এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ চ | 2601:5c0:c280:4020:6d52:a742:89dd:***:*** | ১১ মে ২০২২ ২১:৫৯502006
  • চন্দনের বনে খুঁজে দেখেছো? 
  • SK Salil | 2405:201:8005:9947:985b:1f76:e90:***:*** | ১১ মে ২০২২ ২১:০৩502005
  • আমার কোদন্ডটা কই গেল?
  • avi | 2409:4061:2d87:fd0f:d4e7:93ae:f776:***:*** | ১১ মে ২০২২ ২০:০৮502004
  • জেসিবি আমার বাবার খুব পছন্দের যন্ত্র। মাঝে মাঝেই বাগানে নামিয়ে দেন,রাতারাতি ভূমিরূপ বদলে যায়। দুমদাম পুকুর হয়ে যায়, কোনদিন আবার পুকুরের পাড় সমতল করে বেগুন ক্ষেত হয়ে যায়, কোনদিন আবার খিড়কির ডোবা উধাও হয়ে কলাবাগান হয়ে যায়। প্রতিবার গিয়ে চমকে চমকে উঠি। এই রাতারাতি ভূগোল বদলে দেওয়াতেই এত পছন্দ। উনিজিদের মতোই।
  • প্রমাণ | 2405:8100:8000:5ca1::204:***:*** | ১১ মে ২০২২ ১৯:০০502003
  • গুজরাটে মোদিজি, নন্দীগ্রামে বুদ্ধবাবু ক্লিন চিট পেয়েছেন।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:4d33:469e:f01:***:*** | ১১ মে ২০২২ ১৮:৩৯502002
  • আমি আমার মত বলছি না। বলছি অনেক কিছুই প্রমান হয় না, অন্ততঃ কোর্টে। যেমন ভিডিওতে ঘুষ খেলেও কোর্টে কিছুই প্রমান হয় না। বুদ্ধবাবুর কেসের মেরিট নিয়ে আলাদা কিছু বলিনি।
     
    • Amit | 103.6.116.9 | ১১ মে ২০২২ ১১:১৫501982
    • ইয়ে নন্দীগ্রামে বুদ্ধ র কেসটা সত্যিই প্রমান হয়নি।
  • π | ১১ মে ২০২২ ১৮:০৬502001
  • কোদালদিদির এটা ব্যাগি জিন্সের টপ হয়েছে। 
     
     
  • | ১১ মে ২০২২ ১৭:২৯502000
  • সরু গলিপথে পাঁচিল ঘেরা বাড়ির মধ্যে জেসিবি ফিট করা খুব চাপের। আমার বড়মাইমা ​​​​​​​একবার ​​​​​​​করানোর ​​​​​​​চেষ্টা ​​​​​​​করেছিল। ​​​​​​​সফল ​​​​​​​হয় ​​​​​​​নি। ​​​​​​​উল্টে ​​​​​​​পৌরপিতা ​​​​​​​পরে ​​​​​​​এসে ​​​​​​​মৃদু ​​​​​​​বকে ​​​​​​​দিয়ে ​​​​​​​গেসল। 
     
