এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :) | 2406:7400:63:b118::***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৮:০০492040
  • ওফ লালু শুওর টার কত জ্ঞান . হতেই হবে লেনিন এর বাচ্চা বলে কথা . 
  • এলেবেলে | ১৪ ডিসেম্বর ২০২১ ১৭:৩৩492039
  • বনিক্ম বঙ্কিম। হ্যাঁ, বঙ্কিম ও রবীন্দ্রনাথ আমি খুব বেশি না পড়লেও খুব কমও পড়িনি। কাজেই ওসব আওয়াজ অন্যত্র দেবেন।
  • এলেবেলে | ১৪ ডিসেম্বর ২০২১ ১৭:২৮492038
    • দীপ | 2402:3a80:abd:abf3:13d9:d83e:17ec:7ec8 | ১৪ ডিসেম্বর ২০২১ ১৬:৩৩492033
    • নোংরা ব্যক্তিগত আক্রমণ না করেও যুক্তি দিয়ে আক্রমণ করা যায়। নোংরা আক্রমণ নিজেদের নোংরা মানসিকতাকেই প্রকাশ করে।
     
    রিয়্যালি!
     
    ইহা তাহার প্রথম নমুনা --- তবে কিছু অসামান্য প্রাণীর সংস্কৃত ভাষার নাম শুনলেই চর্মরোগ শুরু হয়ে যায়। এই মহাপণ্ডিতদের জেনে রাখা দরকার বিদ্যাসাগর, বঙ্কিম থেকে মুজতবা আলী সাহেব- সবাই সংস্কৃত ভাষায় অসামান্য পণ্ডিত ছিলেন। সেজন্য‌ই বাংলাভাষাকে সমৃদ্ধ‌ করতে পেরেছিলেন। 
    অবশ্য বিদ্যাসাগর বঙ্কিমের সাবলীল গদ্য অনেকের মাথায় ঢোকেনা!
     
    ইহা নমুনা নম্বর দুই --- পাঁঠা সবজায়গায় বিজেপি খুঁজে পায়! 
    সবার পেটে ঘি সহ্য হয়না! সংস্কৃত ভাষা সবার জন্য নয়!
     
    এবারে বলি ব্রিটিশ তথা ইউরোপীয়রা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষাসমূহকে প্রথম, সেমেটিককে দ্বিতীয় এবং নিগ্রিটিককে তৃতীয় শ্রেণির ভাষা হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও ফারসিকে এর বাইরে রাখে কিন্তু সংস্কৃতকে দিব্যি রাখে। আর সেমেটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ার 'অপরাধ'জনিত কারণে আরবিকে ছুঁড়ে ফেলে দেয়। এইভাবে প্রথমে হ্যালহেড-জোন্স এবং পরে কেরি-ফস্টারের যুগ্ম বদমাইশিতে বাংলা ভাষার সংস্কৃতায়ন প্রক্রিয়া শুরু হয়। তখন থেকেই একদল ব্রিটিশের ধামাধরা সংস্কৃত বাংলার জননী মার্কা আচাভুয়া ধুয়ো তুলে বাংলা ভাষার বারোটা বাজায়। ভাষা রাজনীতির এই সরল সত্যটা না বুঝে খানিক বনিক্ম-রবীন্দ্রনাথ আউড়ে কিছু লাভই হবে না। আমার বছর থেকে মাধ্যমিকে সংস্কৃত স্রেফ নেই হয়ে যায়। কিন্তু তার জন্য আমার বাংলা ভাষাজ্ঞান দুর্বল, এমনটা আমি মনে করি না। যেমন মনে করি না, আমার আগের বছরের মাধ্যমিকের পড়ুয়ারা বাংলায় বিশাল বাঙি ফাটিয়েছেন।
     
    ব্যক্তিগতভাবে ভাষা হিসেবে সংস্কৃতের ওপর আমার বিন্দুমাত্র বিদ্বেষ নেই। প্রসঙ্গত আমার একমাত্র কন্যা যাদবপুরে সংস্কৃত অনার্স ও মাস্টার্সের গোল্ড মেডালিস্ট, দুটো পরীক্ষাতেই ফ্যাকাল্টি টপার, তার এম ফিল ডিসার্টেশনটি নিখাদ সংস্কৃত ভাষায় লিখিত, দুটো গবেষণাপত্রও তাই এবং পিএইচডি থিসিসটাও সে সম্ভবত সংস্কৃততে লিখবে এবং এম ফিল ও পিএইচডি দুটোতেই সে ওই বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম ছাত্রী। মানে একটা দিনও তার উচ্চতর ডিগ্রি লাভের জন্য বসে থাকতে হয়নি।
     
    বিশেষ ঘোষণা - এবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। এনগেজ হতে না চাইলে হবেন না, স্রেফ স্কিপ করে যাবেন। কিন্তু ভবিষ্যতে যদি 'অসামান্য প্রাণী' এবং 'পাঁঠা' বা মনুষ্যেতর অন্য কোনও প্রাণীর নাম উচ্চারিত হয়, তাহলে নরেন্দ্রপুরীয় টুকটুকে লাল বলের পালিশ তুলতে এবং সেই বলের সেলাই খুলে নিতে সামান্যতম দ্বিধাও করব না। 
  • হেহে | 5.182.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৭:১৩492036
  • এইগুলো গুরুর পোষা ট্রলও হতে পারে তাতিন ঋতেনরা।
    উদিকে যেই না পাই বলেছে চিত্রলেখার খবর অমনি অর্জুনের মনে হয়েছে এই রে পিছিয়ে গেলাম বুঝি। তাড়াতাড়ি কিত আপন তাই দেখাতে লেগেছে।  ভেতরফাঁপা বেলুন একপিস। laugh
  • s, sh | 2a0b:f4c2::***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৬:৫৬492035
  • প্রশ্ন শব্দের সঠিক উচ্চারণ কী?
    প্র Sh ন  না প্র s ন?
  • আরে | 2a0b:f4c0:16c:13::***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৬:৫৩492034
  • বাপ মাকে যেভাবে কথা বলতে দেখে সেভাবেই বলে এসে। এদের প্রতিবেশীদের কথা ভাব একবার। এই আস্তাকুড় পাশে  নিয়ে থাকতে হয়। বাপ মা ছেলে মেয়ে বেয়াই বোনাই সবাই সবাইকে ঠাপ দিচ্ছে।
     
     
  • দীপ | 2402:3a80:abd:abf3:13d9:d83e:17ec:***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৬:৩৩492033
  • নোংরা ব্যক্তিগত আক্রমণ না করেও যুক্তি দিয়ে আক্রমণ করা যায়। নোংরা আক্রমণ নিজেদের নোংরা মানসিকতাকেই প্রকাশ করে।
  • bodhisattvagc dasgupta | ১৪ ডিসেম্বর ২০২১ ১৬:০৫492032
  • শুধু সিপিএম সমর্থকদের যৌন‌স্বাস্থ্যে অসীম নজর না, তাদের আর্থিক অবস্থার জন্যেও গভীর দুশ্চিন্তা, মানে এই স্তরের প্রকৃত গুণমুগ্ধ ব্যজস্তুতি আজকাল‌ আর কোন সংস্কৃতি চর্চাকেন্দ্রে মেলে:-)))))))))) 
     
  • অর্জুন | 182.66.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৫:৩৭492031
  • @অভ্যু, চিত্রা পিসি একটু বেটার। রীনা বলল একটু রেস্পন্ড । এতো উদ্দীপনা নিয়ে  মায়ের প্রদর্শনী করে হঠাৎ বাথরুমে পড়ে এই বিপত্তি। আমি একটা সেকেন্ড ওপিনিয়ন না নিয়ে সার্জারি করতে বারণ করেছিলাম। একটা হার্ট ব্লক ছিল। পুরনো পেস্মেকার খুলে নতুন পেস্মেকার বসাতে গিয়ে এই কাণ্ড। হটাপট সব হয়ে যাচ্ছে। 
  • | 2406:7400:63:b118::***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৫:৩২492030
  • ওরে বো চো , কাজ কর | মাসের শেষে সিপিএম  বেতন দেবে না | নাকি ফুলটাইমার হয়ে গেছিস ? এখন কিন্তু ফুলটাইমার রা তোলা পায় না |
    এখন সিপিএম এর ফুল টাইমার রা মাসের শেষে খিঁচে মুড়ির সাথে মেখে খায় |
  • bodhisattvagc dasgupta | ১৪ ডিসেম্বর ২০২১ ১৫:২৫492029
  • ঘনিষ্ঠ দের স্বাস্থ্য সচেতনতা য় খুব ই আস্থা আছে দেখা যাচ্ছে:---))))))))))))
  • | 49.207.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১৪:৪৫492028
  • অ আজ লালু শুয়োরের দুপুর বেলাতেই ঠাপ খেতে ইচ্ছে হচ্ছে ? 
    এই ভাবেই লেনিন এর সিফিলিস হয়েছিল , তোর গনোরিয়া হবে |
  • bodhisattvagc dasgupta | ১৪ ডিসেম্বর ২০২১ ১৩:৩৬492027
  • এরকম লাজুক দ্বিধান্বিত অবগুন্ঠিত মাধবী টাইপস পালের গোদা বড় একটা দেখা যায় না :--))))) 
     
