এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২২:১০499563
  • আচ্ছা আমার বোধ হয় দরকার হবে না, তবু জেনে রাখা ভালো। হোয়্যাটস অ্যাপ না থাকলে কী করণীয়? আমার কাছে যে চার পাঁচটা মেল আইডি আছে সেগুলোর সবকটাতেই তো মেল করলে বলত জায়গা নেই তাই মেল বাউন্স করছে।

    সেই দুঃখে আমি ভাটিয়ালি ছাড়া পাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারি না।
  • প্রত্যয় ভুক্ত | ০৪ এপ্রিল ২০২২ ২১:৫৪499562
  • @ranjan roy,এই কমেন্টটা পুরো জুতো হয়েছে ,বেজায় হাসলুম :))))।কিন্ত যাই বলেন,কবিতাখানা কিন্ত ভারি রোমান্টিক হয়েছিল,অনেকটা রবীন্দ্রনাথের " এমন দিনে তারে বলা যায়" গানের মত অ্যাম্বিয়েন্স সেটিংটা‌,আর এ সুযোগে একটু কৃতজ্ঞতা স্বীকার ও করে নি‌ই,ভেবেছিলাম পরে অন্য লেখাগুলোতে কোন একটা পর্বে করব,এখনি বলে দি বরং,আপনার এই কবিতাটা পড়ে আমার মাথায় আবার একটা কবিতা র ভাব এসেছিল,সেই কবিতাটা গুরুতে আছেও,আমার তাই ব্যাক্তিগত ভাবে এই লেখাটা বেশ পছন্দ হয়েছিল।
  • π | ০৪ এপ্রিল ২০২২ ২১:৫৩499561
  • আচ্ছা, আগামী কিছুদিন আমাকে কোন ফোনে পাওয়া যাবেনা, খুব দরকারি হলে হোয়াপ বা মেল করে রাখতে পারেন, কিন্তু সেখানেও হয়তো অনিয়মিত থাকব।
  • r2h | 134.238.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২১:৪১499560
  • হাহা, আমি তো স্কুলের গ্রুপ থেকে বেরিয়েই গেলাম। বেরিয়ে গেলাম বলা ভুল, সম্মানজনক পশ্চাদপসরন করেছি বলা যায়, নিজে থেকে না বেরোলে বের করে দিতঃ)

    অভ্যু খালি আজাইরা কথা বলে। সিলিকন ভ্যালি কোথায়, আমি এদিকে বইমেলা টেলা করে বেড়াচ্ছি! আর মাঝে বছর দুয়েক তো তোমাদের পাড়ায় পা-ই দিইনি মোটে।

    আর, অ রঞ্জনদা, রাগ দরবারি শেষ হয়েছে কিনা বলুন না!
  • aranya | 2601:84:4600:5410:c505:4d25:211a:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ২১:২৬499559
  • আমি ভুলবশতঃ ভেবেছিলাম, কলেজ বেলার মত আড্ডা হবে, সে গুড়ে বালি। সরাসরি কারও সাথে কথা হলে, তাও বেটার, কিছুটা পুরনো দিনের উষঞ্তা পাওয়া যায় । ধর্ম, ​​​​​​​রাজনীতি ​​​​​​​এসে সব ​​​​​​​গ্রুপের ​​​​​​​বারোটা বাজিয়েছে 
    এদিকে  ​​​​​​​কে ​​​​​​​লুরুতে বিএমডব্লিউ কিনল, ​​​​​​​তাই ​​​​​​​নিয়ে ​​​​​​​খান ​​​​​​​৫০ অভিনন্দন ​​​​​​​পোস্ট, কনগ্রাটস ​​​​​​​না ​​​​​​​জানালেও ​​​​​​​অভিমান
  • Ranjan Roy | ০৪ এপ্রিল ২০২২ ২১:২০499558
  • @ প্রত্যয় ভুক্ত, 
      না, ওই কোবতের ডিএনএ আমারই, অস্বীকার করতে পারি না। কারণ এর জনমের পেছনে রয়েছে এক দুঃখের ইতিহাস।
     প্রায় ২৫ বছর আগে ছত্তিশগড় বিলাসপুরের এক বর্ষার রাত। গিন্নি  নিজ কাজে কোরবা শহরে গিয়ে সেখান থেকে আটটার লোক্যাল ট্রেন ধরে ফিরবেন। কিন্তু দশটা বেজে গেল। কোন খবর নেই। তখনও হাতে হাতে মুঠোফেন দেখা যায় নি। রেলস্টেশনে ফোন করে জানলাম অ্যাকসিডেন্ট!   ঝড় বৃষ্টির মধ্যে ট্রেনের হাইপাওয়ার কেবল ছিঁড়ে ট্রেনের গায়ে পড়ে শর্ট সার্কিট ইত্যাদি।  ট্রেন দাঁড়িয়ে আছে ১৪ কিলোমিটার দূরে  এক ধানক্ষেতের পাশে। অন্ধকার কামরাগুলো। দুটোতে আগুন ধরেছিল। এখন নিভেছে। স্টেশন মাস্টার বললেন-- চিন্তা করবেন না, হতাহতের খবর এখনও আসেনি। রিলিফ ট্রেন রওনা হচ্ছে। দু'ঘন্টার মধ্যে ওঁরা ঠাকুরের ইচ্ছায় নিরাপদে ফিরে আসবেন।
     বাড়ি ফিরে এলাম। দু'ঘন্টা কেটে গেল।
    ভাবলাম-- হয় গিন্নি মারা গেছেন, নয় যাননি। তাহলে আমার কী করণীয়? প্ল্যান বানাই।
    ,১ যদি মারা না গিয়ে থাকেন তো কোন চিন্তা নেই, আমার করণীয় শুধু অপেক্ষা করা।
    ২.০, যদি মারা গিয়ে থাকেন তো দুটো কাজ।
    ২.১ ভোপালে শ্বশুর বাড়িতে খবর দেয়া। কাল সকালে, টেলিগ্রাম এবং এসটিডি।
    ২.২ আমি নাস্তিক, কিন্তু উনি নন। কমসে কম এক ছোটা মোটা স্মরণসভা তো বনতা হ্যায়।
      তার জন্য কোথায় হল ভাড়া, কালীমন্দিরে পুজো, তার খরচ সব লিস্টি বানিয়ে ফেললাম। 
     এবার কী? এখন দুঃখ ভসভসিয়ে এল। আমি বাস্পাকুল হলাম।
    এবং ওই কোবতেটি লিখে বাগানের গ্রিলের গেটে তালা দিয়ে হা-ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম।
     রাত আড়াইটেয় ঘুম ভাঙল কলিং বেলের চ্যাঁ চ্যাঁ আওয়াজে।

    ধড়মড়িয়ে দরজা খুলে দেখি--গিন্নি।
    --ঘোড়া বেচে ঘুমুচ্ছিলে নাকি? কখন থেকে বাগানের গেটে ঠং ঠং করছি, নাম ধরে ডাকছি, ঢ্যালা ছুঁড়ে মেরেছি। সামনের বাড়ি থেকে লোক বেড়িয়ে এসেছে! ভাগ্যিস সালোয়ার কামিজ পরা ছিল। গেট টপকে এসে বেল টিপেছি। তুমি করছিলেটা কী?
    আমি বিনা বাক্যব্যয়ে ওই কবতে ও হিসেব লেখা খাতাটি ওনার হাতে ধরিয়ে দিই। সে রাত্তির নির্বিঘ্নে কাটল। ছুটিতে মেয়েরা হোস্টেল থেকে বাড়ি ফিরলে গিন্নি ওদের হাতে কবিতাটি ধরিয়ে দিয়ে বললেন-- অন্যদের স্বামীরা ঝড়ের রাতে গাড়ি ভাড়া করে ১৪ কিমি দৌড়ে গেছিল নিজের বৌদের উদ্ধার করে আনতে। আর তোদের বাবা আমার শ্রাদ্ধের ফর্দ বানাচ্ছিল। আর এই এলিজি না এপিটাফ লিখছিল।
    দুই মেয়ে আমাকে ভস্ম করে ফেলে আর কি!
    একজন বলল-- এমন লুজ ক্যারেক্টার বাবা! 
    অন্যজন-- না না, ভালোমানুষ সেন্টি খাওয়া বাবা। বাট ব্যাড হাজব্যন্ড, কান্ট বি আওয়ার রোল মডেল।
  • Abhyu | 47.39.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২১:১৮499556
  • অরণ্যদা, বিদেশে যাওয়া আসা করে মানে কি? উনি এনারাই, মাঝে মাঝে ভারতীয় সিলিকন ভ্যালিতেও পদধূলি দেন।
  • r2h | 134.238.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২১:১৫499555
  • অরণ্যদা অতি পুরাতন গরিমা প্রসঙ্গ জাগিয়ে তুললেঃ)