    কোদালের জামাটা সত্যিই সুন্দর। 
  • যদুবাবু | ১১ মে ২০২২ ১৭:১০501999
  • কোদালের ব্যাগি-জামা সুন্দর হয়েছে। 
  • Ekak | 43.239.***.*** | ১১ মে ২০২২ ১৬:৫২501998
  • লোকাল মিউনিসিপ্যালিটিতে জেসিবি ভাড়া দেয় যেমন কাওকে ধরে বলতেপারেন  অফ টাইমে এসে একটু বাগান টা খুবলে খাবলে দিয়ে যাবে। ড্রাইভারকে জলখাবারের দু পয়সা দিয়েদেবেন না হয়। শক্ত মাটি কোদালে খোঁড়া সত্যি কষ্টকর। পাঁচজন লেবারে যা না পারবে একটা মেশিনের আধ ঘন্টার কাজ। 
  • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:***:*** | ১১ মে ২০২২ ১৬:৪৫501997
  • আমাদের একজন বাগান করার লোক একবার কাঁঠাল গাছ লাগিয়েছিল। কাউকে কিছু জিজ্ঞেস না করেই। সে গাছটা কিছুটা বড় হবার পরে অন্য একজন কাজের লোক, আবার কাউকে কিছু জিজ্ঞেস না করেই, পুরো গাছটা কেটে নিয়ে চলে গিয়েছিল। মা দুবারই খুব রাগ করেছিল।
  • dc | 182.65.***.*** | ১১ মে ২০২২ ১৬:৩৮501996
  • পুরনো মাটি শক্ত ঘাঁটি, চিনে নিক কোদালবৃত্ত। এরকম কিছু একটা বলতে চেয়েছিল হয়তো। 
  • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:***:*** | ১১ মে ২০২২ ১৬:২৯501995
  • তারপরে এই জামাটা আবার আমার শান্তিনিকেতনি ব্যাগ!!!
  • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:***:*** | ১১ মে ২০২২ ১৬:২৭501994
  • যেমন মা, তেমনি মায়ের বাগান করার লোক। সে নাকি মাটি খুঁড়তে গিয়ে কোদাল ভেঙ্গে ফেলেছিল। তারপরে বলেছে আপনাদের যেমন পুরোনো বাড়ি আর তেমনি পুরোনো মাটি। এই মাটি খোঁড়া যাবে না। তাতে মা খুব রাগ করেছে।

    এর আগে একজন বাগান করার লোক ছিল, তার নাম ছিল মূলা (সত্যি বলছি)। সে চুরি করে ফাঁক করে দিত। আর অন্য কেউ চুরি করতে এলে হাঁউ মাঁউ করে ভাগিয়ে দিত।
  • r2h | 134.238.***.*** | ১১ মে ২০২২ ১৬:১৬501993
  • বাহ, এটা বেশ তো!
    তলোয়ার কৃপান ছুরি এসবের বাহারী খাপ থাকে, কোদালেরও সেরকম সাধ হতেই পারে। এটা কোদালের পক্ষ থেকে। মানুষের পক্ষ থেকে হোঁচটের ব্যাপারটা আছে, তবে আমি কিনা পরার্থপর।
  • Ekak | 43.239.***.*** | ১১ মে ২০২২ ১৬:১০501992
  • ভালোই তো ! চলাফেরার পথে কারো পায়ে লেগে দুর্ঘটনা ঘটবে না :)
  • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:***:*** | ১১ মে ২০২২ ১৬:০৬501991
  • আমার মা, যাকে বলে, খুবই মৌলিক। কোদালকে জামা পরিয়েছে দেখুন।
      
  • | ১১ মে ২০২২ ১২:৫৭501990
  • আহা কবিতা বিতানের কপিস কবতে কেউ তুলে দিন না এখানে। 
     
  • আবাপ | 23.175.***.*** | ১১ মে ২০২২ ১২:৩৩501989
  • বাংলা আকাদেমি সূত্রের খবর, মমতাকে প্রদত্ত পুরস্কারটি এক লক্ষ টাকার (রবীন্দ্র পুরস্কারের সমমূল্যের)। সরকার ঘনিষ্ঠ মহলের দাবি, মুখ্যমন্ত্রী এই টাকা নিচ্ছেন না। বাংলা আকাদেমির তরফে এ দিন বলা হয়েছে, তাঁদের সব পুরস্কারই আলাদা-আলাদা জুরি বোর্ড (বিচারক মণ্ডলী) ঠিক করে। বাংলা আকাদেমির ১৩ জন বিশিষ্ট সদস্যের কয়েক জন করে এক-একটি পুরস্কারের কমিটিতে থাকেন। এই সদস্যদের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, আবুল বাশার, সুবোধ সরকার, শ্রীজাত, প্রচেত গুপ্ত, অভীক মজুমদার, অর্পিতা ঘোষ, প্রসূন ভৌমিক, প্রকাশক গিল্ডের কর্তা সুধাংশুশেখর দে, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় প্রমুখ আছেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে দরকার মতো পণ্ডিত গুণিজনেরও সাহায্য নেওয়া হয়। এ মাসেই বঙ্কিম পুরস্কার, বিভূতিভূষণ পুরস্কারও বাংলা আকাদেমি দেবে।

