৯ জুন ২০২২ ১৪:৫০505422
  • হয়ত ভুল বলছি, কিন্তু ক্ল্যাসিক কাজ তো ইন্টারনেটে দেখবার সুযোগ আজকাল রয়েছে।
  • r2h | 134.238.***.*** | ২৯ জুন ২০২২ ১৪:৫০505421
  • সিএস, তা আছে (আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে নেই, তবে হয়তো যোগাযোগ করা যায়), কিন্তু আমি আবার বড় বা প্রতিষ্ঠিত শিল্পীদের উদাহরন অনুসরন করার ব্যাপারে একটু স্কেপ্টিকেল। ওঁদের পথগুলো নিরাপদ না। নিরাপদ না বলেই ওঁরা বড়, কিন্তু ঐটা নিয়ে ভাবি।
  • r2h | 134.238.***.*** | ২৯ জুন ২০২২ ১৪:৪৭505420
  • হ্যাঁ, র ট্যালেন্ট থাকলেও সেটাকে ঘষামাজা করতে হয়, কোন না কোন ভাবে।
    কিন্তু কপির ফাঁদে পড়ে গিয়ে গোলমাল হয়ে যায়, তাই ঠিকঠাক তালিম শুরু হওয়ার আগে র জিনিসটা র থাকা দরকার বলে মনে হয়, না হলে আনলার্ন করা তো আরো কঠিন।

    এইবার ক্লাসিক কাজকর্ম যে দেখবে, এর তো সে সুযোগই নেই। আর অন্য কিছু নিয়ে পড়া এর কাছে কোন অপশনই নয় যা বুঝলাম। হয় আঁকা নিয়ে এগোবে, না হয় আশেপাশের আর পাঁচজন যা করছে তাই। আর ঐ আশেপাশের পাঁচজনের উদাহরন খুব একটা আশাপ্রদ না।

    একটা ইউনিভার্সিটির ডিগ্রি থাকলে স্কুলে চাকরি আছে। আর কিছু না হোক গ্রামে আঁকার স্কুল খুলবে। কিন্তু পড়াশুনো করলে ঐ নিয়েই।
  • সিএস  | 49.37.***.*** | ২৯ জুন ২০২২ ১৪:৪০505419
  • হুতোর পোস্ট সংক্রান্ত, গুরুর সাথে হিরণ মিত্রর যোগ নেই ? উনি সাহায্য করতে পারেন না, কোথায় কী কলেজ, পড়ার সুযোগ, কাজের সুযোগ ইত্যদি নিয়ে ?
     
     
  • একক | 2402:3a80:ce2:9ad6::3965:***:*** | ২৯ জুন ২০২২ ১৪:৩০505418
  • টিপিক্যালি ফাইন আর্টস নিয়ে দেশি কলেজে পড়াশোনা করে,  প্রিভিলেজ না থাকলে কদ্দুর এগোন সম্ভব সত্যি জানিনা। 
     
    মনে হয় বেটার চয়েস হবে আপাতত সায়েন্স নিয়ে বা যে কম্বিতে নাম্বার তুলতে পারছে সেটা পড়া। তারপর,  ইনডাস্ট্রিয়াল ডিজাইন বম্বে থেকে বা এমএফে করতে ইউরোপের কোন ইউনিতে চলে যাওয়া। এই দুটো প্রোফাইলে করপোরেট কাজের সুযোগ বেশি। 
     
    র- ট্যালেন্ট যেটা ছোটোবেলায় থাকে বলে শোনা যায় তাকে খুবেক্টা কাউন্ট করিনা। নিজের ওইরূপ কোন ট্যালেন্ট নাই বলেই হয়ত। শিখতে থাকুক,  ভাবতে থাকুক, ক্লাসিক কাজকর্ম দেখুক। চটজলদি খ্যাতির ফাঁদে না পড়লে নিজের ভাষা  গ্রো করে যাবে। না করলেও চিন্তা নাই, যারা করে খাচ্চে তাদের বেশিরভাগই ভুসি মাল হয়েও করে খাচ্চে, এর চে বড় স্বান্তনা বাস্তবে  কিছু নাই। 
  • যোষিতা | ২৯ জুন ২০২২ ১৪:০৩505417
  • Ukraine এর eu join প্রসঙ্গে পুতিনের আপত্তি ছিল নাকি?
  • lcm | ২৯ জুন ২০২২ ১৩:৪৮505415
  • বোঝো ! পুতিন এখন বলছেন যে ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করলে ওনার কোনো প্রবলেম নেই।
  • lcm | ২৯ জুন ২০২২ ১৩:২৭505414
  • গান গাওয়া, আর, ছবি আঁকা - এই দুটো জিনিসেই ছোটোবেলা থেকেই ভিড় বেশি। এখন আরও বেশি। আর একটা জিনিস হল, এগুলো অনুকরণীয়, মানে গান শুনে গান গাওয়া, বা, ছবি দেখে ছবি আঁকা - অনুশীলন করে বেসিক একটা লেভেল অবধি করা যায়।
  • dc | 2a02:26f7:d6c0:6807:0:94cd:5faa:***:*** | ২৯ জুন ২০২২ ১৩:২১505413
  • তিস্তা শেতলবাদ নাকি টাকা খেয়ে কনস্পিরেসি করেছেন। এটা আজকের বাজারে হাইট থিওরি নেমেছে। দিল্লি থেকে সুইজারল্যান্ড, গৌমাতার কোন অভাব নেই দেখছি laugh
  • r2h | 134.238.***.*** | ২৯ জুন ২০২২ ১৩:১৫505412
  • (কিছু/ অনেক) এনজিওরা বিদেশী টাকা নিয়ে জালি করে, সরকার দেশি টাকা নিয়ে জালি করে। কী চাপ চারদিকে।

