মিঠুদি ,
এটা খুব আপশোষের । কি অদ্ভুত!
লাল কার্ড টা বাজে দেখেছে। তবে চেক রা ভালো খেলেছে । এখনও অবধি শিক সেরা স্ট্রাইকার। আমি এরকম অলরাউন্ড স্ট্রাইকারদের খুব পছন্দ করি। কিন্তু এই আলোচনা টইতে হলেই ভালো হত।
কেসিকে মার খাওয়াব।
তোমার এই ভালোমানুষ গোছের মন্তব্য সন্দেহজনক।
সিঙ্গল ভ্যাঁ-র জায়গায় ভ্যাঁ ভ্যাঁ করাও জায়েজ, এক্ষেত্রে
অঘটন। রমিত খেলা টা দেখলেন?
নিজের হাতে করা গাছ সন্তানসম, রসিকতার প্রশ্নই আসে না।
নেদারল্যান্ডস ইউরো থেকে বিদায় নিলো।
যারা এই নিয়ে রসিকতা করবে তাদের আমি গুন্ডা দিয়ে মার খাওয়াবো:-|
তবে আমার জোরে ভ্যাঁ শুনে পাশের বাড়ির কুকুর প্রচন্ড ঘাবড়ে গেছে। কবে শেষ এত জোরে ডাক ছেড়ে কেঁদে উঠেছি মনে পড়ে না:-(
ইশ, এইজন্য আমি প্ল্যাস্টিকের গাছ লাগাই।
জানি না কে। এখনো বিশ্বাস করতে পারছি না।
এ মা, কোন জানোয়ারের কাজ? কাঠবেড়ালী হবে কি? বারান্দায় আর কী আসবে?
ঈশশশ। যারা গাছ করে তারা বুঝতে পারে। খুব কষ্ট হয়। :(((
আমার বেল আর জুঁই গাছে ঝেঁপে কুঁড়ি এসেছে।তারা টবে চড়ে গরমকালে বারান্দায় বাস করেন।কোন হতচ্ছাড়া জানোয়ার দাঁতন ভেবে অজস্র কুঁড়ি ভর্তি ডাল কেটে ফেলে রেখে গেছে। একটা গাছের আদ্ধেক শেষ। দিনটা খুব বিশ্রি:-(
এখন USPS বেশ ভালো হয়েছে। আজ রবিবারে ডেলিভারি দিয়ে গেল।
I এর লেখা গুলো দারুন। ছবি গুলোও। আগে পড়া হয়নি। আবার খুঁজে পোস্ট করার জন্য দ কে ধন্যবাদ।
দ ধন্যবাদ।
আপনি কী চান?
ওটা মাফলার তো। শুনেছিব হুচিটিমির রিসেপশানের দিন অটোর জানলা দিয়ে উড়ে গেসল সে মাফলার, তারপর অটো থামিয়ে উদ্ধার ইত্যাদি। :-))
আর ভাট থেকে নানা নাম খাতায় তুলে রাখলাম! x-(
নাকি এইটে?
ন
এইটে?
BFJ আমি দেশে যাবার পথে প্লেনে দেখেছিলাম।
https://www.darranparkprimary.com/uploads/2/5/9/9/25990297/the_bfg.pdf
রিক এন্ড মার্টিরও নতুুুন সিিজন এসে গেেছে। চট করে দেখে ফেলুন। সিজন 5।
ইন্দ্রনীল ঘোষদস্তিদারের (ইন্দো নামে লিখেচিলেন বোধ হয় ) গোরুমারা / জলদাপাড়া ভ্রমণের একটা লেখা ছিলো, কেউ একটু লিংকটা দেবেন?
@kk হ্যাঁ, লোকি দেখছি তো। ভালোই হচ্ছে। পুরো অন্যরকম ফিল। প্রোডাকশন ডিজাইনটাও চমৎকার করেেছে।
মনে আছে একবার বিএফজে টা স্যান্টার চিঠিতে পরে যোগ হয়েছিলো।তখন আর বেশি সময়ও নেই।বইটা কোনও দোকানে ছিলো না(তখনো বর্ডারস ছিলো) আমাজন প্রাইম ছিলো না তখন। আমাদের প্রচন্ড চিন্তায় রেখে সে বই আগের দিন এসে পৌঁছেছিলো... এখন সে হেমিংওয়ে পড়ে...
হ্যাঁ, রোল্ড ডাল আমারও খুব পছন্দের। কিছুদিন আগে জেমস আর জায়ান্ট পীচ এর গল্পটা তাঈকা ওয়াইতিতি খুব সুন্দর করে অনেক অভিনেতাদের নিয়ে পড়েছিলেন। বাচ্চাদের কোনো একটা চ্যারিটির জন্য।