    সমাজমাধ্যমে সারা ক্ষণ মমতার লেখা ছড়া চর্চা নিয়ে বিরক্ত সুবোধ। বলছেন, পুরস্কার তো ছড়ার বই পায়নি! মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে কেউ কিছু বলছেন না। সমাজমাধ্যমেই বাংলা কবিতা বা সাহিত্য অনুরাগীদের প্রশ্ন, তাহলে এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়েও আলোচনা করুন, আকাদেমির সঙ্গে সংশ্লিষ্ট কবিরা। সুবোধ বলছেন, “তা হতেই পারে! কিন্তু মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রীর এই স্বীকৃতি শুধু কবিতার জন্য নয়!” বাংলা আকাদেমির সঙ্গে সংশ্লিষ্ট কেউ বলছেন, অটলবিহারী বাজপেয়ী পুরস্কার পেতে পারেন! উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পান! দোষ হয় মমতা বন্দ্যোধ্যায়ের বেলা। - আবাপ ১১ মে,2022
  • :-) | 223.29.***.*** | ১১ মে ২০২২ ১১:৫২501988
  • প্রকাশনার ব্যপারটা সোজা। তবু বলে রাখি। মোটের ওপর ৫০০ কপি মত ছাপার ক্ষেত্রে, বইছাপার যা খরচ মোটামুটি তার ৩ থেকে ৪ গুণ থাকে বইয়ের মুদ্রিত মূল্য। কিছু কিছু পাবলিশার আরও বেশি রাখে, (গুরু-র চটি মডেল হিসেবে ধরছি না) সে যাক। এবার বইয়ের দামের ১০% হওয়ার কথা রয়ালটি। মূল চ্যালেঞ্জ বই বিক্রি করা। টাকা ঘরে এলে তবেই তা থেকে লাভ বা রয়ালটি। পাবলিশারকে বইয়ের দোকানে বিক্রি করতে হলে আবার ৩০-৪০% ডিসকাউন্ট দিতে হয়।
    মমব্যানের বই পাবলিশারের ঘর থেকে সোজাসুজি কেনা হয় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল লাইব্রেরির জন্য। সরকার নিজেই কেনে। এছাড়া সমস্ত সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দেওয়ার জন্যেও সে বই পাবলিশারের ঘর থেকে সরকার নিজেই কেনে। সাধারণ পাঠক একটিও বই না কিনলেও তাই প্রকাশকের ঘর থেকেই (বইয়ের দোকানকে একটুও ডিসকাউন্ট না দিয়েই) প্রতিটি বই হাজার হাজার কপি বিক্রি হয়ে যায়। মানে সরকারই কিনে নিয়ে স্কুলের লাইব্রেরি আর পুরস্কার প্রাপক ছাত্র ছাত্রীদের হাতে ধরিয়ে দেয় রাজ্যব্যাপী। সরকার কেনে মানে আমাদেরই ট্যাক্সের টাকায় কেনা হয় আরকি, শিক্ষাখাতে যা বাজেট ধরা আছে তার অংশ হিসেবে।
    এর থেকে রয়ালটি বাবদ প্রকাশক যদি ১০% এর জায়গায় ২০ বা ৩০% ও লেখিকাকে দেন তাতে এই সরকারের প্রদেয় বইয়ের বিক্রয়মূল্যের থেকেই কাটমানির মতই ১০ বা ২০ বা ৩০% রয়ালটি হিসেবে প্রকাশকের হাত ঘুরে লেখিকার অ্যাকাউন্টে ঢোকে।
    এবার প্রতিবছর এরকম বিক্রির নিশ্চয়তার কারণে সোল-পাবলিশার হিসেবে দে'জ যদি এক একটি বই ৫,০০০ বা ১০,০০০ কপি করেও ছাপে (যেরকম ছাত্রবন্ধু বা কোশ্চেন ব্যাঙ্ক ছাপার রেওয়াজ সারা রাজ্যের ছাত্রছাত্রীদের ডিমান্ড মেনে) তাহলে প্রতি বই ছাপার খরচ আরও কমে আসে, প্রকাশকের লাভ বাড়ে। 
    বেশি কপি ছাপার লাভের হিসেব বুঝতে ছোট্ট পরিসংখ্যান, পারুল তার বইয়ের বুকসেলার্স ডিসকাউন্ট দেয় ৪০% (চল্লিশ)। আর তার ছাত্রবন্ধুর বুকসেলার্স ডিসকাউন্ট দেয় ৬৫% (পঁয়ষট্টি)। 
     