    সরকার এনজিওওলাদের বাড়ি থেকে তুলে এনে কড়কাতে পারে, কিন্তু সরকার হল আনটাচেবল (অস্পৃশ্য না, হলিউডি)।
  • lcm | ২৯ জুন ২০২২ ১৩:০৯505411
  • আছে তো। ডেভলপড নেশনে এনজিও আছে।
    কারণ ঐ ব্যাপারটা - যে ... actions of elected governement is not inclusive... এবং সেটা বাই ডিজাইন, মেজরিটি ভোটারদের ইন্টারেস্ট সেখানে প্রায়োরিটি, সবার ইন্টারেস্ট নয়...
    ইউরোপ, আম্রিকা, অস্ট্রেলিয়া তেও এনজিও আছে বই কি...
  • r2h | 134.238.***.*** | ২৯ জুন ২০২২ ১৩:০৬505410
  • এলসিএমদা, হ্যাঁ, কাজের সুযোগ বেড়েছে তা ঠিক। ঠিক সফল 'শিল্পী' শিল্পী না হলে অনাহারে থাকতে হবে তা না, শিল্প বিষয়ক কাজকর্মের সুযোগ বেড়েছে। আইটিতেও ভিজ্যুয়াল আর্টিস্টদের নেওয়া হয়, গভ আর্ট কলেজে তো ক্যাম্পাস ইন্টারভিউতে আইটি কোং গুলি যেতো, এখনো যায় নিশ্চয়।

    কিন্তু আমার ধারনা, ধারনাই, সলিড তথ্য যুক্তি নেই, প্রিভিলেজ ব্যাপারটা ম্যাটার করে ভালো রকম। গন্ডগ্রামের দরিদ্র মেধাবী ইঞ্জিনিয়ারের থেকে শিল্প পড়ুয়ার জার্নিটা অনেক কঠিন।

    রামকিংকরের কথা আমি ভাবতে থাকি, এইসব প্রসঙ্গে। কিন্তু আজকের দিনে আরেকজন রামকিংকর হওয়া আরো কঠিন, তখনো কঠিন ছিল, এখন আরো, কারন একজন জায়মান শিল্পীর জন্যে তার শিল্পবোধকে খাঁটি বলবো না, র রাখাটা আমার মনে হয় এখন বেশি কঠিন।
    প্রথাগত তালিম শুরুর আগে ভাবনাচিন্তাকে নিট রাখতে পারা চাপ, চারদিকে এত দেখে আঁকোর ভিড়।
  • সিএস  | 49.37.***.*** | ২৯ জুন ২০২২ ১৩:০১505409
  • সরকার নিখুঁত হলে, পলিটিশিয়ানরা স্বার্থহীনভাবে কাজ করলে এনজিওদের দরকার নেই। সেটা হয়না বলেই, কিছু লোকের দরকার হয় সরকারের ভুল ধরা বা সরকার যেখানে নজর দিচ্ছে না, সেখানে কাজ করা।

    সরকার যা করে, সবসময়ে ঠিক করে, এরকম মতে সাবস্ক্রাইব করলে মনে হবে এনজিওরা বদ।

    কিন্তু ইউরোপে কি এনজিও নেই ? কোন কাজেই নেই ?
     
     
  • lcm | ২৯ জুন ২০২২ ১২:৫৫505408
  • কিন্তু এটা একটা জেনারেল পারসেপশন।
    মানে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, বা, এনভায়রনমেন্টালিস্ট - এদেরকে "ব্যাগড়া দেওয়া পাবলিক" বলে একটা লেবেল লাগিয়ে দেওয়া। এটা কমন ব্যাপার। সব দেশেই এরকম আছে।

    তো এনজিও নিয়েও আছে এরকম পারসেপশন। তো এক জায়্গায় পড়েছিলাম - "... non governement organization exists because government/private organizations do not look into everyone's interest, they are not always inclusive..." ।
    আর যেহেতু, গভর্নমেন্টের নির্বাচনে মেজরিটির ভোটে সরকার তৈরি হয়, তাই তাদের মজরিটির ইন্টারেস্ট দেখতে, সবসময় ইনক্লুসিভ হয় না। বেসিক্যালি, এই সিস্টেমে এনজিও থাকবে, কারণ সিস্টেমই এটা ডিমান্ড করে।
  • সিএস  | 49.37.***.*** | ২৯ জুন ২০২২ ১২:৪৫505407
  • এঃ হেঃ, ফোর্ড ফাউণ্ডেশন স্বচ্ছ ভারত হয়ে গেছিল !

    ২০১৫ তে তিস্তা শীতলবাদের বিরুদ্ধে কেস।
    ২০১৬ তে স্বচ্ছ ভারত।

    সেই জন্যই তিস্তার কেস আর এগোয়নি ?

    lcm জানানোর পরে সার্চ করলাম। এইখানে ডিটেলস আছে, ২০১৫ আর ২০১৬ র মধ্যে কী হয়েছিল, মোটামুটি। প্রথমে মোদীজী ফোর্ডকে ভারত বার করে দেবেন ভেবেছিলেন (ঐ তিস্তার সাথে সম্পর্কর জন্যই), তারপর ফোর্ডকে অনেক চেষ্টা চালিয়ে অবস্থা বদলাতে হয়েছে।

    https://thewire.in/diplomacy/revealed-how-ford-foundation-got-the-modi-government

    গভঃ এর সাথে সমঝোতা হয়েছে, তারপর আর কেসও এগোয়নি, ফোর্ডও কাজকম্ম করে।

    দেশের শত্তুর বলে দাগানোটা প্রোপাগাণ্ডা, স্বার্থ, হাত মোচড়ানো, প্রচারকদের বোকা বানানো  ইত্যাদি।
     
     
  • lcm | ২৯ জুন ২০২২ ১২:৪৩505406
  • হুতোর প্রশ্নটা আমারও - ভিস্যুয়াল আর্টস নিয়ে পড়ার ব্যাপারে। এই নিয়ে আলোচনায় লোকজন রামকিংকর থেকে সনাতন দিন্দা অবধি নানা মানুষকে এনে ফেলে, কিন্তু জেনারেলি এর জীবিকা হিসেবে ফিউচার কি তা নিয়ে ডিটেইলসে বলতে দেখি না। এক্জন একবার বলেছিলেন, ভিস্যুয়াল আর্টস এর ফিল্ডে কাজকর্ম বেড়েছে - অ্যাড মিডিয়া, ডেকর, ইভেন্ট ( দুগ্গাপুজো থেকে বিয়েবাড়ি) ম্যানেজমেন্টে - এই স্কিলের ডিমান্ড নাকি বেড়েছে।
  • lcm | ২৯ জুন ২০২২ ১২:৪০505405
  • হ্যাঁ, এবার - এনজিও অর্গানাইজেশনে কি জালি হয় না। অফ কোর্স হয়। কিন্তু এরা কি সব জালি? অফ কোর্স নট। মানুষের কিছু উপকার কি একেবারে হয় না? অফ কোর্স হয়, মেজরিটি অর্গানাইজেশনের কাজেই হয়।

    কিন্তু, এই ফোর্ড ফাউন্ডেশনকে নিয়ে অভিযোগটা খুবই উদ্দেশ্যপূর্ণ। সবরং এর ফান্ডিং বন্ধ করাই মূল উদ্দেশ্য ছিল।
  • lcm | ২৯ জুন ২০২২ ১২:৩০505404
  • "... মোদিজি বা শাহজি বলেছে বলে করিনা। কারনটা দেখি। ..."

    তার মানে তিস্তা শেতলবাদের সবরং এর ফান্ডিং এ টাকা দেওয়ার অনেক আগে থেকেই আপনি জানতেন যে ফোর্ড ফাউন্ডেশন দেশের শত্তুর। মোদিজিদের অভিযগে নয়। তাই তো।

    হে হে। আপনি ফানি মানুষ আছেন।
  • র‌ক্তিম বড়ুয়া। | 202.18.***.*** | ২৯ জুন ২০২২ ১২:২০505403
  • ফরা মা‌নে বুদ্ধ। তারা মা‌নে ধর্ম। আ‌মি জা‌তি‌তে একজন মগ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত