এই জাপানী দার্শনিকের নাম আমিও শুনেছি। নানা কারনে উনি জাপানিদের মধ্যে বিখ্যাত, তার মধ্যে একটা হলো, হাঁসেদের মধ্যে উনি বকের মতো থেকে চ্যালাদের তাক লাগিয়ে দিতেন।
আরেকটা বিখ্যাত জাপানি বই সংগ্রাহক ছিলেন তাকিও না বসেআচি। উনি ওই আগজুবি বই টার সব কপি কিনে নিিয়েছেন। আরেকটা বই ও এর আর খোঁজ পাওয়াা যায় না : যতম তপথ ,
https://indianexpress.com/article/explained/air-india-sita-data-breach-explained-7325501
এরা লিখেছে
It said the breached data included the passenger’s name, date of birth, contact information, passport information, ticket information, frequent flyer data and credit card information.
ডেট অফ বার্থ আর পাসপোর্ট ইনফরমেশনটাও লক্ষ্যণীয়।
একটা বইয়ে একজন মহান জাপানী দার্শনিকের নাম ছিল টাকামা টিটাকা। বইটার নাম আগজুবি। কিছু কিছু বই হয় পুরো মার্কেট থেকে হাওয়া হয়ে যায়, কিছুতেই খুঁজে পাওয়া যায়না, এমনকি বইটা দেখেছে এমন লোকও পাওয়া যায় না, এই বইটারও এরকম কেস।
মেরেছে! সত্যি সত্যি করবেন না যেন! পাবলিক পেজে ক্রেডিট / ডেবিট কোন নম্বরই কখনো শেয়ার করবেন না।
টই খুলে দেবো? একজায়গায় থাকবে সব। আরো কেউ চাইলেও শেয়ার করতে পারবেন ওখানে সহজেই।
হুমম, এগুলো করাই যায়।
মোবাইল ফোন নম্বরটাও দিয়ে দেবেন, কখন তাড়াহুড়ো করে ফোন করতে হয় কে বলতে পারে!
অভ্যু, ঃ-)
পাই তাহলে বরং এখানে শেয়ার করে দাও নিজেই। পিন সুদ্ধই কোরো না হয়। চাইলে ব্রতীন্দার মতো কিছু সিলেকটিভ লোককে মেলও করতে পারো তবে এখানে শেয়ার করাই বেটার মনে হয়, খামোকা কতো জনকে আর মেল করবে?
গুরুজনদের কি মত ? স্পুটনিক v কেমন ?
নয়া দামান গানটার ফুল ভার্সন এইটা।
আর এইটা আসল গানটি
ডিসি, আরো কত ন্যারেটিভ ভবিষ্যতে আসছে সেটাই দেখতে হবে। ভেতরে ভেতরে কী খেলা চলছে সে তো তেনারাই জানেন যাঁরা খেলছেন।
পাইদি কি এখনও টাকা ব্যাঙ্কে রাখচেন? উনিজির আমলে? শিগগির সিন্দুকে বা মাটিতে পুঁতে রাখুন। প্রয়োজনে শীর্ষেন্দুর গপ্পো থেকে আইডিয়া ধার করুন।
পাই ম্যাডাম আপনার পোস্ট এক্ষুনি দেখলাম। ওটা নিয়েই বলছিলাম, গত দুতিনদিন ধরে নিউসউইক এর রিপোর্টটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে।
&/ আর কিছু না, আমার ইন্টারেস্টিং লাগছে যে ন্যারেটিভ কিভাবে পাল্টায়। আমার সন্দেহ আগের বছর ট্রাম্পের বদলে হিলারি ক্ষমতায় থাকলে এই ন্যারেটিভ আগের বছরই স্টেজ করা হতো। সত্যি কি হয়েছে তা হয়তো কোনদিনই জানা যাবে না।
মেরেছে! পিন সুদ্ধ??
ডিসি, আগাম থ্যাংকু।
ওদিকে ওই ন্যালাখ্যাপাকে ফেবুতে কয়েক বছরের জন্য ব্যান করেছে, দেখলেন?
ল্যাব লিক কী মশাই, হয়তো সিনেমার মতন প্ল্যান করে রিলিজ। বিশ্বপরিবেশন। দুনম্বরের এত ভালো পারফর্ম্যান্স, এই দেখে এর পরে হয়তো তিন নম্বর টা রিলিজ করে দেবে। কেজানে সবই হয়তো রেডি হয়ে আছে।
বিশেষ কিছু না, ক্রেডিট ডেবিট কার্ড ডিটেলস শেয়ার হবে।
আচ্ছা, এয়ার ইনডিয়া থেকে ডাটা লিকের মেল পেয়েছেন কেউ? আমাকে তো দুইদিন অন্তর পাঠিয়ে চলেছে। এর কী ইম্পলিকেশন?
Dc, আগামীর অবয়বে এই নিয়ে যে লেখাটা দিয়েছিলাম, পড়লেন? Seeker কাহিনি?
এদিকে ল্যাব লিকের থিওরি ক্রমে জোরদার হচ্ছে। আগের বছর যখন ট্রাম্প বলেছিল তখন সবাই উড়িয়ে দিয়েছিল, কারন সবাই জানে ট্রাম্প হলো ন্যালাখ্যাপা আর ছিটেল পাবলিক। আর এবছর সব মেনস্ট্রিম মিডিয়া কভার করতে শুরু করেছে, ওমনি ন্যারেটিভ পাল্টাতে শুরু করেছে।
&/ এই উইকেন্ডেই তুলবো।
এই সেই মেল - তবে সান্ত্বনা এই যে কোয়ালিটি ইন্ডিভিজুয়াল বলেছে।
আর বলিস নে যদুবাবু, ওটা তো তবু একরকম, এবারে আইহপ মেল করেছে যে ওরা হায়ার করছে - Get Paid to Pancake - আগে তবু ইউনিভারসিটি বা নাহোক সফটওয়্যার কোম্পানি থেকে মেল আসত, তাও খানিকটা ইনডাইরেক্টলি, যে যদি কেউ চেনা থাকে - আইহপ একেবারে তুমি অ্যাপ্লাই করো বলে মেল করেছে :(
লিংকে তোলো অপু, তারপরে তো অতি সহজ। ঃ-)
সুপ্রভাত। আটোজ, তোমার ই-মেল আই ডি নেই....
@&/ আচ্ছা... :-) ধন্যবাদ
@কী বিরক্তিকর, কই আগের দুটো তো অন্য লেখার লিঙ্ক। এটা তো আলাদা লেখার লিঙ্ক। :-)
ভাই ঘোরাচৌ, তিনবার দিলে ত লিংক। লোকে পড়তে চাইলে পড়ে আসবে।
ডিসি শুনুন, সেই পেনরোজ আর এশারের টই টা। প্লীজ তুলুন। অঙ্ক শুনে মনে পড়ল। :-)
অঙ্কের সঙ্গে প্রেম করেছেন কখনও? এখন কি সে বেটার-হাফ, না এক্স?
সে অবশ্য ঠিক। কোন ভোগই বা স্থায়ী? সে খিচুড়ি ভোগই হোক, মিষ্টান্ন ভোগই হোক কি দুর্ভোগই হোক বা সম্ভোগই হোক, সবই স্নো এর মত, খানিক পরেই উড়ে যায়। ঃ-)