  • Abhyu | 2409:4060:2e17:f1b5:3450:e44b:302e:***:*** | ১১ মে ২০২২ ১১:৩১501987
  • Bratin Das | ১১ মে ২০২২ ১১:২৫501986
  • Bratin Das | ১১ মে ২০২২ ১১:২৫501985
  •  অসাধারণ  পোস্ট। একজন তো আমার  কষ্ট টা বুঝলো। এত সূক্ষ ভাবে প্রতিবাদ টা জানালেন। আমার আন্তরিক কৃতজ্ঞতা আর ভালোবাসা  জানবেন।
  • r2h | 134.238.***.*** | ১১ মে ২০২২ ১১:২৪501984
  • আচ্ছা, আমি কিন্তু ক্লিন টিন কিছু বলছি না, সবাই বোঝে এসব কী হচ্ছে। আমার বক্তব্য শুধু এইসব সৃষ্টিশীলতার মোটিভেশন নিয়ে।
     
    • পলিটিশিয়ান  | ১১ মে ২০২২ ১০:৪২
    • এসব কেসে এরা যতটা নিরপরাধ, পিসীর টাকাও তেমনি ক্লিন।
  • Bratin Das | ১১ মে ২০২২ ১১:১৮501983
  • @ন‍্যাজেগোবরেবাবু, 6 ই মে। নানা  গুরুর সাইটে টেকনিক্যাল কাজকর্ম করেন। মাত্র হাতে গোণা কয়েকজন। আমার  সেখানে  কোন আকসেস নেই। কিন্তু  যারা করেন তাদের কয়েকজন খুব ক্লোজ।
  • Amit | 103.6.***.*** | ১১ মে ২০২২ ১১:১৫501982
  • ইয়ে নন্দীগ্রামে বুদ্ধ র কেসটা সত্যিই প্রমান হয়নি। বরং গত বছর শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে অধিকারী ফ্যামিলির থেকেই  বেসুরো সব মন্তব্য শোনা গেছিলো ওখানে মাওবাদী এবং আরো বহু রঙের বাহুবলি দের দের ইনভল্ভমেন্ট আর্মস সাপ্লাই এবং চলতে থাকা খুনোখুনি নিয়ে। 
     
    নো ওয়ান্ডার মমব্যান এসব তদন্ত নিয়ে বেশি ঘাঁটেন নি গত দশ বছরে কারণে সত্যি কোনো ত্যাদড় পুলিশ অফিসার-দময়ন্তী সেন মার্কা যেমন - তদন্তের ভার পেলে তখন কোদ্দিয়ে কেঁচো খুঁড়ে নিজের ঘরেই কোন  সাপ বেরোতে পারে সেটুকু কমন সেন্স ওনারও ছিল মনে হয়। 
     
    বাকিগুলোর সাথে ওটাকে এক আসনে ফেলা যাবে কি ?
  • dc | 182.65.***.*** | ১১ মে ২০২২ ১১:১১501981
  • সে তো আমিও সাহিত্যের সাধক, কতো বই যে লুকিয়ে লুকিয়ে পড়তে হয়েছে, তাও পড়া ছাড়িনি। অন্যদেরও উৎসাহ দিয়েছি সেসব পড়তে। কিন্তু হায়, আমার এই অবদান আর সাধনার বিনিময়ে এখনও অবধি একটা পুরষ্কার জুটলো না :-(
  • নিরলস অবদান | 2405:8100:8000:5ca1::4c:***:*** | ১১ মে ২০২২ ১১:০০501980
  • সমাজজীবনে অবদান ও সাহিত্য সাধক মমতাকে পুরস্কার, প্রতিবাদ ব্যক্তির সিদ্ধান্ত: সুবোধ সরকার
    সুবোধের এই কথার সঙ্গে একই মত পোষণ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভীক মজুমদার। তাঁর মতে, ‘‘কী কারণে এই পুরস্কার ফেরত সেটা আমার কাছে পরিষ্কার নয়। তাঁকে বলব, এই পুরস্কারের কাঠামোটা জানার পর পদক্ষেপ করা উচিত। যাঁকে দেওয়া হয়েছে তাঁর সামগ্রিক ব্যাপারে অবহিত হলে ভাল হত।’’
    নিজস্ব সংবাদদাতা
    কলকাতা ১০ মে ২০২২ ১৯:৫৩

    মতা বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ সরকার।
    মতা বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ সরকার।
    —ফাইল চিত্র।
    সমাজের প্রতি এবং সাহিত্যে নিরলস অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ পুরস্কার দিয়েছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। তারই প্রতিবাদে অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিলেন লেখক ও গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সিদ্বান্ত ‘ব্যক্তিগত’ বলে মনে করছেন কবি সুবোধ সরকার। মঙ্গলবার তিনি বলেন, ‘‘সামাজিক ভাবে যাঁদের বড় ভূমিকা রয়েছে এবং একই সঙ্গে যাঁরা সাহিত্য রচনা করছেন তাঁদের এই পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এর প্রতিবাদে কেউ পুরস্কার ফেরত দিলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।’’
    সুবোধের এই কথার সঙ্গে একই মত পোষণ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভীক মজুমদার। তাঁর মতে, ‘‘কী কারণে এই পুরস্কার ফেরত সেটা আমার কাছে পরিষ্কার নয়। তাঁকে বলব, এই পুরস্কারের কাঠামোটা জানার পর পদক্ষেপ করা উচিত। যাঁকে দেওয়া হয়েছে তাঁর সামগ্রিক ব্যাপারে অবহিত হলে ভাল হত।’’
    ঘটনাচক্রে, সোমবার বিকেলে পঁচিশে বৈশাখ উদ্‌যাপনের যে সরকারি মঞ্চ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু পুরস্কারের কথা ঘোষণা করেন সেখানে উপস্থিত ছিলেন সুবোধও। এ ছাড়া সেখানে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত, জয় গোস্বামী এবং আবুল বাশারের মতো সাহিত্য ব্যক্তিত্ব।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:4d33:469e:f01:***:*** | ১১ মে ২০২২ ১০:৪২501979
  • ঠিক। প্রমান করতে হবে তো।
     
    এই যেমন গুজরাট দাঙ্গায় মোদীর দোষের কোন প্রমাণ নেই। রামমন্দির ভাঙ্গায় আদবানির দায়, তারও প্রমান নেই। নন্দীগ্রামে বুদ্ধ, কংকালকান্ডে সুশান্ত, তাপসী মালিকের কেসে সুহৃদ দত্ত তাও প্রমান হয়নি।
     
    এসব কেসে এরা যতটা নিরপরাধ, পিসীর টাকাও তেমনি ক্লিন। 
  • r2h | 134.238.***.*** | ১১ মে ২০২২ ১০:৩০501978
    • পলিটিশিয়ান | ১১ মে ২০২২ ১০:১২
    • কালো টাকায় ছবি কিনলে সেটাকে মানি লন্ডারিং বলে। আইনত সে টাকা ক্লিন নয়। প্রভাব খাটিয়ে বই বিক্রি করলেও টাকাটা ক্লিন নাও হতে পারে। 
     
    হ্যাঁ, কিন্তু প্রমান তো করতে হবে।
    নেটফ্লিক্সে মানি লন্ডারিং নিয়ে সিরিজ দেখে দেখে আমার এইসব জ্ঞান হয়েছে ঃ)
  • dc | 182.65.***.*** | ১১ মে ২০২২ ১০:২৭501977
  • উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি! laugh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত