এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 128.192.***.*** | ১১ জানুয়ারি ২০২২ ০০:৫১493936
  • সোস্যাল মিডিয়া নিয়ে ইন্দ্রাণীদি যেটা বলেছেন সেটা একভাবে অ্যাকডেমিয়াতেও সত্যি। কতো জার্নাল আছে, কতো পেপার আছে যাদের ইমপ্যাক্ট ফ্যাক্টার হাই। সেটা দিয়ে কিছুই হয় না। একটা অ্যানালস অফ স্ট্যাটিসটিকস পেপার হয়তো তিনটে লোক পড়েছে কিন্তু সেটা হয় তো খুব ভালো কাজ একটা।
  • aranya | 2601:84:4600:5410:145a:773a:d13d:***:*** | ১১ জানুয়ারি ২০২২ ০০:৪৯493934
  • লসাগু রকস :-)
     
    পাই, ডিসি, অর্জুন - হগ্গলে সুস্থ হইয়া  ওঠেন 
  • Abhyu | 128.192.***.*** | ১১ জানুয়ারি ২০২২ ০০:৪৫493933
  • ইন্দ্রাণীদির সাক্ষাৎকারটা পড়লাম। খুব ভালো লাগল। শুরুতে ওনার সম্পর্কে অনেক কথা আছে, সেটা উপরি পাওনা।
  • Abhyu | 128.192.***.*** | ১১ জানুয়ারি ২০২২ ০০:৪১493932
  • পাই ও ডিসি আপনারা সেরে উঠুন। 
     
    আর কেকের মতো সবাইকে, মানে যাঁদের হয়েছে ও হবে, সবারই দ্রুতারোগ্য কামনা করি।

    সত্যি এ যে কি দিনকাল পড়ল! আর্জুন ঠিক আছেন?
  • kk | 68.184.***.*** | ১১ জানুয়ারি ২০২২ ০০:৩৭493931
  • 'ইনসাইড ম্যান' তো খুব ভালো সিনেমা। টাইটেল দেখানোর সময়ে 'চল ছাঁইয়া ছাঁইয়া' গানটা আছে, না? 

    lcm দা, :-))
  • lcm | ১১ জানুয়ারি ২০২২ ০০:১৭493930
  • আমিও দেখেছি - রাস্তায় দাঁড়িয়ে - একজন মহিলা তার কুকুর নিয়ে হাঁটছিলেন, একদল টিনএজার রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে থেকে কেউ কুকুরটি সম্বন্ধে অশ্রদ্ধামূলক কিছু কথা বলে। এতে করে কুকুরের মালকিন তো ক্ষিপ্ত হন, কিন্তু তারপর কুকুরটির সাংঘাতিক হম্বিতম্বি শুরু হল। দুই পক্ষে কথাকাটাকাটি হতে হতে প্রায় পুলিশ ডাকার মতন অবস্থা। আরও লোকজন দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ বাদে পুলিশও চলে এল। টিনএজার ছেলেটি তো ভয়ে গুটিয়ে গেছে।
    দেখলাম - পাওয়ার অফ দ্য ডগ। 
  • Ranjan Roy | ১১ জানুয়ারি ২০২২ ০০:০১493929
  • ডেনজেল ওয়াশিংটন ও জোডি ফস্টারের দ্য ইনসাইড ম্যান দেখলাম। সিরিজ দেখলাম 'মিডাস --' ভালো লেগেছে। এখন দেখছি ওয়ান্টেড বলে একটা সিরিজ। আর সেদিন পুরনো কয়েকবার দেখা জ্যাকল আবার দেখলাম। পরের দিন খবরের কাগজে দেখি সিডনি পয়টিয়ার চলে গেছেন ৯৩ বছর বয়সে।
  • Ranjan Roy | ১০ জানুয়ারি ২০২২ ২৩:৫৫493928
  • দ্য পাওয়ার অফ দ্য ডগ দু'সপ্তাহ আগে দেখেছি নেটফ্লিক্সে। ভা;ল লেগেছে ক্যামেরা, অভিনয় ও পিয়ানো।
    তাই শেষে টাইটেল দেখানো অব্দি শুনছিলাম।  লাসট সিকোয়েন্স দারুণ লেগেছে।
    আমি ফিল্মের ফাইন পয়েন্ট বুঝিনা। তবে ওই সময় ওই ল্যান্ডস্কেপ ও লাইফের প্রতি আমার একটা আকর্ষণ আছে।
  • Ranjan Roy | ১০ জানুয়ারি ২০২২ ২৩:৪৫493927
  • ধন্যবাদ পাই। ঠিক আছে। চটপট বাবা ও মেয়ে সেরে ওঠ।
     
    আজ 'সাইকোলজি অফ মানি' পড়ে শেষ করলাম। অন্য কেউ নিশ্চয়ই পড়ে থাকবেন। 
    ডিসি?
  • dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২২:৫২493926
  • kk, ধন্যবাদ। পাওয়ার অফ দ্য ডগ দেখিনি। কোয়েন ব্রাদার্স আমর ফেভারিট ডিরেক্টরদের মধ্যে অন্যতম। আর ওয়েস অ্যান্ডারসন। 
  • kk | 68.184.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২২:৪৩493925
  • dc,
    তাহলে আপনারা দুজনও ভালো হয়ে উঠুন। 'পাওয়ার অফ দা ডগ' দেখলেন নাকি? আমার খুবই ভালো লেগেছে এটা। অবশ্য সবার ভালো লাগবে কিনা জানিনা। আপনি সেদিন কোয়েন ব্রাদার্সের সিনেমার কথা বলছিলেন। আমার ওঁদের 'ও ব্রাদার, হোয়ের আর্ট দাউ' ও খুব ভালো লেগেছিলো।

    কোভিড এত বেশি হচ্ছে চারদিকে, যাঁদের যাঁদের হয়েছে সব্বাইকে 'গেট ওয়েল সুন' জানিয়ে গেলাম। সাবধানে থাকুন সবাই।
  • dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২২:০২493924
  • আমার আর আমার বৌএরও কোভিড হয়েছে, তাই দুদিন বিশ্রাম করলাম আর অনেকগুলো সিনেমা দেখলাম :-)
  • dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২২:০১493923
  • মেট্রিক্স রেজারেকশান্সও দেখে ফেল্লাম। কিন্তু হায়, এই সিনেমাটা একেবারেই খাজা হয়েছে। প্রথম যখন মেট্রিক্স দেখেছিলাম, সেটা ছিল একটা ইলেকট্রিফাইং মোমেন্ট। অরিগিনাল মেট্রিক্স ট্রিলজিতে ভায়োলেন্স দেখানো হয়েছিল একটা কবিতার মতন করে, গানের মতন করে। মর্ফিয়াসের রেসকিউ সিকোয়েন্সে যখন হেলিকপ্টার থেকে অবিশ্রাম বুলেটের স্পেন্ট কেসিং পড়ছিল, সেটা যেন ঝর্নার মতো মনে হয়েছিল। এই চতুর্থ মেট্রিক্সে ভায়োলেন্সের সেই কবিতাটাই নেই। এক্কেবারে বাজে। 
  • kk | 68.184.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২১:৩৩493922
  • পাই,
    তুমি আর কাকু শিগ্গিরি সেরে ওঠো।
  • r2h | 2405:201:8005:9947:101a:9f60:2a56:***:*** | ১০ জানুয়ারি ২০২২ ২০:৪৭493921
  • জয় ভীম (তেলুগু), সর্দার উধম আর ডোন্ট লুক আপ দেখলাম।

    সর্দার উধম দেখে মনে হচ্ছিল, বাংলাদেশে রাজাকাররা এখনও নিন্দিত, কিন্তু ভারতে বৃটিশ কোলাবরেটরদের নিয়ে তেমন মাথা ব্যথা কারো কখনো হয়নি। জালিয়ানওয়ালাবাগে গুলি যারা চালালো, তারা তো সব ভারতীয়ই। পুলিশে চাকরি, দাঙ্গা হাঙ্গামা, লাঠি চালানো, এমনকি আনরুলি মবের ওপর গুলি চালানো সেও একরকম। কিন্তু একটা বদ্ধ জায়গায় শিশু থেকে বৃদ্ধ নিরস্ত্র লোকের ওপর পরপর গুলি চালানো, ওপরওলার হুকুমে, এদের সম্পর্কে আম জনতার কী মনোভাব হয়েছিল, সেই নিয়ে কোথাও কিছু লেখাজোকা আছে? সেনা ও পুলিশ হুকুম মানতে ট্রেইন্ড সে ঠিক আছে, কিন্তু সেই হিসেবে তো নাজি কন্সেন্ট্রেশন ক্যাম্পে গ্যাস চেম্বারের লোক বা দাখাউএর নার্সরাও নিতান্ত সাধারন ও স্বাভাবিক।
  • π | ১০ জানুয়ারি ২০২২ ২০:৪৫493920
  • আর জন্মদিনে যাঁ্রা শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁদেরও আর ধন্যবাদ দেওয়া হয়নি মনে হয়।  মাফলারগুলো খুব কাজে লাগছে ঃ) 
  • b | 117.194.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২০:৪২493919
  • অর্জুন সপরিবারে সুস্থ হয়ে উঠুন। 
  • π | ১০ জানুয়ারি ২০২২ ২০:৩৬493918
  •  রঞ্জনদা, জয়দা তো খুব ভাল করে উত্তর দিয়েই দিয়েছেন দেখলাম।  সরি, এর মধ্যে দেখতে পারিনি আর।  বাবার, আমার কোভিড,  আরো নানা অসুখবিসুখ ইত্যাদি নিয়ে।

    আচ্ছা, এটা সবাইকেই একটু বলা রইল, গুরু নিয়ে, লেখাপত্তর বই নিয়ে কিছু বলার, জানার, পাঠানোর থাকলে আমাকে আলাদা করে মেসেজ মেল না করে guruchandali@ জিমেল ডট কমে লিখতে।
    নানা চাপে ঝামেলায় আমি আর দেখে উঠতে পারবই না এখন।
  • π | ১০ জানুয়ারি ২০২২ ২০:২৯493917
  •  রঞ্জনদা, জয়দা তো খুব ভাল করে উত্তর দিয়েই দিয়েছেন দেখ
  • syandi | 45.25.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২০:২৪493916
  • অর্জুনের দ্রুত সুস্থতা কামনা করি। 
  • syandi | 45.25.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ২০:২৩493915
    • anandaB | 50.125.252.150 | ১০ জানুয়ারি ২০২২ ০২:২২493901
    • থ্যাংকস kc ... রাজাগুরু সময় করে শুনব , মল্লিকার্জুন অবশ্য আগেই শুনেছি 
       
      @syandi, আমার যেটুকু বোঝার ক্ষমতা তাতে মেহেদী হাসান এর Balamwa মারু বেহাগ আশ্রিত মনে হয়েছে ,  খুব কাছিকাছি আর একটা কম্পোজিশন রয়েছে tere naino ka zalim hu mein , যার কৌশিকধ্বনি বেসড একটা ভার্শন আমি অনেকদিন আগে শুনেছিলাম , এখন আর খুঁজে পাই না 
       
      আর এই balam wa আখতারি বুড়িও গেয়েছে , একদম অন্য সুর ।..কিন্তু এড়িয়ে যেতে পারি না
    •  ধন্যবাদ জানবেন আনন্দ। দেখুন তো এই ভার্সন আপনি খুঁজছিলেন কিনা                       
  • hehe | 104.148.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ১৯:০৪493914
  • বোধি আর এলেবেলে যেন কম লিখতে উদ্বুদ্ধ হয়।
  • bodhisattvagc dasgupta | ১০ জানুয়ারি ২০২২ ১৮:৪৭493913
  • গল্পপাঠে ইন্দ্রাণীদির সাক্ষাৎকার পড়ে খুব ভালো লাগল। অপেক্ষাকৃত নতুন গল্পকারের পক্ষে দীর্বিঘ সাক্ষাৎকার এক অর্থে বিরল সম্মান। ইন্দ্রাণীদি একজন অসাধারণ গল্পকার, আরো আরো সাহিত্যপ্রেমী জীবনপ্রেমী ওঁর লেখা পড়ুন , ইন্দ্রাণীদি আরো অনেক লিখুন। আমরা গুরুর পাঠক পাবলিক বলতে পারবো আমরা ইন্দ্রাণীদির লেখা কিছু টা আগে পড়ার সুযোগ পেয়েছি, গুরুর বিভিন্ন সময়ের বিভিন্ন সম্পাদকদের ধন্যবাদ প্রাপ্য। 
    সুকির মন্তব্য পড়লাম। সে যেন আরো‌ লিখতে উদ্বুদ্ধ হয় , কবিতাসহ, হি ইজ আ স্টার।
  • dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ১৮:৩৮493912
  • ডিউন পার্ট ওয়ান দেখে ফেল্লাম। বেশ ভালো লাগলো, বিশেষ করে অ্যাটমোসফিয়ার বিল্ডিং খুব ভালো হয়েছে। হান্স জিমার এর স্কোর অসাধারন। আরেকটা ব্যপার ভাল্লাগলো, সিনেমাটায় একটা স্টিমপাংক ফিলিং এনেছে যেটা বেশ মানানসই হয়েছে। জেনডায়াকেও ভালো মানিয়েছে। তবে সিনেমাটা দেখলাম বইটাকে খুব ক্লোজলি ফলো করেছে, কাজেই বইটা না পড়ে হঠাত করে সিনেমাটা দেখলে সবকিছু নাও বোঝা যেতে পারে। 
  • bodhisattvagc dasgupta | ১০ জানুয়ারি ২০২২ ১৮:৩৪493911
  • অর্জুন আশা করি সুস্থ হয়ে উঠবেন‌ তাড়াতাড়ি। 
  • Ranjan Roy | ১০ জানুয়ারি ২০২২ ১৮:১৬493910
  • ar,
     সরি। ছেলেমানুষী দুষ্টু হাসিটি  বিলায়েতের চেয়ে বিসমিল্লা সায়েবের ক্ষেত্রে বেশি প্রকট। 
  • Ranjan Roy | ১০ জানুয়ারি ২০২২ ১৮:১৫493909
  • দময়ন্তীর সৌজন্যে পড়লাম ছোটাইয়ের ইন্টারভিউ। 
    অনেকবার ভেবেছি কখনও বইমেলায় বা কোথাও মুখোমুখি হলে এক কাপ (বা কয়েক কাপ) কফির অজুহাতে ওঁকে আটকে রেখে ওঁর ম্যাজিক কলমের প্রকরণগত কিছু রহস্যে সুলুক সন্ধান কিছু তর্পণের ব্যাপারটার হদিস নেব। এই সাক্ষাৎকার সে চাহিদা অনেকটা মিটিয়েছে।
  • ar | 173.48.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ১৮:০৭493908
  • @রঞ্জন
    ধন্যবাদ। উনাদের যুগলবন্দী অনবদ্য!!!
  • Ranjan Roy | ১০ জানুয়ারি ২০২২ ১৫:৪০493907
  • অর্জুন,
      সেরে উঠছেন দু'জনেই মনে হচ্ছে। শ্বাসকষ্টের জন্য নিশ্চয়ই ডাক্তারবাবু বুডাকর্ট বা কোর্টিজোন বেসড ইনহেলার দিয়েছেন। অনেকদিন রেস্ট দরকার। 
     
    ar
     অনেকদিন পর কাল রাত দেড়টা অব্দি গান শুনছিলাম। আপনার লিংক ইউটিউবে পেস্ট করে একের পর এক যুগলবন্দী --বিলায়েত ও বিসমিল্লা। ওঁদের মুখের এক্সপ্রেশন, বিলায়েতের দুষ্টু হাসি সবার মধ্যে আনন্দটা ছড়িয়ে দিচ্ছিল। কেমন 'জীবনস্মৃতি'র শ্রীকন্ঠবাবুর কথা মনে পড়ছিল।
     তারপর শুনলাম স্যান্ডি ও আনন্দের সৌজন্যে মেহেদী হাসানের ঠুংরি ও মল্লিকার্জুনের মারুবেহাগ। আসলটি বাঁচিয়ে রেখেছি আজ শুনব বলে।
     
    অভ্যু,
      এই গান তোমাদের সময়ে প্রেয়ার হলে হত? বরানগর মিশনে  আমি ভাবতেই পারি না।  সত্যি নরেন্দ্রপুর হোল মিশনের আইভি লীগ প্রতিষ্ঠান। বরানগর খড়দা --এগুলো অনেক পিছিয়ে ছিল । তবে আমাদের রামকানাইদা বেলুড়ের দীপংকরদার থেকে অনেক উঁচুমানের গায়ক, বিশেষ করে ধ্রুপদাঙ্গের গানে। এই কালীকীর্তনটি তোমাদের ওখানে শুনেছ কি ?-- "তুমি শ্যামা হররমা উমা মনমোহিনী' --জয়জয়ন্তী, চৌতাল।
  • Amit | 121.2.***.*** | ১০ জানুয়ারি ২০২২ ১২:১৬493906
  • দ্যাখেন। আগেই বলেছিলুম। 
     
    ইন প্রিন্সিপল আমি মনে করি , যেখানে সরকার এর ডিফারেন্ট দপ্তর নিজেদের নিয়ম ঠিক মতো না মেনে ছড়িয়েছে এবং অলরেডি ভিসা দিয়ে দিয়েছে , এন্ড  ইন্ডিভিজুয়াল এর ইনটেন্ট অফ মালপ্রাক্টিস বা মিসিনফর্মেশন ঠিকমতো প্রমাণিত নয় , সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট ইন্ডিভিজুয়াল এর ই পাওয়া উচিত। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত