এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌশিক ঘোষ | ০৬ ডিসেম্বর ২০২১ ০০:০৩491284
  • একটু কি টাইপো আছে ছবিগুলোর নামে ? 
    মাই নেবার টোটোরো, কিকি'জ (Kiki's) ডেলিভারি সার্ভিস, হাউল'স... ইত্যাদি।
    তিনটেই  প্রায় ত্রিশ বত্রিশ বছর আগের। সাতাশি অষ্টআশির। অসাধারণ।
  • সিএস | 49.37.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ২৩:৫৭491283
  • হ্যাঁ, শীর্ষেন্দু বলতে বছর কুড়ি আগের।

    নেটফ্লিক্স ইত্যাদি এসে ছোটদের কাছে (বড়দেরও) এন্টারমেন্টের ধারণাটা আরো বদলে দিয়েছে। তো বাড়িতে বাংলা লেখাপত্তর, এখনকার, ভালো নেই কেন সেই প্রশ্নের উত্তর  দিতে গিয়ে এরকম নানা যুক্তি আর সমাজতাত্ত্বিক বিশ্লেষণের চেষ্টা করতাম, যে নেই কারণ ছোটদের উৎসাহ নেই, তাদের সামনে অন্য নানা কিছু আছে, ফলে বাংলা লেখা যারা ছাপায় তারা রিস্ক নিতে হয়ত ভয় পায় ইত্যাদি। তো এর উত্তরে খুব সাধারণ যুক্তি আসত যে, কেন 'আমরা' তো আছি ইত্যাদি। তদুপরি এও দেখেছি চন্দ্রিল ইত্যাদিরা যখন আজকালকার বাচ্চারা তো বাংলা বই পড়ে না বলে তক্ক ফাঁদে, তখন রিয়াকশন আসে যে, সেরকম লেখা থাকলে তো পড়া হবে!

    তো সব মিলিয়ে একটা ইয়ে ব্যাপার। লেখার জায়গাগুলো কমে গেছে, পড়ুয়ারাও অন্যদিকে চলে যাচ্ছে তদুপরি লেখকরা ফেবুতে তক্ক করতে ব্যস্ত। তো সব মিলিয়ে, মনে হয়না famed বাংলা লেখাপত্তর, ছোটদের জন্য, সেসবের পরিবর্তন হবে।
  • .. | 103.76.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ২৩:৪০491282
  • জয়,
    স্ট্যাটিসটিক্স যা দিলেন, তা শুধু এক সপ্তাহের ডেটা? ১.৫-২.০% এর কম ইনফেক্টেড (বাচ্চা দের ইনফেকশন বাদ দিলাম, বছর দু-তিন আগে আট বছরের মেয়েকে ডাক্তার বলেছিল বছরে চারবার ভাইরাল ইনফেকশন হয়ে জ্বর-জারি খুবই স্বাভাবিক, দুমাস অন্তর হলেও ইমিউনিটি নিয়ে চিন্তা করার মত এমন কিছু নেই; আর বয়স্কদেরও বাদ দেওয়াই যায় তাদের তো অসুস্থতা এমনিতে থেকেই থাকে), ০.০০১% মতো হসপিটালাইজড। 
    টোটাল মৃত্যু কতজনের? গ্রাফ দেখে মনে হচ্ছে প্রায় সাড়ে আটশ লোক মারা গেছেন?
    মৃতরা কোভিড পজিটিভ  বুঝলাম, কিন্তু তারা সবাই কি সেই কারণেই মারা গেছে? অন্য কো-মর্বিডিটি কীকী ছিল জানা যায়? সাধারণত ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হার্ট বা মাল্ট অর্গান ফেলিওর আর অন্যান্য কারণেই লোকে মারা যায়। তারা কোভিড পজিটিভ ইনফেক্টেড হতেই পারে, কিন্তু অন্য কোনো কারণ ছাড়া শুধু এই ভাইরাসটির সংক্রমণ হয়েছে বলে সেজন্যই মারা গেছেন এমন একটিও কেস কী রিপোর্টেড?
     
     
  • জয় | 82.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ২৩:০৫491281
  • কিশোর সাহিত্য নিয়ে একটু ডাইগ্রেস করব? মেয়ের সঙ্গে বসে নেটফ্লিক্সে জাপানী অ্যানিমেশন কোং স্টুডিও জিবলির চারটি মুভি দেখলাম। মাই নেবার টরোটরো। কিকির ডেলিভারি সার্ভিস। হাওয়ল'স মুভিং ক্যাসল। স্পিরিটেড অ্যাওয়ে। অসাধারণ! সব্বাইকে রেকো করলাম। 
    ঘটনাচক্রে প্রত্যেকটি প্রোটাগনিস্টই কিশোরী! 
  • সম্বিৎ | ০৫ ডিসেম্বর ২০২১ ২২:৩৭491280
  • আমি যে খুব মন দিয়ে আজকাল, মানে গেল দশ-পনেরো বছর, কিশোরসাহিত্য পড়ি তা নয়। ভাল লাগে না। এখনও পুরনো পড়ে যত মজা পাই, নতুন পড়ে পাইনা। ভাবি হয়ত আমিই বদলেছি, এখনকার ছেলেমেয়েদের সমাজের সঙ্গে যোগ নেই বলে। বইকতের কথায় মনে হল, আমি একাই নই। শীর্ষেন্দু সম্বন্ধেও একমত, কিন্তু সে কুড়ি-পঁচিশ বছর আগের শীর্ষেন্দু। তারপরে তিনিও মোটামুটি ক্র‍্যাপ প্রোডিউস করেছেন।
  • সিএস | 49.37.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ২২:৩০491279
  • রিসার্চ ইত্যাদি তো করাই উচিত, না হলে তো কারণ বলতে তো হাতে থাকবে, নারী নরকের দ্বার ইত্যাদি শাস্ত্রবচন।

    কিন্তু এহ বাহ্য।
     
     ব্যাপার হল, হ্যারি পটারই শুধু নয়, আরো নানারকমের বিদেশী ফিকশনের খোঁজ যারা পেয়েছে অথবা মাঙ্গা -
    অ্যানিম ইত্যাদি, সেসব লেখার যা ইম্যাজিনেশন, তার ধারেকাছেও বাংলা ছোটদের সাহিত্য আর মনে হয় নেই। সেরকম ইম্যাজিনেটিভ লেখার সিরিজ বলতে শেষ হয়ত শীর্ষেন্দুর লেখা। ফলে স্কুলের উঁচু ক্লাসের ছেলেমেয়েরা অনেকেই তাদের পছন্দের লেখা বাংলায় আর খুঁজে পায় না। কাঁহাতক আর শিশুসাহিত্যের 'ক্লাসিক' ঝুলিয়ে তাদের ভুলিয়ে রাখা যায় ? এমন নয় যে পড়ুয়ারা নেই, তারা আছে, কিন্তু কন্টেন্ট নেই। হয় পত্রিকাগুলো উঠে গেছে আর নয় সেখানে লেখার চর্বিতচর্বণ, অন্যদিকে নতুন লেখার ঝোঁক তৈরী হয়নি।
     
     
  • জয় | 82.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ২২:১২491278
  • পাই
    বাংলা টুকে দিলাম এখানে।
     
    Estimated percentage of the population testing positive for COVID-19 in the week ending 27 November 2021, hospital admission rates in the week ending 28 November 2021, and deaths registered in the week ending 19 November 2021, by age, England (ONS)
  • জয় | 82.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ২২:১০491277
  • Covid infections and deaths charts by age band
    Source: Office for National Statistics and UK Health Security Agency
  • Reference | 103.76.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ২১:০১491276
  • গুরুতে প্রথম লেখা, শিবাজীবাবুর বইয়ের ("বাংলা শিশুসাহিত্যের ছোটোমেয়েরা") আলোচনা
    এর মন্তব্যসমূহ
     
    তবে এই নিয়ে আরো অনেক কথাবার্তা হয়েছিল গুরুতে না মনে-মনে সেটা খেয়াল পড়ছে না। 
     
    বাংলা শিশুসাহিত্যের ইতিহাসটা খুব বেশি পুরোনো নয়। ছড়া কবিতা গুলো ধরে, আরেকটু ডিটেলস-এ লেখক ধরে ধরে বা পত্রিকা ধরে ধরে দেখলে ট্রেন্ডটা বা ইতিহাসটা আরেকটু ডিটেল করা যেত। তবে সেটা আবার হয়ত রিসার্চ পেপার হয়ে যেতে পারে।
     
    • | 103.76.82.231 | ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:০৬491264
    • https://mepaper.anandabazar.com/imageview_60060_33418656_4_71_05-12-2021_4_i_1_sf.html
       
       
      নারীবাদী অ্যাঙ্গেল তো থাকবেই, সে ঠিকই আছে, কিন্তু জাস্টিফিকেশনটা আবার ক্লাসিক ভিকটিম অ্যাটিচুড হয়ে গেছে। যশোধরা সাধারণত আরেকটু ব্যালান্সড লেখেন। জায়গা কম দিয়েছে আসলে, যা মনে হয়।
     
    • সিএস | 49.37.32.64 | ০৫ ডিসেম্বর ২০২১ ১০:৩৯491261
    • আবাপে আজকে একটা লেখা বেরিয়েছে, বাংলা কিশোরসাহিত্যে মেয়েদের অনুপস্থিতি নিয়ে । যিনি লিখেছেন, তিনি এখানেও গল্প - কবিতা লেখেন, বড়দের লেখিকা বলেই জানি।

      তো, বাড়ির কিশোরী  সে লেখা পড়ে বলল, বাংলায় তো এখন কিশোরসাহিত্যই নেই, তার আবার ইনক্লুসিভিটি ! নানা রকমের লেখাপত্তর পড়ার পরে, তার অনেকদিনেরই অভিযোগ বর্তমানের বাংলা লেখালেখি, ছোটদের নিয়ে যা হয়, সেসব নিয়ে।
       
       
     
     
  • সিএস | 2401:4900:104e:6f3e:30d5:d259:5ffd:***:*** | ০৫ ডিসেম্বর ২০২১ ১৯:৩১491275
  • জালি কার্ড নয় ?

    হোয়া উপযোগী, মুচকি হাসি হাসার জন্য ও ফরওয়ার্ডের জন্য ?
     
     
  • π | ০৫ ডিসেম্বর ২০২১ ১৮:৩৭491274
  • * জয়দা, হুম্ম। সেটাই আর কে বোঝাবে।
     
    ১৫-১৮ গ্রুপে হস্পিটালাইজেশন, সিভিয়ারিটি কেমন? 
  • π | ০৫ ডিসেম্বর ২০২১ ১৮:৩৬491273
  • জয়
  • π | ০৫ ডিসেম্বর ২০২১ ১৮:২৩491272
  • গান,  ভিডিও আর তলায়sad​​​​​ মন্তব্য ঃ( 
     
  • b | 117.194.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ১৭:৪৫491271
  • ছেলে আর মেয়ে শুধু অমুক `বাবু''র ?
  • জয় | 82.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ১৫:৪৪491270
  • π | ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:০১
    পাই
    ঠিক। ইউকেতে করোনা রিলেটেড হসপিটাল অ্যাডমিশন/ ডেথ রেট বেশ কম এবং স্টেবল। ৯০% ক্রিটিক্যালি ইল পেশেন্ট আনভ্যাকসিনেটেড। মূলতঃ সব ইনফেকশনই ডেল্টা ভ্যারিয়েন্ট। 
     
    বাচ্চাদের/ স্কুল সেট আপে/ যে বাড়ি বাচ্চা আছে- ইনফেকশন রেট বেশ বেশী। কিন্তু বেশীর ভাগ বাচ্চাই এসিম্পটোম্যাটিক বা খুব মাইল্ড সিম্পটম দেখাচ্ছে। ১৬-১৮ বছর এই গ্রুপটা সেকেন্ড ডোজ যাস্ট পেতে শুরু করেছে। ১২-১৫ একটা করে এখন পেয়েছে। ভবিষ্যতে আরো একটা ডোজ পেতে পারে। ৫-১২ ইউকে এখন ভ্যাকসিন দিচ্ছে না। ৭ বছরের নীচে রেগুলার টেস্ট ও করতে হচ্ছে না। আমার মেয়ে ১৩। সপ্তাহে তিনবার ল্যাটেরাল ফ্লো টেস্ট করতে হয় স্কুলে যাবার আগে। সপ্তাহ তিনেক আগে ওদের ক্লাসে একটা পসিটিভ কেস পাওয়া যায়। সাথে সাথে ক্লাসের সবার পিসিআর করতে হল। রেজাল্ট ২৪ ঘন্টার কমে জানা গেল। নো ক্লাস কামাই/ নো সেল্ফ আইসোলেসন।
     
