অভ্যু ওরা ভালো আছে।
'পরেরবার ডার্বিতে ইসব্যাঙল জিতলে মাইমা আমায় উপহার দেবেন। তবে উনি জানেন, সে সুযোগ বোধহয় আসবে না'
নেচে নিন দুদিন বইতো নয়!
আমি মনে হয় নতুন এসে ওনাদের কাউকে মন্তব্য করেছিলাম - এক মাস পরেও দেখেছি উনি hu ha কিছু লেখেননি
হুমম ফোর স্যুটস ও থাকতে পারে
হিলিবিলি ও হয়ে যেতে পারি পাকাপাকি
ঠিক সময় টাই আসল
আবার দেখুন হানুদা বোধিসত্ত্ব দাশগুপ্ত নামে লেখেন যাতে লোকে বোধিসত্ত্ব সেনগুপ্তর সাথে গুলিয়ে না ফেলে। তীর্থঙ্কর দাশগুপ্ত বলেও একজন লিখতেন, তাঁর বাবাকে ব্যাঙ্কের লোক একবার বকে দিয়েছিল কঠিন নাম রাখার জন্যে। উনি কাঁচুমাচু হয়ে বলেছিলেন ঠিকই ছেলের নাম আমার রাম দাশ রাখা উচিত ছিল। তাতে আবার ব্যাঙ্কের লোকটি একটু অপ্রস্তুত হয়ে পড়ে।
ব্যাং নামে একজন লিখত। তার ছেলেকে ডিডিদা একবার ব্যাঙাচি বলে ডাকায় সে খুব রাগ করেছিল।
এক অক্ষরের নাম নিলে আমার সাজেশন হবে চ - সেটা পছন্দ না হলে শ।
এখানে লোকে নিজেই নাম নেয়। কুমুদি আর কাবলিদা - এই দুটো নাম আমাদের দেওয়া, বাকিরা নিজেরাই নাম নিয়েছে। ধরুন কারোর নাম Mitsubishi সে নিজের নামের প্রথম তিনটে অক্ষর নিয়ে উল্টে দিল। বা কারো নাম Iti Pradhaan সে নামের আদ্যক্ষরগুলো নিয়ে উল্টে নিল। ওল্টাতেই যে হবেই এমনও কোনো মানে নেই। এই যেমন আমি, অরিনদা স্বনামেই লিখি। একজনের নামের মাঝে 'ময়' আর 'য়ম' নিয়ে কনফিউশন হত সে এখন শুধু নামের প্রথম অক্ষরটা নিয়ে লেখে। এই সব আর কি!
আর একজন ছিল সে অনেক নামে লিখত। সেই নাম নিয়ে একটা টই পর্যন্ত ছিল। কিন্তু সে আর লেখে না।
ধন্যবাদ ফোর সুটস।
na না আমি ব্ল্যাক প্যান্থারের গান দিলাম
হাকা তো খেলার টা
নিস্তব্ধতা জমে জমে বিস্কুট
এ কি রে হাকার ভিডিও টা আর কৃষক দের বক্তব্যের ভিডিওগুলো অমন উল্টো পাল্টা হয়ে গেলো কি করে? যাক গে, তাসবাবু ভালই করেছেন haka র ভিডিও টা দিয়ে।
এখানে নাম ঠিক হয় কিভাবে?
আমিও একটা এক অক্ষরের নাম নিতে চাই
অথবা বিস্কুট - কিংবা হিজিবিজবিজ :) বিস্কুট নিয়ে কবিতা কয়েক দশক আগে লিখেছিলাম
বড়এস এবং/অথবা আমার ভাই দুজনের জন্যই সুন্দর একটা গান এরচে কিছু চট পট খুঁজে পেলাম na :)
@surojit Bose: "But, New Zealand is the worst, more than 60%+ of the country's inmates are indigenous people. Not as much, but similar is Australia. That is a shame."
এটা ঠিক যে নিউ জিল্যান্ডের কারারুদ্ধ লোকেদের মধ্যে ৫২% মাওরি, ১১% প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জে যাদের উৎপত্তি, তেমন লোকজন। কিন্তু শুধু এইটুকু দেখে দেশের অবস্থাকে বিচার করলে ভুল হবে, কারণ মাওরদের বহু জাতপাত (iwi), আবার তাদের মধ্যে ভাগ (hapu)। তাছাড়া মাওরীদের নিজেদের মধ্যে মদ/মাদক/জুয়া/মারামারি/অশিক্ষার হার খুব বেশী; অবস্থার উন্নতি হচ্ছে, তবে ধীরে।
এই যে এদের কারাগারের নম্বর দেখছেন, কি কারণে এঁরা অবরুদ্ধ, সেটার পর্যালোচনা করলে দেখবেন এর মধ্যে প্রিভেনটিভ পুলিশিং, এবং restorative justice, দ্রুত parole এসবের একটা বড় ভূমিকা আছে।
দেখুন, বহু প্রজন্ম ধরে কলোনিয়াল সময় থেকে মাওরি ইংরেজের সংঘাত হয়েছে, তবে আধুনিক নিউ জিল্যান্ড অন্য রকম। মাওরি সংস্কৃতি নিউ জিল্যান্ডের সর্বত্র জনজীবনে পুরো মাত্রায় integrated। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হাকা নাচ, যাঁরা রাগবি দেখেন তাঁরা জানেন নিউ জিল্যান্ডের All Blacks এর জন্য বিখ্যাত। দেখুন,
দাদা, আমাদের এখানে রাজনীতির যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বিষয়ে অধিকার প্রতিষ্ঠা ও স্বীকৃতির বদলে দু চারিটি হরির লুট করার দিকে লোকের নজর বেশি। এবং রাজনৈতিক দল গুলির এবং দক্ষিন পন্থী সংবাদ মাধ্যম গুলির মূল সাফল্য হল, পরিষেবার সবটাই রাষ্ট্রের অসাধ্য বলে প্রমাণ করা , সোশাল সেকটরের সংকোচন করা এবং সর্বোপরি এমন একটা সংস্কৃতি তৈরী করা যাতে কিছু পেলে তাতে লোকে মুগ্ধ হয়। ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার কিছু খরচ করলে হেড লাইন নাম্বার বড় দেশে পাবা কঠিন না, একবার পেলে আর আর সোশাল সেকটরে ইনভেস্টমেন্ট এর দরকার নেই। আর এর উপরে আছে কোনটি কেন্দ্রের স্কিম আর কোনটি রাজ্যের স্কিম সেই নিয়ে ফাল্তু বিতর্ক। স্কিমের নামে r পেছনে ব্র্যান্ডিং নিয়ে বিতর্ক। ইত্যাদি। অবস্থা সংক্ষেপে জঘন্য। সআস্থ্যে পার্টিকুলারলি বাজে অবস্থা। আমি একটা টই আরম্ভ করেছিলাম, সরকারী বেসরকারী লোক করোনার সময়ে আপৎঅকালীন ফান্ড ঘোষণ কি করেছে, ডিসি সাহায্য করে দিয়েছিল, তার ব্যাপারে ফলো আপ কিসু নাই। আমাদের এখানে ক্ষমতাসীন রাজনীতিবিদ এর কাছে প্রশ্ন কেউ করে না। প্রশ্নের উত্তর দেবার রীতি ও নেই। আর কোন অডিট নেই। ধরুন বিভিন্ন সরকার যত ব্যবস্থ নিয়েছে অর্ডার দিয়েছে, ২০২০ তে তার একট পিপল্স অডি ট হওয়া জরুরী। অ্যালোকেশন এর নামে পাতি রি পারপাজিং যা নামে হয়েছিল, তার খরচের হাল কি, প্রশ্ন করার লোক নেই।
বোধি: "তবে ক্রাইসিস এর বছরে বিজেপি র কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ্য কোটি টাকার ভাওঁতা বাজি র থেকে এটা ভালো , অন্তত শেষ কনজিউমার ব্যক্তি নাগরিক এর কাছে কিছু পৌচছে। "
এখানে একটা ব্যাপার লিখে রাখা যেতে পারে, সোশ্যাল প্রটেকশন খাতে এশিয়াতে যেখানে জাপান GDP র ৫৪% খরচ করে, কোরিয়া ২৪% (২০১২ সালের ডাটা, এখন আরো বেড়েছে), ভারত সেখানে ১১% , এবং ক্রমশ কমেছে ।
এখনো করোনা র প্রকোপ কমে নি, এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করছেন ৭ কোটি নতুন আক্ষরিক অর্থে গরীব লোক সিস্টেমে যুক্ত হবেন দুনিয়া জুড়ে, তার মধ্যে ভারতেও একটা বড় সংখ্যা থাকবে। Sustainable Development Goal অর্জন করতে গেলে সবার আগে দারিদ্র্য দূর করতে হবে।
তো এই সোশ্যাল প্রটেকশন সরকার ছাড়া আর কে দেবে? এবং consumerism বাদ দিয়ে করবেই বা কি করে? করোনা এসে সমস্ত কিছু গোলমাল করে দিয়ে গেছে ।
স্বাস্থ্য সাথী সেদিক থেকে দেখলে সদর্থক পদক্ষেপ। তবে শুধু এতে হবে না। জনস্বাস্থ্যের সামাজিক দিক গুলো বাদ দিলে গোড়া কেটে আগা য় জল ঢালার কেস হয়ে যাবে, এতে হিতে বিপরীত।
আর কন্ট্রভারসিয়াল প্রবন্ধ দিতে পারি কিন্তু শুধু ওই শান্তির পায়রা ট্রাম্প টা কে নিয়ে
বাকি সব অনধিকার চর্চা হয়ে যাবে
হেহে
ঐ খানেই একটু সমস্যা হয়ে গেছে
কেনো যেন মনে হয়েছিলো এখানে আমার এক ভাই লেখেন
তো সে আর কে হবে যে আমারে কমেন্ট দিচছে সেই হবে
এই না মনে করে...
@Abhyu, অজস্র ধন্যবাদ, দুটো ভালো লিংক এর জন্য। আমি এর আগে কখনো 0.2mm lead ব্যবহার করি নি, এত precise যে কি বলবো। Pentel ছাড়া আর কেউ তৈরিও করে না।
পলিটিশিয়ান | 2606:6000:6a0c:e00:e1e5:3120:f8c0:96f4 | ০৫ ডিসেম্বর ২০২০ ১৩ঃ৫১
আপনাকে ধন্যবাদ, হ্যাঁ এটি সরকার প্রিমিয়াম দিয়ে প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থা চালাবে এই অ্যারেণ্জমেন্ট এর শুরু, এটা যে বুঝতে পারা শুধু না, বলতেও পেরেছেন। এটা এমনকি মমতাও পারেন নি। ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, ইউনিভার্সাল বেসিক ইনকাম এগুলির সাধারণ সমালোচনা হল (প্রণব বর্ধন বনাম অমর্ত্য সেন, শান্তিনিকেতন বিতর্ক স্মর্তব্য ) এতে করে পরিকাঠামো তৈরীর দায় এড়ায় সরকার গুলি। (হ্যাঁ মেনে নিতে অসুবিধে নেই, সোসাল অ্যাসেট বিল্ডিং এর যে ১০০ দিনের কাজের মডেল তৈরী হয়েছিল, তাতে প্রশ্ন থেকে গেছে, যে যত টাকা গেছে তত স্থায়ী সোশাল অ্যাসেট তৈরী হয়েছে কিনা। কিন্তু তাতে আবার প্রশ্ন রয়ে যায়, পুকুর, রাস্তা , জলের কল, কাল্ভার্ট, ইঁদারার মেন্টেনেন্স লাগবে না, এটা তো অরুনা রায় রা করেন ni.)
উপরি পাওনা হল, ওয়েলফেয়ার বাজেটের সংকোচন এর দাবী ভবিষ্যতে কমবে বলে কেউ যেহেতু বাজি ধরে নি,আবার সআস্থ্য ব্যবস্থায় ইনভেস্ট মেন্ট এও টান চলবে। তো এই প্রশ্ন গুলো তে একেবারে যাবে না। তবে ক্রাইসিস এর বছরে বিজেপি র কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ্য কোটি টাকার ভাওঁতা বাজি র থেকে এটা ভালো , অন্তত শেষ কনজিউমার ব্যক্তি নাগরিক এর কাছে কিছু পৌচছে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
ধন্যবাদ @S, এটাও থাক,
ধন্যবাদ @S, এটাও থাক,
আরে তেড়ে গালি দিন কাউকে (আমাকে দিবেন না যেন)। এই বড়েসকে দিন। অথবা একটা কন্ট্রোভার্সিয়াল প্রবোন্দো নামিয়ে ফেলুন - মমতা হলেন সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী বা ওভারহাইপড বাঙালী খানা।
উরি স্পিড :) মজা পেয়েছি হিহি :)
হেহে
কি বলবো তা তো বুঝতে পারছি না
আলাপ করতে ইচ্ছা
কোন টপিক কেমনে আক্রমণ করি ..
সিস্টেম বুঝে পাই না
গুলও ভালো জমে না...
হেহে
বলেন বলেন শুনছি। উইকেণ্ডে এত কাজ।
হেহে
আমি ভাবলাম এখানকার ইমো সিস্টেম পে গেছি
এক গাদা বাটন
এখন আবার যেই কে সেই