ভাই হোহো, সাধের সোমনাথ বা ওমনাথকে যেদিন চিনিবে, সেদিন বাকতাল্লা মারিও। তদ্দিন নিজের তেল যথাস্থানে সাবধানে রাখিও। বেফাঁস জায়গায় ঢুকিয়া গেলে কষ্ট পাইবে।
ইতি,
শুভানুধ্যায়ী
হ্যা হ্যা এনাদের সাধের সমনাথ না অমনাথ যখন ফলস ছবি রিপর্টেড হবার কথা বলে তখন এনারা ঝোপের চারপাশে লাঠি মেরে বেড়ায়। তকন দোষ দিতে হয় নতুন নিককে। চেনা তেলমারাকে বাচাতে হবে ত।
বেশ করেছে অল্ট নিউজ হাইলাইট করেছে। ভুল ছবি ইন্ডিভিজুয়াল উজাররাই সর্বত্র দিয়ে বেড়ায় অল্ট নিউজ খুযে বের করে কৌন সা চুতিয়া বৈঠকে য়ে গলদ ফোটু লাগায়া।
নিননিছা দের কাছে তো আর কিছু আশা করা যায় না।
নিত্যনতুননিকছাগল (নিননিছা) রা দুদিন পর পর অ্যাকিউজেশন এমন ভাবে করেছিলেন, যেন, গুরুচন্ডালির ক্ষতি সাধনের ডেলিবারেট প্রচেষ্টা করছি আমি। অথচ অল্টনিউজ এ দেখা যাচ্ছিল অন্য নিয়মিত প্রবন্ধকার এর নাম এবং অল্ট নিউজ এর পক্ষ থেকে কিছু তথ্য প্রমাদ ও ছিল। তো কোর্স কারেকশনের দায়-প্রচেষ্টা গুরুর পরিচালক্বর্গ গ্রহন করেছেন কিছু বুজ্ঝে উঠতে না পারায়, এই পথ ই নিতে হল।
আপনারা বলতে পারেন যে গানেরও তো স্বরলিপি হয়। কিন্তু আমাদের বিখ্যাত গানওলা বলেছেন, "স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনও লিখি না তাই/ মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।"
বুদ্ধিমান ও জ্ঞানী লোকজন সেইজন্যেই শ্রুতি ও স্মৃতির দ্বারা বই তুলে বয়ে নিয়ে যাবার হাইটেক পদ্ধতি আবিষ্কার করেছিলেন। গান তুলে নেবার মত। :-)
A request has been made to altnews ,
"... বাজনা না হয়ে তখন মনে হয় যন্ত্রগুলো কথা বলে চলেছে।"
পিটার ফ্র্যাম্পটনের গিটার যেমন? (talk box)
:-)
আমি খুব ভালো লেক দিতে পারি। বিনেপয়সাতেই দিই। ডেমটা ত্যামন হয়ে ওঠে নি।
প্রজেক্টরে বই পড়ার কথা শুনে বোধি খুব খচে গেছে। এবার হায়ারোগ্লিফিক্স আঁকা ওবেলিস্ক নিয়ে তেড়ে এল বলে
নাহ আমি কিচ্ছুটি জানি না - ১৯৭২এ আমার দাদার জন্ম।
https://www.ocf.berkeley.edu/~spicmac/spicmacay/About_SPICMACAY.html
আর মারাদোনার পর পাওলো রোসি। ২০২০ :(
স্পিকম্যাকে হয় বোধহয়। অভ্যু জানবে।
গলা দিয়ে স্বর বার করা তবু বুঝতে পারি কিন্তু বড় বাজনদারেরা কী করে যে আঙুল চালিয়ে বিবিধ জিনিস পেশ করেন সেটা বুঝতে পারি না । বাজনা না হয়ে তখন মনে হয় যন্ত্রগুলো কথা বলে চলেছে।
এখন হয় স্পিকম্যাকের সিরিজ? কলেজে একবার শিবকুমার শর্মা এসেছিলেন, অনিন্দ্য'র সঙ্গে।
শাহিদ পারভেজ লেকডেমের রাজা।
এখনকার মানুষদের মধ্যে মুডে থাকলে শাহিদ পারভেজ খুবই দারুণ যাকে বলে, একটা লিঙ্ক রাখলাম, অল্প বয়সের শুভজ্যোতি কে শুনুন।
১২। পরিশ্রমী পাঠাভ্যাস টি কে টিকিয়ে রাখতে শিলালিপি তে আধুনিক কবিতা লেখার ভিডিও গেম খেলুন। মনে রাখবেন চুরি করিয়া মুখস্থ লিখলে , নামবার পাবেন না। এ আই ধরে ফেলে , রসিকতা করে বিলবোর্ডে চোর বলে ঘোষণা করে দিতে পারে। এই আই বলে মহত সাহিত্যের খবর রাখে না তা না। এমনকি আনন্দবাজারের গত আড়াই হাজার বছরের সম্পাদকীয় র এক লাইন লিখলেও তার ধরতে লাগবে এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ। বিনে পরিশ্রমে নামা কামানোর স্বপ্ন পরিত্যাগ করুন।
১৩। সিনেমা হল শিল্প কে এই ভাবে বাঁচান।
১। একটা সিনেমা হল কিনুন।
২। একটা ইবুক কিনুন
৩। কোভিডের ভয়ে এ সিনেমা হল বন্ধ করুন
৪। কর্মচারী দের রি পারপাজ করুন। মনে রাখবেন আপনি আসলে মানব দরদী।
৫। একজন কে বলুন, আপনার প্রিয় সোফাটি সেখানে লাগাতে।
৬। আরেকজন কে বলুন বাতাস করতে আর আইস্ক্রিম বেছে বেছে সাজিয়ে রাখতে।
৭। আরেকজন কে বলুন, মৃদু স্বরে পর্দায় ফেলা ইবুক পড়ে শোনাতে, আপনি আধ ঘুমে মহত সাহিত্য অনুধাবন করুন।
৮। অন্ধকারে একলা লাগলে, অন্য কোন পরিচারক ইকুয়াল অপরচুনিটি অসইব্য ভাবে আপনাকে আরাম দিতে।
৯। মৃদু পা নাচাতে ভুলবেন না, ইনটারভ্যালের আগে ও পরে। মনে রাখবেন, বঙ্কিম থেকে টলস্টয় , জয়েস থেকে নবারুণ , জসীমুদ্দিন থেকে স্মরনজিত, , মার্কেজ থেকে অরুন্ধতি , মার্ক্স থেকে সুবোধ সরকার এঁদের মধ্যে একটাই মিল, কেউ ই পা নাচানূর বিরুদ্ধে কিছু বলেন নি। সুভাষ মুক্খোপাধ্যায় অবদি পা চালাতে বলেছেন। ,
১০ কিছু রিভিইউয়ার পুষুন, এঁরা গুড রিড্স আর আনন্দবাজারে , গুরু তে আর ফেসবুকে রিভিউ লিখে দেবেন আপরার নামে।
১১। পরের ইবুকটি একই সিনেমা হলে পড়বেন কিনা এই কঠিন সিদ্ধান্ত নিন।
১২। মহত সাহিত্য র প্রকৃত রস আস্বাদনে , অন্ধকারে অসইব্য আরাম লাগলে সঙ্গী বেছে রাখুন। মনে রাখবেন আরাম এর অধুনিক রূপটিকে সব সময়েই হতে হবে ইক্যাল অপরচুনিতি অসইব্য।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
পাওলো রোসি চলে গেলেন। ১৯৮২ তে হৃদয় ভেঙে টুকরো করে দিয়েছিলেন। সুযোগ সন্ধানী ক্লাসিকাল ফরোয়ার্ড।
আমজাদ আলি অ্যান্ড সন্স অতি খাজা কোম্পানি।
ইবই পড়বেন? এত সহজ জিনিস। প্রজেক্টর দিয়ে পড়বেন সেকেন্ড হ্যান্ড অফিসটাইপ বা মিনিয়েচার হলেও চলবে। ডকুমেন্টটার ব্যাকগ্রাউন্ড গ্রে করে দেবেন,সম্ভব হলে টেক্সট-ফ্লো অপশনে গিয়ে ফন্ট গুলো বড় করে নেবেন (রোওমান হরফ হলে ভালো কিন্তু সিপ্ল এলিগ্যান্ট সেরিফ ফন্ট সেঞ্চরি স্কুলবুক, মিনিয়ন প্রো, ককনো সখনো বুকম্যান ওল্ডস্টাইল আমার প্রিয়)। ঘরের আলো নিভিয়ে বা কমিয়ে দিয়ে রিক্লাইনারের আধশোয়া হয়ে হাতের কাছে কিছু রিফ্রেশমেন্ট নিয়ে। আরও ভালো হয়,যদি একটা ফুটমাউস কেনেন (পাপোষের মত জিনিস) ওটা দিয়ে পাতা ওল্টাবেন বা স্ক্রল করবেন।
আহাহা হা
গ্যালাকটিক এগ্রিমেন্টটা কেউ দেখলেন?
এদিকে বরিস জনসন কি বলছে শুনুন:
অ্যাটম বোম পিঠে নিয়ে প্রেম! সোজা কথা?
আরে না সা মশাই তো আসল বোমওলাকেও প্রেমিক বানিয়ে ছেড়ে দিয়েছিলেন। সেই সাহেব ভীষণ পরকীয়াপ্রেম করছিলেন বোমের ফর্মূলা ভালোয় ভালোয় পাচার করে দেবার কয়েক বছর পরে অবশ্য। ভেবে দেখুন, লোকটার একটা ঝাড়াহাতপা প্রেমিকা পর্যন্ত জোটেনি।
(ঈশ ভদ্রলোক জানতে পারলে হয়েছিল আরকি। :-))
আরে ঐ জন্যেই তো স্মরণজিৎ পড়বো। বাঙালী চরিত্র এদিকে কফি হাউসে বসে প্রেম করছে , ওদিকে ব্যাকপ্যাকে অ্যাটম বোমা। ক জনের হয়? অ্যাঁ?
তবে এ ব্যাপারে প্রফুল্ল রায়ের একটা বই পড়েছিলাম, নাম মনে নেই। নায়ক পুরো বাঙালী (ভিলেন থেকে ভালো লোক ) জেমস বন্ড, নায়িকা বাঙালী বন্ড গার্ল (প্লাস র এর এজেন্ট )।শেষে আবার দেখা যাবে ওদের প্রয়াত অভিভাবকরা ছোটোবেলায় দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলেন। ঔফ, আওফ।
যেনারা গরীবদের কথা মাথায় রেখে অমূল্য লিংগুলি দিলেন সুরতরঙ্গ সদাই উনাদের সাথে থাকুক।
আর, দুনিয়ায় অল্প লোকই সার্থকনামা হয়! লসাগুবাউ আজ তো হয়েছেন বটেই, নিদেনপক্ষে আমার জন্য। উনারও শতবই বিকশিত হউক।
ডিসি, ঠিক বলেছেন। এই মনোলিথগুলো একবারে ম্যাটম্যাটে মনোলিথ। তেমন ইয়ে না। আসলগুলো খুবই চকচকে পালিশ করা হবার কথা।
ইউরোপার ভেতরে ভেতরে অনেক জল, খলবল করছে মাছ আর মাছ।
কিন্তু নীল ডিগ্রাস টাইসন যে বললেন মাছ ধরতে যাবেন ইউরোপায়?