রঙীন মেপল পাতার স্কার্ট, কয়েকশো পাতা একসঙ্গে সেলাই করে। ওহ, তরুণ বয়সের জয়বাবু থাকলে---আনন্দে গড়াগড়ি খেতেন। ঃ-)
কিন্তু অত দাম দিয়ে লোকে রোটিম্যাটিক কিনবে কেন? ৭৫,০০০ টাকার মাসিক সুদ আসবে ৫০০ টাকা। ঐ টাকা দিলে তো দেশে লোক রোজ বাড়িতে এসে সুন্দর করে রুটি বানিয়ে দিয়ে যাবে।
কে আবার ফতোয়া দিল!!
আমি ৯৯৯ টাকা দেখে কিনেই ফেলবো ভাবলাম। ভেবেছিলাম বেশ কতকগুলো কিনে রাখবো। এখন দেখি ডলার। মানে ১ আর ৭৫ এর মধ্যে যা পার্থক্য, সেইটুকুই অবশ্যি।
জন্মদিনের কেক না খেলে কেক খাওয়া যাবেনা - এ আবার ক্যামন ফতোয়া?
তবে তো বিয়ে না করলে চুমু খাওয়া যাবেনা ইত্যাদি
ধানদুব্বোর জন্মদিন সায়েবদের ফিল্ডে ভালো করে মার্কেট করা গেলে আর দেখতে হবে না। জিনিসটা খুবই ইকো ফ্রেন্ডলি দেখাতে হবে, পদ্মপাতায় বা কলাপাতায় খেতে দেওয়া, সব কিছু বিশুদ্ধ হার্বাল ও অর্গানিক, যাকে বলে ফিউচার। ঃ-)
পায়েস নিয়ে কোনও কথা হবেনা। কাজু কিশমিস দিলে এক্কেবারে জব্বর ব্যাপার হয়।
এই রোটিম্যাটিকের তো প্রচুর দাম। সেদিন কে একজন বললো ৯৯৯ টাকা। ওটা বোধয় ডলার হবে।
আমি যাবতীয় কারেন্সিকেই টাকা বলে থাকি:)
বাইডেন বোধায় 'সিরিয়াসলি? ' ও বলেছিল
পায়েসের যুগ চলে গেছে। এখন কেক। নানা রং, নকশা- সে মন্দ না। যখন ছেলেমেয়ে ছোট থাকে তখন নানাবিধ থিম কেক, ক্যারেক্টার কেক। তাতে গাদা গাদা ক্রিম।রকমারি মোমবাতি,ফুঁ-হাততালির খিলখিলে আনন্দ।জিব বার করে লাল নীল রং দেখে খুশি হওয়া। তারা বড় হয়ে ক্যালোরি সচেতন,পছন্দের মাপও তৈরী( রেড ভেলভেটই আসে এখন) হয়ে যায়।পায়েসও হয়, তবে কেক লাগবেই।
আমি জন্মদিনের কেক খাইনা।ঐ ফুঁ দিয়ে নেবানো কেকে কত থুতু... লোকে পিটপিটে, শুচিবায়ু ইত্যাদি যাই বলুক। অসম্ভব জোর করলে একটুকরো নিয়ে ভেতর থেকে এককুচি মুখে দেওয়া:-) তবে বড়দের ঐ কেক গালে মুখে মেখে আনন্দ উদযাপন বিকট লাগে।পায়েসের বাটি সামনে দেবার লোক নেই। নিজেকে পায়েস বানিয়ে আনন্দ দেবার পরিশ্রম না করে জন্মদিনে এখন কেকই খাই:-))
এই হচ্ছে ট্রাম্পের বিউটি আর আপনাদের সমস্যা।
সে জেনে বুঝে আপনাদের পাগল করে দিতে পারে, কারণ আপনারা পাগল হতে ভালবাসেন।
আমার দেখা বেস্ট রিপ্লাই ছিল বাইডেনের - মিষ্টি করে হেসে Hey man, you really paid $700 tax?
আই সাপোস সবাই সেটা করতে পারবে না প্রোটোকলের কারণে!
না না হিমালয়ে চাইনা।
হিমালয়ে পাঠিয়ে দেওয়া হোক।
ট্রাম্প বদ্ধ উন্মাদ হয়ে গেছে, ওকে পাগলা গারদে দিতে হবে নিশ্চিত। আজ বলেছে এফবিআই, ডিওজে ইত্যাদিও ফ্রডে যুক্ত।
ঐ কারণেই কোলকাতার ফ্রুট কেক ভালো। আমি একটু বেশি বেকড হওয়াটা পছন্দ করি।
আমার আবার কেক শুনলেই গা গুলায় । জন্মদিনের কেক কাটা জিনিসটা এত বিশ্রী লাগে এত বিশ্রী লাগে যে কী বলব। টুকরো টুকরো আঠা আঠা কেক এ ওর মুখে গুঁজে দিচ্ছে। এ হে হে হে।
তার চেয়ে এক বাটি কাজুকিসমিস দেওয়া পায়েস ঢের ঢের ভালো।
সুন্দর দেখতে মেশিনটা। সার্চ দিয়ে দেখলাম।
রোটিম্যাটিক বানায় কারা? কাদের কোম্পানি?
এই রোটিম্যাটিকের তো প্রচুর দাম। সেদিন কে একজন বললো ৯৯৯ টাকা। ওটা বোধয় ডলার হবে।
১২ ফুট লম্বা সেই অ্যালুমিনাম মনোলিথটা ভ্যানিশ। এলিয়েনেরা নিয়ে গিয়েছে সারাই করতে।
এ তো প্রায় পুরো লাল! কী অবস্থা!
ওদিকে উইসকনসিনে যে রিকাউন্ট হচ্ছিল, সেটাই কারোর খেয়াল নেই। ট্রাম্প যদিও এখনও রোজ দুইবেলা ভোটার ফ্রড আর আই ওন বলে টুইট করেই যাচ্ছে। কেউ কোথাও ভোটার ফ্রড বললেই ট্রাম্প রিটুইট করে দিচ্ছে। এই সুযোগ ছাড়বেন না। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব জমাতে হলে বা ট্রাম্প টাওয়ারে ডিসকাউন্টে ফ্ল্যাট চাইলে এক্ষুনি ভোটার ফ্রড হয়েছে বলে ভিডিও বানিয়ে ট্রাম্পকে ট্যাগ না কি বলে সেটা করে দিন।
দেকেচো কে বা কারা যেন এলিয়েনের ডান্ডাটাকে নিয়ে গেছে।
এঁর আসল নাম কি? এই পাচু রায়ের?
পাচু বাবু রাজনৈতিক নেতাও। দ: দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মনে হয়:)
@ম, পাশনফ্রুট কফির কথায় মনে পড়ল, মাঝখানে আমরা ফিল্টার কফিতে ক্যারামেল সিরাপ দিয়ে খেতে শুরু করেছিলাম। ভালই লাগে।
স্টারবাকসে ক্যারামেল মোকা আমি সর্বদা চোখ বুজে অর্ডার করি:-)
এই ভদ্রলোকই কি বাঁধা চিঠি-লেখক ছিলেন?
@ম, পাশনফ্রুট কফির কথায় মনে পড়ল, মাঝখানে আমরা ফিল্টার কফিতে ক্যারামেল সিরাপ দিয়ে খেতে শুরু করেছিলাম। ভালই লাগে।