@:I:
"অলীক কু নাট্যরঙ্গে মজে লোক রাঢ় বঙ্গে .........."
জেতার জন্য নাটক!
সে অনেক দিন আগেই শুরু। নিজের দলেই জেতার নাটক। পাবলিকের সামনে গলায় ফাঁস ইত্যাদি দিয়ে শুরু করলে মহাকাব্য হয়ে যাবে।
বাড়িটা সম্ভাবত রেল বানায়নি। যাগ্গে। কিন্তু ফায়ার ব্রিগেডের লোকেরা তো জানাবেন!
পিটি ৭টা ৮: আর, ২০০৬ নাগাদ জেতার নাটক কবে থেকে শুরু? ২০০৬-এর আগেও তো জিতেছিলো, নাকি?
আর একটি কূট প্রশ্ন: "জেতার নাটক" কথাটির অর্থ কী? ব্যাসবাক্যটি কী?
2011 র জেতার নাটক 2006 থেকে শুরু।
কিন্তু উনি তো ২০১১-র আগেও জিতেছিলেন। তখন পবতে ফেয়ার ভোট হয়েছিলো? নাকি তখন নাটক না করে জিততেন?
পিটির "২০১১ থেকে পবতে ভোট হয় গুজব আর নাটকীয়তাকে আশ্রয় করে।" প্রেক্ষিতে নিছক কৌতূহল।
পিটি স্যার, এই খোকাবাবু যা দেখেছেন সেটা বলতে এতো তোতলাতে /ভাবতে হচ্ছে কেন?
'ভারতীয় রেলওয়ের ইঞ্জিনিয়ারিং স্পেক প্রবাদপ্রতীম, দুনিয়ার অনেক বড় বড় দেশ সেটা যাস্ট কপি করে থাকে'
- এটা জেনে খুবই ভাল লাগল
পুরোনো লিফটে মনে হয় এত কিছু থাকেনা। বিদেশে লিফট দেখেছি যেগুলোতে এত কিছু নেই।
কিন্তু রেগুলেশনে লিফটের কোন ফিচার যদি মাস্ট হয়, বাড়ীর ফায়ার সেফটি অ্যাপ্রুভাল তো দমকলেরই দেওয়ার কথা। এই বাড়িটি কি করে অ্যাপ্রুভাল পেল?
ঐ জন্যেই বলি তাত্বিকতা না করতে। ২০১১ থেকে পবতে ভোট হয় গুজব আর নাটকীয়তাকে আশ্রয় করে।
অতগুলো মানুষ জ্যান্ত পুড়ে মরে গেল, মিডিয়া বোধহয় আধবেলাও তাদের নিয়ে খবর করেনি।
লিফটের ব্যাপারটা কিছুতেই বোঝা যাচ্ছেনা। হতভাগ্য মানুষগুলোর না জানাটা বাদই দিলাম। স্মোক আর ফায়ার অ্যালার্মের কোনও একটা এলেই, লিফটের কার নিয়ারেস্ট ফ্লোরে গিয়ে লক হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল লজিকই তাই। ভারতীয় রেলওয়ের ইঞ্জিনিয়ারিং স্পেক প্রবাদপ্রতীম, দুনিয়ার অনেক বড় বড় দেশ সেটা যাস্ট কপি করে থাকে। সেখানে ইম্প্লিমেনটেশনে এই লেভেলের স্ন্যাগ??
ভিড় ছিল। তারপর কী হইল, জানে শ্যামলাল।
পুলিশ তো এখন নির্বাচন কমিশনের অধীনে, এরকম কিছু চলবে।
উনিই তো পুলিশমন্ত্রী। ওনার সিকিউরিটি ফেল করলে সেটার দায়িত্ব কার?
স্ট্র্যান্ড রোডের আগুনটাও দেখুন। লোকগুলো আগুনের মধ্যে লিফট করে উঠল। তার মানে হয় প্রপার ট্রেনিং নেই, নইলে উপরওয়ালা ভয় দেখিয়ে বাধ্য করেছিল। যেটাই হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর।
একটা সরকার তার ফেলিওর নিয়ে চিৎকার করে যাচ্ছে, আর মিডিয়া কিছু বলছে না! সত্য সেলুকাস ইত্যাদি।
শাহী ফেকু!!
Breaking:
In Oct, Home Minister @AmitShah gave an interview to CNN News18 where he claimed "there are bomb-making factories in every district of West Bengal". So, I filed a 4-point RTI seeking the source of Home Minister's comments.
And this is where it gets shocking.
https://twitter.com/SaketGokhale/status/1369126436825571329
https://www.siasat.com/amit-shahs-bomb-factories-in-west-bengal-claim-a-lierti-response-says-so-2106503/
https://www.thenationwide.in/news/national/did-union-home-minister-amit-shah-lie-on-national-media-rti-reply-from-mha-seems-to-indicate-so
কি গাড়ি? ন্যানো না তো?
পায়ের উপর দরজা বন্ধ হয়ে গেছে। গাড়ি কম্পানির ষড়যন্ত্র।
তাঁকে ধাক্কা মারা হয়েছে। চক্ৰান্ত। পুলিশ ছিল না।
দিদি ঝুলি থেকে পুরনো স্ট্রাটেজি বার করেছেন
এলসিএমদা, সে তো জানি। মুশকিল হলো, দুয়েকটা টিভি শুধু ডলবি এটমস সাপোর্ট করে, তাদেরও আবার hdmi 2.1 সাপোর্ট এর জন্য ফার্মওয়্যার আপগ্রেডের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে এভি রিসিভার বেশীর ভাগেরই ইআর্ক সাপোর্ট আছে, কিন্তু আমার প্রথম পছন্দ ছিলো সাউন্ডবার, নাহলে প্রচুর তার টানতে হবে। কিন্তু সাউন্ডবারের মধ্যে বসু পরিবারের ডিভাইসগুলো আবার 2.1 সাপোর্ট করে না। আর রিসিভার কিনলে কি স্পিকার সেট কিনবো তারও ঠিক নেই। ক্লিপশ মিডিয়ার স্পিকার সেট সবকটা পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ঘেঁটে ঘন্ট।
সাবউফার + রিসিভার + স্পিকার
তিনটে জিনিস আলাদা আলাদা ব্র্যান্ডের কেনা যেতে পারে
একটা হোম থিয়েটার কেনার চেষ্টা করছি, কিন্তু এমন কনফিউশান যে কোন অপশানই ঠিকমতো হচ্ছে না। ডলবি অ্যাটমস নিয়ে দেখছি সবাই কনফিউসড।
১০ মার্চ ২০২১ ০৯:৪৬
বিজেপির মহত্ত্ব এটাই যে কত মানুষের কেরিয়ার তৈরী করে দিচ্ছে তারা; তথাকথিত সাংবাদিক, বয়স্ক অভিনেতা, উচ্চাভিলাষী জনপ্রতিনিধি, আইটি সেলের ইন্টারনেট লিটারেট । তদুপরি পয়লা এপ্রিল থেকে ইলেক্টোরাল বণ্ড কেনা চালু হবে, ভোটের আগের আর পরের অবস্থা ম্যানেজ করার ও আরো কিছু কেরিয়ারের সুবন্দোবস্ত হবে।
আরামবাগ টিভির একটা বিজেপি ঝোঁক আছে। ওই সন্ময়ের মত কেস। সন্ময় আগেও একটু বিজেপি ঘেঁষা ছিল। তারপর একদিন পিসীর পুলিশ রাতে তুলে নিয়ে গিয়ে গুহ্যদ্বারে রুল ঢোকানোর পর পুরোপুরি বিজেপি হয়ে যায়। আরামবাগ টিভিও ওই রকম কিছু একটা হয়েছিল শুনেছি।
আরিত্তারা, বিজেপিএমের নতুন চ্যানেল হয়েছে?
কি একটা হামবাগ টিভির লিংক পড়ে আজকাল এই সাইটে। লোগোটা তো স্টার আনন্দ ধাঁচের, নকল করা, বক্তব্যও ভাজপা লাইনের মনে হয়। চ্যানেলটা ভোটের আগে উঠছে, কেমন কী অনুমান করাই যায়। কিন্তু সেই দিয়েই প্রচার চলছে এখানে। খুব ভাল ব্যাপার।
বারো বছর পর! আবার। সেই খাল, কুমীর, হলদি নদীর কাহিনি। ফেসবুকে তো গ্রুপে গ্রুপে ছড়াচ্ছে।
আগুন লাগলে লিফটে না ওঠা এত বেসিক ব্যাপার , তা সত্বেও কেন যে ওরা লিফট ব্যবহার করতে গেলেন