এনেফটি কি? এর দুটো ডেফিনিশান আছে, একটা কঠিন, আরেকটা সোজা। কঠিন ডেফিনিশান হলো নন ফাঞ্জিবল টোকেন শ্মোকেন আগডুম বাগডুম। সহজ ডেফিনিশান হলো, কিছু লোকের হাতে এতো বেশী পয়সা জমে গেছে যে বুঝতে পারছে না সেগুলো কিভাবে খরচ করা যায়, এনেফটি হলো তাদের খরচ করতে সাহায্য করার উপায়।
এর পরের প্রশ্ন হলো, কোন জিনিষটা এনেফটি? এটাও সোজা। যেকোন ডিজিটাল আর্টিফ্যাক্ট কে এনেফটির রূপ দেওয়া যায়। ধরা যাক কেউ একটা জিফ বানালো, সোনালী রং এর গাধা লালচে ঘাস খাচ্ছে। বা গরু গাছে চড়ছে। এগুলো দিয়ে এনেফটি বানানো যায়। বা কেউ অট্টহাসি হেসে বা খুব জোরে কেঁদে সেই হাসি বা কান্নার একটা রেকর্ডিং করলো। সেটা দিয়ে এনেফটি বানানো যায়। বা কেউ পাদ ছেড়ে বোতলে ভরে গন্ধমিটারে তার স্ট্রেংথ মাপলো। সেই মাপটা একটা এক্সেল শিটে দিয়ে এক্সেলের এনেফটি বানানো যায়। আর সেই এনেফটি বিক্রি করা যায়।
কিন্তু এইবার এলসিএমদা প্রশ্ন করবে, এগুলো সরাসরি কেনাবেচা না করে এনেফটি কেন? গাছে চড়া গরুর ছবি সরাসরি বেচলেই তো হয়! বা যে মেয়েটি শিশিতে করে পাদ বিক্রি করছিল সে এনফটি কেন বানাতে যাবে?
এর উত্তর পেতে হলে এনেফটির দ্বিতীয় ডেফিনিশান দেখুন। সরাসরি ছবি কেনাবেচা ইজ সো ওল্ড স্কুল বেবি! এখন আমরা এনেফটি বিক্রি করি। সেটা কিভাবে করে?
এনেফটি কিভাবে বিক্রি করে? কয়েকটা ধাপ আছে। প্রথম হলো, একটা ক্রিপ্টো ওয়ালেট বানাতে হবে, যেখানে আপনি ক্রিপ্টোকারেন্সি রাখবেন। এই ওয়ালেট থেকে আপনি ফিস পে করবেন, আর এনেফটি বেচে যে ক্রিপ্টো পাবেন সেটাও জমা করবেন। এই ওয়ালেটে ডেবিট বা ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকতে হবে, যাতে করে ক্রিপ্টো কিনতে পারেন বা আপনি যে ক্রিপ্টো পেলেন সেটা ডলারে কনভার্ট করতে পারেন। ইন্ডিয়াতে থাকলে সেই ডলার টাকায় কনভার্ট হয়ে অ্যাকাউন্টে আসবে।
এখন দুরকম ক্রিপ্টোতে এনেফটি কেনাবেচা হচ্ছে, Eth আর Solana. Solana এক্কেবারে রিসেন্টলি চালু হয়েছে, এতে মাইনিং অনেক তাড়াতাড়ি হয় আর গ্যাস ফি খুব কম। অবশ্য Ethereum 2 প্ল্যাটফর্ম রিলিজ হবে শোনা যাচ্ছে, তাতে এই অসুবিধেগুলো চলে যাবার কথা। আর Eth এর ক্ষেত্রে একটা ব্রিজ বা র্যাপার আছে, পলিগন বলে, সেটাও ব্যবহার করা যায়। তো ওয়ালেট হলে আপনি এনেফটি কেনাবেচার প্ল্যাটফর্মে সেই ওয়ালেট কানেক্ট করতে পারবেন। ওপেনসি এখন সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম, এখানের ক্রিপ্টোকারেন্সি হলো Eth. Solanaa তে ট্রানসাক্ট করতে চাইলে SolSea তে যেতে পারেন।
তবে ওপেনসি বা সলসি তে অ্যাকাউন্ট খোলা আর সেটাকে ওয়ালেটের সাথে কানেক্ট করা হলো প্রথম ধাপ। এর পরের ধাপ হলো পোর্টফোলিও বানানো আর তারপর মুর্গি ধরা, তার জন্য ডিসকর্ড সার্ভারে কানেক্ট করতে হবে। সেসব পরে লিখবো, এখন কাজ করি গে।