S | 2405:8100:8000:5ca1::399:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০৩:০০466365কোলকাতায় এখন ছোটো রেস্তোরা, কফিশপ ইত্যাদি বেড়েছে বটে।
lcm | ৩০ নভেম্বর ২০২০ ০২:৪৪466364কিছুদিন হল টার্কিশ কফি খাওয়া হচ্ছিল, অফিসের কাছেই এক মিডল-ইস্টার্ন কাফে খুলেছিলেন একজন, গরম বালির উনুন - -
lcm | ৩০ নভেম্বর ২০২০ ০২:৩৭466363পাঁচু রায়ের লেখার পরের অংশ পাই নি, কেউ পেলে দেবেন।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০২:২৮466362আর ভিয়েতনামী দোকানে পরের বার প্যাশনফ্রুট কফিটা চেখে দেখতে ভুলবেন না যেন:-)
:-), ভিয়েতনামী কফি বিন/গুঁড়োও ভারী চমৎকার, বিশেষ করে এই ফিল্টারের সঙ্গে চমৎকার চলে।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০২:১৯466360লম্বু তো জানি, বাসনা বিস্কুট কোনটা?
এখানে লোকাল কেক/ কুকি র দোকান আপাতত আবার ঝাঁপ ফেলেছে,খুবই খারাপ অবস্হা- বিক্রি নেই বললেই চলে, অনলাইনেও টিমটিম করে চলছে। হয় নিজে বানাও নইলে যা মেলে...
কনডেন্সড মিল্ক শুধু শুধু খেয়ে নেবার বয়েস কি আমরা পেরিয়ে এসেছি? বনবাসে কটা নিয়ে যেতাম:-)
সম্বিৎ | ৩০ নভেম্বর ২০২০ ০২:০৪466359ঠিক একই কারণে (ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স) ভিয়েতনামিজ বেকারি এখানে বেশ ভাল।
ওয়েগম্যানস | 165.225.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০১:৪৭466358ওয়েগম্যানস মন্দ নয়, তবে কিনা প্রকৃত কেকপ্রেমী হলে সেখানে থেমে গেলে চলবে কি করে! কিছু কিছু জনতা ব্যক্তিগত উদ্যোগে কেক বানিয়ে বেচে, তাদের খবর কেবল পরিচিত জনেরাই জানতে পারে - সে তো স্বাদের সৌন্দর্য্য। স্টক এক্সচেন্জওয়ালা এক শহরের মাঝামাঝি সুইস বেকারি কাজুবাদাম পিসে পিসে কেক বানায় - তার স্বর্গীয় স্বাদের থেকে অমৃত আর কত ভাল হতে পারে? তাছাড়া, ছোট ফ্রেন্চ বেকারি যদি পাড়ায় থাকে তবে কোথায় লাগে ওয়েগম্যানস ?
s | 100.36.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০১:৪৩466357ভিয়েতনামিজরা ফ্রেঞ্চদের থেকে কফি খাওয়া শিখেছে কিন্তু গরম দেশে তাড়াতাড়ি দুধ কেটে যেটা বলে কনডেন্সড মিল্কের ব্যবহার চালু হয়েছিল। এখন সেটা একটা দারুণ ইউনিক কম্বিনেশন হয় দাঁড়িয়েছে।
সম্বিৎ | ৩০ নভেম্বর ২০২০ ০১:৩২466356ভিয়েতনামিজ কফির উপাদেয়তা কফির জন্যে না কনডেন্সড মিল্কের জন্যে এ নিয়ে আমার এখনও ধন্দ আছে।
s | 100.36.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০১:৩০466355হ্যাঁ, ভিয়েতনামিজ কফি ফিল্টার। মেকানিসমটা ফ্রেঞ্চ প্রেসের মতই। এর পর সাধারণত কনডেন্সড মিল্ক দেওয়া হয়। দারুণ।
সম্বিৎ | ৩০ নভেম্বর ২০২০ ০১:২০466354এটা তো ভিয়েতনামিজ কফি মনে হচ্ছে। অতি উপাদেয়।
কফি করা নিয়ে আলোচনা হচ্ছিল। এখানে কফি করার একটা পদ্ধতি আর বাসনের ছবি দেওয়া হল। কে কে বলতে পারবে এই রকম করে কোন দেশে বা অঞ্চলে কফি করে খাওয়া হয়। এর ছবি বোধির দেওয়া লিস্টে ছিল বলে মনে পড়ছে না।

kc | 188.7.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:৫৮466352নোটিশ দিয়ে আন্দোলন? হানুদা তুমিও?
হায় নভেম্বর মাস। ভাগ্যিস আগামীকাল তুমি ফুরিয়ে যাবে!
এলেবেলে | 202.142.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:৫৬466351কাল থেকে যা আলোচনা হচ্ছে তাতে বাসনা-লম্বু চিনি। বাকি জিনিস সম্পর্কে কিছুই জানি না।
পাচু রায় আজকের আজকালে এক পাতাই। এলসিএম চেষ্টা করলেও অন্য পাতা দিতে পারবেন না।
syandi | 2a01:c22:d4a1:3d00:e14a:bf31:6322:***:*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:৪১466350বেকারি প্রডাক্ট সম্পর্কে যখন আলোচনা চলছে তখন একটা ক্রনিক কনফিউশন দূর করে নেওয়া যাক। দেশে চায়ের দোকানে লম্বু নামে একটা জিনিস পাওয়া যেত, এখনো হয়ত পাওয়া যায়। ফাঁপা এই বস্তুটি গোলাকার এবং এর উপরের দিকটি জিওডেসিক ডোম শেপের মত। এখন প্রশ্ন হল - গোলাকার এই জিনিসটিকে কোন অপরাধে লম্বু বলে?
s | 100.36.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:২৪466349আমেরিকায় ভাল ফ্রুটকেক খেতে হলে নিজে বানানো ছাড়া গতি নেই।
তবে এই সময় অনেক দোকানেই ভাল হলিডে ডেসার্ট, কুকি ইত্যাদি পাওয়া যায়। আমার ফেভারিট হল ট্রেডার জোসে স্ট্রুপওয়াফল। একটু বেশি মিষ্টি, আধ্খানার বেশি খাওয়া যায় না। আর অল্ডি বা লিডলে অনেক ইউরোপিয়ান কুকি বা কেক পাওয়া যায়।
ইটালিয়ান প্যানেটোন খারাপ না। একটু শুকনো, সাথে চা বা কফি লাগবে।
আমি যে গ্রসারি স্টোরে যাই, সেই ওয়েগম্যানসে দুর্দান্ত একটা বেকারি আছে। ক্রিসমাস কেক বাদে অন্য সব কিছুই দারুণ।
কোরিয়ান বেকশপ বা লটে জাতীয় গ্রসারিতেও ভাল বেকারি থাকে।
Kerala | 136.228.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:২২466348স্রি, ভুল জায়গা। :-(
Kerala | 136.228.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:২১466347পিটিদা কি কেরালায় বিজেপির এই উত্থানের জন্য সিপিএম আর কংগ্রেসকে দায়ী করছেন? এটা একটু স্পষ্ট করুন আগে।
kk | 97.9.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:০০466346আমি ফ্লুরিজের কেক কখনো খাইনি। সব ভালো দোকান তো আগে শুধু কলকাতাতেই থাকতো। আসানসোলে ফ্লুরিজ বোধয় এখনও নেই।
aka | 143.59.***.*** | ৩০ নভেম্বর ২০২০ ০০:০০466345আমাদের ওখানে এখনও পাল্টুদার চায়ের দোকান আছে, সেখানে জারে বাসনা বিস্কুট পাওয়া যায়। ইত্যাদি।
সম্বিৎ | ২৯ নভেম্বর ২০২০ ২৩:৫৯466344বনেও এখন পাস্তা, বুরিতো, পর্কচপ। গিয়ে আর কী করবেন!
aka | 143.59.***.*** | ২৯ নভেম্বর ২০২০ ২৩:৫৯466343বাপুজী কেক সবথেকে ভালো, যদি ডেউ পিঁপড়ে থাকে তাহলে ফ্লেভারটাও খোলতাই হয়।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ২৯ নভেম্বর ২০২০ ২৩:৪৮466342কোলকাতার পাড়ায় পাড়ায় এখন( দ:ক: তে বেশি) কফি শপের ছড়াছড়ি। সেখানে গিয়ে নাকি লোকে পাস্তা,বুরিতো, পর্কচপ ইত্যাদি খায়! আমরা চায়ের দোকানে গরম চপ, মুড়ি খেতাম।আমার কি বনবাসে যাবার বয়েস হয়ে গেলো?
সম্বিৎ | ২৯ নভেম্বর ২০২০ ২৩:৩৯466341
kk | 97.91.195.43 | ২৯ নভেম্বর ২০২০ ২৩:০৯466335ন্যাড়াদা, মিস্টার তীর্থং কর মশাইকে একবারটি জিগ্যেস করবেন কলিন স্ট্রীট বেকারির থেকেও ভালো ফ্রুটকেক কোথায় পাওয়া যায় :))
এ আমি না জিগেস করেই বলতে পারি, কিন্তু সে কেক সাধারণের আয়ত্তের বাইরে হে।
ম | 2601:247:4280:d10:a9cf:7366:3c3a:***:*** | ২৯ নভেম্বর ২০২০ ২৩:৩৭466340ছোটবেলার ভালোলাগা সুখস্মৃতি হিসেবে মনে রাখা ভালো। বড়বেলায় আবার খুঁজতে গেলে ধাক্কা লাগে। ফ্লুরিজে গিয়ে ম্যানেজারকে বকাবকি করে এলাম:-(
সম্বিৎ | ২৯ নভেম্বর ২০২০ ২৩:৩০466339লসাগু, পাচু রায়ের পরের অংশটা দাও।
Abhyu | 198.137.***.*** | ২৯ নভেম্বর ২০২০ ২৩:২৪466338তবে ফ্লুরিজের প্লেন অ্যাণ্ড সিম্পল কেকটাও আমার দারুণ লাগে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:9dc2:b3a6:9676:***:*** | ২৯ নভেম্বর ২০২০ ২৩:২৪466337
Abhyu | 198.137.***.*** | ২৯ নভেম্বর ২০২০ ২৩:২৩466336বাঘু বেকারি? :)