ডিমের দাম বেড়ে যাচ্ছে, মাটনের হিউজ দাম, পোস্ত র দামও বেশি, ভোজ্য তেলের ও দাম বেশি। মুরগির দাম ও বাাড়ছে। এবার মনে হচ্ছে আফ্রিিকার ক্যানিবাল দের ডায়েট ফলো করতে হবে। ভালো করে গ্রীল করে নিলে কিি ভাইরাস থাকে। বেশি রেস্ত নেই কিন্তু, কাঠের গ্রিল।
?? | 2405:8100:8000:5ca1::160:***:*** | ০১ জুন ২০২১ ১৭:০৭481357বেদে ডিম ছেল?
হ্যাঁ যাকে চেপে ধরতে যাচ্ছে সেই একটা চাঁট মেরে দিচ্ছে। খিক।
স্যান্ডি, আপনিও ভাল থাকবেন। যা দিনকাল, ভাল থাকা খুব জরুরী ব্যপার।
র২হ | 49.37.***.*** | ০১ জুন ২০২১ ১৬:৪৯481355পীযুষবাবুর মেল তো খুব আসে।
কিন্তু উনিজীর তো নাক কাটা যাচ্ছে বাংলায়। দল ভোটে হেরে গেল, আমলা কথা শুনছে না। কী অবস্থা।
অপু,
সেই প্রচন্ড বৃষ্টির মধ্যে । দিনটা ছিল ৫ম সেপ্টেম্বর, শিক্ষক দিবস। তুমি কী করে যেন জেনে গেছলে ্সেটা আমার জন্মদিন। কিছু না বলে সস্ত্রীক ডেকে পাঠিয়েছিলে- সেই ৫০০ টাকা মাথাপিছু জমা দিয়ে এলাকাঁড়ি খাওয়া যেত, সোশ্যাল ইউনিয়ন না কী যেন রেস্তোঁরাটার নাম! আমার ভাল লাগায় পরে লুরুতে মেয়েকে খাওয়াতেও সেখানে গেছলাম। কিন্তু কোল্কাতারটা বেটার। বাসববাবু অফিসের কাজ ষেরে একটু দেরিতে এসেছিলেন। চমৎকার লোক। বোধি ছিল, একটা বীয়র নিয়ে আড্ডা দিচ্ছিল আর সিদ্ধি খাওয়ার মত হাসছিল। আমি থই পাচ্ছিলাম না তো বুনান বা ব্ল্যাঙ্কি (যে নামেই ডাকো) আমাকে পদে পদে গাইড করছিল।
যখন ভাবলাম খাওয়া শেষ হয়ে গেছে তখন বুনান জানালো ওতো খালি স্টার্টার। এখন আসল খাওয়া। আমি হাত তুলে দেয়ায় ও আমার ভাগেরটাও স্বচ্ছন্দে খেয়ে নিল। ওইরকম রোগাপটকা শরীরে অত খাওয়া কোথায় গেল সেই নিয়ে রিসার্চ করে আমার গিন্নির মাথা খারাপ হোল, ফলে উনি একগ্লাস সোডা ছাড়া কিছুই নেননি।
কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, ভেতরে অন্তহীন আড্ডা আর খাওয়া। আমি ভুলিব না, আমি কভু ভুলিবনা। আরেকবার অন্য একটা ঠেকে বুনু, দুখে (প্র্যায় কিছুই খায়নি), অরণ্য, স্যান, আমি আর বোধহয় ওমনাথ। সেটাও মন্দ হয়নি। স্যান তখন গাড়ি চালিয়ে আমায় এগিয়ে দিয়েছিল। ও হ্যাঁ, ওরা দুজন ছিল, ওরাই হোস্ট। -- কল্যাণীর, এখন আর এপাড়ায় আসেনা। তখন নিয়মিত ভাটে আসত। একজন বিয়েতে ডেকেছিল কল্যাণীতে, যাওয়া হয়নি। এস দিয়ে নাম, কেন যে মনে পড়ছে না।
আচ্ছা, অপু,
কাবলিদার কোন খবর আছে? চমৎকার মানুষ, কিন্তু ট্র্যাজিক। তাই ভয়।
syandi | 45.25.***.*** | ০১ জুন ২০২১ ১৬:২৬481353আচ্ছা, বুঝলাম দমুদি। ভাল থাকবেন
dc | 122.174.***.*** | ০১ জুন ২০২১ ১৬:১৮481352এদিকে ডিমের যা দাম বেড়েছে, সে আর কহতব্য না। একেকটা ডিম আট টাকা। স্রেফ একটা ডবল ডিমের ওমলেট খাবার আগে দুবার ভাবতে হচ্ছে।
না না ডিআরডিও আমাকে মেল করে টুডিজির গুণ ব্যাখ্যানা করেছে।
আমি বিচিত্র প্রকৃতির স্প্যাম পাই বটে, যথা পীযুষ গোয়াল মহাশয় প্রায়ই মেল করে বিভিন্ন দপ্তরের আপডেট দিতে চায়। কিন্তু আগে কোনোদিন ডিআরডিও থেকে মেল পাই নি। তাই কেলোদাকে জানাচ্ছিলাম আর কি।
syandi | 45.25.***.*** | ০১ জুন ২০২১ ১৫:৫৮481350কি হয়েছে ? কেলোদাকে ডিআরডিও মেল্ পাঠিয়ে জবাবদিহি চেয়েছে নাকি? কিন্তু উনিতো ২ডিজি নিয়ে এখানে লিখেছিলেন ওনার নিকে। সুতরাং ডিআরডিওর জানার কথা নয় ওনার আসল নাম। অবশ্য উনি ফেসবুক বা টুইটারে লিখে থাকলে আলাদা কথা। এদিকে আমিও ফেসবুকে ২ডিজির এফেক্টইভনেস নিয়ে আমার স্কেপ্টিজম প্রকাশ করায় এক জুনিয়রের বিরাগভাজন হয়েছি। আমি জানতাম না যে সে ডিআরডিও-তে চাকরী করে।
sm | 42.***.*** | ০১ জুন ২০২১ ১৫:৫৫481349এই জন্যই কবি লিখেছেন -
চারিদিকে ই পাপের আঁধার ,
নেই কো কোথাও আলো -
মনে হয় যে অন্ধ হওয়াই ,
ছিলো অনেক ভালো।
কেলোদার সেই টুডিজি নিয়ে দেখি ডিয়ারডিও মেল পাঠিয়েছে!! আজব মাইরি।
এদিকে ভারত পুরো হাঙ্গার গেমস হয়ে দাঁড়াচ্ছে। নাগরিকরা একে অন্যের সাথে লড়বে ভ্যাক্সিন খাবার চিকিৎসা নিয়ে আর ফেকু নতুন বাড়ি বানাবে ন্যশনাল আর্কাইভ ভেঙে।
dc | 122.174.***.*** | ০১ জুন ২০২১ ১৫:৩২481347এলেবেলে ধন্যবাদ, গানটার গিটার অসাধারন। এই গানটা শুনে দেখুনঃ
বাংলার গর্ব মমতা | 2409:4060:2017:9053:66f3:dfe0:8d70:***:*** | ০১ জুন ২০২১ ১৫:০৯481346ভ্যাকসিন এর কালোবাজারি চলছে।
কেন্দ্র থেকে পাঠানো ভ্যাকসিন চুরি হচ্ছে।
এলেবেলে | 202.142.***.*** | ০১ জুন ২০২১ ১৫:০৯481345ডিসিজনাব, মাক্কালি এই গানটা শোনার পর থেকে আপনার কথা মনে পড়ছিল। আড্ডির রিদমের প্যাঁচটা একবার শুনে দেখবেন।
dc | 122.174.***.*** | ০১ জুন ২০২১ ১৪:৪২481344আপনারা দেখছি অনেকটাই পিছিয়ে পড়েছেন। এই নিন গোমাতা গোবর, ডেস্ক্রিপশানটা বিশেষভাবে লক্ষ্য করবেনঃ
This product is suitable to be used in sacrificial ceremonies and its powder can be utilized as an excellent organic fertilizer for growing home plants like TULSI MAHARANI and kitchen garden. Goddess Laxmi; Herself resides in cow’s dung and it is therefore considered highly pure in its constitution, so pure that it is used in all kinds of Poojan.
ওঁ হ্রিং ক্রিং ফট
তাহলে তো ঃ|ঃ কে ব্রহ্মা কিম্বা বেম্মদত্যি বলে ডাকলেও হয়!
b | 14.139.***.*** | ০১ জুন ২০২১ ১৩:১৭481342নানা সেতো জ্যোতিবাবু রামমন্দিরের দাঙ্গার পরে বলেছিলেন
" গুন্ডারা চারদিকে দাঙ্গা করছে। আপনারা ওদের প্ররোচনায় কান দেবেন না । আমি ফোনে কথা বলেছি। ওনারা সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন "।
অভ্যু @ ১ জুন, ১১:৪৪
:|: | 174.255.***.*** | ০১ জুন ২০২১ ১১:৫৮481341ডাক্তারবাবুর দেওয়া নাম কোলোনদাঁড়িকোলোন। খুবই ভালো নাম। শুধু ডাকার জন্য কুলী লাগবে। (শেষের কবিতা থেকে মানে ওই আরকি)।
এলেবেলে বাবুর জন্য নামটা চতুরানন, এবংঅথবা বাবুর জন্য চতুর্মাত্রিক, কেকে বাবুর জন্য ফুটি চার ইত্যাদি প্রভৃতি।
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ১১:৪৯481340চতুরাননের চেয়ে ডাক্তারের দেওয়া কোলনদাঁড়ি নামটাই আমার বেশি পছন্দ হল।
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ১১:৪৪481339সুন্দরীনী ঘি - শুধু নামটাই ইউনিক নয়, বিগবাস্কেটের ডেস্ক্রিপশনটাও খুবই ইউনিক মনে হল।
Cow ghee with unique natural flavour, traditionally made from pure and fresh milk produced by small & marginal women farmers of Sundarban.
https://www.bigbasket.com/pd/800365525/sundarini-ghee-premium-cow-ghee-200-ml/
সেই আমাদের ক্লাস সেভেনে ইংরেজিতে নিউজপেপারের রিপোর্ট লিখতে হত। চিন্ময় স্যার একটা ট্রেন অ্যাক্সিডেন্টের কথা লিখতে বলেছিলেন - শুভজিৎ কোথা থেকে টুকে এনেছিলঃ It is suspected that the accident was caused by the terrorists and the State Government
বাদ গিয়েছিল পরের লাইনটাঃ has ordered an enquiry.
:|: | 174.255.***.*** | ০১ জুন ২০২১ ১১:২৮481338কি অদ্ভুত! এবংঅথবা বাবুর মধ্যে জ্ঞানত কমা দেইনি। নিজগুনে বুঝে নেবেন -- আশা করি।
:|: | 174.255.***.*** | ০১ জুন ২০২১ ১১:২৫481337সে তো বটেই, এবংঅথবা, বাবু সক্কলের জমায়েতের সময় আসরে এলে ভালো লাগে। অবিশ্যি আমার পান্তা ভাটও ভালো লাগে।
সেকি কথা, এলেবেলে বাবু, চিঠি লিখলেন আপনি ছাপবেন আবাপ আর কৃতিত্ব হবে চতুরাননের? তার চেয়ে, গীতায় যিনি ইটারনালি সক্কলের কাছে সর্ব প্রকার কর্ম ফলের দাবী করে রেখেছেন, তাঁকেই নয় সেটা দিয়ে দিলেন!
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ১০:১৭481335অসাধারণ!
অসামান্য বিজ্ঞাপন
ওহো সক্কাল সক্কাল মালির কার্টুন

ট্রাম্পকে তাড়াতে না পারলে আমেরিকার হাল ভারতের মতই বীভৎস হোত। এ যা অবস্থা এখন ভারতের প্রধানমন্ত্রী পিনারাই হলে ত সবচে ভাল হোত, কিন্তু না হলেও উদ্ধব, নবীন, মমতা, হেমন্ত সোরেন যে কেউ এটার চেয়ে বেটার প্রধানমন্ত্রী হবে।
উফফ।
আসলে এখন শ্লোগান দেওয়া উচিৎ ইফ মোদি দেন এনিওয়ান ক্যান।
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৯:৩৩481331হ্যাঁ মিঠুদি, এখানে তো করোনা বাগ মেনে গেছে। ক্রোগারে করোনা রিলেটেড মার্চেন্ডাইজের উপরে ৭৫% ছাড় দিচ্ছে :)
বাংলার গর্ব মমতা | 2409:4060:2017:9053:b53a:768f:d870:***:*** | ০১ জুন ২০২১ ০৯:১৯481330মমতা রাজ্যে ভ্যাকসিন এর কালোবাজারি।
ম | 2601:247:4280:d10:7ce4:f4d0:94ff:***:*** | ০১ জুন ২০২১ ০৬:৪৪481329হ্যাঁ অভ্যু। তোমরা ভালো আছো তো?