ল সা গু কে ধন্যবাদ। এতে বিস্তর কিছু পরিষ্কার হচ্ছে।
ড্রামা দেখে দেখে এমন হয়েছে, এখন ড্রামা না হলে উথড্রয়াল হচ্ছে।
অতি উত্তম।
https://www.guruchandali.com/comment.php?topic=9971&page=1
https://www.guruchandali.com/comment.php?topic=9955&page=1
https://www.guruchandali.com/comment.php?topic=9753&page=1
https://www.guruchandali.com/comment.php?topic=10074&page=1
...
...
>>>>
অনেক গুরুতর বিষয়ে আপনারা ব্যস্ত আছেন, তবুও জিগিয়ে যাই, যদি আপনাদের দয়া হয়।
ভারতীয় মার্গ সঙ্গীত নিয়ে এক বা একাধিক টই ছিল। সে সব কিভাবে পাওয়া যায়? স্পেসিফিকালি সেই টই এর কথা বলছি যেখানে টেকনিকাল ডিটেল, সাঙ্গীতিক কাঠামো বোঝান হচ্ছিল। কোথাও বোধহয় ওয়েস্টার্ন মিউজিকাল স্ট্রাকচারের সাথে তুলনামুলক আলোচনাও ছিল। ঠুমরি, ধুন - এসব কিভাবে ক্ল্যাসিকাল স্ট্রাকচারে ফিট হয়েছে, সে জানতেও আগ্রহী।
তাছাড়া, এ বিষয়ে সহজপাচ্য অথেন্টিক বইএর সন্ধান পেলেও উপকৃত হই। কুদরত রঙ্গ্বিরঙ্গী বিভিন্ন ঘরানাগুলোর চমত্কার হ্যান্ডি রেফারেন্স দিয়েছে।
এসব আপনাদের কাছে না চাইলে আর কার কাছেই বা চাই!
নিউ ইয়র্ক টাইমসের যে লিংকটা দিয়েছিলাম সেটা থেকে কোট করি
That dream ran into reality in this election, in which the results confirmed what was evident from conversations with hundreds of Latino voters in dozens of settings from the early days of the Democratic primary until the long ballot-counting hours in Arizona over the last week: The Latino vote is deeply divided, and running as not-Trump was always going to be insufficient.
aka লিখুন। তার পরে আমি লিখব সময় করে কেন বার্ণি হারলেন। একটা কথা বলে যাই, বার্ণির যেটা স্ট্রেংথ, মানে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট, সেটাই আবার বিগেস্ট উইকনেস। সারাদিন রাত এস্ট্যাব্লিশমেন্টকে তুলোধনা করে আর তারপর আবার ভোটের সময় সেই এস্ট্যালিশমেন্টের সাপোর্ট চাইলে এস্ট্যাব্লিশমেন্ট কি করবে বলে মনে হয়?
আর টেক্সাসে বাইডেনের ভোট কেন কমল সেটা ar কিছুটা লিখেছেন। ভোট মূলত কমেছে রিও গ্রান্ড ভ্যালিতে, সিটিতে নয়। আমি বার্নি ক্যাম্পেনের চাক রোচার কথা শুনেছি। আমার মনে হয় হিস্প্যানিক আউটরিচের ব্যাপারে ওনার থেকে রিলায়েবল ভয়েস আর কেউ নেই। সোশাল কনজার্ভেটিভ এসব তো আছেই কিন্তু এবার প্যান্ডেমিক একটা বড় কারণ। বাইডেন ক্যাম্পেন ওয়াস রান ফ্রম এ বেসমেন্ট। ল্যাটিনো, হিস্পানিক ভোটারদের জন্যে ডোর টু ডোর নকিং খুব এফেক্টিভ। ট্রাম্প ক্যাম্পেন টেক্সাসে এটার সুযোগ পুরোপুরি নিয়েছে। আর একটা জিনিস - ট্রাম্পের সাইন করা ছশো ডলারের চেক। হিউজ এফেক্ট হয়েছে। BLM মুভমন্টও বাইডেনের এগেন্স্টে গেছে।
অভ্যু বোধ হয় ছোটোবেলায় গুংগা বলে কাঁদতো।
তাতে অসুবিধে কী? ইনকাম জানতে চাইলেই আমি সব সময় হায়েস্ট পসিবল গ্রুপটায় ক্লিক করি :)
প্রডিজি শুনে অভ্যুর এক্সপ্রেশন
প্রথম ৫টা পারি নি
তাও শেষে ১০ pelam
শেষে যে ইনকাম লেভেল জানতে চাইলো
ওটাই আসল সার্ভে
হে হে আজই অফিসের শেষ সিজন দেখে উঠলাম। স্টিভ কারেলও অডিশন দিতে হয়েছিল?
ছবিতে ১৬২০।
বাপরে অভ্যু তো প্রডিজি।
দেখুন আমিও জানি না ঠিক কি কারণে বার্ণি খুড়ো হারল এইবারে। গতবারেরটা জানা আছে। মানে এবারেরটাও জানা আছে, কিন্তু অ্যানালিসিস সঠিক কিনা জানি না। এও জানি না এর সঠিক বেঠিক হয় কিনা।
ব্যপারটা এমন হল সাউথ ক্যারোলিনায় লোকাল ইনফ্লুয়েন্শিয়াল লিডার ব্ল্যাক এবং অন্যান্যদের বাইডেনের পক্ষে দাঁড়াতে বলে। এরপরে সুপার টিউসডে তে বার্ণি খুব খারাপ করে। তারপর বাইডেন মোমেন্টাম পায়। এরমধ্যে ওবামা ক্লবুচার, বুটাজিজ ইত্যাদিদের সাথে কথা বলে, ইভেনচুয়ালি বার্ণির সাথেও কথা বলে। এ হল ঘটনাবলী।
বাকিটা পরে লিখছি।
যাদের গুচ্ছ ট্রেনিং নিতে হয়, যেগুলোর সব কমন সেন্সের ব্যাপার, আর ট্রেনিং নিয়েছ সেটা বোঝানোর জন্যে টেস্ট দিতে হয়, তাদের দেখে শিখুন। ট্রেনিং না নিয়ে টেস্ট দিন :)
https://www.nytimes.com/2020/11/09/us/politics/democrats-latino-voters.html
একদমই তাই। মিক্সড রেস টিকিটের নেগটিভ দিক। ৯০+% হিস্প্যানিক/ লাতিনো, যারা নিজেদের সাদা বলে মনে করছে, তাদের পক্ষে কালো অ-হিস্প্যানিক মিক্সড রেসের টিকিটে ভোট দেওয়া বেশ চাপের। বাকী কারণগুলো হগওয়াশ। এ ছাড়া স্থানীয় গীর্জার প্রভাব তো আছেই।
কোচিং চাইলে দিতে পারি :-) তবে বেশ কয়েকটা তো সোজাই মনে হলো, চারপাশে যে মুখগুলো দেখি সেগুলোই মনে করছিলাম। আর এক চান্সে ক্লিক করতে হবে। বেশী ভাবতে গেলেই ভুল হবে।
ডিসি কি কোচিং খুলবে?
14/20
বি এর লিংকে ক্লিক করে গোটা দুয়েক টেস্ট নিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়ে ভয়ে বন্ধ করে দিলাম। ইসে মারি সাইকলজির। :)
প্রেম অত সোজা না। শুনুন কবি কী বলেছেন। বলেছেন,
"যখন থাকে না কোনো ভূত ভবিষ্যৎ,
থাকে না কোনো শেম
তখনই হয় প্রেম।"
:-)
বলেন কি মশায়।
আজ বুঝতে পারলাম কেন প্রেমগুলো হয় নি। একটা ফেসিয়াল এক্সপ্রেশনে লাভ দেখে ক্লিক করলাম, বলছে ওটা নাকি ডিসগাস্ট।
12 পেলাম
কি ভয়ঙ্কর খারাপ করলাম মাইরি। সাইকোলজির ইয়ে মারি।
আকাদা, লসাগুদাঃ
ইউগভের পোল বলছে যে ৪৫% রিপাব্লিকান কালকের ঘটনা সমর্থন করছে।
কি অবস্থা। হোয়াইট হাউসের কাউনসেল হোয়াইট হাউসের স্টাফদেরই বলছে ট্রাম্পের সঙ্গে কথা না বলতে। যাতে তারাও ট্রিজনে জড়িয়ে না পরে। কোথায় লাগে মিরাক্কেল।
এথনিসিটি আর রেসের পার্থক্যটা আমিও আগে বলেছিলাম। কিন্তু এই ইলেকশানে হঠাত তারা অনেকদিন পর রিপাব্লিকান কেন হয়ে গেলো, সেটাই ভাবছিলাম। এমনিতে অপুর্চুনিটি, ইন্ডিভিজুয়াল ফ্রীডম, সাকসেস, এন্টারপ্রেনিউরশীপ এইসব হাবিজাবি কারণ দেখিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কারণ কিছুটা অন্য। এমনিতে গান, ক্রিসমাস, অ্যাবর্শান ইস্যুতে এরা কনজারভেটিভ, কিন্তু তাসত্ত্বেও ক্যাথলিক, মডারেট বাইডেনকে ভোট না দেওয়ার কারণ দেখিনা।
একটা কথা হল সাউথ এবং বিশেষ করে সাউথ ওয়েস্ট টেক্সাসে এরা নিজেদের বোধয় আর মাইনরিটি হিসাবে ফীল করেনা। আর এবারের টিকিটেও একজন হিস্পানিক নেই দেখে হয়ত হতাশ হয়েছে।