নিন গান শুনুন। ল্যাদোশদা বলেন দেখি কার গাওয়া (কার গাওয়া নয় বলতে হবে না)
https://tinyurl.com/y437mtg7
আর কেনই বা ঠিক ইলেকশানের আগেই রিপাব্লিকান পার্টি হিলারীর ইমেইল, হান্টারের ল্যাপটপ, বা ক্যারাভান নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। কেনই বা সব রিপাব্লিকান ভোটারদেরই এখন দাবী যে বাইডেনকে ইল্লিগালরা ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে।
ট্রাম্প ইজ দ্য মোস্ট ফিটিং রিপাব্লিকান লীডার পোস্ট সাদার্ণ স্ট্র্যাটেজি। ট্রাম্পিজম ইজ দ্য ট্রু রিপ্রেজেন্টেশান অব রিপাব্লিকান আইডিওলজি।
মোদির ক্ষেত্রেও তাই। এতদিন সব বিজেপির নেতরা মন্দির বানাবো, এনার্সি করবো, মুসলমান মারবো বলে এসেছে। কেউ করেনি। মোদী করে দেখিয়েছে। বিজেপির ভোতারদের একটা বড় অংশ এগুলো চায়, তাই মোদিকে ভোট দিচ্ছে।
তাই যদি হয় তাহলে বিজেপির নেতারা বিহার ইলেকশানে পাকিস্তান, চীন, ফ্রান্সে কি হল সেই নিয়ে বক্তব্য রাখে কেন?
একদম ঠিক। যে মহিলা রোজ মাতাল পার্ট্নারের কাছে মারধোর খায় সে তাকেই ভোট দেবে যে মদ বেআইনি করবে। দিল্লীতে বসে মোদি কাশ্মিরে কি করছে তাই নিয়ে তার বিন্দুমাত্র চিন্তা নেই। সেই রকম ট্রাম্প যখন বলে যে স্টিলের উপর ট্যারিফ বসাব, শুধুমাত্র তার মুখের কথা শুনেই স্টিলমিল থেকে চাকরি চলে যাওয়া লোকে ভোট দেয়। ট্রাম্প ইমোলুমেন্ট ক্লজ ভায়োলেট করছে কি করছে না তাই নিয়ে বিশেষ চিন্তা করে না। অল পলিটিক্স আর লোকাল।
জনগণ ভুল বোঝে এটা আদৌ সঠিক নয়, প্রত্যেকের নিজস্ব অ্যাজেন্ডা থাকে ভোটে। সেটা হয় ঠিকমতন ধরতে হয় নয়ত নিজের আইডিওলজি ধরে এগোতে হয়। কোনটাই একদিনে হবে না। বিজেপিও যাবার নয়, ট্রাম্পিজমও নয়।
"মেজরিটি ম্যাংগো লোকে জাহান্নমে ই যেতে চাইছে। যেতে দেওয়া হোক। "
জাহান্নামে যেতে চাইছে, না, জাহান্নাম থেকে বেরোতে চাইছে না? :-)
বামেরা তাদের ভোট তিনোদের দেবে কেন? তিনোরা বড় শত্রু রোখার তাগিদে বামেদের জন্য ভোট জোগাড় করুক। ত্যানাদের তো এখন অনেক ক্ষমতা।
লোকে বিজেপির অ্যাজেন্ডা জেনে এবং বুঝেই ভোট দিয়েছে। এখন মুখ আর মুখোশ এক হয়ে গেছে। অতেব সেই অ্যাজেন্ডায় মানুষের সমর্থন আছে।
বেচারা নীতিশ। এক সময়ে মোদির এগেইনস্ট এ বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ ছিল এখন মোদির হাতে পায়ে ধরে কোনোমতে টিকে আছে।
কম্পেটেলি আনপ্লানড লক ডাউন আর তার জন্যে মিগ্রেন্ট লেবারদের এরকম ভোগান্তির পরেও যদি বিজেপি বিহার-এ জিতে যায় , আর কিছু করার নেই। মেজরিটি ম্যাংগো লোকে জাহান্নমে ই যেতে চাইছে। যেতে দেওয়া হোক।
কুওমো তো পুরো অর্ণব গোস্বামী হয়ে গেছে।
উচ্চাঙ্গ সংগীত যারা ভালবাসেন শুনতে, তাদের জন্যে।
অনেক বিখ্যাত শিল্পীর ছায়ানট শুনলাম। এই ছায়ানট পরিবেশন খুব ভাল লাগল।
ছোটাই সেদিনের পর আর লেখা হয়নি। আপনার উত্তর দেখেছি। ধন্যবাদ। অত ভালো লেখাটা -- মনে থাকবে না কেন? আমার ধারণা: আপনার বেশীর ভাগ লেখা (টেখা নয়, লেখাই) মনে থেকে যায় -- সিংহভাগ আমপাঠকেরই।
নমস্কার।
এইটি আমার কমন পড়িয়াছে।
আম্রিগায় ভোটের দিন মোর ইম্পর্ট্যান্ট কাজ কচ্ছিলাম - এক বিহারী অন্ত্যজ ছোকরার কাছে পোলিং করলাম। তো সে বল্লে, তার বাবারা লালুভক্ত কারন লালুর আগে তারা উচ্চ বর্ণের সাথে একাসনে বসতে পারত না। কিন্তু তাদের হিসেবে লালু বড় গুন্ডাবাজ আর মায়াবতী চোর। যা বুঝলাম, লালুর দরকার ছিল একটা সময়, কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয় আজ। আর লালুর ছেলের তো কোন অভিজ্ঞতাই নেই। নীতিশকেও তারা পছন্দ করে না, কারণ বড্ড সোস্যালিশ্ট। তারা চায় বিজেপি একা আসুক ও বিহারে উন্নয়নের বন্যা বইয়ে দিক। বঙ্গালেও বিজেপির আসা দরকার।
আমার প্রশ্ন ছিল - এই যে ছোটজাতের মেয়েদের কোন আইডেন্টিটি নেই বিজেপি আমলে - তার পরেও এসব বলছ ? তার বক্তব্য - বাইরে থেকে দেখে যেটা জাতের সমস্যা মনে হচ্ছে সেটা আসলে সাধারন পলিটিক্স- জাতের সঙ্গে বিশেষ জড়িত নয়। তার্পরে এ যোগীরো অসম্ভব প্রশংসা করতে শুরু করে। ঐটে আমার কমন পরে নি বলে আলোচনার ইতি করতে হয়।
Alphago শব্দটা দেখে গুগলের লিকড এড ভিডিওর কথা মনে পড়লো
বিশ্বাস আনার মতো ভিডিও বানিয়েছিলো ।
টেকোবুড়ো দা, একটা কথা বলেন, সারাদিন ধরে ১৮ টা সিটে লিবারেশন, সিপিআই, সিপিএম এগিয়ে দেখাচ্ছে, এন ডি টি ভি, এটা কনভার্ট হবে সত্যি? হেরে তো গেলাম প্রায়, এটা যদি একটু সান্ত্বনা পুরস্কার হয়। মোদীজি আর নীতিশ জি কে মেয়েরা জিতিয়ে দিল বলছে তো, এন ডি টি ভি তে আসা অ্যানালিস্ট দের ন্যারেটিভ এই -
- ৬ লাখ মহিলার , লেজিটিমেট আধার কার্ড থাকা সত্তএও নাম নেই, ভোটার লিস্টে।
-- কিন্তু ভোট দিতে মহিলারা বেশি বেশি করে এগিয়ে এসেছেন। অ্যাকচুয়াল ভোটার দের মধ্যে , একটা জেন্ডার ডিভাইড দিয়েছে, মনে নেই।
-- এবার বলছে, মদ বন্ধ করার কারণে, নীতিশ এর প্রতি মেয়েদের টান বেশি, আর রাস্তার গুন্ডাগর্দী অসভ্যতামি লালুর আমলে বেশি ছিল বলে মেয়েরা নীতিশ কে পছন্দ করে, এই সব কারণে নীতিশ ke কম ভোট দিয়ে উনিজি কে বেশি ভোট দিয়েছে, --এই কেস টার ঠিক ঠাক এক্ষ প্ল্যানেশন কি? মেয়েরা মাল খাওয়ায় বা রাস্তায় পাল্টা আবাজ বেশি না দেবা অব্দি বিজেপি জিতবে, এটা একটা কথা হল? দেশে মেয়েদের সম্মান দেখিয়ে বিজেপি উল্টে দিছে এরকম এভিডেন্স তো নেই, তো এটা কি স্পেসিফিকালি বিহার ফেনোমেনা, ঘটনা টা কি?
পোবোন্দো লিখুন।
তুমি যেটা বলছ, সেটা বোধহয় কানাই দত্তেরটা, ১৯৬১, পিটসবার্গ। আমার কাছে আছে। ৭৮ আরপিএম নয়।
ন্যাড়াদা, বাড়ি ফিরে খুঁজব। তালটা কি তিনতাল ছিল?
থ্যাঙ্কিউ। কিন্তু এইটা বোধহয় নয়। এটাও ভাল, বিশেষতঃ তৈয়ারির দিক থেকে, কিন্তু ওটার একটা সিরিন, স্বর্গীয় টাইপের ব্যাপার ছিল, এটায় সেটা অনুপস্থিত।
সম্বিৎ
Youtube এ এইটা পেলাম।...
Vintage 78 RPM Records
Chatur Lal - tabla HMV OJE 8179; N. 87536
সাল ইত্যাদি লেখা নেই তবে শুনে আন্দাজ করছি ৫০ এর দশক যদিও আপনি এটাই প্যান্ডোরাতে শুনেছেন কিনা জানি না
আর বনে নয় রেফারেন্স টার জন্য একটা থ্যাংক ইউ , আমার এতদিন ধারণা ছিল ওই গান টা নট ভৈরব এর বেশি কাছে
ন্যাড়াদা আমার নাম নিয়ে লজ্জা দিবেন না ।
প্রশ্ন ছেল - কবীর সুমন কোথাও একটা লিখেছিলেন রবিশংকরের কিরওয়ানি না শুনলে নচিকেতা ঘোষ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্যে "বনে নয় মনে মোর" গানটা সুর করতে পারতেন না। সেদিন বৈকালিক হন্টন সেশনে প্যান্ডোরাতে সেইটা শুনে ফেললাম। কিন্তু কত সালের রেকর্ডিং বা কোথাকার - লেখা ছিলনা। শুনে মনে হল ছয়ের দশকের। সাড়ে তিন মিনিটের থেকে বড় - মানে ৭৮ আরপিএম নয়। কিন্তু খুব বড়ও নয়। পরে ইউটিউব খুঁজে পেলাম না। রবিবাবু অন্য কিরওয়ানি আছে, কিন্তু ওই কিরওয়ানিটা একটি হীরকখন্ড।
কেউ সাল-টাল বলে দেবেন? কেসি, আনন্দবাবু, বি-বাবু প্রমুখরা?
উফ্ফ বাবা টেকোবুড়ো দা জন্ম রোফান্টিক। সরকার টা কার হবে?
স্লো কাউন্টিং । 54 সীটে 1000 এর কম ফারাক। 85% গোণা বাকি!
লেফটের সিট কংগ্রেসের চেয়ে বেশি। নীতিশ ভালোই করছে।
ও এন ডি e সর্কার ই হোচ্ছে, আর কি দিন তো গেলো সন্ধ্য হলো কেস। :-)))) আমি এগজিট পোল দেখে উতসাহ পেয়েছিলাম, এল জে পি টা বিজেপির চাল হওয়া সত্তএও।
আবার সেই মেডিয়া জুড়ে মোদি কেত্তন শুরু হবে, অনেক গুলো রাজ্য তে গুজে জাবার পরে জিতেছে।
বিজেপি সুন্দর ডাম্প করলো নীতিশ কে, হাউজ হ্যাং করলে, সিংগল লার্জেস্ট পার্টি হিসেবে বেরিয়ে যাবে, আর এল জে পি কে নিয়ে নেবে কদিন বাদে। অন গ্রাউন্ড খবর জানি না, ১২২ ন পেরোলে লালুর ব্যাটার মুখ্য মন্ত্রী হওয়া চাপ আছে। তার উপরে আবার টাকা পয়হা ভালো বাসার ব্যাপার রয়েছে। ক্লোজ রেস হলে তো ঘোড়া দের একটু মন উচাটন হবেই। -))))
জেডিইউ প্রচুর সীট কমেছে। বাচ্চা পাসোয়ান কিং মেকার হয়ে যেতে পারে।
নীতিশের তো আলায়েন্স আছে বিজেপি র, খুব পিছিয়ে নেই টেনশন আছে।
নীতিশের পার্টি তো প্রচুর পিছিয়ে।
ঠাকুর কে ডাকুন :-) পাসোয়ানের বেটা কিং মেকার না হোলেই ভালো, সিট পাক।
আমিও যেন আমৃত্যু থাকি বাবা।