S | 2a03:1b20:8:f011::***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:৫৯466935অভ্যু, এই লীন ঊড আর ব্রাইটবার্টের মধ্যে ঝামেলাটা একবার সার্চ করে পড়ে দেখুন। এখন এটা কতদিন চলবে জানা নেই।
Abhyu | 47.39.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:৪৭466934S | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:৩৯
অহো, কী অদ্ভুত কৌতুক!
S | 2a0b:f4c0:16c:14::***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:৪৫466933WTH? Breitbart Wages War Against Attorney Lin Wood — Who Is Defending President Trump Against Evil Marxist Horde — Lin Wood Responds
https://www.thegatewaypundit.com/2020/12/wth-breitbart-wages-war-attorney-lin-wood-defending-president-trump-election-integrity-lin-wood-responds/
S | 2405:8100:8000:5ca1::37e:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:৩৯466932বহু ট্রাম্প ভক্তরা ডিসাইড করেছে যেহেতু রিপাব্লিকান স্টেট হাউসগুলো ইলেকশান রেজাল্ট উল্টে দিতে সাহায্য করছে না, তাই জর্জিয়া সেনেট রান অফে পার্টিশিপেট করবে না, বা অন্যদের ভোট না দিতে বলছে।
aka | 143.59.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:২১466931https://www.facebook.com/briantylercohen/videos/399029944551821/?vh=e&d=n
lcm | 169.229.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:১২466930আজ অনেকদিন বাদে আপিসে এসেছি - অফ কোর্স খাঁ খাঁ করছে। বে এরিয়া এখন অ্যালার্টে চলে গেছে, হাসপাতাল বেড, আইসিইউ ভর্তি হয়ে আসছে।
lcm | 169.229.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:১০466929অরিন,
এই ডেটা ভারতের লোকসভা ইলেকশনের ২০১৪ এবং ২০১৯ সালের। লিংকটা দেখব। এই ডেটা আপনি নেটে পেয়ে যাবেন।
বড়েস,
হ্যাঁ সে তো ঠিক কথাই। আর এরা এই চার্টে কীভাবে গরীব/বড়লোক ডিফাইন করেছে জানি না, লিংকটা দেখতে হবে।
আমেরিকাতে ডেটা দেখতে হবে, এবারের তো রেজাল্ট এখনও অফিসিয়ালি পাবলিশড হয় নি, তারপরে সব ক্লাসিফিকেশন অনুযায়ী অ্যানালিসিস গুলো আসবে।
S | 2405:8100:8000:5ca1::37d:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০৩:০৮466928যাগ্গে নতুন খবর হল মাগারা আবিষ্কার করেছে যে ব্রাইটবার্টও নাকি ডীপ স্টেট। এই ব্যাপারে অবশ্যি মাগাদের পুরো সমর্থন করছি।
@lcm, বিজেপির ভোট বৃদ্ধি সম্বন্ধে কোন সিদ্ধান্তে পৌঁছনোর আগে আপনার ডাটা দেখে একটু বলবেন যে baseline এর থেকে কত পার্সেন্ট ভোট এর ইনক্রিমেন্ট হয়েছে? এটা কোথাকার স্ট্যাটিসটিক্স দেখাচ্ছেন? সারা ভারতের, না কি বিশেষ কোনো প্রদেশের?
S | 2405:8100:8000:5ca1::840:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০২:০৮466926এর কারণ হল আপার ক্লাস হিন্দুদের অর্থনৈতীক অবস্থা ভালো। এরাই বিজেপির কোর ভোটার।
S | 2405:8100:8000:5ca1::4f6:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০২:০৬466925ভোট বাড়ার পরেও গরীবদের মধ্যে বিজেপির সাপোর্ট ৩৬% আর বড়লোকদের মধ্যে ৪৪%।
S | 2405:8100:8000:5ca1::4f6:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০২:০৫466924লসাগুদা, আমেরিকাতে বড়লোকরা কাদের ভোট দেয়? মেজরিটি? কেন?
lcm | ০৫ ডিসেম্বর ২০২০ ০১:৫৫466923তাই কি? দুটো চার্টেই বলছে - ৫ বছরে যে স্তরে সব্থেকে বেশি ভোট বেড়েছে বিজেপির সেটা হল - পুওর এবং রুরাল এলাকায় ।
অর্থাৎ যে জেনারেল একটা পারশেপশন আছে যে - বিজেপি মধ্যবিত্ত এবং বড়লোকদের পার্টি সেটা পুরো ঠিক নয়।
এ জিনিস এবারে ইউএসএ-তেও হয়েছে, জেনারেল পারশেপশন যে - রিপাবলিকানদের ভোট দেয় বড়লোকরা আর ডেমোক্র্যাটরা গরীবদের - ভোটিং ডেটা আসলে দেখা যাবে সেটা পুরো ঠিক নয়।
lcm | ০৫ ডিসেম্বর ২০২০ ০১:৫১466922এই দুটো চার্ট দিলাম এই কারণে যে, সমাজে বিভিন্ন স্তরে নানা রকম কারণ আছে কে কাকে কেন ভোট দিচ্ছে - ব্যাপারটা ঠিক ঐরকম সহজে বোধহয় জেনারালইজ করা যায় না।
S | 2405:8100:8000:5ca1::203:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০১:৫০466921এইটা দারুন ডেটা। দেখাই যাচ্ছে যে আর্বান আপার মিডল ক্লাসদের মধ্যেই মেজরিটি সাপোর্ট পাচ্ছে বিজেপি। এরাই মোদিকে এনেবল করছে।
lcm | ০৫ ডিসেম্বর ২০২০ ০১:৪৫466920
--------------------------------------------------------------------

Vaccination নিয়ে নিউ ইয়র্কার কাগজে অতুল Gawande র ইন্টারভিউটা একটু পড়ে দেখুন। অনেক গুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, তবে ভ্যাকসিন এলেও যে ব্যাপারটা বিশেষ করে বিবেচ্য, মাস্ক এবং অন্যান্য সতর্কতা জেনো অগ্রাহ্য না হয়। এতে হিতে বিপরীত হবে।
S | 2405:8100:8000:5ca1::3dd:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০১:৩৫466918ইন্ডিয়াতে ন্যাশনালিজমের সঙ্গে হিন্দুত্ববাদ খুবই অ্যালাইন্ড। ঠিক যেভাবে আমেরিকাতেও ব্যাপারটা অ্যালাইন্ড। এটা আমার বক্তব্য নয়, একজন প্রিস্টের মুখেই শুনেছিলাম।
আর এইযে আকাদা সবকিছুর জন্য ইমিগ্রেশানকে দায়ী করে দিল, সেটা না হয় বুঝলাম। কিন্তু ইমিগ্রেশনের জন্য কালোদের উপর অত্যাচার বাড়লো কেন?
S | 176.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০১:২৭466917২০১৮তে মিডটার্মের আগে ফক্স নিউজ সাড়ে তেইশঘন্টা ধরে "ক্যারাভান" নিয়ে আলোচনা করে গেল কেন? ২০২০র ইলেকশানের আগে "অ্যান্টিফা", "টেকিং ব্যাক দ্য কান্ট্রি" এইসব ইস্যু আসে কেন?
কেন্দ্রে বিজেপির সরকার তো বুঝলাম। রাজ্যগুলোতে কি হচ্ছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ।
lcm | ০৫ ডিসেম্বর ২০২০ ০১:১৮466916বড়েস এর এটা একটা অ্যানালিসিস - যে ৭০ মিলিয়ন লোক যারা ট্রাম্পকে ভোট দিয়েছে তারা আসলে কমবেশি রেসিস্ট, বা, ভারতে যারা বিজেপিকে ভোট দিয়েছে (৩০ কোটি র মতন মানুষ) তারা সবাই অবশ্যই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন বা প্রবল রামভক্ত - সেটা একটা অ্যানালিসিস - আর একটা দিক হল --
---
কেন লোকে ২০১৬ এবং ২০২০ তে ট্রাম্পকে ভোট দিয়েছে?
-- ২০১৬ তে ট্রাম্প একটা আইডিয়া লোককে খাইয়েছিল যে ট্রাম্প পলিটিক্সের বাইরের লোক, এস্ট্যাবলিশড পলিটিক্যাল এনটিটির থেকে বেটার, ওকে সুযোগ দেওয়া হোক, ব্লা ব্লা।
২০২০ তে সেটাই কন্টিনিউ করেছে, প্লাস কিছু পপুলিস্ট সিম্প্লল জিনিস যেগুলো যে কোনো প্রেসিডেন্টের আমলেই হয়ে থাকে, যেমন - ট্যাক্স কোড রিফর্ম, কোভিড স্টিমুলাস চেক (ট্রাম্পের সই করা চিঠি সহ), কোভিড আনএম্প্লয়মেনট পেমেন্ট হাইক - এগুলো ভোটারকে ডাইরেক্টলি ইমপ্যাক্ট করেছে।
---
কেন লোকে ২০১৪ এবং ২০১৯ এ মোদি/বিজেপি কে ভোট দিয়েছে।
উঃ সর্বভারতীয় পার্টি হিসেবে বিজেপির জোড়ালো প্রতিদ্বন্দী নেই (থাকলেও প্রোপাগান্ডা চালিয়ে সেটা যাতে না হয় সেই চেষ্টা করা) - বিজেপি সেটা ক্যাশ করেছে - এক নাগাড়ে ন্যাশনালিজম প্রোমোট করেছে, এখনও করছে। আঞ্চলিক দল মিলে কেন্দ্রে জোট সরকার গড়ার থেকে একটি (ওয়ান সিঙ্গল পার্টি) জাতীয় দলের সরকার অনেক বেটার - এটা লোকজনকে খাইয়েছে।
---
এরকম আরও অ্যানালিসিস বাজারে আছে, তবে কে কাকে কেন ভোট দিচ্ছে সেটা সেভাবে জেনারালাইজ করা মুশকিল।
aka | 143.59.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:৫৫466915কিন্তু প্রবন্ধে যদি লেখেন ট্রাম্প জিতেছে কারণ সবাই রেসিস্ট তাহলে তার কাউন্টার প্রবন্ধ আসবে।
S | 2405:8100:8000:5ca1::83e:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:৪৮466914ধুর ওসব সোশাল মিডিয়ায় কে থাকে? যত্তসব।
aka | 143.59.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:৩৬466913পোবোন্দো ইজ ফাইন।
এলেবেলে | 202.142.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:৩৪466912খ, অজস্র ধন্যবাদ।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:৩২466911আমি সোশাল মেডিয়ায় গালাগাল দেবায় নেই। আমার গাল মানে তো পোবোন্দো :-) ভেরি উইক ওল্ড ফ্যাশন্ড টুল। কাজ করে না। তোদের মত কষ্ট করে টেক্নোলোজি অ্যানালিটিক্স, পারসোনাল অ্যাডভার্ট করে ইকো চেম্বার করছি না, তার জন্য পাড়ার বাদলদার চায়ের দোকান আছে.
Abhyu | 198.137.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:২১466910ন্যাড়াবু, ক্রিসমাসে একটা পেন কেনেন, সস্তায় দিচ্ছে https://pensinasia.com/new/product/pilot/pilot_90th_anniversary_limited_edition_raden_toki_maki-e_fountain_pen_2786.html

aka | 143.59.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:১৫466909দাদা, রাজনৈতিক বিরোধীতাই আসল। জনে জনে গালাগালি দিয়ে যেটা হয় সেটা হল সেই বিহেভিয়ারকেই এনাবল করা হয়। সোশ্যাল মিডিয়া ভর্তি শুধু চাপান উতোর - হয় 1 নয় ০। রিয়েল লাইফের বেশিটাই ধুসর সেটা গুলিয়ে যায়।
... | 103.22.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:১৪466908জুলিয়ানির সাম্প্রতিকতম কীর্তি আপনারা দেখেছেন নিশ্চয়ই।
S | 2405:8100:8000:5ca1::1f7:***:*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:০৪466907শুধু ট্রাম্পের বিরোধীতা নয়, ট্রাম্পিজম, মাগা এসবেরও বিরোধীতা করার প্রয়োজন আছে। নইলে এরপর ট্রাম্পের থেকে আরো বড় এবং বুদ্ধিমান লোক আসবে, আর দেশটাকে একটা মেজরিটেরিয়ান সার্কাস বানাবে। যেটা মোদিরা ইন্ডিয়াতে সফলভাবে করতে পেরেছে।
যারা বিজেপিকে একাধিকবার ভোট দিচ্ছে, তারা কেন দিচ্ছে? বিগত ছয়বছরে দেখা গেছে বিজেপির একটাই অ্যাজেন্ডা - হিন্দুত্ব। ডকুমেন্টেড এবং ইমপ্লিমেন্টেড। অর্থনীতি বহুদিন আগেই চৌপাট হয়েছে। একটাও পলিসি ঠিকমতন ইমপ্লিমেন্ট করতে পারেনি এই সরকার। বিরোধীতা করলে অফিশিয়াল এবং আনফিশিয়ালি অ্যাটাক করে। তারপরেও তাদেরকে এদিক সেদিক কারণ দেখিয়ে যারা ভোট দিচ্ছে, এবং কোনওরকমের সিভিল ডিসকোর্সে আনা যাচ্ছেনা, তাদেরকে খুবেকটা স্নেহের চোখে দেখতে পারছিনা।
লেট'স কল আ স্পেড আ স্পেড, নট আ গার্ডেনিং টুল।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ০৫ ডিসেম্বর ২০২০ ০০:০৩466906একে বা ওকে কে বিজেপি ধরব, না ভক্ত, এটা কি জনে জনে জিগ্যেশ করে আবাজ দেব? তাইলে তুই রেসিজম কে ঘৃণা কর, রেসিস্ট কে করিশ না।
যত আজে বাজে আইডিয়া। পার্সোনাল আটাক হয়তো করবো না, কিন্তু লোকের দায় মনে করাবো না, চ্যাংড়ামি?