এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Neptune_Pluto | 37.***.*** | ২১ মার্চ ২০২২ ০৯:১৭498287
  • @স।...বরং তুমি নিজেই বানাও না হয়একটি সিনেমা ....
     
    @ প্রত্তয় ।।.কুকুর নাকি  নেকড়ে প্রজাতি থেকেই উদ্ভূত ।...এক বিদেশী উপন্যাসে পড়েছিলাম ....
  • S | 2a0b:f4c0:16c:7::***:*** | ২১ মার্চ ২০২২ ০৯:১১498286
  • তাসকেন্ট ফাইলস দেখার চেষ্টা করেছিলাম। কি বোরিং সিনেমা। কি যে হচ্ছে, আমি কেন, পরিচালক নিজেই মনে হয় বুঝতে পারছেনা।
  • SM | 2a02:c207:3002:8283::***:*** | ২১ মার্চ ২০২২ ০৯:০৮498285
  • During the 20 years between 1989 and 2009, in Kashmir about 78,000 Muslim people died and about 400 Hindu people died. These are civilian deaths, does not include people from Indian army, state police and terrorist organizations.
  • dc | 122.164.***.*** | ২১ মার্চ ২০২২ ০৯:০০498284
  • সিংহাসনহীন রাজার মতো খাওয়াদাওয়া আমিও শিখতে চাই। kk বরং চটপট শিখে নিয়ে একটা কোর্স চালু করে দিন, ছাত্রছাত্রীর অভাব হবে না। 
  • S | 2a0b:f4c0:16c:7::***:*** | ২১ মার্চ ২০২২ ০৮:৫৭498283
  • কতজন পন্ডিত মারা গেছিলেন ঐ চার বছরে?
  • Kashmir Files | 115.97.***.*** | ২১ মার্চ ২০২২ ০৮:৪৪498282
  • The Kashmir Files - reality is more violent than movie

    দ্য কাশ্মীর ফাইলস দেখতে যাওয়ার আগে অবধি মনে হচ্ছিল, এত ভায়োলেন্স কিভাবে দেখব! দেখতে গিয়ে দেখলাম, এ তো কিছুই নয়। এর হাজার গুণ বেশি ভায়োলেন্স হয়েছে আদতে। নতুন প্রজন্ম, বা যারা ইতিহাস পড়ে নি, তাদের কাছে হয়ত এই সিনেমা একটা শকিং রিভিলেশন। আমার কাছে নয় দেখা গেল। আমি বরং আশা করেছিলাম, দূরদর্শন প্রধান লাসসাজির মৃত্যু দেখাবে। লাসসাজিকে ধরিয়ে দেয় তাঁর নিজের বহুদিনের ড্রাইভার। তিনি তখন তাঁর বৃদ্ধ ন্যুব্জ মায়ের সাথে দেখা করতে এসেছিলেন। দরজার বাইরে পিছন থেকে গুলি করা হয় তাঁকে, মা দরজা খুললে মায়ের কোলের ওপর এসে পড়ে ছেলের লাশ। 

    অথবা, গিরিজা টিক্কু। ল্যাব অ্যাসিট্যান্ট ছিলেন স্কুলের। যে ঘটনাটিকে প্রোটাগনিস্ট কৃষ্ণা পণ্ডিতের মায়ের ঘটনা হিসেবে দেখানো হয়েছে, তা আসলে গিরিজা টিক্কুর ঘটনা। গিরিজারা পালিয়ে গেছিলেন, তাঁর নিজের স্কুলের হেডমাস্টার তাঁকে ডেকে পাঠান যাতে গিরিজাকে মিলিট্যান্টরা তুলে নিয়ে যেতে পারে। গিরিজাকে এক দিনেই রেহাই দেয় নি তারা। দশ দিন ধরে তাকে গ্যাং রেপ করা হয়। তারপর জীবন্ত অবস্থায় তার শরীরকে ইলেকট্রিক করাত দিয়ে দু'টুকরো করে বডি ফেলে দিয়ে যাওয়া হয় বস্তায় ভরে। 

    দিন-দুপুরে জাস্টিস, হ্যাঁ হাই কোর্টের জাস্টিস নীলকন্ঠ গাঞ্জুকে হাইকোর্টের সামনে গুলি করে মারা হয়। হাইকোর্টের জাস্টিসকে! এবং তার মৃত শরীর ঘিরে আততায়ীরা বহুক্ষণ ধরে স্লোগান দেয়। বাজারের মধ্যে, হাইকোর্টের সামনে। এবং তাঁর আততায়ীরা কে এবং কারা, আজও কেউ জানে না! হাস্যকর না? 

