aranya | 2601:84:4600:5410:1c85:aece:ccf2:***:*** | ০৪ জুন ২০২১ ০১:১৩481418এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার - ভাটপাতা দেখে মনে হচ্চে :-)
aranya | 2601:84:4600:5410:1c85:aece:ccf2:***:*** | ০৪ জুন ২০২১ ০০:৪৩481417মধুমেহ এক লড়াই বটে । সেই সত্যযুগে বাবা ও তার সতীর্থ-রা ঘন্টাখানেক সাইকেল চালিয়ে কলেজে পড়াতে যেতেন, অমন একটা লাইফ স্টাইল ফলো করতে পারলে এই সব অসুখ -কে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়
হায়
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুন ২০২১ ২০:০৯481416হা হা অভ্যু, একদম। ৮৬ সালে একটা খাতা বানাই। তাতে ক্রমে রেকর্ড নম্বর, ক্যাসেট নম্বর যুক্ত হতে থাকে দেবব্রত-সুবিনয়-সুচিত্রা-কণিকার গানসমূহের। পরে সিডি কিনতে শুরু করি। কিন্তু সুবিনয়ের যাবতীয় সিডি (এইচ এম ভি ও হিন্দুস্থান রেকর্ডস) কিনেও এই রেকর্ডের গানগুলো কোথাও পাইনি। রেকর্ডটায় ছিল যথাক্রমে ১. জগতে তুমি রাজা ২. গভীর রজনী নামিল হৃদয়ে, ৩. হৃদয়শশী হৃদিগগনে, ৪. হৃদয় আমার প্রকাশ হল, ৫. অন্ধজনে দেহ আলো, ৬. বিরস দিন বিরল কাজ, ৭. তিমির বিভাবরী।
৩৪ বছর লেগে থাকার পরে সেগুলো পেলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুন ২০২১ ১৮:৫৭481414থ্যাঙ্কু রমিত। এসবের কিছুই জানতাম না। সফল হয়েছি। অবশেষে আমার সুবিনয় ও কণিকার সংগ্রহ সম্পূর্ণ হল।
y2mate.com use করতে পারেন
@এলেবেলে ইউ টিউব থেকে শেয়ার অপসনে ক্লিক করে লিংক টা কপি করে নিন। এবার গুগলান ইউ টিউব ভিডিও/অডিও ডাউনলোদর। তাতে লিিংক টা ফেলে ডাউনলোড মারুন
অর্জুন | 103.5.***.*** | ০৩ জুন ২০২১ ১২:৫২481410@অভ্যুবাবু
বাহ! এখানে দেখি গানের জোয়ার বইয়ে দিয়েছেন । যাঁদের গান দিলেন। প্রায় সকলেই আমার খুব প্রিয়।
আমি সাবিত্রী কৃষ্ণানের গলায় 'বাসন্তী হে ভুবনমনমোহিনী' শুনেছি। ১৯৯৮ সালের বসন্ত উৎসব। শান্তিনিকেতনে।
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুন ২০২১ ১২:৫০481409অভ্যু, অজস্র ধন্যবাদ। ৮৫ সালে প্রথম শুনেছিলাম এই রেকর্ডটা। সঙ্গে ছিল হৃদয় আমার প্রকাশ হল। এলপি। পিটিস্যার হৃদয় আমার প্রকাশ হল-টা দিয়েছিলেন। কিন্তু এই গানদুটো কীভাবে সেভ করব? আর কীভাবে এর অডিও ট্র্যাক সেভ করতে হবে?
সম্বিৎ | ০৩ জুন ২০২১ ১২:৩১481408ডাক্তার এসে দেবে আচ্ছাসে। ভাট কনফারেন্স হল থেকে একেবারে মুজরোয়।
Abhyu | 47.39.***.*** | ০৩ জুন ২০২১ ১১:২০481405দুটোই আছে আমার কাছে, একটু খুঁজে আপলোড করে দেবো। হৃদয়শশী গানটা কদিন আগেই শুনলাম।
অভ্যুদাঃ জটিল ফ্রয়েডিয়ান স্লিপ হয়েছে বুঝলে, এইটা আসল লিংঃ
এলেবেলেবাবুঃ খুঁজছি। পেলেই দেবো।
এলেবেলে | 202.142.***.*** | ০৩ জুন ২০২১ ১১:০৪481403অভ্যু ও যদুবাবু, আপনাদের কাছে দুটো গানের অনুরোধ রাখলাম। বহু খুঁজেও পাইনি।
১. সুবিনয় - হৃদয় শশী হৃদিগগনে ও ২. কণিকা - আমার কণ্ঠ হতে গান কে নিল
ডিসিজনাব, বহুদিন আগে অঙ্কুশজি আর্ডির মিউজিশিয়ানদের নিয়ে একটা ঘন্টা তিনেকের অনুষ্ঠান করেছিলেন। সম্ভবত সোনি টিভিতে দেখানো হয়েছিল। ওইটার লিঙ্ক দিতে পারেন? আপনার দেওয়া মনোরঞ্জনের গানটায় রিদম নিয়ে চরম এক্সপেরিমেন্ট আছে, সুরেরও নানা ওঠাপড়া আছে।
Abhyu | 47.39.***.*** | ০৩ জুন ২০২১ ১০:৫০481402পেয়েছি!
এতো দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুণে
দেবব্রত
আমার মল্লিকাবনে
কনিকা
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে কী উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা
হেমন্ত
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে
সুচিত্রা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
শান্তিদেব ঘোষ
রোদনভরা এ বসন্ত
কনিকা
বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক
রেণুকা দাশগুপ্ত
বসন্তে ফুল গাঁথল
বিনতা রায়
আহা আজি এ বসন্তে
সাগর সেন
ও মঞ্জরী ও মঞ্জরী
সুচিত্রা মিত্র
বাকি আমি রাখবনা কিছুই
সন্তোষ সেনগুপ্ত
কার যেন এই মনের বেদন
সুচিত্রা মিত্র
ওগো দখিনহাওয়া
কনিকা
আজি দখিনদুয়ার খোলা
দেবব্রত
আমি পথভোলা এক পথিক এসেছি
হেমন্ত সুচিত্রা কনিকা
চৈত্রপবনে মম চিত্তবনে
দেবব্রত
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
হেমন্ত
সহসা ডালপালা তোর উতলা যে
সুচিত্রা
আজ কি তাহার বারতা পেল রে
দেবব্রত
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হওয়া
কনিকা
তোমার বাস কোথা যে পথিক
হেমন্ত সুচিত্রা কনিকা
দখিন হাওয়া জাগো জাগো
ঋতু গুহ
চরণরেখা তব
চিন্ময়
বাসন্তী, হে ভুবনমোহিনী
মায়া সেন
পূর্বাচলের পানে তাকাই
সুচিত্রা
কে রঙ লাগালে বনে বনে
গায়ত্রী বসু
বসন্ত সে যায় গো হেসে
গীতা নাহা (সেন)
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে
সুচিত্রা
ঝরা পাতা গো আমি তোমারি দলে, অনেক হাসি অনেক অশ্রুজলে ফাগুন দিল বিদায়্মন্ত্র
শৈল দেবী
Abhyu | 47.39.***.*** | ০৩ জুন ২০২১ ১০:৪৫481401হিঁক! তোর হেমন্ত মুখার্জ্জীতে ক্লিক করতে বেবি এলিফ্যান্ট আর সিমোনে বাইলস এলো। বিশ্বাস না হলে স্ক্রীনশট দ্যাখ।

Abhyu | 47.39.***.*** | ০৩ জুন ২০২১ ১০:৪২481400আমি একবার বসন্তের রবীন্দ্রসঙ্গীতের একটা লিস্ট বানিয়েছিলাম, সম্ভবতঃ আতোজের কথায় - টইতে তুলেছিলাম কিনা ভুলে গেছি - কিন্তু সেই কালেকশনটা আমার নিজের খুব পছন্দ হয়েছিল :)
Abhyu | 47.39.***.*** | ০৩ জুন ২০২১ ১০:৩৭481399বেশ বেশ। শুনব।
@অভ্যুদাঃ পার্ডুর অনির্বাণ-দা (দাশগুপ্ত) আর আমি মিলে কয়েকটা গানের প্লে-লিস্ট বানিয়েছিলাম উটুবে। মানে উনি গান খুঁজে দিয়েছেন, আমি প্লেলিস্ট বানিয়েছি। দিয়ে গেলাম।
১) হিন্দি ক্লাসিক্স (১৯৪০-৮০) https://youtube.com/playlist?list=PLE_7NAyH3VrhYAQa9i51Fo3uIgZ12PM8f
২) Four Legends: Debabrata, Kanika, Suchitra, Hemanta. https://youtube.com/playlist?list=PLE_7NAyH3Vrhr5-9Jl2Z2ATb1ZHudo6jY
৩) হেমন্ত মুখার্জীঃ https://youtube.com/playlist?list=PLE_7NAyH3VrhNfi1bCCIbm4h1G5P9C0i9
Abhyu | 47.39.***.*** | ০৩ জুন ২০২১ ০৯:১২481397https://epaper.anandabazar.com/imageview_56483_24141392_4_71_03-06-2021_6_i_1_sf.html

dc | 122.174.***.*** | ০৩ জুন ২০২১ ০৮:৫৫481396kk, অনেক ধন্যবাদ। করোনাকাল, আরামবাগ চ্যানেল, প্রধানসেবকের মনের কথা, এসবের মাঝে হিউমারই একমাত্র ভরসা :-)
এলেবেলে ধন্যবাদ, অঙ্কুশ চিনচাঙ্কর দু ঘন্টার সেশনটা দেখেছি। এসডি আর আরডি, বাবা আর ছেলের মিউজিকাল জিনিয়াস বোধায় আমরা কোনদিন মেপে শেষ করতে পারবোনা। আপনার জন্য এটাঃ
&/ | 151.14.***.*** | ০৩ জুন ২০২১ ০৩:৪৮481395চতুর্মাত্রিক, সেই কুলীকে কি কোলোনকুলী বলা হবে? ঃ-)
lcm | ০৩ জুন ২০২১ ০৩:২৩481394অভ্যু,
স্ক্রিনশট দেখলাম, থ্যাঙ্কু। এটা দেখতে হবে।
ঠিক বিক্রেতা নয় সরবরাহকারী।
আচ্ছা আম্মো এট্টা লিংক দিই। মহিলা বই বিক্রেতাদের নিয়ে আলাপসালাপ।
চতুর্ভুজ,
ধ্যাৎ আগেও বলেছি, উনিজি ও আমি একই বছরে একই মাসে জন্মেছি। শুধু আমি বোধহয় দিন পনের আগে জন্মেছি, তাই সিনিয়র। ওনার কিছু বিভূতি আমার মধ্যেও এসে গেছে মনে হয়, ধরুন-জুমলা! তবে জন্মসাল আর মাস জুমলা নয়।
এলেবেলে | 202.142.***.*** | ০২ জুন ২০২১ ২১:২৯481390ওসব বিতর্কে যাব না তবে অনুষ্ঠানটা কেউ যদি পুরোটা শুনতে পারেন (সঞ্চালকের 'বাণী' সমেত) তাহলে বুঝব তাঁর খ্যামতা আছে। এই পাঁঠাগুলো সারা বছর ধরে রামমোহনকে আঁকড়ে বাঁচবে। গুরুঠাকুর!
কী কান্ড | 162.2.***.*** | ০২ জুন ২০২১ ২১:২৩481389ব্রাহ্মসমাজ? রামমোহন? আরে শক্তিসাধন ত আমাদের ওজ্জুনের খুড়তুতো ভাইয়ের মাসতুতো মামাশ্বশুর!