    প্রাসঙ্গিকই, যদিও।
  • এলেবেলে | ০৪ এপ্রিল ২০২২ ২১:১২499554
  • আচ্ছা, বগটুই-তে সরকারি মতে মারা গেলেন ৭ জন অথচ সরকারি চাকরি পেলেন ১০ জন। ইহা কীভাবে সম্ভব হইল? কেউ জানেন? বিশেষত যাঁরা বগটুই বেচে বিস্তর টাকা কামিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর?
  • Abhyu | 47.39.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২১:০৮499553
  • সোস্যাল মিডিয়া তো বটেই। কেউ কেউ রোজ একটা করে টই খোলেন - আমার তো সেগুলোকে ফেসবুকের একটা পোস্টের মতই মনে হয়।
  • এলেবেলে | ০৪ এপ্রিল ২০২২ ২১:০৫499552
  • চতুরানন, একদম। আমিও এটাই লিখতে যাচ্ছিলাম। সোশ্যাল মিডিয়া মানে ফেবু এবং তাকে যথেষ্ট তুশ্চু করার মনোভাব থাকলে এখানে লেখালেখিও একই গোত্রভুক্ত হওয়া উচিত। 
  • এলেবেলে | ০৪ এপ্রিল ২০২২ ২১:০৩499551
  • আর ইসকনের হেড অফিস মায়াপুরে নৃসিংহ অবতারের মূর্তি আছে এবং তিনি নিত্য পূজিত হন।
  • :|: | 174.25.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২১:০২499550
  • গুরুও বিশেষত: ভাটের পাতা কি একপ্রকার সোশ্যাল মিডিয়া নহে? ০৪ এপ্রিল ২০২২ ২০:৪২-এর প্রেক্ষিতে জিজ্ঞাসা। 
  • এলেবেলে | ০৪ এপ্রিল ২০২২ ২১:০২499549
  • না, ইসকন চৈতন্যকে হাইজ্যাক করেছে। তাঁর জন্মস্থানকেও। এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকার - দুজনেই সমদোষে দুষ্ট। কাজেই ইসকন চৈতন্যকে পুরোপুরি উড়িয়ে দেয়নি।
     
    বাংলাদেশে সবাই টিপ পরছেন, এ বাংলায় সব্বাই বাংলা মাধ্যমে পড়ছেন। এ এক আজব অবস্থা।
  • Tim | 2603:6010:a920:3c00:68fe:4a1c:256e:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৫৬499548
  • রাশিয়ার সৈন্যরা যাবার সময় শ চারেক সিভিলিয়ান কে এগজিকিউট করে গেছে। মাস গ্রেভপাওয়া গেল। 
  • aranya | 2601:84:4600:5410:c505:4d25:211a:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৪৫499547
  • অবশ্যই মনের মত পোস্ট ও কিছু  দেখি , যাতে আমার আগ্রহ আছে 
  • aranya | 2601:84:4600:5410:c505:4d25:211a:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৪২499546
  • সোশাল মিডিয়া = নার্সিসিজম 
    মাস দুয়েক হল কলেজ বন্ধুদের হোয়া গ্রুপে একটু যোগ দিচ্ছিলাম, সেখানে বিবিধ আত্মপ্রচার এমন কী দামী গাড়ি কেনা সংক্রান্ত পোস্ট ইঃ দেখে আশাহত 
  • পলিটিশিয়ান | 2607:fb90:3541:9841:1bca:a654:6b41:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৪১499545
  • আমার এক সম্পর্কিত কাকা ইসকনে আছে। সে বলেছিল অন্য দেবতা তো ছাড়, কৃষ্ণ বাদে বিষ্ণুর অন্য রূপগুলিকেও ইসকন পাত্তা দেয়না। এমনকি চৈতন্যদেবেরও নাকি তাই মত।
  • পলিটিশিয়ান | 2607:fb90:3541:9841:1bca:a654:6b41:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৪১499544
  • আমার এক সম্পর্কিত কাকা ইসকনে আছে। সে বলেছিল অন্য দেবতা তো ছাড়, কৃষ্ণ বাদে বিষ্ণুর অন্য রূপগুলিকেও ইসকন পাত্তা দেয়না। এমনকি চৈতন্যদেবেরও নাকি তাই মত।
  • সিএস | 49.37.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৩৯499543
  • তা আরজে - র কথা শুনে পবিত্রবাবু সেখানে কিছু বলেননি ?
  • aranya | 2601:84:4600:5410:c505:4d25:211a:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৩৮499542
  • হুতো তো বাংলা মাধ্যমে পড়া সফল লোকের লিস্টিতে পড়বে - ভাল চাগ্রি করছ , বিদেশে যাওয়া আসা কর, কবি ও শিল্পী হিসাবে সাংস্কৃতিক জগতে খ্যাতিমান, জয়- এর বইএর প্রচ্ছদ করছ  :-)
  • dc | 122.183.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:৩৫499541
  • দুরকম বায়াস। প্রথম হলো সিলেকশান বায়াস - সফল লোকেরা বেশী করে ফেবু বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, অসফল লোকেরা অতো করেন না। দ্বিতীয় হলো পজিটিভিটি বায়াস বা পলিআনা প্রিন্সিপল - মানুষ বেশী করে ভালো খবর শুনতে ভালোবাসে বা নিজের ভালো দিকগুলো বা সাফল্য নিয়ে কথা বলতে ভালোবাসে। নিজের ব্যর্থতার কাহিনী সাধারনত কেউ বলেনা। 
  • r2h | 134.238.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ২০:২৯499540
  • জনৈকা রেডিও জকি রিপাবলিক টিভি আয়োজিত বিতর্ক সভায় বলেছেন বেঙ্গলি মিডিয়ামে পড়ে ইন্টারভিউ ক্র‌্যাক করা তথা সফল হওয়া যায় না।
    এইবার সমবেত ভদ্রমণ্ডলী ফেসবুকে নিজের নিজের বেঙ্গলি মিডিয়ামে পড়ার ফিরিস্তি দিচ্ছেন, অস্যার্থ তাঁরা বাংলায় পড়েও সফল হয়েছেন।

    সে ঠিকই আছে, তবে ওসব বিদগ্ধ টাইপ আলোচনা যেখানে পবিত্র সরকার একজন বক্তা (তাঁর মত লোকজন রিপাবলিক টিভিতে যান কেন সে এক প্রশ্ন, বা আজাইরা লোকেদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন কেন তাও প্রশ্ন), সেসব জায়গায় আরজে টারজেদের ডাকে কেন তা বুঝি না।

    কিন্তু ব্যাপার তা না। আমি দেখি সোশ্যাল মিডিয়ায় খালি সফল লোকেদের ভিড়। এমন কাউকে দেখলাম না যে বলছে এই দ্যাখো আমি ইংরেজি মাধ্যমে পড়েও বিফল হইছি।
    আমি বছর দুয়েক ইংরেজি স্কুলে পড়েছিলাম, তবে সে অনেক ছোটবেলায়, ওটা হাকিম মানবে না।
  • Abhyu | 47.39.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ১৯:৩৭499539
  • হ্যাঁ হ্যাঁ, ছাত্রাবস্থায় খাবারের লোভে ইস্কনে গেছি, অ্যানার্বারে আর আটলান্টাতেও - উফ, কিশ্নোস্তু ভগবান স্বয়ম শুনে শুনে মাথা খারাপ হবার জোগাড়। তবে কি সাঙ্ঘাতিক পয়সা!
  • b | 117.194.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ১৯:১২499538
  • কি মুশকিল। ওনারা বৈষ্ঞব , ঐ  দেখে লোকে টাকা দেয় ,  এখন যদি হঠাৎ বলতে শুরু করেন কৃষ্ণ আর মনসা সমান তাহলে কি করে চলবে ?
  • r2h | 134.238.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ১৮:৩০499537
  • ইস্কনের একটা জিনিসে আমি মজা পাই। ওঁরা এখনও 'হিন্দুধর্ম' যে একটা সনাতন সমসত্ত্ব জিনিস না, সেটা আপহোল্ড করে রাখেন। বড় লেভেলে জানি না, ছোটখাটো ঘরোয়া কথকতা ইত্যাদির আসরে হামেশাই অন্য ঠাকুর দেবতার থেকে বিষ্ণু কত বড় সেই নিয়ে হামবড়াই করেন।
  • S | 2405:8100:8000:5ca1::139:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ১৮:১৫499536
  • না না। ইস্কনকে অত আন্ডার এস্টিমেট করবেন না। এদেশেও ওদের বিশাল প্রেজেন্স।
  • k | 122.163.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ১৮:০৪499535
  • খাওয়াবে !!
    পাগল না মাথা খারাপ! তাঁর বংশধরেরা নিজেরা খায়।
    আছেন কোথায় আপনি! গোভিন্দা রেস্টুরেন্টের খাবার দিয়ে লঙ্গর চালালে ইস্কন লাটে উঠে যাবে মশাই।
  • S | 2405:8100:8000:5ca1::137:***:*** | ০৪ এপ্রিল ২০২২ ১৭:৫৪499534
  • "আজও তাঁর বাড়িতে দু  বেলা খাঁটি ঘি এর খাঁটি নিরেমিষ খাবার সম্ভবত গোভিন্দা রেস্তোঁরা থেকে সাপ্লাই আসে। গন্ধে এলাকা মাতিয়ে দেয় মশাই!!"