    2402:3a80:d1a:eae4:cd6e:9065:f11d:8ba1 | ১৪ ডিসেম্বর ২০২১ ১২:৩৪
     

    492025
  • π | ১৪ ডিসেম্বর ২০২১ ১৩:২৫492026
  • অভ্যু, একটা খারাপ খবর আছে, জান কিনা জানিনা।  আগে লেখার সময় পাইনি।
    চিত্রলেখাদি ভেন্টিলেশনে।
  • | 2402:3a80:d1a:eae4:cd6e:9065:f11d:***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১২:৩৪492025
  • আচ্ছা হামপু আর ঠাপ এই দুটো শব্দের মানে কি অমর্ত্য সেন এর অপ্রকাশিত পুত্র লালুনন্দন বাহুগুণা জানে ?
  • bodhisattvagc dasgupta | ১৪ ডিসেম্বর ২০২১ ১২:০৬492024
  • পবিত্রতা অঙ্গনের রক্ষক নেবারহুড ওয়াচারগণ খুব ই মহান বিশুদ্ধ পরিশীলিত দেখা যাচ্ছে। শত্রু নির্ধারণে মানুষের মন বেশি গেলে যা হয়, ​​​​​​ঘূণপোকাদের সৃজনশীল মনে হয়, শীর্ষেন্দু ও মনে হতে পারে:--))))))))
  • হুরিবাবা | 167.88.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ১০:২৩492023
  • "আরে এসব বলতে মনে হল, আমার কদিন হলো গুরুচন্ডালি তে সিপিএম করা হচ্ছে না এখন কদিন ব্যস্ত আছি তারপর আবার একটু সিপিএম হবে :--)))))"
    গুরুচন্ডালিতে সিপিএম করা হলে ভোঁদিবাউ খিস্তি খাবে। পোষ্কার কতা। এটা আলিমুদ্দিনের পেচ্ছাপখানা না যে মুততে এসে তিনটে পোষ্টার মেরে বেইরে গেলুম।
     
    তেমন হলে কমরেড শ্রমজীবী ক্যান্টিনে যান। হালকা লেলিন মারিয়ে খিচুড়ি বেগুনভাজা সেঁটে আসেন।
  • dc | 122.164.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৯:১৪492022
  • ar মাধ্যমিকে ইংরেজির টার্ম ১ এর প্রথম কমপ্রিহেনশান প্যাসেজ বাতিলের খবরটা পোস্ট করেছেন দেখলাম। কথা হলো, আমার মেয়ে ওটা অ্যাটেম্পট করেছিল আর প্রশ্নগুলোর উত্তরও ঠিক দিয়েছিল। কাল থেকে খুব আপশোষ করছে কেন দুয়েকটা প্রশ্নর ভুল উত্তর দিয়ে আসেনি, তাহলে ভুল উত্তর দিয়েও পুরো নম্বর পেয়ে যেতো।  
  • | 2601:247:4280:d10:d0cf:fbd5:93df:***:*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৮:৪৫492021
  • এদের মধ্যে অনেক 'ইতর' ই যে চেনা নাম তাতে কোনও সন্দেহ নেই। 
  • lcm | 99.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৮:২৩492020
  • কিন্তু টেকনিক্যালি এগুলো নিয়ে বেশি কিছু করা ঝামেলা। ফলস নেগেটিভ হবার চান্স থাকে, যারা সত্যিই লিখতে চাইছেন তারা হয়ত অনেকে আটকে গেলেন।

    জেনারেলি এগুলো একটা ওয়েভের মতন আসে, তারপরে কমে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অবশ্য প্যানডেমিকে মানুষের হাতে সময়ও বেড়েছে। ঠিক হয়ে যাবে আশা করি।
  • bodhisattvagc dasgupta | ১৪ ডিসেম্বর ২০২১ ০৮:১২492019
  • হ্যাঁ এল‌সি এম , এগুলি আটকানোর টেকনিকাল‌ উপায় সেরকম আছে কিনা জানিনা। তবে হাইট হলো রিসেন্টলি আমি গাল খাচ্ছি দেখে কে একজন  আবার ভীষণ ফেক ব্যালান্সড ভিউ দিল , আবার বলে গেলো বিজেপির পোস্ট টলারেট করার পেছনে সম্পাদকের হাত আছে ইত্যাদি। কঠিন বেসলেস চাপ , অত এবং লসাগু তোমার দায় হলো কিছু করা না গেলেও করছি করছি ভাব দেখানো :----))))))
     
    তবে রাজনৈতিক বিষয়ে গালাগাল টাই সবচেয়ে পুরোনো ঐতিহ্য :---))))))
     
    আরে এসব বলতে মনে হল, আমার কদিন হলো গুরুচন্ডালি তে সিপিএম করা হচ্ছে না এখন কদিন ব্যস্ত আছি তারপর আবার একটু সিপিএম হবে :--)))))
  • lcm | 99.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৮:০১492018
  • এগুলো আটকানো, মানে এই tor/onion/proxy/vpn... - এই সব কম্বিনেশন থেকে রিকোয়েস্ট এলে, তখন পোস্ট করতে না দেওয়া -- এগুলো হয়ত কিছু করা যায়, অবশ্যই গ্যারান্টিড কিছু নয়, সব আটকানো যাবে না - সেরকম কিছু ভাবতে হলেও সেটা খুবই  দুর্ভাগ্যজনক।
  • | ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:৫১492017
  • এদিকে খোয়াব-২ এর টইতে যখন খেউড়ে পার্টি অকথ্য গালিগালাজ করছে তখন এই ব্যটা বোধি আমাকএ বলেছিল  ইচ্ছে হলে আপত্তি হলে যেন পুলুশে কমপ্লেন করি গুরুতে ঘ্যানঘ্যান না করে। অপরাধের মধ্যে ওই খোয়াবের জয়দ্রথ না কে টই খুলে খোয়াবে লেখা পাঠাতে আর তাতে আমি জিগ্যেস করেছিলাম একটা ম্যাগাজিনে আরেকটার জন্য লেখা চায় কিনা লোকে? মানে কেউ দেশ বা বর্তমান কি প্রসাদে লিখছে নবকল্লোলের জন্য লেখা পাঠাও - এমনটা দেখি নি কিনা। 
    তা আমি করেওছিলাম। তখন নজরুল ইসলাম দেখতেন সাইবার ক্রাইম। বিশাল ধৈর্য্যসহকারে দীর্ঘদিন ধরে বোঝাতে হয়েছিল। আমি অবশ্য জিডি করিয়ে ক্ষান্ত দিতেছিলাম। এখন মনে হয় ওটা এফাইয়ার করে শাস্তি দেওয়াতে দিলে ভাল হোত। 
     
    তবে আমরা  চিনিই না এরকম অনেকেও গুরু পড়ে। এই গতবছর যেমন সম্পূর্ণ অচেনা একজনকে টিপিক্যাল গুরু ভোক্যাবের একটা শব্দ ব্যবহার করতে দেখে অবাক হয়ে জিগালাম আপনি এটা কোথা থেকে জানলেন। তিনি বলেন আমি তো সেই ২০০৫-০৬ থেকেই গুরু পড়ি আপনাকেও দিব্বি চিনি। তবে একলাইনও লিখি নি কখনো। আমি ত হাঁ। ত, এরকম কিছু খেউড়ে পার্টি থাকলেও অবাক হব না। 
  • মনে রাখতে হবে, নিননিছার একমাত্র বিকল্প কিন্তু ... | 162.254.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:৫০492016
  • &/ | 151.14.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:৩১492015
  • এইটা কিন্তু মানে যাকে বলে --- ধরুন কোনো নিননিছা দু'টো কানেকশন থেকে একইসঙ্গে গুর্চ ঘুরছে। একটা থেকে গালাগাল দিচ্ছে, অন্যটা থেকে টোকেন প্রতিবাদ জানাচ্ছে। যাকে বলে টোটাল। কতরকম লোকই যে আছে দুনিয়ায়।
  • Abhyu | 47.39.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:৩০492014
  • আইওনা বলে একটি মেয়ে কুমুদির জন্যে লিখেছে - সম্ভবতঃ এই মেয়েটি, খুবই প্রতিভাবান
  • bodhisattvagc dasgupta | ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:২৫492013
  • দুচারটে টোকেন প্রতিবাদ আর গালাগাল একসঙ্গে চালালেও অবাক হবার কিছু নেই, আইপি লুকোনো , নতুন কানেকশন ব্যবহার করা শুধু গাল দেবার জন্য সব ই সম্ড়ব।
  • &/ | 151.14.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:২১492012
  • আমাকে মাঝে মাঝে যে নিননিছাটা নানারকম অযাচিত বিশেষণে বিভূষিত করে যায়, সেইটাকে চেনা-চেনা ঠেকে, লেখার ধরণ থেকে। তবে একটা না, একাধিকও হতে পারে। এতগুলো বছর! কম 'মিত্রলাভ' তো হয় নি!
  • Abhyu | 47.39.***.*** | ১৪ ডিসেম্বর ২০২১ ০৭:১৪492011
  • তা বটে। ভালো করে না চিনলে এই সব খবর জানার তো কথা নয়। স্বনামেও তো গাল দেওয়া যায়, তবে ঐ আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত