খুবই শকিং ! ভাবতে পারিনি এরকম একটা খবর পাবো
সেকী! দু'বছর আগে দিল্লির বইমেলায় শ্যামলদার সঙ্গে পরিচয় ও কুমুদির সঙ্গে দেখা।
কেমন বিশ্বাস হচ্ছে না।
ভীষণ আকস্মিক।
ম্যাসিভ হার্ট আটাক। আজ কুমুদির বইপ্রকাশ অনুষ্ঠান ছিল। সেখানেই।
শ্যামলদা গুরুর সবাইকে জানিয়ে দিতে বললেন।।
জাস্ট কিছু ভাবতে পারছিনা।
মানে? গত হপ্তাতেই আমার সঙ্গে কথা হল! ভাবতেই পারছিনা!!
মানে? সে কি?
সে কী !!!!!!
সেকী!!!!!!
কুমুদি চলে গেলেন.... হঠাৎ...
একটু আগে খবরটা পেলাম। বিশ্বাস হচ্ছে না....
ফেসবুক/ব্লগ বিপ্লবীদের উদ্দেশ্যে সামান্য তথ্য
https://m.facebook.com/story.php?story_fbid=1274858106243783&id=100011588164521
হটপস://ম।ফেইসবুক.কম/স্টোরি.পঃপঃ?স্টোরি_ফবিদ=১২৭৪৮৫৮১০৬২৪৩৭৮৩
অভ্যু, সুন্দর গান। থ্যাংকিউ।
অরণ্য, আপনার সাথে অনেকদিন পর কথা হলো। ভালো আছেন তো?
@dc আজ দুপুরেই পড়লাম। খুব ডিটেলড রিপোর্ট করেছে। নানা দিক তুলে ধরেছে। ভালো লাগল।
এলের বইয়ের একটা নির্মোহ ব চাই। :))
এলের বই হাতে এসেছে, এলেকে আবারো অভিনন্দন।
অনেক ধন্যবাদ ডিসি। ডাউনলোড করেছি।
ছিলো রুমাল, হল বেড়াল।
রঞ্জনদা, ইপাব আর মোবি হলো পিডিএফ এর মতোই আরেকটা ইবই এর ফর্ম্যাট। কম্পুতে পড়তে চাইলে একটা ইপাব রিডার ইনস্টল করে নিন, যেমন এটাঃ
http://www.epubfilereader.com/
আর কিন্ডলে পড়তে চাইলে মোবি ফাইল ডাউনলোড করতে পারেন, ওটা সরাসরি কিন্ডলে খোলা যায়। নেটে অনেক ইপাব টু মোবি কনভার্টার পাবেন, যেমন এটাঃ
সম্বিৎ
মাইরি বলছি, স্বপ্নেও ভাবি নি, রিটায়ার্ড লাইফ এমন হবে। বেশির ভাগ বই কিন্ডালে কিনি, আর পড়ি। দাম কম, রাখার সমস্যা নেই। মেয়ের সঙ্গে পড়তে হলে হার্ড কপি। অডিও বুক শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। সব জিনিস সবার সয় না।আচ্ছা ইপাবের ব্যাপারটা কেউ বুঝিয়ে দেবেন?
ভাবছি এবার ঈশ্বর বিশ্বাসী হব!!
এদিকে এনডিটিভিতে আমাদের কাস্ট সিস্টেম নিয়ে রিপোর্ট করেছে, পুরোটা পড়ার মতোঃ
আমি আজকাল সফট কপি পড়ে পছন্দ হলে এবং আবার উল্টানোর ইচ্ছে থাকলে তবেই কিনি।
আমি কিনলাম মেয়েকে পড়াবো বলে। শুধু আমি পড়লে তো কবেই ইপাব নামিয়ে নিতাম :-)
ইপাব আর মোবি এখানে আছেঃ
কিন্তু, সবাই কিনছে কেন? তাও dc'র মত মানুষ?
আমিও কিনে ফেললাম, সৌজন্যে সম্বিতবাবু :-) বইটা পড়া হলে এখানে একটা রিভিউ লিখে দেব। যা মনে হচ্ছে, ভারি ইন্টারেস্টিং বই।
কেলো করেছে। বইটা পছন্দ না হলে এত লোকের অভিশাপের ভার বহন করতে হবে। কবুল করে রাখি, আমি অডিবলে শুনেছি। তবে প্রিন্ট বা কিন্ডল কিনেও রাখব ভাবছি।
আলোচনা বড়ই ছোঁয়াচে ...আমি হেন অর্বাচীন ও বইটা অর্ডার করে দিলাম
একে ইংরিজি তায় ইতিহাসের অধ্যপক লিখেছেন , জান কয়লা হয়ে যাবে তবুও চেষ্টা করে দেখি
ন্যাড়াদার বইটার ইপাব অ্যাভেইলেবল দেখলাম।