প্যান একেবারে ১০০% ইন্ডিয়ান হতে হবে কিন্তু। ডব্লু সি চলবে না।
আধার প্যান থাকলে একেবারে চাপ মুক্ত। আর কিছু লাগবে না।
ভেগান টেররিস্ট আবার কে? এই shaman লোকটি, জেক আঞ্জেলি? এ ভেগান হবে কি করে, কিসের একটা চামড়া পরে ঘুরে বেড়াচ্ছিল যে।
খেটো ধুতি আর একটা উড়নি।
এই ঠান্ডায় চড়কায় কাটা ধুতি পড়ে থাকতে পারবে?
কয়েকদিন ছাগলের দুধ খাওয়ানো হোক। গান্ধী তো ছাগলের দুধ খেতেন।
এই ভিগান টেররিস্ট নিজেকে গান্ধী, ডঃ কিং, এবং জিসাসের সঙ্গে তুলনা করেছে।
এদিকে খবরে পড়ছি যে কোভ্যাক্সিন প্রাইভেট মার্কেটে আসবে, হাজার টাকা দাম। তবে কবে আসবে সে নিয়ে এখনও কিছু বলছে না। আমি এমনিতে সরকারকে বিশ্বাস করি না, কাজেই প্রাইভেটে আসা অবধি অপেক্ষা করবো। তাছাড়া ভ্যাক্সিন নিতে হলে অক্সফোর্ডেরটা নেবো, অন্যটা নেবোনা। সবথেকে ভালো হয় ফাইজারের আর মডার্নার ভ্যাক্সিন প্রাইভেটলি রিলিজ করলে, কারন ওদের এফিকেসি নাকি অক্সফোর্ডের থেকে বেশী।
আধার আর প্যান থাকলে তো হয়ে যাবার কথা। আজকাল বেশীর ভাগ অনলাইনে হয়, অসুবিধে হওয়ার কথা না।
শুধু আধার কার্ড প্যান কার্ড থাকলেই হয়ে যাবে ? কলকাতায় নতুন মুভ করছে এখনো এড্রেস প্রুফ সেরম কিছু নেই
অমিত এটা শুনেছি বেশ সোজা। তুমি যে নতুন সার্ভিস প্রোভাইডার এর কাহ থেকে সর্ভিস নেবে তারাই সব করে দেবে। আগে ১ উইক মতো সময় লাগতো। এখন জানি না
আচ্ছা একটা কোশ্নো আছে। ইন্ডিয়াতে সেম মোবাইল নম্বর একটা সার্ভিস প্রোভাইডার থেকে অন্য সার্ভিস প্রোভাইডার এর কাছে পোর্ট করা যায় ? কলকাতায় এর মোটামুটি বেসিক প্রসেস টা কেও জানেন ? একটু পার্সোনাল দরকার।
সত্যি ওরা ৯৫ বছর ধরে কাজ করছে?
বর না ধনখর?
"The public defender told Judge Deborah Fine in court Monday that Chansley was on an extremely restrictive diet, perhaps for religious reasons, and had not eaten since he was taken into custody.
Judge Fine responded that information was “deeply concerning” and ordered Chansley’s public defender to work with the U.S. Marshal's Office on the dietary concerns.
"We will abide by the judge's order," David Gonzales, U.S. Marshal for the District of Arizona, told ABC15 Monday evening. Gonzales added that Chansley will be provided food in line with a shaman's strict organic diet."
দেখুন,
তিনি যা চেয়েছেন, তাই পাবেন।
ভবানী পাঠকের প্রেসক্রাইব করা খাবার দিলেই হয়। ভাত, সৈন্ধব লবণ, কাঁচকলাসেদ্ধ।এখানে অবশ্য রোস্টেড এগপ্ল্যান্ট মানে বেগুনপোড়াও দিতে পারে।
সেই ভাইকিং হেলমেট আর অ্যানিমাল স্কিন পরা লোকটি, যে সেনেট পোডিয়ামে উঠে পোজ দিয়েছিল, তাকে এফবিআই অ্যারেস্ট করে জেলে পুরেছে। সে নাকি দুদিন ধরে অনশন করছে, অর্গানিক খাবার না পেলে খাবে না। ট্যাক্স পেয়ার হিসেবে আনন্দিত হব না রেগে যাব বুঝতে পারছি না।
@আকাদা,
রিপাব্লিকান ভোটারদের তিন-চতুর্থাংশের বেশি মনে করে ইলেকশান ফ্রড হয়েছে, নইলে ট্রাম্প জিততো। ফক্সের নিউজ সেগমেন্টের থেকেও ওপিনিয়নের উপর বেশি ভরসা করে। ক্যাপিটল অ্যাটাকের পর প্রায় আদ্ধেক রিপাব্লিকান সেই কাজ সমর্থন করেছে। একটা বড় অংশ লোক অ্যান্টিফাকে দোষ দিয়েছে, নইলে বিএলেমের সঙ্গে তুলনা করেছে, বা টুইটার ব্যান নিয়ে বেশি ব্যস্ত।
আমিও ভাবতাম যে রিপাব্লিকান পার্টি নিশ্চই মোনোলিথিক নয়। সেই ভুল ক্রমশ ভাঙছে। কারণ দেয়ার ইজ নো রিপাব্লিকান পার্টি এনিমোর। ওটা এখন ট্রাম্প পার্টি। আইদার ইউ আর আ ট্রাম্পার অর দেয়ার ইজ নো প্লেস ফর ইউ। ট্রাম্পকে তার সব কাজে সাপোর্ট না করলেই তাদেরকে রাইনো (রিপাব্লিকান্স ইন নেম ওনলি) বলে ডাকা হয়। মানে পার্টির এখন একটাই পলিসি-অ্যাজেন্ডাঃ ট্রাম্প। ট্রাম্প হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব ইন ডেস্ট্রয়িং দ্য পার্টি। কেন পারলো ট্রাম্প? কারণ বহু বছর ধরে সেই পরিস্থিতি তৈরী করা হয়েছে রিপাব্লিকান পার্টির মধ্যে। ট্রাম্প এসে সুযোগ নিয়েছে।
কি ভয়ঙ্কর তাণ্ডবনৃত্য!
@aka বাংলা ভিডিওটির ডেস্ক্রিপশনেই আসল ভিডিওর লিংক দেেওয়া আছে । এমনিতে ইউ টিউবে বস্টন ডায়নামিক্স রোবট দানস বলে সার্চ করলেই পাওয়া যাবে। ওদের অফিসিয়াল yt পেজে আছে।
এর ক্যাপশন হবে " বর নয় , বর্বর।"
বোঝো। বরের কি অবস্তা।
ওবামা সত্যিই একজন প্রকৃত লীডার। অথচ এঁদের দীর্ঘ শাসনের পরেও যখনই সুযোগ পেল তখনই মাথাচাড়া দিল রেসিজম। কৃষ্ণাঙ্গ লোকটিকে রাস্তার উপরে ফেলে খুন করল পুলিশ। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বহু অশ্বেতাঙ্গকে হেনস্থা করল। এক কৃষ্ণাঙ্গ ভদ্রমহিলাকে ড্রাগপাচারকারী সন্দেহে জাস্ট গুলি চালিয়ে মেরে ফেলল। এগুলো তো হিমশৈলের চূড়া। ভেতরে ভেতরে আরও যে কী হচ্ছে উপরওয়ালা মালুম।
উপায় নেই থেমে থাকার, এমনকি অবস্থা ভালো হয়ে গেলেও কন্স্ট্যান্টলি প্রস্তুত থাকতে হয়, কাজ চালিয়ে যেতে হয়। যেকোনো মুহূর্তে অবস্থা বিপজ্জনক দিকে মোড় নিতে পারে।
@&\,
History will rightly remember today’s violence at the Capitol, incited by a sitting president who has continued to baselessly lie about the outcome of a lawful election, as a moment of great dishonor and shame for our nation. But we’d be kidding ourselves if we treated it as a total surprise.
https://barackobama.medium.com/my-statement-on-todays-violence-at-the-capitol-fffd7e448d4c
আচ্ছা, ওবামা কোথায়? তিনি কী বলছেন? ওঁর নতুন বইটা, 'প্রমিসড ল্যান্ড' (তাই তো?), সেটাতেই বা কী লিখেছেন?
"When Trump has espoused his most vile racism—from telling four nonwhite members of Congress to “go back and help fix the totally broken and crime infested places from which they came” to describing Baltimore as a “disgusting rat and rodent infested mess” where “no human being would want to live”—Republicans have claimed to be unaware of the comments or played down their significance. Not only has this provided Trump the latitude to escalate his verbal assaults, but it has also allowed the right-wing fringe to see its ideas entertained and ultimately accepted by the Party that controls two-thirds of the U.S. government."
বড়েস ট্রাম্প কি চায় সেটা জানা বা বোঝা যায় এবং আরও যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই ৭৪ মিলিয়ন কি ভাবছে? সেটা কি মোনোলিথিক ? মনে হয় না।
সেদিন মেহদি হাসানও এরকম একজন প্রাক্তন নিও নাজিকে ইন্টারভিউ নিলো। সে লোকটি বললো যে ৮০ এবং ৯০এর দশকে অ্যাক্টিভলি প্রচুর এক্সট্রিম রাইট উইঙ্গ লোকজনকে পুলিশে ঢোকানো হয়েছে। ফলে পুলিশের কাছ থেকে যে আচরণ দেখা যাচ্ছে, সেটা হতেই পারে। এদের কথা শুনলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, আমরা যতই কভার আপের চেষ্টা করিনা কেন।
আমি আবারও বলছি মেক আমেরিকার গ্রেট এগেইনের আসল মানে হল আনডুইং দ্য সিভিল রাইটস অ্যাক্ট।
ট্রেভর নোয়া জানি, যার ইন্টারভিউ নিল তার কথা বলছি। এক্স কেকেকে, দশ বছর বয়সে হোয়াইট সুপ্রিমেসিস্ট ওয়েবসাইট তৈরী করেছে, এখন উল্টোদিকে। একটা বইও আছে এর সম্বন্ধে। কবে মনে পড়ছে না, কিন্তু এনপিআর কভার করেছিল।