r2h | 2405:201:8005:9947:c010:bea0:69cf:***:*** | ১৪ জুন ২০২১ ২১:১৭481989পওড়ি জানিঃ) ফেসবুকে সবাই লিখছিলো দেখে খুঁজে বের করেছি!
r2h | 2405:201:8005:9947:c010:bea0:69cf:***:*** | ১৪ জুন ২০২১ ২১:১৬481988ওহ আচ্ছা! কোকিলাবেন সিরিয়েলের চরিত্র তা জানি কিন্তু এই নামটা জানতাম না।
আমরা মাঝে মাঝে সারাভাই ভার্সাস সারাভাই দেখি, কিন্তু অনেকদিন পরপর আসে, আর শুরুর সিজনের মত ভালোও না।
হেরন বক ক্রৌঞ্চ উটপাখি সবই কাছাকাছি, লম্বা পা লম্বা গলা লম্বা ঠোঁট। উটপাখি একটু আলাদা, জলে থাকে না, মাছ খায় না।
aranya | 2601:84:4600:5410:481:97f3:390c:***:*** | ১৪ জুন ২০২১ ২১:১৬481987এই ক্রৌঞ্চ-টির পানে আর একটি ক্রৌঞ্চ উড়ে আসছিল , সুন্দর দৃশ্য
আর রাস্তার ধারে কচ্ছপ দেখলে গাড়ী থামিয়ে, আলতো করে তুলে পাশের জঙ্গলে ছেড়ে দেবেন। শুধু একটু সাবধানে, যাতে কামড়ে না দেয়
* সরি। পওড়ি। পওরি নয়।
Abhyu | 198.137.***.*** | ১৪ জুন ২০২১ ২১:১০481985মিঠুদিকে বলা হয় নি, এখানে কচ্ছপ কিছু কম অন্য পাখিদের তুলনায়। তাও মাঝে মাঝে দেখি। একবার ফ্রীওয়েতে শোল্ডারে কচ্ছপ দেখে 911 কল করেছিলাম - এই রকম কথোপকথন হলঃ
আমি - (নাম লোকেশন ইত্যাদি) ইস্কুলের দিকে যাবার পথে চার নম্বর এক্সিটের পাশে একটা কচ্ছপ দেখছি।
পুলিশ - কী জিনিস?
আমি - আরে কচ্ছপ রে বাবা কচ্ছপ (বানান করে কওন)
পুলিশ - অ্যাঁ সে কি! মারা পড়বে তো।
আমি - সেই জন্যেই তো বলছি - লোক পাঠিয়ে উদ্ধার করুন।
পুলিশ - হ্যাঁ হ্যাঁ এক্ষুনি অফিসার পাঠাচ্ছি।
আমি - বেশ বেশ, তবে তাড়া নেই - ওর যা স্পীড দেখলাম - ফ্রীওয়ের লেন পর্যন্ত আসতে সময় লাগবে।
এহহ হুতো তাইলে পওরি ও জানেননা?
Abhyu | 198.137.***.*** | ১৪ জুন ২০২১ ২১:০১481983এহ অরণ্যদা কিসুই zআনেন না দেখি, না ম্যানড্রেকের বাবার নাম, না সিরিয়ালের খবর
Abhyu | 198.137.***.*** | ১৪ জুন ২০২১ ২১:০০481982ফ্লোরিডায় অনেক হেরণ থাকে। আমাদের এখানেও। নীল রঙের হেরণ দেখেছি - জল থেকে পাখা মেলে উড়ে যায় যখন - অসাধারণ।
র২হ | 49.37.***.*** | ১৪ জুন ২০২১ ২০:৫৯481981রসুইমে কওন থা কওন থা কওন থা-টা কী ব্যাপার?
মান্না দে অত করুণ সুরে গেয়েও কোন উত্তর পান নি, না অভ্যু?
এদিকে কোকিলা শুনলেই কোকিলাবেন আর রসুইমে কওন থা কওন থা কওন থা মনে পড়ে যায়!
Abhyu | 198.137.***.*** | ১৪ জুন ২০২১ ২০:৫৮481979ও হল অরণ্যের হেরণ

আচ্ছা, প্রশ্নও মফিফায়েড। ক্রৌঞ্চ কোথায় ডিম পাড়ে?
aranya | 2601:84:4600:5410:481:97f3:390c:***:*** | ১৪ জুন ২০২১ ২০:৫৫481977কী পাখি তা আম্মো জানি না (জনান্তিকে)
ইন্দো থাকলে বলতে পারত। ক্রৌঞ্চ নামটা বেশ, ওটাই থাক
হুচির টিমকে।
বাকিগুলো বোধহয় ডুপ্লিকেট কচ্ছপ, তাই অরণ্যদা ডিলিট করে দিয়েছে৷ লসাগুদার মত।
র২হ | 2405:201:8005:9078:5136:bec5:325b:***:*** | ১৪ জুন ২০২১ ২০:৫২481974সেকী, এটা বক না? তাহলে কী? ক্রৌঞ্চ?
Abhyu | 198.137.***.*** | ১৪ জুন ২০২১ ২০:৫২481973গুরুতে তো অনেক টিম। ল্যাদোশদা, কোন টিমের কাছে প্রশ্ন পাঠাতে হবে?
তাহলে কোকিল চোরের ঘরে যা করে ( সত্যি করে কিনা কেউ কনফার্ম করল না ঃ() , সেটাকে কী বলা যায়?
Abhyu | 198.137.***.*** | ১৪ জুন ২০২১ ২০:৫১481971ছাতারের কথা বিশ্বাস করবেন না। ওরা চোর হয়।

অরণ্যদা, হুম্ম। এঁকেও জিগান তো। কিন্তু ইনি কোথায় ডিম পাড়েন?
aranya | 2601:84:4600:5410:481:97f3:390c:***:*** | ১৪ জুন ২০২১ ২০:৫০481969সেশে বক :-(
এ তো রীতিমত অকমান, এই রাজকীয় পক্ষীকে
র২হ | 49.37.***.*** | ১৪ জুন ২০২১ ২০:৪৭481968অরণ্যদা সকাল সকাল বক আর কচ্ছপ দেখে এসেছে বেশ বেশ। বক কচ্ছপে কী কহে সেটা হল প্রশ্ন।
আমাদের এত দিনের প্রতিবেশী ছাতারেবংশ কি তাহলে কোকিলছানা মানুষ করতে করতেই ধ্বংস হয়ে গেল?! যাহ।
টিম :D
lcm | ১৪ জুন ২০২১ ২০:৪১481967আর, গুরুর পোস্টের আর্কাইভ এর ব্যাপারে টিম এর সঙ্গে যোগাযোগ করুন।
aranya | 2601:84:4600:5410:481:97f3:390c:***:*** | ১৪ জুন ২০২১ ২০:৪০481966সব কটা কচ্ছপ একরকম দেখতে, টুইন বোধায়, তাই আর ছবি দিলেম না। কটা হাঁস- ও ছেল, ওয়াইল্ড লাইফের হদ্দমুদ্দ
lcm | ১৪ জুন ২০২১ ২০:৩৭481965অরণ্যর ছবিতে অবশ্য একটাই কচ্ছপ দেখা যাচ্ছে, ডুপ্লিকেট নয়
Tim | 2600:1009:b167:66e3:63f9:c4c0:a645:***:*** | ১৪ জুন ২০২১ ২০:৩৬481964কেউ খেয়াল না করলেও আমি টুকে রেখেছি যে হুতোই অফলাইনে ব্রাত্য। সাবধানে কথা বলতে হবে।
aranya | 2601:84:4600:5410:7468:aa43:e009:***:*** | ১৪ জুন ২০২১ ২০:৩৪481963
lcm | ১৪ জুন ২০২১ ২০:৩৩481962sm,
করে তো, গুরু ডুপ্লিকেট পোস্ট ডিলিট করে, সবসময় নয়, মাঝেমধ্যে।
aranya | 2601:84:4600:5410:481:97f3:390c:***:*** | ১৪ জুন ২০২১ ২০:৩১481961বাড়ির পাশে এক জঙ্গলে হাঁটতে যাই, সেখানে দেখলাম। আর কিছু কচ্ছপ
aranya | 2601:84:4600:5410:481:97f3:390c:***:*** | ১৪ জুন ২০২১ ২০:২৯481960কোকিলের বদলে এনাকে জিগালে হবে?