    সর্বানন্দ কাউল প্রেমী, বিখ্যাত কবি, চোখ উপড়ে, মাথায় পেরেক মেরে, তাঁকে এবং তাঁর ছেলেকে জীবন্ত ঝুলিয়ে দেওয়া হয় গাছ থেকে। 

    এসব আমার জানা ছিল অলরেডি। মেরে রেখে যেত, কাশ্মীরী পণ্ডিতরা তাদের সেই মৃত আত্মীয়ের পারলৌকিক কাজের জন্যও দয়া ভিক্ষা করত ইসলামিক মিলিট্যান্টদের। অনুমতি ব্যতীত পারলৌকিক কাজ করলে আরো লোক মরত পরিবারের। এসব ডকুমেন্টেড ফ্যাক্ট। যারা রাজনীতিবিদ, যারা সামান্য খবরাখবর রাখেন, সবাই জানেন। 

    যা জানেন না, তা হল মুভিতে পুষ্করনাথ কেন হাতে কাশ্মীর থেকে ৩৭০ সরানোর বোর্ড আর গলায় মৃত কাশ্মীরী পণ্ডিতদের ছবি নিয়ে প্রায়-অন্ধ অবস্থায় রোজ ক্যাম্পেইন করতে যেতেন। এক ছবিতে সব দেখানো সম্ভব না, হয়ত সেই কারণেই পরিচালক ৩৭০ এর কথা ডিটেইলে বলেন নি। আমি বলি। একটু কষ্ট করে পড়বেন প্লিজ। 

    এই পর্যন্ত পড়ে যে কেউ বলবেন, কেন পণ্ডিতরা প্রতিবাদ করে নি। কাশ্মীরে সাড়ে ছশো'র ওপর মন্দির ভাঙা হয়েছে৷ এক বাবরি মসজিদে সমগ্র উপমহাদেশে আগুন জ্বলে যায়, পণ্ডিতরা কেন কিছু বলে নি। শুনুন তবে, ৩৭০ হচ্ছে সেই কালা-কানুন যার বলে কাশ্মীর আদতে ভারত রাষ্ট্রের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেত। একমাত্র ডিফেন্স, কম্যুনিকেশনস আর ফরেন এফেয়ার ছাড়া আর সমস্ত নিষয়ে কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা ছিল কাশ্মীরের সরকারের। কেমন সেই ক্ষমতা? আসুন দেখে নিই। কথায় কথায় সাম্যবাদ আর নারীবাদের জয়গান গাওয়া বামপন্থী কেউ আমার বন্ধুতালিকায় ভুলক্রমে থেকে থাকলে তিনিও দেখুন। না থাকলে শেয়ার করে দেখানোর দায়িত্ব বন্ধুদের। 

    > অন্য ধর্মে তো দূরস্থান, অন্য রাজ্যের ছেলেকে বিয়ে করলে মহিলারা সম্পত্তির ওপর অধিকার হারাতেন। 

    > সিডিউল কাস্ট/ ট্রাইবস প্রোটেকশান আইন ছিল না। অর্থাৎ জনজাতির ওপর যে কেউ অত্যাচার করতে পারে। আলাদা করে শাস্তির কোন ব্যবস্থা নেই। 

    > ডোমেস্টিক ভায়োলেন্স আইন ছিল না মহিলাদের জন্য। আজ্ঞে, ঠিকই শুনছেন। কাশ্মীরের মহামান্য সরকার মহিলারা বাড়িতে নির্যাতিত হলে তার জন্য আইন থাকার প্রয়োজন বোধ করেন নি। 

    > চোদ্দো বছরের নিচে শিশুদের রাইট টু এডুকেশন বা বিয়ে দেওয়া যাবে না, এ আইনও ছিল না একই কারণে। কাশ্মীরের মহামান্য সরকার বাহাদুর প্রয়োজন বোধ করেন নি। 

    > সমকাম অপরাধ ছিল। খুবই স্বাভাবিক কারণে। 

    এবং তথাকথিত "লিবারাল" মানুষজনের এই অসাধারণ নিয়মকানুন ৩৭০ বজায় থাকায় কোন আপত্তি ছিল না।
  • &/ | 151.14.***.*** | ২১ মার্চ ২০২২ ০৫:৫১498281
  • রদ্যাঁ নামে লিখতে পারো। তারপরে ভাস্কর্যের কাজ শিখতে পারো। পাথর কেটে কেটে মূর্ত্তি বানাবে।
  • kk | 2600:6c40:7b00:1231:d533:6a0d:9509:***:*** | ২১ মার্চ ২০২২ ০৫:১৭498280
  • আরে না না, আমি তো সেই "দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো" টাইপের রাজা। কাজেই চুরির ভয় নেই, কোনো চাপও নেই। আর খাওয়াদাওয়া শিখতে আমার তো সব সময়েই আগ্রহ। তবে ভাবছি, এবার থেকে rb নিকে লিখতে হবে নাকি, বা 'র-বা'?
  • &/ | 151.14.***.*** | ২১ মার্চ ২০২২ ০৪:৪৪498279
  • কেকে, 'সিংহাসনহীন রাজা'র মত খাওয়াদাওয়া করতে শেখাবে বলছে তোমায়? শীগগীর শিখে নাও। বলা যায় না, কখন দরকার হয়ে পড়ে। হয়তো সিংহাসনওয়ালা রাজা হয়ে গেলে একদিন, তারপর সিংহাসন চুরি হয়ে গেল। তখন তো খাওয়াদাওয়া করতে হবে, নাকি? ঃ)
  • &/ | 151.14.***.*** | ২১ মার্চ ২০২২ ০৪:২৬498278
  • ডিঃ কাশ্মীর ফাইলস আমিও দেখিনি। ফেবুর গ্রুপে গ্রুপে বিতর্কের চোটে কান পাতা দায়। এসব থামলে তারপর দেখবো।
  • &/ | 151.14.***.*** | ২১ মার্চ ২০২২ ০৪:২৪498277
  • সেই 'বিতর্কিত লেখিকা' দাবী তুলেছেন পূর্বপাকিস্তান(আগে) ও বাংলাদেশ(অধুনা) থেকে হিন্দু বাঙালির বাধ্য হয়ে ক্রমাগত দেশান্তরী হওয়া নিয়েও সিনেমা তৈরী হোক।
  • :|: | 174.25.***.*** | ২১ মার্চ ২০২২ ০৪:১৫498276
  • ডি: দিয়ে শুরু করি। কাশ্মীর ফাইলস দেখিনি। রিভিউ রিয়্যাকশন ইত্যাদি অনলাইনে টুকটাক পড়ছি। সেই ভিত্তিতে এই প্রশ্নটা করা। সিনেমাটা দেখলে উত্তর পাবো কিনা জানিনা কিন্তু দেখার সময় নাই। এখানে কেউ ​​​​​​​না ​​​​​​​কেউ ​​​​​​​নিশ্চয়ই ​​​​​​​দেখেছেন। সিনেমায় উত্তরটা ​​​​​​​দেওয়া ​​​​​​​থাকলে যদি জানান তো ​​​​​​​একটু ​​​​​​​আলো ​​​​​​​পাই। ​​​​​​​
    একটা দেশের এক ধর্মের মানুষ যদি আরেকটা ধর্মের মানুষদের দ্বারা স্বতঃস্ফূর্ত ভাবে বা অন্য দেশের মদতে আক্রান্ত হন এবং সেই দেশের সরকার সেই অবস্থা হ্যান্ডেল না করতে পারেন বা আক্রান্তকে প্রটেকশন না দিতে পারেন তবে তো সেটা একটা দেশের সরকারের ব্যর্থতা! সে যে দলই ক্ষমতায় থাকুক না কেন। নিজের দেশের সরকারী দুর্বলতা বা ব্যর্থতার কাহিনীকে কেন প্রমোট করা হচ্ছে কেউ জানেন? এতে দেশে ঘৃণার চাষের চেয়ে ঘরে বাইরে সর্বত্রই নিজেদের অপদার্থতাই কি বেশী প্রচারিত হবে না? 
  • সে | 2001:1711:fa42:f421:643c:9c79:b9e1:***:*** | ২১ মার্চ ২০২২ ০৪:১৩498275
  • S | 2a0b:f4c2:3::81 | ২১ মার্চ ২০২২ ০৩:৫১4
     
    এটাই। অধিকাংশই ইতিহাস জানে না।
    হলোকস্টের ইতিহাস না জেনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস না জেনে, এ ধরণের তুলনা করে ফেললে হাস্যকর ব্যাপার হয়। যুদ্ধচলাকালীন সময়ের আবেগ উপেক্ষা করার নয়, কিন্তু আবেগের চোটে ইতিহাসকে বিকৃত করা যায় না।
  • S | 2a0b:f4c2:3::***:*** | ২১ মার্চ ২০২২ ০৩:৫২498274
  • রাকেশ শর্মার পরিচালনায় ফাইনাল সলিউশান ডকুমেন্টারির লিন্ক দিতে পারবে কেউ?
  • ইন্দ্রাণী | ২১ মার্চ ২০২২ ০২:৪৩498272
  • প্রত্যয়,
    লিখে চলুন। আর কিছু নয়।
    শুভেচ্ছা ও নমস্কার জানবেন।
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ২১ মার্চ ২০২২ ০১:২১498271
  • কেকে, কী চাপ জীবনে!!! smileysmiley
  • kk | 2600:6c40:7b00:1231:c8a:58d8:612a:***:*** | ২১ মার্চ ২০২২ ০১:১৭498270
  • আপনারা কি জানতেন যে আমার নাম কবে যেন রডনি বার্জেস হয়ে গেছে? আমিও জানতামনা। আজকাল এই নামে নিত্যি ইমেল আসে। আজ একজন লিখেছে কেমন করে সিংহাসনহীণ রাজার মত খাওয়াদাওয়া করতে হয় তাই শিখিয়ে দেবে।
  • অপু | 2401:4900:104e:8e43:0:52:7c3e:***:*** | ২১ মার্চ ২০২২ ০১:১৩498269
  • হমমম প্রত‍্যয়, একদম বাঙলা কাটিয়ে দাও।... 
  • S | 2a0f:9100:110:a::***:*** | ২০ মার্চ ২০২২ ২৩:৪০498268
  • আই থিন্ক ইউ আর ব্রেভ এনাফ টু ইগনোর দিস বুলক্র্যাপ।
  • | ২০ মার্চ ২০২২ ২৩:৩৬498267
  • হ্যাঁ আমিও প্রত্যয়কে ই এনগেজ না করারই পরামর্শ দিলাম। 
     
    এই সাথেই অন্য একটা কথাও মনে হল। ইন্দ্রাণী  বা আমি বা অন্য অনেকেই যারা দীর্ঘকাল নেটে ঘোরঘুরির সুবদে বিবিধ নোঙরামির সাথে পরিচিত তারা নিজেদের মত করে হ্যন্ডল করে নিতে পারব। তবে প্রত্যয় বা প্রিয়তমাসু নিকে যাঁরা লেখেন এঁদের বোধহয় একটু প্রোটেকশান দরকার মনে হচ্ছে। 
    এই প্রোটেকশানটা কীভাবে দেওয়া যেতে পারে সেটা সবাই একটু ভেবে দেখতে পারেন, যদি যুক্তিযুক্ত মনে হয়। 
     
  • Abhyu | 47.39.***.*** | ২০ মার্চ ২০২২ ২৩:৩২498266
  • বুঝেছি, যেখানে পাচ্ছে প্রত্যয়কে স্টক করছে আর কি
  • r2h | 2405:201:8005:9947:91d0:a3cf:14b1:***:*** | ২০ মার্চ ২০২২ ২৩:২৫498265
  • অভ্যু, স্ক্রিনশট অন্য পাতার।

    আমিও, এনগেজ না করার পরামর্শ দিলাম।
  • Abhyu | 47.39.***.*** | ২০ মার্চ ২০২২ ২৩:২২498264
  • সোমনাথ, বুঝেছি, লিংকগুলো পরে আবার দেওয়া হবে। বেশ।
  • Abhyu | 47.39.***.*** | ২০ মার্চ ২০২২ ২৩:১৯498263
  • কেমন অদ্ভুত লাগছে। প্রত্যয় ২০ মার্চ ২০২২ ২৩:০২ যে পোস্টগুলো পেস্ট করেছে সেগুল কি ভাটিয়ালি থেকে মুছে দেওয়া হয়েছে? আমি অরিজিনাল পোস্টগুলো পাচ্ছি না কেন? কত পাতায় আছে?
  • b | 117.194.***.*** | ২০ মার্চ ২০২২ ২৩:১৯498262
  •  এনার সাথে বেশি এনগেজ না করার পরামর্শ দিলাম। 
  • প্রত্যয় ভুক্ত | ২০ মার্চ ২০২২ ২৩:০২498261
  • " কুকুরের কামড় হাঁটুর নীচে "-কবি বলেছেন.....আমি না smiley
  • S | 2a0b:f4c2::***:*** | ২০ মার্চ ২০২২ ২১:৩২498260
  • এই ইউক্রেনেই বিগত আটবছরে অন্তত সাড়ে তিন হাজার সিভিলিয়ান মারা গেছিলো।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:116b:4acc:b8be:***:*** | ২০ মার্চ ২০২২ ২১:২৩498259
  • সিভিলিয়ান মারা তো এখনো চলছে। ঘরের পাশেই পাকিস্তানে, ড্রোন দিয়ে। সেখানেও প্রতিবাদ হয় না।
     
    সাধারণত লোকে প্রতিবাদ করে নিজের ক্ল্যানের ক্ষতি হলে। যে ক্ল্যানের সাথে নিজেকে আইডেন্টিফাই করে, সেই ক্ল্যানের। মেকলে সাহেব চেয়েছিলেন কালো ভারতীয়রা যেন নিজেদের সাদা ক্ল্যানের মেম্বার মনে করে। উনি সফল হয়েছেন। এখানে ন্যায় অন্যায়ের চিন্তা আসে না।
     
    কাজেই এই তর্কটার অর্থ কিছু দেখি না।
  • S | 2a0b:f4c2:3::***:*** | ২০ মার্চ ২০২২ ২১:০৮498258
  • "হিপোক্রিসির বদলা হিসেবে যুদ্ধ বাধিয়ে সাধারণ লোক মারা কোন হিসেবে জাস্টিফাই করেন?"

    আমি জাস্টিফাই করছিনা তো। কিন্তু ওয়েস্টের বাঁধানো যুদ্ধগুলো এতদিন চুপচাপ হজম করে নেওয়া হয়েছে কেন? এই গত বছর অবধিও মুসলিম দেশগুলোতে যখন সিভিলিয়ান মারা চলছিলো তখন তো এমন পোতিবাদের ঝড় উঠতে দেখিনি। ওয়েস্ট এশিয়ার রিফিউজিদের সঙ্গে ইউক্রেনের রিফিউজিদের কিভাবে তুলনা করা হয়েছে সেটাও দেখছি।

    এই যুদ্ধে রাশিয়া ইজ অ্যাগ্রেসার আর ইউক্রেন ইজ ভিক্টিম। দ্যাটস ইট। বাকীদের থেকে জ্ঞান নেবো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত