kc | 188.7.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ১৪:৩৭467625লসাগুদা, আমাদের ছোট বেলায় এরকম খেলনা হত, একটু ছোট আকারের। বাড়িতে তালতরঙ্গ বলত।
kc | 188.7.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ১৪:৩১467624একদম পুরো ওভারডোজ।
লকডাউনের সময় মাহিরির একটা ফেবু লাইকের লিঙ্ক রাখলাম, শুনো,
https://www.facebook.com/TheBengalOfficial/videos/563341617648794/
lcm | ১২ ডিসেম্বর ২০২০ ১৪:৩০467623আচ্ছা তোমরা এই যন্ত্রটা দেখেছ - বাঁশের বাখারি দিয়ে তৈরি বাদ্যযন্ত্র - তবলাবাদক ব্রজেন বিশ্বাস যিনি শচীনদেবের সঙ্গে বাজাতেন তিনি এই একটা ডেমো দিয়েছেন এই ভিডিও-তে, শচীনদেব বর্মন এর নাম দিয়েছিলেন - ব্রজতরঙ্গ
৫০ সেকেন্ড থেকে
সম্বিৎ | ১২ ডিসেম্বর ২০২০ ১৪:২৪467622টনি মানে দেবজ্যোতি?
পুরো পরিবারটায় ট্যালেন্ট আর অরিজিনাল থিংকিঙের ওভারডোজ হয়ে গেছে।
kc | 188.7.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ১৪:১৬467621জয়ন্ত বোস অন্য লেভেল, বড় বড় লোকেরাও ওনার নাম শুনলে কানে হাত দেন। ছোট ভাই টনি বোস আরেক জিনিস, মূলত আমজাদ আলি খানের বাজে বাজান। কিন্তু ভান্ডারে কত রকমের যে অপ্রচলিত সুর আর তালের সংগ্রহ... কসবার কাছে একটা গ্যারেজে মাসে দুবার করে বাজানো শুরু করেছিলেন, যে কেউ যেতে পারে, টিকিট ফিকিট নাই, গিন্নি যেত শুনতে, তারপর কোভিড শুরু হয়ে গেল।
সম্বিৎ | ১২ ডিসেম্বর ২০২০ ১৪:০০467620মেয়েও তো মাল্টি-ফ্যাসেটেড। গান ছেড়ে দিলেও ফিল্ম-মেকার, স্ক্রিপ্ট লেখেন, সাইকোলজির প্রফেসর সায়েন্স কলেজে।
তবে জয়ন্ত বোস অন্য লেভেল মাইরি। মানে জ্ঞান ঘোষ, কবীর সুমন ধরণের লগনচাঁদাদের মধ্যেও লগনচাঁদা।
lcm | ১২ ডিসেম্বর ২০২০ ১৩:৪৮467619জয়ন্ত বোস একবার জ্ঞানপ্রকাশ ঘোষ এর কাছে গেছিলেন, খেয়াল ও অন্যান্য কাজ শোনানোর পর পায়ে হাত দিয়ে প্রণাম করার সময় জ্ঞানবাবু জয়ন্তর হাতদুটো ধরে নিজের মাথায় রেখে বলেছিলেন - জয়ন্ত তুমি আমায় আশীর্বাদ করো
kc | 188.7.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ১৩:৪৬467618পুরো পাগল লেভেলের ট্যালেন্ট। এরকম ট্যালেন্ট গল্পেই হয়। মেয়েকেও বেশ ভালোই তৈরী করেছেন।
সম্বিৎ | ১২ ডিসেম্বর ২০২০ ১৩:১৬467617উফ, জয়ন্ত বোস কী অসামান্য ট্যালেন্টেড লোক মাইরি!
lcm | ১২ ডিসেম্বর ২০২০ ১৩:০৫467616অরিন,
না, এটা জানতাম না। দেখলাম, কিন্তু এ তো পেইড সার্ভিস - হোস্টিং এর একটা খরচ, প্লাস মিনিট প্রতি স্ট্রিমিং এর খরচ। নিজেদের নেটফ্লিক্স টাইপের সার্ভিস বানাতে চাইলে এটা মনে হয় গুড ফিট।
@lcm, এইটা ব্যবহার করে দেখেছেন?
S | 2405:8100:8000:5ca1::788:***:*** | ১২ ডিসেম্বর ২০২০ ১১:৫২467614টেক্সাস তাহলে ডেম হবে এবারে?
lcm | ১২ ডিসেম্বর ২০২০ ১১:৪৫467613ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যাচ্ছে টেক কোম্পানি - টেক্সাস / অন্য রাজ্যে -- হিউলেট-প্যাকার্ড (HP), টেসলা (Tesla), ওর্যাকল (Oracle)
S | 2405:8100:8000:5ca1::1ae:***:*** | ১২ ডিসেম্বর ২০২০ ১১:৪২467612বাঁশ + বাস = বাশ। ঠিকই আছে।
&/ | 151.14.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ১১:৩১467611বানানের ফের যে কী সাংঘাতিক। একজায়গায় একজন লিখেছেন 'হৃদয়ের গভীরে প্রেমের বাশ।" কী অবস্থা!!!! সেই "আমি তোমাকে ভালোবাশি। হাড়িয়ে যেও না" র মতন কেস। :-)
&/ | 151.14.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৯:৪৩467610এঁদের ধৈর্য্যকে কুর্নিশ। বাপরে বাপরে বাপ।
S | 2405:8100:8000:5ca1::574:***:*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৯:১৬467609সুপ্রীম কোর্ট আজকে টেক্সাস+ আরো কত ২০টা না কতগুলো রাজ্য + ১০৬ জন রিপাব্লিকান হাউস মেম্বার + টেড ক্রুজ ইত্যাদিদের কেস ডিনাই করেছে। দুই প্যারাগ্রাফে ডিসিশান জানিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এদের কারোরই আসলে কোনও উত্সাহ নেই। কিন্তু ট্রাম্প আর ট্রাম্পভক্তদের গুডবুকে থাকার জন্য এইসব কান্ড করেই চলেছে।
lcm | ১২ ডিসেম্বর ২০২০ ০৮:৫৫467608কিন্তু কেসি যে জাকির হুসেনের ইন্টারভিউর কথা বলল সেটা জানি না তো, দেখতে হবে।
আকা কি রাহুল চ্যাটার্জি শুনেছ, যদি না শুনে থাকো, তাহলে,
aka | 143.59.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৮:২৯467607লসাগুদা, রহমানের সবথেকে ভালো কম্পোজিশন মনে হয় - ইয়ে হসিন ওয়াদিয়া। সেতারটা ব্যপক লাগল।
S | 2405:8100:8000:5ca1::693:***:*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৮:২৮467606জেন্ক অ্যান্ড আর্মি, স্যাম সেডার, ব্রায়ান টেলার কোহেন, সেকুলার টক, বো, প্যাকম্যান, এজরা এরা সবাই নিজের নিজের পদ্ধতিতে কাজ করে চলেছে। সবার বিভিন্ন স্টাইল। এটা প্রয়োজন, কারণ যার যাতে মজে মন। আমি আপাতত জেন্ক, ড্যামেজ রিপোর্ট, ব্রায়ান, আর বোকে শুনি মাঝে মধ্যে। রিসেন্টলি ব্রায়ান একটা ডিবেটে টোমিকে ধুয়ে দিয়েছে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৭:২৯467605থ্যাঙ্কইউ, আমি এই মাঝে র স্টোর টা না করে এরকম কিছু কল করেছো কিনা জানতে চাইছিলাম:-))
lcm | ১২ ডিসেম্বর ২০২০ ০৭:১০467604বোধি,
সেদিন তোমার ভিডিও শেয়ারিং সংক্রান্ত প্রশ্নটির উত্তরে কিছু লিখব ভেবে ভুলে গেছি অথবা কিছু হয়ত লিখেছিলাম মনে পড়ছে না। যাই হোক, এ নিয়ে অরিন একটা পোস্ট করেছিলেন এবং সেটি ঠিক।
আসলে, ফটো শেয়ারিং/হোস্টিং এর ওয়েব সাইট এবং এপিআই, এই যেমন imgur এখানে ব্যবহার হচ্ছে, সেরকম ভিডিও ফাইল শেয়ারিং পাওয়া মুশকিল। এখন মুশকিল বলতে ভিডিও ফাইল শেয়ার করা যাবে, কিন্তু ইউজারকে ভিডিও ফাইল ডাউনলোড করে নিজের মেশিনে চালিয়ে ভিডিও দেখতে হবে।
সহজতম উপায় হল, ইউটিউব বা ভেমিও বা ক্যালটুরা টাইপের সাইটে ভিডিও আপলোড করে, তার লিংক শেয়ার করা।
তোমার যে কেসটা ছিল সেটা খুব কমন, যে একটা ভিডিও ধরো WhatsApp-এ পেয়েছি, সেটা কীভাবে শেয়ার করব। প্রথম কাজ হল ভিডিওটাকে WhatsApp-এর বাইরে নিয়ে আসা, তার জন্যে সহজ উপায় হল যেমন অরিন বলেছেন, WhatsApp-এর ইমেজ বা ভিডিও সাধারণত ফোনের ইমেজ ফোল্ডারে যায়, সেখান থেকে ইউটিউবে আপলোড করো, তারপর সেই লিংক গুরুতে পোস্ট করো। একটা গুগল অ্যাকাউন্ট চাই ইউটিউবে আপলোড করার জন্য, আর ভিডিও ফাইলের ফরম্যাটের ওপর নির্ভর করবে ইউটিউব সেই ভিডিও আপলোড করতে পারবে কি না। তো, আপাতত এই হচ্ছে উপায়।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a48:6489:bbcc:f8f5:641e:***:*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৬:৪৯467603*** জেঙ্ক উগুইরদের ইয়াং টার্ক আগে দেখতাম
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a48:6489:bbcc:f8f5:641e:***:*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৬:৪৮467602স্যাম সেডার এর মেজরিটি রিপোর্ট আমার ভালো ই লাগে, মানে আগে আমি ইয়াং পাথরটি দেখতাম, তবে ওদের একটু ওভার ধর্ম টপ লাগে, তো স্যামসেডখর এর এই লেইগা ব্যাক বিষয়টা আমার মজাই লাগত। তবে এই চ্যানেল গুলো চলে কি করে জানিনা। ৯ লক্ষ সাবস্ক্রাইবার , সেটা খুব বেশি না। বিজ্ঞাপন নাই, ইউটিউব শুধু প্লাটফর্ম ব্যবহার করার পয়হা যা দেয় তাতে নিউ ইয়র্কে সংসার চলে?
ভয়ৎকর এরা আর লেগে আছে বহুদিন ধরে। অনাবাসী দেশপ্রেমিক দের মদতে র অভাব নেই।
@`Sudeshna Sen`:
"Following a preliminary investigation published in 2019, the EU DisinfoLab uncovered a massive operation targeting international institutions and serving Indian interests. “Indian Chronicles” – the name we gave to this operation – resurrected dead media, dead think-tanks and NGOs. It even resurrected dead people. This network is active in Brussels and Geneva in producing and amplifying content to undermine – primarily – Pakistan."
S | 51.79.***.*** | ১২ ডিসেম্বর ২০২০ ০১:৫৪467598কেউ নেটফ্লিক্সে ম্যানহান্ট দেখালো? রেক থাকলো।
কাদরী গোপীনাথ স্যাক্স:
এটা থাক, ভদ্রলোক (কাদরী গোপীনাথ) গত বছর চলে গেলেন,