ক্যালকুলাস বলতে মনে পড়ল, আমাদের ব্যাচে এক পিছনপাকা জনতা ক্লাস এইটে বলে একটা ক্যালকুলাসের বই দিন তো। সেটা রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ঘটনা। তো তার সিনিয়র গম্ভীর মুখে টিনটিনের ক্যালকুলার অ্যাফেয়ার্স ধরিয়ে দিয়ে বলল ক্লাস এইটের পক্ষে এই যথেষ্ট।
স্ট্যাট নেন নি।অংক তো শুরু থেকেই গ্রেড স্কিপ করেছেন,স্কুলে এটাই লাস্ট ইয়ার।
ম, টিনটিন কি গাড়ি চালাতে শিখেছে? এই আর এক টেনশন, উফফ ধম্মের বইটা নিজের জন্যই লিখে ফেলতে হবে।
বাবাদের? কৌরবে( গৌরবে ) বহুবচন:-)
AP Stat দাও নি তো? ভালো করেছ। আজকাল আণ্ডারগ্র্যাড কোঅর্ডিনেটর হয়ে যা সব দেখি...
এ ব্যাপারে বক্তব্য রাখার মতন ঘাড়ে একাধিক মাথা নাই। তবে সাঁটে বলি, মেয়েদের সব দোষ আদতে তাদের বাবাদের। লাই দিয়ে মাথায় তুলেছে।
এ আর নতুন কী? আমাদের বাড়িতেও ধৃতরাষ্ট্র আছেন
এই ভিডিওটা দেখি নি আগে। অন্য ভিডিও দেখেছিলাম maki-e পেন তৈরীর। তুমি এই রকম পেন কিনবে? তাহলে সাজেশন দিতে পারি একটু কম দামে পাবার।
অভ্যু, আমি আর পলিটিকাল কমেন্ট্রি দিইনা ভাই।
অভ্যু, হ্যাঁ ওর এপি ক্যালক।
ন্যাড়াবাবু ভাটপাতায় উঁকি মেরে প্রশংসাবানী পড়লে আমি তো বাংলাশিক্ষা ভালোই হচ্ছে বলে খুশি হবো:-)
তোমাদের ছানারা তো বড় হয়ে গেছে। আটলান্টার একজনের কাছে শুনেছিলাম যে সে নাকি এখানে সুবিধে না পেয়ে দেশে গিয়েই ছানাকে ধরে দু-ঘা দিয়েছিল!
আমার আবার সমবয়সী মেয়েদের দেখে কেমন মনে হয়েছে মেয়েরা তুলনায় একটু কম জ্ঞানী আর ভাবনাচিন্তা করে।কম জ্বালায়। মেয়ের বাবা মা রা লিখলে মনে বল পাই:-))
তবে পিটিয়ে ছাল না আমার চড়িয়ে দাঁত ফেলে দিতে ইচ্ছে করে।:-(
এ ব্যাপারে বক্তব্য রাখার মতন ঘাড়ে একাধিক মাথা নাই। তবে সাঁটে বলি, মেয়েদের সব দোষ আদতে তাদের বাবাদের। লাই দিয়ে মাথায় তুলেছে।
@Abhyu,
পাইলটের নামিকির সাইটটাতে মাকি-এ তৈরীর একটা ভিডিও আছে।
অপূর্ব!
দেখেছ নিশ্চয়ই!
নতুন কিছু খোঁজ পেলে জানাস? দাঁড়াও আগে লিমিটের ডেফিনেশন বদলাক! নইলে নতুন জিনিস দিয়ে কী হবে?
আমার আবার সমবয়সী মেয়েদের দেখে কেমন মনে হয়েছে মেয়েরা তুলনায় একটু কম জ্ঞানী আর ভাবনাচিন্তা করে।কম জ্বালায়। মেয়ের বাবা মা রা লিখলে মনে বল পাই:-))
তবে পিটিয়ে ছাল না আমার চড়িয়ে দাঁত ফেলে দিতে ইচ্ছে করে।:-(
ন্যাড়াদা, আমার ০৬ ডিসেম্বর ২০২০ ১০:৪২ পোস্টটা দেখলে?
আজ্জোদা অ্যাপোস্টলও অতি চমৎকার বই। আর মিঠুদি তো APর বই দিয়েছে ওটাও নিশ্চয়ই ভালো হবে। তবে তুমি অ্যাপোস্টলের ঐ দু খ্ণ্ড বইও একটু দেখো।
ম থ্যা'ন্কু। অভ্যু অ্যাপোস্টল তো আছে, একটা ছেঁড়া কপি। নতুন কিছু খোঁজ পেলে জানাস।
শুনুন, ছেলেমেয়ে বড় হচ্ছে। খোলা পাতায় নিন্দে করবেন না। আড়ালে-আবডালে করুন।
ম, আমাদের আলেক্সা নেই কিন্তু ফোন করে ডাকতে হয়, আমার গলাও বেশ জোরালো। হ্যাঁ ডাক শুনতে পায় না, কিন্তু যেটা শুনতে ইচ্ছে করে সেটা বাড়ির যে প্রান্তেই থাকুক ঠিক শোনে।
আচ্ছা এই খবরটা মেন স্ট্রীম মিডিয়াতে মিসিং? https://bengali.oneindia.com/news/west-bengal/sarada-chief-sudipto-sen-writes-letter-to-cm-and-pm-with-name-of-mukul-roy-and-subhendu-adhikari-117563.html
অভ্যু। সে ভোজনরসিক আর এক্সপেরিমেন্টাল রান্না করতে ভালোবাসে।
বাগানের পটল না, ইচ্ছে তো আছে পটল তোলার আগে নিজের পটলক্ষেত। সে এ পোড়া মিডওয়েস্টে সম্ভব না
"আমাদের কালে হলে বাপ পিঠের চামড়া তুলে দিত" - আরে আমাদের রোহিত মিশিগানে এসে পর্যন্ত বলেছিল বাপুজী অ্যায়সা পিটেঙ্গে না
আজ্জো,টিনটিনের বইয়ের ছবি দিলাম।
বাবা আজ্জো, বউ, সন্তান, ভাট, টই - সবার কাছেই তুমি-আমি ধীরে ধীরে এলেবেলে। গেট ইউজড টু ইট।
যাগ্গে পুর ভরে পটলের দোলমা শুনে আমি খুব ইম্প্রেস্ড। তায় এদেশে যেখানে ভালো পটল পাওয়াই যায় না (যদি না সেটা আবার মিঠুদির বাগানে গজিয়ে থাকে)!
"উফফ এই টিনএজ, এখনও আর একজন। "
এ মশাই, সারা পৃথিবীতে এক গল্প!
আজই এক "টিনেজার দেবী"কে তাঁর মা আর বাবা শহরের শপিং Mall এ তাঁর আসন্ন ব্যালে পারফরমেনসের জন্য কি কি সব কসমেটিকস লাগবে কিনে দেবার জন্য নিয়ে গিয়েছিলেন, ঝাড়া দেড় ঘন্টা নিলেন বাছাবাছি করতে (ঠগ বাছতে গাঁ উজাড় কথাটার মানে আজকে বুঝলাম)। এর পরে তাঁকে বছরের শেষে একটি ম্যাট্রেস আর তার বেস কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাখার জন্য শহরের একটি ফারনিচারের দোকানে নিয়ে যাওয়া হল, সেখানকার অভিজ্ঞতা কহতব্য (লিখিতব্য নয়) |
এরা সব অন্য জিনিস মশাই, আমাদের কালে হলে বাপ পিঠের চামড়া তুলে দিত।
অ্যাঁ!!! পটলের দোরমা বানালে কি কলেজ ভর্তি নিয়ে নেবে? যাক তাইলে আমি চিন্তামুক্ত হলাম।
আকাদা https://www.amazon.com/Calculus-Vol-One-Variable-Introduction-Algebra/dp/0471000051/ref=pd_sbs_14_2/132-9631793-8422539?_encoding=UTF8&pd_rd_i=0471000051&pd_rd_r=a8c304fe-69ce-49a7-8bc8-8e6ff56de9d4&pd_rd_w=KYyTG&pd_rd_wg=pmxjp&pf_rd_p=ed1e2146-ecfe-435e-b3b5-d79fa072fd58&pf_rd_r=F332RQ3CXE64XPQ35DDX&psc=1&refRID=F332RQ3CXE64XPQ35DDX
বইয়ের নাম আর pdf দিয়ে সার্চ করলেই পুরো বইটা পেয়ে যাবে।
ছানাদের গল্প অতি চমৎকার। বেশ হয়েছে। বাবা মায়েরা ঢিট হয়েছে। :-)))))))))))))))))))
বোধিসত্ত্ব দাশগুপ্ত
দাঁড়াও আমার সম্বল ভঞ্জ গাঙ্গুলী আর হাবুদার নোট। গৌরীদাকে জিজ্জেশ করে বলব। এমনিতে অ্যাপোস্টলের লাল আর নীল বই পড়তাম আমরাl