সুপ্রিম কোর্টে | 165.225.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৭461632মহিলা যদি আর দুটো মাস বাঁচতেন! এত দিন বাঁচলেন যখন ...
তবে, সে তো যদির কথা নদির পারে
লিন্ডসি গ্রাহামের জেতাটাও আটকানোর চান্স নেই! ট্রাম্প তো ছেড়েই দিলাম!
কিন্তু লং টার্ম ভাব্লে কিই বা আর হবে! এক্স্টিঙ্গ্সান তো সাইক্লিকালি আসেই!
S | 162.247.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৩461631এমি কোনি ব্যারেট যাচ্ছে সুপ্রিম কোর্টে। মোটামুটি রিলিজিয়স বাইগট। ওবামাকেয়ার তুলে দেওয়া এখন জাস্ট সময়ের অপেক্ষা। আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টদের উপর অত্যাচার আরো বাড়বে। উইমেন্স রাইট্স, মাইনরিটি রাইটস নড়বড়ে করে দেবে। ট্রাম্প যে তিনজনকে সুপ্রিম কোর্টে বসালো তারা সেপারেশান অব চার্চ অ্যান্ড স্টেটে খুবেকটা বিশ্বাস করেনা। ফলে এখন বাইবেলকে অল্টারনেটিভ কনস্টিটিউশান ধরা হবে। সিভিল রাইট্স মুভমেন্টকে আনডু করা হবে।
aka | 143.59.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪০461630মানে স্লো কুক?
lcm | 99.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ২১:১৬461629হ্যাঁ, বিদ্ধ না হলেই হল।
আর সিদ্ধ হলেও যেন কম আঁচে হয়।
dc | 103.195.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ২০:৫০461628সিদ্ধ হলেই বা ক্ষতি কি?
Pinaki | 136.228.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ২০:২১461627টেস্ট
aka | 143.59.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:১১461626যে কেউ রিদ্ধ হতে পারেন, পার্মিশন দিয়ে দিলাম।
জনান্তিকে | 2600:1002:b012:df40:b48d:94ab:59f3:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:২২461625আচ্ছা অমর মিত্র যদি ঋদ্ধ হতে পারেন, অন্যদের হতে বাধা কোথায়? (উদাসী চিন্তনের ইমোজি)
হনুদা তোমার গ্রাহক হব
টইতে গিয়ে লেজ নাড়াব
পোঙাপাকা সমালোচক হয়ে
দুলব তোমার শ্রী ব্লগে
এবার গ্রাহক করো আমাকে -
হনুদা লগইন করো। তোমার গ্রাহক হব। :-P
অ | 2405:8100:8000:5ca1::62:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৪461622টেস্টিং ২
অরিন | 89.187.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৯461621টেস্টিং
Abhyu | 47.39.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১২:১৫461620খুবি ইউনিক ব্যাপার - ভদ্রমহিলার ঔরসে বাচ্চাটার জন্ম। ঈশ্বরের রূপ সাধে বলেছে?
https://www.sangbadpratidin.in/kolkata/kolkata-mother-donates-liver-for-her-child-he-is-growing-up
Abhyu | 47.39.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১২:০৫461619হানুদার "কৃত্জ্ঞতাই" আসল - সেটা পেয়েই টেক টিম ধন্য।
"একটা ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার এর কাছে ইউজার, রিডার হিসেবে এর কাছে আর কি ই বা চাইতে পারি। "
@বোধিসত্ত্ব , আপনি কিন্তু শুধুই ইউজার, বা রিডার নন, আপনি একজন কনটেন্ট লেখক ও বটে | এই কথাটা ভুলে যাবেন না |
একক | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১১:২৩461617একক,এককের নোটি লইয়া কী করিবে!

বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:d990:cbe8:d0a3:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৮:১২461616একটা ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার এর কাছে ইউজার, রিডার হিসেবে এর কাছে আর কি ই বা চাইতে পারি।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:d990:cbe8:d0a3:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৮:১০461615আমি কল্পনা করতে পারি না মাঝে মাঝে ইশান, এল সি এম, অন্য ডিজাইনার, টেস্টার টেকি রা যদি থেকে থাকেন এত কাজ করে কি করে, বাপরে বাপ। অনেক ধন্যবাদ আর ভালোবাসা ভাই সকলকে , এই ফিচার সেই ফিচার, ডিরেকশন, ভালো মন্দ পসন্দ অপসন্দ আলাদা কথা, এই এত এত কনটেন্ট কিউরেশন, এই পরিশ্রম অন টপ অফ ডে জব অ্যান্ড পার্সোনাল লাইফ, আনবিলিভেবল। লটস অফ লাভ। একটা ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার ইউজার, রিডার এর কাছে আর কি ই বা চাইতে পারি।
কোনো কৃত্জ্ঞতাই যথেষ্ট না। ফারমার্স প্রোটেস্ট এর ছবি আপলোড করতে পেরে কৃতজ্ঞতা বেড়ে গেল , দ্যা ফাকার্স হ্যাভ টেকেন ওভার দ্য কান্ট্রি ওকে, কিন্তু বেশ ভালো কিছুটা প্রটেস্ট কাল হয়েছে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
anandaB | 50.125.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৮:০২461614ওহ! সিনেমাটা তো দেখেছিলাম কিন্তু গান টা মনে পড়ছে না
অবশ্য বহুদিন আগে দেখা আর নির্ঘাত স্কিপ করে করে দেখেছি
দেখো আলোয় আলো আকাশ | 223.19.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৮:০২461613লেখাটা শ্রীজাতর।
সিনেমাটার নাম | 2600:1002:b011:1956:1df2:d99:66de:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:৫২461612খাদ
অরিজিত গেয়েছে
Atoz | 151.14.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:৪৩461611এই "দেখ আলোয় আলো আকাশ "এর আগেও অন্য গৃহীত লাইন আছে, উপনিষদ থেকে নেওয়া, "অসতো মা সদগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময় " ইত্যাদি ---মনে হয় গানটা ওভাবেই তৈরী, কিছু গৃহীত, কিছু নিজেদের।
anandaB | 50.125.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৫461610লাস্ট দুটো লাইন তো "ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে" - এই গান টার আংশ
যতদূর মনে পরে মান্না দে গেয়েছেন , কোনো সিনেমাতে ব্যবহার হয়েছে কিনা ঠিক মনে পড়ছে না
অবশ্য বাকি লাইন গুলো ওই গান টার নয়
Atoz | 151.14.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৭461609একটা সিনেমা ছিল এরকম, সকালের আলোয় ভরা এক অরণ্যের ভিতর দিয়ে দল বেঁধে লোকেরা যাচ্ছেন, গান হচ্ছে,
"দেখ আলোয় আলো আকাশ
দেখ আকাশ তারায় ভরা
দেখ যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগল পারা
এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া
ভরে থাকুক আমার মুঠো
দুই চোখে থাকুক ধারা
এল সময় রাজার মত
হল কাজের হিসেব সারা
বলে আয় রে ছুটে আয় রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু নাইকো জরা"
কারুর মনে আছে সিনেমাটার নাম?
Atoz | 151.14.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৭:০০461608এই বছর কতজন নামকরা ব্যক্তির প্রয়াণ ঘটল! সবাই একসঙ্গে দল বেঁধে যাচ্ছেন।
"চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে" এই গান শোনার আগে না পরে? ঃ-)
শুনতে শুনতে বোধ হয় , :-)
Atoz | 151.14.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৪461606সেই ভালো ভালো লেখাগুলো কই?
Atoz | 151.14.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৬:০৭461605অরিন,
"চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে" এই গান শোনার আগে না পরে? ঃ-)
S | 2405:8100:8000:5ca1::5a:***:*** | ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৪461604প্লামের বাঙলা কি?
@lcm:"এটা পরে দেখতে হবে। পয়েন্ট আউট করার জন্য থ্যাংকু।"
ধন্যবাদ @lcm,
লাইনাস সায়েব নাকি বলেছেন হাজার হাজার চোখের আলোয় পোকারা কেবলই কিলবিল করে ।
আপনারা ভালো বলতে পারবেন ।