    কেমন খাওয়ায়?
  • সিংগল k | 122.163.***.*** | ০৪ এপ্রিল ২০২২ ১৭:৩৮499533
  • কলেজ স্ট্রীটে ভাজপা মিছিল করলে আপনারা অবাক হচ্ছেন কেন? কলেজস্ট্রীটের ধর্মীয় ঐতিহ্য, বিপ্লবী ঐতিহ্যের চেয়ে ঢের বেশী। মহর্ষি দয়ানন্দ সরস্বতীজী গুজরাট ছেড়ে এখানে এসেই প্রতিষ্ঠা পেয়েছিলেন ও আরিয়া সমাজ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমানি মার্কেটের উল্টোদিকে । সোয়ামী ভিভেকানান্দাজী তো জন্মেছিলেনই হেদোর ধারে আর্য সমাজ মন্দির থেকে খানিক এগিয়ে। উদিকে আবার মাননীয়া সাংসদ লকেটজীর পূর্বপুরুষ পরমহনস্ জী ভি লাইফ শুরু করেছিলেন ঠনঠনিয়া কালীমন্দিরে দাদার পুজোর সময় কাঁসর ঠনঠনিয়ে। পরে না দখছিনেশ্বর তৈরি হলে তাতে কাজ পেলেন।  এ ছাড়াও ঐ এলাকায় হিন্দু মহাপুরুষ ঘরে ঘরে থিকথিক করছে মশাই। হিন্দুদের রক্ষাকর্তা পরম্বীর মাননীয় গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের পাঁটার দোকানিও কলেজ স্ট্রীটের ঠিক মধ্যভাগে অবস্থিত। তারই পেছনের গলিতে হল জগতকে কৃষ্ণা কনসাস করে তোলার মূল কারিগর শ্রীযুক্ত শ্রীল প্রভুপাদাজীর বসতবাটী।  আজও তাঁর বাড়িতে দু  বেলা খাঁটি ঘি এর খাঁটি নিরেমিষ খাবার সম্ভবত গোভিন্দা রেস্তোঁরা থেকে সাপ্লাই আসে। গন্ধে এলাকা মাতিয়ে দেয় মশাই!!
    ঐ অঞ্চলে এরকম ঐতিহ্য আছে বলেই না প্রেসিডেন্সী কলেজের পেছনবাগে হিন্দু হস্টেলের ঠিক পাশেই মুর্লীধর সেন লেনে ভাজপার নিখিল বঙ্গ মুখ্য প্রমণ্ডল কারিয়ালয়!!! কলেজস্ট্রীটের মোড় থেকে সেটি কাগজের গুল্লি ছোঁড়ার দূরত্বে অবস্থিত।
    তবে একথা বলতে বাধ্য হব যে মিছিলের লোকের মূল সাপ্লাই কিন্তু কলেজস্ট্রীটের নয়, লেবুতলার, সজল ঘোষ পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছে কিনা! সজল হল কলকাতা পুরসভায় ভাজপার সবেধন দুইমনি কাউন্সিলরের মধ্যে একমনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত