এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :)) | 2a0f:9100:110:a::***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৭:৪৫492220
  • বৈদিক বিবাহিত বররা ""ভাত-কাপড়" এর দায়িত্ব নেন?
  • | 2406:7400:63:f269::***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৬:৫৮492219
  • লালুনন্দন টা কোথায় ?
  • কৌশিক ঘোষ | ১৫ ডিসেম্বর ২০২১ ১৬:৩৭492218
  • তবে বিয়েতে বৈদিক মন্ত্র or no বৈদিক মন্ত্র, গোটাটাই দেখি অধিকাংশ লোকের জীবনে এক ব‍্যাগ বাজারের মতো। জামাইকে বরণ দিয়ে শুরু করে ছাঁদনাতলা, শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, যজ্ঞ হয়ে দরজা আটকে জামাইয়ের কাছে থেকে শালীদের টাকা আদায়, বৌকে বরণ করা পর্যন্ত অজস্র আইটেম ব‍্যাগে। এর সাথে আছে উপহার নেওয়া। মাস স্কেলে যেভাবে উপহার দ‍্যায় সবাই, শুধু ডিনার সেটই এগারোটা, বা হয়তো টাইটানের রাগা সিরিজ আটটা।
    এর মধ্যে অনেকগুলোকে বাদ দেওয়া যায় স্বচ্ছন্দে। উপহার নেওয়া তো বটেই। কিন্তু "মা বাবার একটু শখ থাকবে না ছেলের/মেয়ের বিয়েতে ?" অতএব, বছরের পর বছর চলতেই থাকে প্রথাগুলো।
    এখন আবার থিম ওয়েডিং, ডেস্টিনেশন ওয়েডিং। বৈদিক মন্ত্র আর মহিলা পুরোহিত এই প‍্যাকেজের অঙ্গ হয়ে ওঠেনি কেন ভেবে আশ্চর্য হতে হয়। সবার থেকে আলাদা প্রমাণিত হবার জন্য যা যা কান্ড চলছে, এ দুটোও এসে যাবার কথা ছিলো মেনস্ট্রিমে।
    বিশেষ করে মহিলা পুরোহিতের জন্য একটু অন‍্যরকম রুচি-বুদ্ধি চাই।
    পণ, আঙুলে গ্রহরত্ন পরা, বিয়েতে গুচ্ছের নিয়মের বাঁধন, এগুলোতে যেমন বলে, "আমি মানি না, কিন্তু মা বারবার বললো"।  ঐরকমই। মায়ের মন কু-ডাক দেবে পুরুষ পুরোহিত না থাকলে, অতএব মা চান বলেই...
  • কৌশিক ঘোষ | ১৫ ডিসেম্বর ২০২১ ১৬:১৯492217
  • r2h কি আরেকবার রিভাইজ করতে চাইছেন বিয়েটা ? এবারে ঐ বৈদিক মন্ত্র আর তার অনুবাদ সহ ?
    অনুবাদে ভুল থাকলে কি আরো একবার হবে ?
    যদি মিষ্টি টিষ্টি খাওয়াবেন বলে প্রমিস করেন, তাহলে প্রতিবারই আমার ভোট আপনার সিদ্ধান্তের পক্ষে দেওয়া থাকলো।
     
  • r2h | 2405:201:8005:9947:5053:5546:b284:***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৬:০২492216
  • এমনিতে, বৈদিক বিয়ের উদ্দেশ্যটা কী? সনাতন ধর্ম (আজকাল হিন্দু বলা আউট অফ ফ্যাশন) থেকে ব্রাহ্মণ্যবাদ ও পিতৃতন্ত্র সরিয়ে দেওয়া? সেটা যেন একটু ফজলিতর ব্যাপার।
    সনাতন ইন, কিন্তু তার থেকে খারাপ জিনিসগুলো বাদ, তার সঙ্গে কাব্যগুণ ও বাংলায় বুঝিয়ে বলা (বুঝিয়ে বলা অবশ্য প্র‌্যাক্টিকেলি বাহুল্য, কেউ তো আর টার্মস অ্যান্ড কন্ডিশন্স অ্যাপ্লাইড, ফাইন প্রিন্ট পড়োনি বলে পয়সা কাটবে না, তবে যাই হোক, বোঝা ভালো)।

    এমনিতে খারাপ না, আর তাছাড়া বিয়েশাদির ব্যাপার, যে করবে সে বুঝবে, এমনিতেও আমার একবার বিয়ে হয়ে গেছে, মন্ত্র টন্ত্র পড়ে, কিন্তু আমাদের সন্দেহ পুরুতমশাই (তিনি আমাদের পরিবারের বহুদিনের হোমিওপ্যাথি ডাক্তারও) সবকটা মন্ত্র পড়েননি, খুবসে ফাঁকি দিয়েছেন।
  • দীপ | 2402:3a80:a4b:1f70:a0:ed1b:4b9f:***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:৫৮492215
  • গণশক্তিতে মাতব্বর লেখে সংস্কৃত চর্চা করলে বিজ্ঞানচর্চায় পিছিয়ে পড়ব। সাহিত্য ও ভাষাতত্ত্বের ছাত্রদের সংস্কৃত চর্চা কিভাবে বিজ্ঞানের ছাত্রদের গবেষণায় সমস্যা সৃষ্টি করে তা আমার মাথায় ঢোকেনা! আর তারা এগুলো দেখে তারা বিজ্ঞান নিয়ে সামান্য চর্চা করেছেন বলে জানা নেই! 
    আর এইসব মাতব্বরদের জানিয়ে রাখি ইউরোপের বেশ কিছু সেরা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষা ও ভারতীয় দর্শন নিয়ে চর্চা হয়। জার্মানিতে চোদ্দটি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত চর্চা হয়! জার্মানিতে নোবেল লরিয়েট শতাধিক! 
    আর আমরা দাদাদের শেখানো বুলি কপচে বেড়াই!
  • r2h | 2405:201:8005:9947:5053:5546:b284:***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:৫৫492214
  • কী কান্ড। উকিল ডেকে রেজিস্ট্রি বিয়ে করলেই তো হয়।

    এমনিতে বৈদিক মন্ত্র টন্ত্র খুবই চমৎকার কাব্যগুণসম্পন্ন হওয়ার কথা, তবে বিয়ের মাচায় বসে কাব্যরস আস্বাদন যারা করতে পারে তারা খুবই রাবীন্দ্রিক।
  • খ্যাখ্যা | 104.225.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:৪৮492213
  • গতকাল হেব্বি খেউড় জমেছিল মাইরি। শালা এলবো পুউরো পোলা ত নয় সে ত আগুনেরই গোলা রে!! এসব পোস্ট সংরক্ষন করুন।
     
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:০১492105
    • বিদ্যাসাগর-রামমোহন এনেছেন আপনি। মিথ্যাবাদীর হাঁড়ি একপিস। পোস্নো কমন না পড়তেই চলছে ছাগলামি। আবারও বলছি রামমোহনের বেদান্ত চর্চা-ইউনিটেরিয়ান সোসাইটি-হুইগ-অবাজ বাণিজ্য এক সুতোয় গাঁথা কি না বলুন। মুরোদটা দেখি।
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:০৩492106
    • এই শালা কালকে বলেছে এনগেজ হবে না। আজ ফের ভার্বাল ডায়েরিয়া নিয়ে হাজির। আরেক পিস মিথ্যাবাদীর হাঁড়ি। নেড়ুখোকন আমার।
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:০৯492108
    • আজ সব ঢ্যামনার সাঁকো নাড়িয়েই ছাড়ব। এই ভদ্রলোক-মহিলাদের মুখে আমি প্রকাশ্যে ...করি। শালা জাত ঢ্যামনার দল।
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:১০492110
    • এনাফ ইজ এনাফ। আর নয়। সবকটার ভদ্রলোক-মহিলার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেব।
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:১১492111
    • এই লাগাতার ব্যক্তি আক্রমণ আমি আগে সহ্য করেছি। কিন্তু সহ্যেরও একটা সীমা আছে।
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:২৩492115
    • ধুস ফাঁপা বেলুন, এখান থেকে এক খাবলা ওখান থেকে এক খাবলা নিয়ে শো অফ করা মাকাল ফল যার পোবোন্দো টুকে মারা ধরা পড়ে যায়, সে আবার কোন মুখে অন্যকে নিয়ে মন্তব্য করে? রামমোহন সমীক্ষাটা কার থেকে নিয়েছিলেন। তার আগে তো ভাবটা ছিল যে বইটা গুলে খেয়েছেন। হ্যাঁ, এখানে আমাকে শেখানোর কতিপয় ব্যক্তি এখনও আছেন। তাঁদের থেকে আমি এই বয়সেও নিয়মিত শিখি। আপনি বরং আপনার চিত্রাপিসিকে নিয়ে ব্যস্ত থাকুন।
    • এঁরা বিজেপির সঙ্গে যুক্ত? 
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:২৬492117
    • বলা হবে না। তাতে নিজেদের নির্লজ্জ দালালিটা ধরা পড়ে যাবে। একবার আমি আর রঞ্জনবাবু এই দালালদের মুখে আচ্ছাসে ঝামা ঘষে দিয়েছিলাম। কিন্তু এরা দু-কানকাটা বেহায়া, লাজলজ্জাহীন। তাই ঘুরিয়ে ফিরিয়ে ওই ছাগলছানা দেখিয়েই যায়, দেখিয়েই যায়।
    • এলেবেলে | ১৫ ডিসেম্বর ২০২১ ০১:৪৬492131
    • এরা বিজেপির থেকেও জাত খচ্চর। জেনে বা না জেনে এরা তাদেরই হাত শক্ত করছে। বাল একুশ শতকে বেদের জয়গান? মামদোবাজি? ফাইভ স্টার হোটেল থেকে তার লাইভ টেলিকাস্ট?
       
      কি রে নেড়ুখোকন, আর আসবি না এখানে? আয় ফের একদফা হামানদিস্তায় পানছ্যাঁচা করি। শালার ভদ্দরনোক।
  • দীপ | 2402:3a80:a4b:1f70:a0:ed1b:4b9f:***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:৩৮492212
  • আর একটা কথা। কেউ মাথার দিব্যি দেয়নি সবাইকে হোলসেল সংস্কৃত ভাষা শিখতে হবে। কিন্তু সংস্কৃত ভাষা চর্চা করলে বিজেপির হাত শক্ত হবে তারা বলে, তারা বিজেপির মতোই ধান্দাবাজ, বজ্জাত ছাড়া কিছু নয়! 
    "সব‌ই ব্যাদে আছে" আর "আমাদের কিছু নেই, সব সাহেবরা দিয়েছে" দুটোই চূড়ান্ত মূর্খামি ছাড়া অন্য কিছু নয়! 
    ধান্দাবাজিতে পিসির পাঁঠা, রামের পাঁঠা, বামের পাঁঠা- সবাই সমান!
  • দীপ | 2402:3a80:a4b:1f70:a0:ed1b:4b9f:***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:২২492211
  • রামপ্রসাদ রচনাবলীর একটি পাতা। বাংলাভাষা তো আগে আরবী, ফার্সি, উর্দু শব্দে পরিপূর্ণ ছিল; সাম্রাজ্যবাদের দালাল বিদ্যাসাগর-বঙ্কিম এসে বাংলাভাষাতে জোর করে সংস্কৃত শব্দ ঢুকিয়ে বাংলাভাষা টাকেই নষ্ট করে দিল! 
     
    নির্মোহ বিশ্লেষণ!
  • দীপ | 2402:3a80:a4b:1f70:a0:ed1b:4b9f:***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:১৭492210
  • সাম্রাজ্যবাদী মুখোশ | 2001:1b60:2:1:3935:104::***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:১৬492209
  • এলেবেলেদা পুরো বস লোক আছেন, কাঁপিয়ে দিচ্ছেন। সাম্রাজ্যবাদী মাইকেল, বিদ্যাসাগর, রামমোহন সবার মুখোশ টেনে খুলে ফেলেছেন। ব্যাটারা ভেবেছিল কোভিডের থেকে বাঁচবে। হুঁ হুঁ, এলেবেলেদার  থেকে পার পাবে না।
  • খাঁটি বাংলা | 2a0b:f4c2::***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৪:১৫492208
  • বাংলা ভাষার সংস্কৃতায়ন সাহেব ও তাদের দালালদের হাত ধরে হয়েছে একথা অস্বীকার করার জায়গা নেই। মাইকেল নামক খ্রীষ্টান দালালটির মেঘনাদবধের ভাষা দেখলেই বোঝা যাবে। তাছাড়া 'রূপসী শিরসি শশি হরোরসি এলোকেশী' কিংবা 'ঘোর ঘটা কান্তিছটা ব্রহ্মকটা' এসব দেখলেই এই চক্রান্তের স্বরূপ স্পষ্ট হয়। আরও উদাহরণ আছে, যেমন

    খর বলে, দেখ তুমি আমার প্রতাপ।
    ঘুচাইব এখনি তোমার মনস্তাপ।।
    লইয়া চলিল নিজ অস্ত্র খরশান।
    নিশাচর চতুর্দ্দশ হাজার প্রধান।।
    প্রবাল প্রস্তর ছটা তাহে নানা মণি।
    বিচিত্র পতাকা ধ্বজ রথের সাজনি।।
    রথগুলা চন্দ্র সুর্য্য জিনিয়া উজ্জ্বল।
    প্রবাল মুক্তার হার করে ঝলমল।।
    কনক-রচিত রথ বিচিত্র নির্ম্মাণ।
    বায়ুবেগে অষ্ট ঘোড়া রথের যোগান।।
    অস্ত্র শস্ত্র তাবৎ তুলিয়া রথোপর।
    রথ-স্তম্ভ ধরি উঠে মহাবলী খর।।
    আচম্বিতে গৃধিনী পড়িল রথ-ধ্বজে।
    না চলে রথের ঘোড়া, চলে মন্দ তেজে।।
    মেঘের গর্জনে গর্জ্জে রাক্ষস দূষণ।
    রামেরে মারিব আগে পশ্চাৎ লক্ষ্মণ।।

    আরও

    শ্রাবণ মাসের রবিবারে মনসা পঞ্চমী।
    দ্বিতীয় প্রহর রাত্রি নিদ্রা যায় স্বামী।।
    নিদ্রায় ব্যাকুল লোক না জাগে একজন
    হেনকালে বিজয়গুপ্ত দেখিল স্বপন।।
    গৌরবর্ণ শরীর এক ব্রাহ্মণের নারী।
    রত্নময় অলঙ্কার দিব্য বস্ত্রধারী।।
    তপ্ত কাঞ্চন যেন শরীরের জ্যোতি।
    ইন্দ্রের শচী কিম্বা মদনের রতি।।

    এইসব সাম্রাজ্যবাদের দালালদের মুখোস খুলে দেওয়ার জন্য এলেবেলেকে ধন্যবাদ।
  • ০০০ | 43.25.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১৩:৫৭492207
  • আমার নিজের মনে হয়, বেদ টেদ গোছের যত অবসোলিট জিনিসপত্রের অ্যাকসেস যত বাড়বে, সেগুলোকে বিশেষ পুতঃ পবিত্র ঐশ্বরিক কেতাব বলে ভক্তি সিংহাসনে তুলে রেখে এই সব ভেগ অ্যাবসার্ড ধারণা পোষণ করার দিন তত কমবে। গীতবিতানের মত বেদ উপনিষদ অ্যাকসেসেবল হলে কিন্তু এই বাজে ধারণা গুলোও কমবে। তখন জাস্ট পুরোনো সংস্কৃত সাহিত্য হিসেবে জিনিসটাকে দেখার চোখ তৈরি হবে, যেমন কালিদাস ইত্যাদির লেখালেখিকে এখন দেখা হয়। হ্যালো টাকে সরিয়ে দিতে হবে এসব কেতাব থেকে - এই হল মোদ্দা কথা।
    অবশ্যই খুবই ধারালো পথ, কিন্তু একটা পথ তো বটে। আর বিজ্ঞানচর্চা বাড়াতে তো হবেই। সেটাও একটা বাড়তি ইনসেনটিভ হবে এগুলিকে অন্ধভক্তি করা থেকে আটকাতে।
    • বেদে সব আছে | 84.17.45.160 | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৫১492200
    • বলছি এবার বিজ্ঞানচর্চার কথাটাও হোক। আপনারা যারা বিজ্ঞানে গবেষণা চালিয়ে যাচ্ছেন, মোটামোটা মাইনে গুনছেন তাদের লজ্জা করে না বেদ থেকে সব টুকে দিতে? রিলেটিভিটি থেকে শুরু করে কোয়ান্টাম গ্রাভিটি সবই তো বেদে আছে। 
       
      বিয়ের জন্য বেদকে টেনে এনে ফেবুতে কুল হয়ে  মাতব্বরি করতে ভালোই লাগে । লাইকও ভালোই পড়ে নিশ্চয়ই। কিন্তু উপরের মতো প্রশ্ন যখন ছুটে আসবে তখন কি বলবেন? প্রশ্নকর্তা কে অশিক্ষিত বলে গাল দিয়ে ভাগিয়ে দেবেন? "বৈদিক ফলমূল" কথাটা এক জায়গায় পড়লাম আবার। হাইস্যকর। 
       
     
  • অর্জুন | 182.66.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১২:৪৭492206
  • ০০০ | 43.25.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১১:০৬492204
  • ডাউনলোড করে ব্যাকাপ নেওয়ার পর গুগুল ফটোর একটা সেটিং পালটানো ভালো। যেখানে বলা থাকে ফটো অরিজিনাল সাইজ-এ নয়, ফটোগুলো গুগুলের ইচ্ছেমতো রিডিউসড সাইজে ক্লাউডে রাখবে। সেটার জন্য ইনফাইনাইট সাইজ দেয় গুগুল।।.
  • dc | 122.174.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৫৮492203
  • সত্যি, বেদ থেকে সব টুকে দিয়ে মোটা মাইনে নেওয়ার সময়ে আমি লজ্জায় নুয়ে পড়ি। এতোটাই যে শুয়ে শুয়ে মাইনে নি। 
  • অর্জুন | 27.13.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৫৭492202
  • @dc @Abhyu 
     
    থ্যাংক ইউ সো মাচ। এটা আমি একা করে উঠতে পারব কিনা জানিনা। কারো সাহায্য নিতে হবে। এদিকে আমার মোবাইল থেকে alert দেখাচ্ছে না।  ল্যাপটপ থেকে দেখাচ্ছে। 
  • dc | 122.174.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৫৩492201
  • ওটা অরিজিনালি মার জন্য কেনা হয়েছিল। যখন দুই ফ্যামিলি ঐ বাড়িতে যাই তখন দুজনেই চেয়ারটার জন্য ওঁত পেতে থাকে :d
  • বেদে সব আছে | 84.17.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৫১492200
  • বলছি এবার বিজ্ঞানচর্চার কথাটাও হোক। আপনারা যারা বিজ্ঞানে গবেষণা চালিয়ে যাচ্ছেন, মোটামোটা মাইনে গুনছেন তাদের লজ্জা করে না বেদ থেকে সব টুকে দিতে? রিলেটিভিটি থেকে শুরু করে কোয়ান্টাম গ্রাভিটি সবই তো বেদে আছে।  /s
     
    বিয়ের জন্য বেদকে টেনে এনে ফেবুতে কুল হয়ে  মাতব্বরি করতে ভালোই লাগে । লাইকও ভালোই পড়ে নিশ্চয়ই। কিন্তু উপরের মতো প্রশ্ন যখন ছুটে আসবে তখন কি বলবেন? প্রশ্নকর্তা কে অশিক্ষিত বলে গাল দিয়ে ভাগিয়ে দেবেন? "বৈদিক ফলমূল" কথাটা এক জায়গায় পড়লাম আবার। হাইস্যকর। 
     
    আর হ্যাঁ অনেকেই আড়ালে থাকেন, থাকতে পছন্দ করেন। তাদের বয়স, লিঙ্গ, শিক্ষা নির্বিশেষে এখানে আলোচনা ইজ ফার বেটার দ্যান "সে আমার মাসি, আমি তোমার ব্যাচের দু বছরের বড়" ইত্যাদি ইত্যাদি। আমি আমার নিজের ঢাক না পেটাতে চাইলে পেটাবো না, আলোচনায় অংশগ্রহণ বিবেচক মনে হলে অবশ্যই করব। 
  • Abhyu | 47.39.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৪৭492199
  • ডিসির শহরতলির চেয়ারটা খাসা।
  • এই | 2a0b:f4c2:1::***:*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৩৫492198
  • গ্যাসবেলুনটা এত্ত বাতেলা মারে আর ইংরিজি পড়ে বাংলা মানে বুঝতে পারে না? খ্যাক খ্যাক
  • dc | 122.174.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৩৪492197
  • আর এই সেই বিখ্যাত লিট্টি, শাশুড়িমাতার বানানো (আমার বাড়ানো হাতে ফলো করুন)। বৌ ব্যাজার মুখে ভাবছে এ ব্যাটা একাই সব সাবড়ে দেবে মনে হচ্ছে। আর শশুরমশাই মুর্গি ঝলসাতে ব্যস্ত। 
     
  • dc | 122.174.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:৩১492196
  • আমার গুগল ফটো ড্রাইভ খুলে কতো পুরনো পুরনো সব ছবি পেলাম! এই আমার শাশুড়িমাতার ছবি, আমাদের শহরতলির ফ্ল্যাটেঃ 
     
  • dc | 122.174.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:২০492195
  • তাহলে আপনার জিমেল ৫ জিবি নিয়েছে আর গুগল ফটো ৯ জিবি নিয়েছে। গুগল ফটো খুলে সাইজ দিয়ে সর্ট করুন, তারপর সবচেয়ে বড়ো ফটোগুলো ডিলিট করে দিন (জিমেলে লগিন করে photos.google.com)। 
     
    অপনি কি অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহার করেন? ওগুলোতে ফটো সিংক অটো এনাবলড থাকে, ডিসেবল করে দিতে পারেন, তাহলে ফোন বা অন্য ডিভাইস থেকে অটো আপলোড হবেনা। 
     
    আর ফটোগুলো যদি ডিলিট না করতে চান তাহলে হয় ডাউনলোড করে ব্যাকাপ করে রেখে দিন নাতো ১০০ জিবি কিনে নিন। 
  • Abhyu | 47.39.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:১৬492194
  • জিমেলে ঢুকে সার্চ বারে গিয়ে টাইপ করুন size:10000000
    যে কটা আসে ধরে ধরে ডিলিট করে ট্রাশ ক্যান সাফ করে দিন। তারপর এমনি করে হাত ঝাড়তে ঝাড়তে ফিরে এসে দেখুন প্রবলেম সল্ভড।
  • অর্জুন | 27.13.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:১০492193
  •  @dc
     
    এটা দেখাচ্ছে। 
     

    Your storage is full

    You've used all your storage space, which is used to store files, photos, and email. Manage your storage now by freeing up space, or get more storage with a Google One plan.

    By upgrading to a Google One plan, you agree to the Google One Terms of Service. Note: The Google Privacy Policy describes how data is handled in this service.
     
     
     
     
    15.11 GB of 15 GB used
     
     
     
     
    STORAGE DETAILS
    • Google Drive
      0.03 GB
       
    • Gmail
      5.85 GB
       
    • Google Photos
      9.22 GB
       

    Choose the Google One plan that's right for you

    Membership plans start at ₹130 / month

    All Google Accounts give you 15 GB of storage. By upgrading to a Google One plan, you agree to the Google One Terms of Service. Note: The Google Privacy Policy describes how data is handled in this service.
     
    15 GB
     
    Includes
    • 15 GB storage
    Recommended
    Basic
    100 GB
     
    Or prepay annually
    (save 17%):
     
     
     
    Google One includes
    • 100 GB storage
    • Access to Google experts
    • Share with up to 5 others
    • Extra member benefits
    Standard
    200 GB
     
    Or prepay annually
    (save 17%):
     
     
     
    Google One includes
    • 200 GB storage
    • Access to Google experts
    • Share with up to 5 others
    • Extra member benefits
    Premium
    2 TB
     
    Or prepay annually
    (save 17%):
     
     
     
    Google One includes
    • 2 TB storage
    • Access to Google experts
    • Share with up to 5 others
    • Extra member benefits
  • অর্জুন | 27.13.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:০৮492192
  • :-( | 103.76.82.29 | ১৫ ডিসেম্বর ২০২১ ০২:৩৪
     
    'অর্জুন যেটা প্রমাণ করতে চাইলেন - পুরোনতুন বৈদিক বিবাহ পদ্ধতিতে সংস্কৃত মন্ত্র-র বদলে তার বাংলা অনুবাদ/তর্জমা ব্যবহৃত হয়। হ্যাঁ সংস্কৃত সংক্রান্ত তিন নং যুক্তি বহুক্ষণ আগেই কেটে গেছে। কেসি ও আগে কনফার্ম করেছিলেন এ বিয়ে বাংলা ভাষায় হয়। এটা সেই কফিনে শেষ পেরেক।' 
     
    সংস্কৃত মন্ত্রপাঠের বদলে বাংলা তর্জমা বলিনি। বলেছি সংস্কৃত মন্ত্র বলে, তার বাংলা অর্থ করে দিতে। যারা সংস্কৃত  জানেন না তারা অন্তত জেনে, বুঝে মন্ত্রপাঠ করবে। অংশ নির্বাচনের স্বাধীনতাও থাকবে। 
  • Abhyu | 47.39.***.*** | ১৫ ডিসেম্বর ২০২১ ১০:০২492191
  • ওনার দ্বিজেন্দ্রগীতি ইত্যাদিও আমার খুব পছন্দের - একটা থাক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত