এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 37.39.***.*** | ০৮ মার্চ ২০২২ ২১:১৫497204
  • লসাগু নয়, ওটা 'শত্রুপক্ষ কেসি' ছিল। 
  • S | 2a03:e600:100::***:*** | ০৮ মার্চ ২০২২ ২১:১০497203
  • Rep. Eric Swalwell suggests “kicking every Russian student” out of U.S. universities

    President Biden will decide whether to apply or waive sanctions on India under CAATSA, US official on Russian S-400
  • bodhisattvagc dasgupta | ০৮ মার্চ ২০২২ ২১:০৫497202
  • লসাগু , এতো গার্ডিয়ানের সম্পাদক ছিল।
  • | ০৮ মার্চ ২০২২ ২০:৫৫497201
  • অজ্জিতের দেয়ালে পেলাম। 
     
  • dc | 2401:4900:2629:3a50:948d:8b45:97ea:***:*** | ০৮ মার্চ ২০২২ ১৮:০৪497200
  • বেশ, রঞ্জনদার সাথে দেখা হলে ভোদকা নিয়েই বসা যাবে :-)
  • S | 2a0b:f4c0:16c:8::***:*** | ০৮ মার্চ ২০২২ ১৭:৪৩497199
  • https://twitter.com/EisabelMoth/status/1500856168792657924

    ডাবলিনের রাশিয়ান এম্বাসির গেট ভাঙলো একজন আইরিশ ট্রাক ড্রাইভার। তারপর বেশ কিছুক্ষন ধরে প্যামপ্লেট বন্টন করলো এবং নিজের বক্তব্য রাখলো। চারপাশে অনেকেই বললো ওয়েল ডান। এবং শেষে লোকটা বলেই ফেললো "গো ব্যাক টু পোল্যান্ড, হোয়ার দেয়ার ইজ নো ফ্রীডম"। রাশিয়া বলতে চেয়েছে, কিন্তু ফ্রয়েডিয়ান স্লিপ।

    ইজ দিস ইভেন রিয়েল?
  • S | 2a0b:f4c0:16c:8::***:*** | ০৮ মার্চ ২০২২ ১৭:৩২497198
  • কেসি, থ্যান্কু। দেখি সময় সুযোগ হলে পড়ে দেখবো। সত্যি কথা বলতে এখন আর বই টই পড়তে ইচ্ছা করেনা। সব অ্যাজেন্ডায় ভর্তি আর একগাদা আজ বাজে যুক্তিবিন্যাস থাকে। কেউ র-ডেটা দিয়ে বলেনা যে নিজে বুঝে নাও।

    সেদি, ছাপার অক্ষরে কিছু আছে মানেই যে সেটা সত্যি না, সেটা যে কবে লোকে বুঝবে।
  • সে | 46.253.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৭:২৮497197
  • পোস্ট ট্রুথ এরায় কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা বুঝে নিতে হয়।
  • kc | 37.39.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৭:২৫497196
  • রিভিউ পড়ে এই বইটা নামিয়েছি কিছুদিন আগে, পড়তে শুরু করেছি।
    ভালো লাগছে। 'S' কে বললাম।
  • S | 2a0b:f4c0:16c:8::***:*** | ০৮ মার্চ ২০২২ ১৭:২২497195
  • এগজিট পোল ভুল প্রমাণ করে যদি রন্জনদার প্রেডিকশান মিলে যায় (সম্ভাবনা প্রবল কম), তাহলে আমার তরফ থেকে একটা বিরিয়ানি প্রাপ্য থাকলো রন্জনদার।
  • S | 2a0b:f4c0:16c:8::***:*** | ০৮ মার্চ ২০২২ ১৭:১৯497194
  • সেকি? পচ্চিমের সব বড় বড় তাবড় তাবড় মিডিয়া আউটলেটগুলোর সাইটে ঢুকলে তো উপরের হাফটা পুরো এই যুদ্ধের নিউজে দখল করে রেখেছে। তার মানে তারা কভার না করেই এতগুলো নিউজ আইটেম পেয়ে যাচ্ছে? তারপর সেদিন যে দেখলাম একজন জার্নালিস্ট খবর দিতে দিতে আবার টুক করে একটু হিউম্যানিটেরিয়ান কাজ করে দিলেন। এরপর কোনদিন দেখবো যে এইসব জার্নালিস্টরা পার্ট টাইমে একটু যুদ্ধও করে কেজানে। ইস্কুলে পড়ার সময় সেবারে দীঘার ওদিকে খুব সাইক্লোন হল, আর খবরের কাগজে ছবি দেখলাম গাছে মাছ উঠেছে - সেইসব মনে পড়ে আরকি।
  • সিএস  | 103.99.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৭:০৯497193
  • কোনো মিডিয়া কি এই যুদ্ধ কভার করছে ? আম্রিকা যখন ইরাক গেল, তখন স্কাড মিসাইল আর embedded journalist নিয়ে গেল, সেরকম এবার হচ্ছে না। পুতিন্দার দেশে তো জার্নালিস্ট নেই, বিষ খাইয়ে দিয়েছে, কাকেই বা পাঠাবে।
  • পুরনো পাপী | 169.197.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৭:০৪497192
  • কমদিন তো দেখছি না। গুরুতে প্রচুর মিসোজিনি। কিন্তু বললেই দল বেঁধে তেড়ে আসে!
  • S | 2a0b:f4c0:16c:8::***:*** | ০৮ মার্চ ২০২২ ১৭:০৪497191
  • কিন্তু এরকম অনেক ভিডিও ছবি ইত্যাদি গত কয়েকদিনে দেখেছি যেগুলো পরে মিডিয়াই ফেক বলে দিয়েছে (একটা তো মিউজিক ভিডিওর স্ক্রীনশট ছিলো) বা অন্তত আমার ব্যক্তিগতভাবে খুব সন্দেহজনক লেগেছে। যুদ্ধ তো হচ্ছেই, কিন্তু কোথায় কতটা সেটা মিডিয়া নিজের মনের মাধুরি মিশিয়ে পরিবেশন করছে।
  • সিএস  | 103.99.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৬:৫৯497190
  • নিন।

    যুদ্ধু ফুদ্ধু হচ্ছে না, সেও আবার কিছু লোকে মনে করে, সেই মত ছড়ায় ও দেখে। বোকা মানুষের মেয়েছেলে - ব্যাটাছেলে নেই।

    https://www.bbc.com/news/60589965

    crisis actor টা প্রথম পড়লাম।
  • সে | 46.253.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৬:৫০497189
  • ০৮ মার্চ ২০২২ ১৬:১৩
     
    ও ভাসুঠ্ঠাকুর! ও রঞ্জনবাবু!
    এতক্ষণ খুব মিস করছিলাম বুঝলেন। সরাসরি তো আমার পোস্টের উত্তর দেন না। লজ্জা পান? নাকি ভয়? আমার মত "চরিত্রবতী" মহিলার সঙ্গে দহরম মহরম আছে জানলে পাবলিক   স্পেসে ঝামেলি হবে?  অ্যাটলিস্ট কেউ জেনে ফেললে? তাই সবার সঙ্গে কোমর বেঁধে আরেকটা পাথর মারতে এসেছেন নাকি এই ইভেন্টে? ঠোঙাভরা এনাফ পাথর আছে তো?
    আপনি যে লেভেলের ডাবলস্ট্যান্ডার্ড পাবলিক, সবই পারবেন। 
    ক্যাবাৎ রঞ্জন রায়! ক্যাবাৎক্যাবাৎ!
  • Ranjan Roy | ০৮ মার্চ ২০২২ ১৬:৪৮497188
  • হিহি,
      অশ্লীল কিছু বললেন কি?
  • Ranjan Roy | ০৮ মার্চ ২০২২ ১৬:৪৭497187
  • একক
     মাইরি! ও দুটোর মানে ( আমি যা ভুলভাল জানি) বলে  বুড়ো বয়সে মার খাই আর কি!
     
    ডিসি,
    হুইস্কিতে আপত্তি নেই। তবে আমার পছন্দ ভোদকা আর ড্রাই মার্টিনি।ঃ)) 
     
    হ্যাহ্যা
     দূর! হাওড়া শ্যালদার টিয়াপাখিও শুনলে লজ্জা পাবে। ওরা আমার ও এলেবেলের চেয়ে বেটার। 
     
    'আমরা দুটি ভাই, 
    শিবের গাজন গাই।
    একটি দুটি পয়সা পেলে
    বাড়ি চলে যাই'।।
  • Ranjan Roy | ০৮ মার্চ ২০২২ ১৬:৩৯497186
  • এস,
     সে তো কোলকাতার কেঠো নেসফিল্ড বা পি কে দে সরকার মার্কা ইংরেজি। কিন্তু আমেরিকান ইঙরেজি ? গট্টা গন্না ওয়ান্না  হাই ,  ফ্যাগ, টিন গোছের ইংরেজি?    
    এই যেমন আমি। কগনেট অব্জেক্ট, কজিটিভ ভার্ভ, কোয়াসি-প্যাসিভ ভার্ভ, রিফ্লেক্সিভ প্রনাউন --সব জানি।
    কিন্তু একটা ইংরেজি সিনেমা দেখতে হলে? সাব-টাইটেল ভরসা। কেউ ইংরেজিতে আমার সঙ্গে কথা বললে দশবার পার্ডন, এক্সকিউজ মি বলি। আর আমি বললে আমার মেয়েরাই বুঝতে পারেনা। বলে স্পেলিংটা বল দিকি!
    যেখুন,  আমি যদি আপনাদের মত আম্রিকা-ইউরোপ যেতুম তা'লে দেখতেন। ইংরেজি বলে ফাটিয়ে দিতুম।
    সুযোগ পাইনি, যাইনি। কাজেই ইয়েস-নো-ভেরিগুড করে চালাচ্ছি।ঃ)))
  • একক | 1.39.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৬:৩২497185
  • রঞ্জন্দা ঠিক খুঁজে খুঁজে খুব  সন্দেহজনক শুনতে দুটো ফ্রেজ জেনে বসে আচেন :P 
  • dc | 2401:4900:2629:3a50:a425:1845:2206:***:*** | ০৮ মার্চ ২০২২ ১৬:২৯497184
  • রঞ্জনদা, আমার কাছে থাকলে তো পাঠাবো! :d
     
    তবে আপনার সাথে দেখা ​​​​​​​হলে ​​​​​​​পরোটা ​​​​​​​মাংস ​​​​​​​খাওয়াবো, ​​​​​​​সাথে ​​​​​​​একটু হুস্কি ​​​​​​​যদি ​​​​​​​রাজি ​​​​​​​থাকেন ​​​​​​​তো। 
  • hihi | 148.72.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৬:২৭497183
  • রঞ্জনের ছ্যাম্পল ছাইজ অস্বাভাবিক বড়!
  • Ranjan Roy | ০৮ মার্চ ২০২২ ১৬:২৭497182
  • অ্যাই ডিসি,
     মাছ পাঠিওনা প্লীজ। আমার পোস্ট দেখুন। বুঝতে এবং পড়তে পারি, বেশ গড়গড়িয়ে। শুধু বলতে এবং লিখতে গেলে জেন্ডার গণ্ডগোল হয়ে যায়। কারণ ওই দুটো ভাষায় সম্বন্ধ পদেরও জেন্ডার হয়। 
     
    সে,
    ঠিক বলেছেন। 
    আমার মেয়েও বলল--বাজে কবিতা! পুরুষেরা মেয়েদের কষ্ট এবং যন্ত্রণা নিয়ে তারিয়ে তারিয়ে এসব লেখে। আর কত? এবার মেয়েদের কথা ওদেরই বলতে দাও।  তোমাদের জেনারেশনের --!
     
    অ্যান্ডর ও কেকে,
     যতদূর মনে আছে ওটা রক্তাত্ত চিলি বা ওইরকম কোন নামের যাত্রা পালার গান। সুরঃ বড় প্রশান্ত ভট্টাচার্য।
      কথা যেটুকু মনে পড়ছেঃ
      খনিগুলো মণিভরা
    আমি তাই তুলে আনি দিনরাতি।
     তবু আমার গোলপাতার ঘরে 
    জ্বলেনি --- জ্বলেনি--
      রোশনাই বাতি!
     
    কারখানায় --কারখানায়
    (আর মনে নেই)।
  • হ্যাহ্যা | 167.88.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৬:২৫497181
  • রঞ্জন মালটা হিন্দি জানেনা। ইউপি ইলেকশন নিয়ে কীসব ভুলভাল পড়ে প্রেদিকশান করতে গেছিল কে জানে, ছড়িয়ে লাট করেচে।
     
    গুচর খানদুই ছেপোলজিস্ট যা দেক্লুম মামু, সেই এলেবেলে আর রঞ্জন, এ মানে ভুলব না। দুটোই সমান, প্রেদিকশানের পিছনে সোর্স কী জিজ্ঞেস করলে কুনো উত্তর নাই। দুজনে টিয়াপাখি নিয়ে বসে পড়ুন হাওড়া আর শ্যালদায়। খিকখিক।
  • S | 2a0b:f4c0:16c:8::***:*** | ০৮ মার্চ ২০২২ ১৬:২০497180
  • "যারা আম্রিকায় পড়তে বা কাজ করতে গেছে তারা ইংরেজি শিখেছে।"

    রন্জনদা, আমাদের সকলের ইংরেজী শেখা কিন্তু অন্য কারণে। ২০০ বছরের গোলামীর (নাকি গোলামির?) ফল।
  • dc | 2401:4900:2629:3a50:a425:1845:2206:***:*** | ০৮ মার্চ ২০২২ ১৬:১৮497179
  • রঞ্জনদাকেও একটা ব্যাবেল মাছ পাঠাতে হবে দেখছি। তাহলে সহজে ছত্তিশগড়ি বুঝতে পারবেন। 
  • সে | 194.56.***.*** | ০৮ মার্চ ২০২২ ১৬:১৫497178
  • Ranjan Roy | ০৮ মার্চ ২০২২ ১৫:৪৮

    ফালতু কবিতা
  • Ranjan Roy | ০৮ মার্চ ২০২২ ১৬:১৩497177
  • সে ম্যাম,
    আপনি তো চান ওই রাশিয়ান ভাষায় বক্তব্যগুলো( যা কোন ইংরেজিতে নেই) এখানে সবাই জানুক। তাহলে তার কিছু পয়েন্ট বাংলায় বুলেট পয়েন্ট করে লিখে দিন না , ল্যাঠা চুকে যায়। আপনি সোভিয়েত দেশে পড়তে গেছেন, রাশিয়ান শিখে নিয়েছেন, খুব ভালো কথা। যারা জার্মানি বা ফ্রান্সে যাবে তারা সেসব শিখে নেবে। লাতিন আমেরিকায় বা স্পেনে পড়তে বা কাজ করতে গেলে হিস্পানি শিখে নেবে।
     যারা আম্রিকায় পড়তে বা কাজ করতে গেছে তারা ইংরেজি শিখেছে। এর মধ্যে কেউ কাউকে হিংসে করবে কেন?
    শুনেছি কেসি বোধহয় মধ্যপ্রাচ্যে আছেন (আমার ভুল হতে পারে, মাঝে মধ্যেই ছড়াই)। হয়তো উনিও ওখানকার আরবী-টারবি শিখে নিয়েছেন। 
    আর না হলেই বা কী? সবাই ভাষা শিখতে পারেনা। সেটা আলাদা ক্যালি। সবার হয়না।  যেমন আমি। চল্লিশ বছর ছত্তিশগড়ে কাটিয়ে দিলাম, পড়াশুনো করলাম, তবু হিন্দি/ছত্তিশগড়ি শুদ্ধ করে বলতে লিখতে পারিনা। লোকে হাসে। হ্যাঁ, পড়তে বুঝতে পারি।
    আমার দাদু বলতেন--যার হয় না নয় বছরে, তার হয় না নব্বই বছরে। 
    আর রাশিয়ান বেশ কঠিন ভাষা, মুজতবা বলেছেন। আপনার জন্যে রাশিয়ান ভাষা জলবৎ তরলং-- এ তো শ্লাঘার বিষয়।
    আমি দুটো ফ্রেজ জানিঃ গসপদি পামিলুই আর ' কে চোরতু পশলিয়ৎ'।
     কাজেই নারী দিবসে মুখ ভার না করে লিখেই ফেলুন না গোটা কতক পয়েন্ট। আমরা জানতে আগ্রহী।
  • হে হে | 2a02:898:218::***:*** | ০৮ মার্চ ২০২২ ১৬:০৮497176
  • একদম হয়ে যাক কএক ঝাড় খিস্তিখাস্তা।  গুচু ছাড়া এসব ঝাড়ার জাগা কই? দেখে মনে হচছে পোকাশকও ঢিলিয়ে দিয়েছে চ্যানেলও চলে না তেমন। 
  • dc | 2401:4900:2629:3a50:a425:1845:2206:***:*** | ০৮ মার্চ ২০২২ ১৬:০৭497175
  • ওদিকে আজ নাকি পুটিন টিউলিপ কিনতে গেছিল, কিন্তু সেগুলো যথেষ্ট লাল না হওয়ায় ফেরত চলে এসেছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত