Abhyu | 198.137.***.*** | ১০ এপ্রিল ২০২১ ১০:০৫477025তবে আমার ভাইপো যে অতি বিচ্ছু সে ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না।
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৯:৫৬477024আমি অপেক্ষা করছিলাম রুচিরাদি কখন আসে :)
ভাইপো না, তার কাকিমা অনেকদিন আগে দিয়েছিল।
E থেকে BCর প্যারালাল একটা লাইন টানুন। আর D থেকেও BCর প্যারালাল একটা লাইন টানুন। ABC সমদ্বিবাহু না হলে BE আর CD সমান হবে না, ফলতঃ ঐ দুটো প্যারালাল লাইন এক হচ্ছে না। বাকিটা আপনার হাতযশ।
Ruchira | 2600:1700:9c90:79f0::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৯:৪১477023অভ্যুদয় - এটা কি তোমার ভাইপো দিয়েছে? দিয়ে থাকলে তোমার ভাইপো অতি বিচ্ছু।
সম্বিত -অভ্যুদয়কে খুঁ চিও না
যাই হোক কিছুক্ষন "incenter" ইত্যাদি চেষ্টা করে শেষে চমৎকার সব পেপার পড়ে ফেললাম - আর কিছু বলবো না :-)
b | 14.139.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৯:৩৭477022অভ্যু কি কে সি নাগ হয়ে gelo?
PT | 203.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৯:০৬477021এই ভাই পালা। মাস্টারেরা কিন্তু অঙ্ক শেখাচ্ছে!!
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৮:৪৫477020চারটে পয়েন্ট বৃত্ততে থাকবে কি না তো জানা নেই?
S | 2a0b:f4c1:2::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৮:০৯477019ঐ চারটে পয়েন্ট দিয়ে বৃত্ত আঁকতে হবে কি?
S | 2a0b:f4c1:2::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৮:০১477018না হবেনা।
S | 2a0b:f4c1:2::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৫৯477017আচ্ছা দুটো ট্রায়াঙ্গলের একটা কোন সমান হলে আর অপোজিট সাইডটাও সমান হলে তো মনে হয় দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গল হবে। এক্ষেত্রে এইসি আর এবিডি।
T | 103.15.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৫৭477016শক্কাল শক্কাল ভোট দিতে যাই।
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৫১477015টাইপো কারেক্ট করলে "টুএক্স বাই বিইসি = টুওয়াই বাই বিডিসি" হবে আর তারপরে ধরে নিচ্ছি বাকিটাও হয়ে যাবে। তবে এটা চলবে না। জ্যামিতির সমাধান চাই, ত্রিকোণমিতি চলবে না :)
S | 2a0b:f4c1:2::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৩৫477014কতগুলো সাইন টাইন দিইনি। নিজগুণে ক্ষমা করে নেবেন।
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৩৪477013ইসি বাই সাইন ইবিসি (টুএক্স) = বিসি বাই সাইন বিডিসি।
তাই কি?
ইসি বাই সাইন ইবিসি = বিসি বাই সাইন বিইসি হবে না?
এনিওয়ে, আতোজ বলেছিল জ্যামিতি। ত্রিকোণমিতি লাগাবেন না।
S | 2a0b:f4c1:2::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৩৩477012আগের পোস্টটা ইগনোর করুন।
ইসি বাই সাইন ইবিসি (টুএক্স) = বিসি বাই সাইন বিইসি।
আবার,
বিডি বাই সাইন ডিসিবি (টুওয়াই) = বিসি বাই সাইন বিডিসি।
তাহলে
বিসি বাই ইসি = টুএক্স বাই বিইসি আর
বিসি বাই বিডি = টুওয়াই বাই বিডিসি।
যেহেতু ইসি = বিডি, অতেব
টুএক্স বাই বিইসি = টুওয়াই বাই বিডিসি
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৩১477011কাল ন্যাড়াবু বলছিল না স্ট্যাণ্ডার্ড পড়ে গেছে? :)
S | 2a0b:f4c1:2::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:৩০477010সিমিলার ট্রায়াঙ্গল নয়। ভুল বলেছি।
ইসি বাই সাইন ইবিসি (টুএক্স) = বিসি বাই সাইন বিডিসি।
আবার,
বিডি বাই সাইন ডিসিবি (টুওয়াই) = বিসি বাই সাইন বিইসি।
তাহলে
বিসি বাই ইসি = টুএক্স বাই বিডিসি আর
বিসি বাই বিডি = টুওয়াই বাই বিইসি।
যেহেতু ইসি = বিডি, অতেব
টুএক্স বাই বিডিসি = টুওয়াই বাই বিইসি।
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:২৪477009
S | 2a0b:f4c1:2::***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:২৩477008BD=CE হওয়ার মানেই তো ওদের উল্টোদিকের ওই কোণগুলো সমান।
অবশ্যই। কিন্তু সেটাই প্রমাণ করতে হবে। কিকরে?
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:২৩477007S, সিমিলার ট্রাঙ্গেল কোথায় পেলেন একটু খোলসা করে বলুন, কোন দুটো ত্রিভুজ সিমিলার?
&/ | 151.14.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৭:১৭477006BD=CE হওয়ার মানেই তো ওদের উল্টোদিকের ওই কোণগুলো সমান। তাই নয়? ওই কোণগুলো সমান হওয়ার মানেই তো AB=AC। নাকি কোথাও কোনো ট্রিক আছে?
S | 2405:8100:8000:5ca1::11a:***:*** | ১০ এপ্রিল ২০২১ ০৬:৫৭477005আমার মনে হয় অনেকভাবেই প্রমাণ করা যায়। আমি নির্ঘাত অনেক ঘুরিয়ে নাক ধরেছি।
ধরা যাক অ্যাঙ্গেল ডিবিসি = অ্যাঙ্গেল ইবিডি = এক্স।
ধরা যাক অ্যাঙ্গেল ইসিবি = অ্যাঙ্গেল ডিসিই = ওয়াই।
তাহলে সিমিলার ট্রায়ঙ্গলের নিয়ম মেনে (একটু স্টেপ জাম্প করলাম)ঃ
টুএক্স/অ্যাঙ্গেল বিইসি = টুওয়াই/অ্যাঙ্গেল বিডিসি
এদিকে
অ্যাঙ্গেল বিইসি = ১৮০ - টুএক্স - ওয়াই
অ্যাঙ্গেল বিডিসি = ১৮০ - টুওয়াই - এক্স
এইগুলো সল্ভ করলে যেটা দাঁড়ায়ঃ
এক্স স্কোয়ার - ওয়াই স্কোয়ার = ১৮০ (এক্স - ওয়াই)
যেহেতু এক্স + ওয়াই কখনই ১৮০ হতে পারেনা, তার মানে এক্স = ওয়াই। মানে টুএক্স = টুওয়াই। মানে এবি = এসি।
Abhyu | 47.39.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৬:০৭477004ABC ত্রিভুজের B আর C কোণের সমদ্বিকণ্ডক হল BD আর CE। যদি BD=CE হয়, দেখাও যে ABC সমদ্বিবাহু ত্রিভুজ।

&/ | 151.14.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৩:৪৬477003এসএম নিক নিয়ে এখানে নিয়মিত লিখতেন এক ভদ্রলোক, ডাক্তার। লেখা টেখা পড়ে সন্দেহ হত তিনি বিজেপিপন্থী। অবশ্য তৃণমূলেরও খুব সুখ্যাত করতেন। তিনি বহুদিন আসেন না। কেউ জানেন তিনি কেমন আছেন?
&/ | 151.14.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০৩:৪৪477002অভ্যু, আছো? একটু জ্যামিতিক ধাঁধা দিও। :-)
এলেবেলে | 202.142.***.*** | ১০ এপ্রিল ২০২১ ০১:৪৫477001এলসিএমের জন্য প্রথমটা। দ্বিতীয়টা ডিসিজনাবের জন্য যাতে ওঁর দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়।
দু | 47.184.***.*** | ০৯ এপ্রিল ২০২১ ২৩:২৩477000আরে সেতারে তো দারুন খুলেছে!!
জুনেই 100 হয়ে যেত। আর দুমাসের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেল।
b | 14.139.***.*** | ০৯ এপ্রিল ২০২১ ২০:১২476998রানির বর মারা গেছেন।
আমি ভাবছি ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করব কি না। এনার যা জব প্রোফাইল, তাতে উপরাষ্ট্রপতি তো রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলা লোক।
https://www.guruchandali.com/comment.php?topic=20797&shareit=true
lcm | ০৯ এপ্রিল ২০২১ ১২:৪৯476996এই গান সেতারে বাজানো যায়