    ১লা নভেম্বর ওএনএস (অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিকস) জানাচ্ছে গত ন'মাস (জানুয়ারী - সেপ্টেম্বর) কোভিড রিলেটেড ডেথ ৩২% বেশী আনভ্যাকসিনেটেড গ্রুপে (এজ অ্যাডযাস্টেড)! 
     
     
  • কৌশিক ঘোষ | ০৫ ডিসেম্বর ২০২১ ১৫:৪৩491269
  • PepsiCo loses rights to special Lays variety potato in India

    গতকালের হেডলাইন। যাঁরা FC5 জাতের আলু চাষ করে পেপসির চাপে পড়েছিলেন পেটেন্ট ইনফ্রিঞ্জমেন্টের দায়ে, তাঁরা চাপমুক্ত হলেন।
  • কৌশিক ঘোষ | ০৫ ডিসেম্বর ২০২১ ১৪:২৪491268
  • মনে হয় পাত্রপক্ষের কান্ড। পাত্রীপক্ষের এতো দুঃসাহস হবে না। একটু হলেও অন‍্যরকম ভেবেছে।
     
    হয়তো একদিন বিয়ের তারিখের বাইরে বিয়ে করতেও ভয় পাবে না। পাত্রীপক্ষও বলতে পারবে তোমাদের ছেলেকে তোমরা যতোটা ভালোবাসো, আমাদের মেয়েও আমাদের কাছে ততোটাই আদরের।
  • | 103.76.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:০৬491264
  • https://mepaper.anandabazar.com/imageview_60060_33418656_4_71_05-12-2021_4_i_1_sf.html
     
     
    নারীবাদী অ্যাঙ্গেল তো থাকবেই, সে ঠিকই আছে, কিন্তু জাস্টিফিকেশনটা আবার ক্লাসিক ভিকটিম অ্যাটিচুড হয়ে গেছে। যশোধরা সাধারণত আরেকটু ব্যালান্সড লেখেন। জায়গা কম দিয়েছে আসলে, যা মনে হয়।
  • | 103.76.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ১২:৪৭491263
  • একটা ১০/২০/৩০ বছরের গবেষণার পরে এসট্যাবলিশড ভ্যাকসিনের উপযোগিতার পাশে এক দু বছরের অর্জিত জ্ঞানের নিরিখে ভ্যাকসিনেশনের হিড়িকের মধ্যে যেটুকু তফাত।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ ডিসেম্বর ২০২১ ১২:২৩491262
  • অনেক antivaxerই নিজের সন্তানদের ভ্যাকসিন দেন না। অনেক ক্ষেত্রে সেই সব সন্তান পরে বাবা মা কে লুকিয়ে ভ্যাকসিন নিয়েছে। তাদের কাছে এটা ড্রাগ নেওয়ার সমান ব্যাপার। 
  • সিএস | 49.37.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ১০:৩৯491261
  • আবাপে আজকে একটা লেখা বেরিয়েছে, বাংলা কিশোরসাহিত্যে মেয়েদের অনুপস্থিতি নিয়ে । যিনি লিখেছেন, তিনি এখানেও গল্প - কবিতা লেখেন, বড়দের লেখিকা বলেই জানি।

    তো, বাড়ির কিশোরী  সে লেখা পড়ে বলল, বাংলায় তো এখন কিশোরসাহিত্যই নেই, তার আবার ইনক্লুসিভিটি ! নানা রকমের লেখাপত্তর পড়ার পরে, তার অনেকদিনেরই অভিযোগ বর্তমানের বাংলা লেখালেখি, ছোটদের নিয়ে যা হয়, সেসব নিয়ে।
     
     
  • bodhisattvagc dasgupta | ০৫ ডিসেম্বর ২০২১ ১০:১৬491260
  • স্যান্ডি, এইটা গোটাটাই ভুল জানো::--)))))))
    তোমরা কি রাও দা অলকা দি কার্তিক দা দের পেয়েছিলে ? আমি সরাসরি ছাত্র না হলেও এটা ওটা কারণে এঁদের অকৃত্রিম স্নেহ পেয়েছি। সম্প্রতি মাষ্টারমশাই দের মধ্যে প্রীতমবাবুর সঙ্গে একবার যোগাযোগ হয়েছিল। অসীমবাবু বেঁচে আছেন জানি, তবে কথা হয়নি। দীপঙ্কর বাবু স্বপন বাবু প্রাণতোষ বাবু বিনয় কর্মকার মশাই এমনকি অপেক্ষাকৃত কম বয়সী  সমর বাবু চলে গেছেন শুনেছি।  অঙ্কের প্রবীর বাবু অসুস্থ শুনেছিলাম। 
    এবার হঠাৎ বিনয় তালীকদার মশাই য়ের সঙ্গে দেখা হল , একটু পিছিয়ে গিয়ে মাস্ক খোলাতে চিনতে পারলেন, এবং হিলারিয়াস বিষয় হল , বাবার মৃত্যুর কথা শুনে দুঃখপ্রকাশ করতে করতেই আমি পড়াশুনো কেন ছেড়ে দেবার আগে ওনার সঙ্গে কথা বলিনি সে ব্যাপারে কচি করে ঝাড় দিলেন । ::--))) এই সব মানুষ গুলো সত্যিই লেজেন্ড; --))))) একটা হাইট গল্প হল একবার ঠিক হয়েছে ইংরেজি তে পোস্টার হবে, কিছু একটা ছাত্রর রাজনীতি র বিষয়, অনেক দার্জিলিং এর ছেলে মেয়ে আছে তারা যাতে পড়তে পারে ইলেকশনের ইসু, এবার অন্যরা রাজি না , আমাকে লিখতে হয়েছে পোস্টার। বিনয় দা তখন আমাদের ডিরেক্ট ক্লাস নেন না, কিন্তু পোস্টার দেখে কিকরে যেন হাতের লেখা ধরতে পেরেছেন , হঠাৎ একদিন ক্যান্টিনে ঝাড় দিলেন এই তুমি ক্লাস করো না খালি পোস্টারে ল্যাখো ::---))) আমি মিচকে ছিলাম , বকুনি খাচ্ছি বলে কিছু ই যাঢ় আসছে না ইধফ্যাক্ট খুশি হচ্ছি, কারণ জানতাম তারপরে গৈটা টেবিলের টিফিন খরচ টা দিয়ে দেবেন ::---)))) অন্যরা আমায় বলতো ভাই তোরা পলিটিক্স করা ছেলেরা মা বকুনি খাবার ক্যান্টিনে আমাদের টেবিলে এসে খাস :----)))))))))) 
  • কী গভীর প্রজ্ঞা! | 2a0b:f4c0:16c:14::***:*** | ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৫৮491259
  • 1. Every single year more than 600,000 people in the US die from cancer. The country has never once shut down. Not a single school has closed. And every year, over 600,000 people, of all ages and all races will continue to die from cancer.
  • aranya | 2601:84:4600:5410:20e5:9a59:3b64:***:*** | ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৫৬491258
  • একটা ভালুকের ক্লিপ দিতে চেয়েছিলাম, সাইজে আটকে গেল 
  • aranya | 2601:84:4600:5410:20e5:9a59:3b64:***:*** | ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৫৫491257
  • স্মোকি-তে ভালুক 
  • &/ | 151.14.***.*** | ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৪৬491256
  • হ্যাঁ, সেই যে ক্রৌঞ্চ ক্রৌঞ্চী। মনে পড়েছে। ঃ-)
  • aranya | 2601:84:4600:5410:20e5:9a59:3b64:***:*** | ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:৪২491255
  • আমি তো প্রায় প্রতিদিনই অরণ্যে বেড়াতে যাই, বাড়ির পাশেই :-)
    সে বনপথে ভ্রমণ সঙ্গী সারস ও  কচ্ছপের  ছবিও দিয়েছিলাম 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত