বোধিসত্ত্ব দাশগুপ্ত | 42.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২১:৩২459666
Abhyu | 47.39.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২১:২৮459665
গুরুচণ্ডা৯ | 2409:4065:1d:1cc9:e14e:e533:f2de:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৮459664
এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৭459663১২ সেপ্টে ১৯:৪৫ কে প্রথমেই দুটো কথা বলার।
১. এখন '১২ই সেপ্টে' লেখার চল নেই। মানে দীর্ঘদিন হল উঠে গেছে। তাই 'বাইশে শ্রাবণ' খুব লেখা যাবে, কিন্তু '২২শে শ্রাবণ' পুরো আখাম্বা জিনিস আর কি। ঋতুপর্ণের উনিশে এপ্রিল স্মরণীয়।
২. একই ভাবে "এই “প্রাজ্ঞদর্শী”টি কি বস্তু" টা আসলে কোনও প্রশ্নের ডিটেল উত্তর দাবিই করে না। মানে যিনি 'কি' এবং 'কী'-এর পার্থক্য না করে প্রশ্ন ফর্ম করেন, তাঁকে বলার প্রথমটা অব্যয়, দ্বিতীয়টা সর্বনাম। প্রথম ক্ষেত্রে উত্তর স্রেফ হ্যাঁ/না হয়। কাজেই আগে প্রশ্নটা অন্তত ঠিকঠাক করার চেষ্টা করবেন।
রূপদর্শী যেমন, ভূয়োদর্শী যেমন, তেমন প্রাজ্ঞদর্শী। ভবিষ্যদ্রষ্টা ইত্যাদির মতোই।
এই শেষবার ভদ্রতা রক্ষা করলাম। আমি একটা নামে লিখি। ভবিষ্যতে নামোল্লেখ না করে এনগেজ হওয়ার চেষ্টা করলে পাত্তা দোবো না। কেমন?
গুরুচণ্ডা৯ | 2409:4065:1d:1cc9:e14e:e533:f2de:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৯459662
গুরুচণ্ডা৯ | 2409:4065:1d:1cc9:e14e:e533:f2de:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৭459661
গুরুচণ্ডা৯ | 2409:4065:1d:1cc9:e14e:e533:f2de:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৫459660
aka | 2600:1005:b16e:3b54:1df6:5ebc:8eca:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৮459659
:|: | 174.254.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৫459658
Pinaki | 136.228.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৫459657
aka | 2600:1005:b16e:3b54:1df6:5ebc:8eca:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৩459656
ডেস্কটপের প্রথম পাতা আর মোবাইলের প্রথমপাতার মধ্যে কোন ডিফারেন্স নাই | 165.225.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৮459655প্রথম পাতা অ্যাপেও যা ব্রাউজারেও তো সেম। আলাদা কিছু নয়। ডেস্কটপের থেকে একটু আলাদা। আমার ধারণা একটু ইউআই/ইউএক্স বিশেষজ্ঞ কাউকে দিয়ে ঘষেমেজে নিতে পারলেই দাঁড়িয়ে যাবে। এখনকার মত ওভারহোয়েল্মিং লাগবে না।
PT | 115.187.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৯459653
aka | 2600:1005:b16e:3b54:1df6:5ebc:8eca:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫০459652
b | 14.139.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩২459651
aka | 2600:1005:b16e:3b54:1df6:5ebc:8eca:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩১459650অ্যাকচুয়ালি এই ক্যালেন্ডারের আইডিয়াটা খুবই ভাল। উইকি যাই করুক। তার বাইরেও হাজার একটা জিনিস থাকবে যেগুলো ইন্টারেস্টিং এবং ক্যালেন্ডার আকারে পেলে লোকে খুবই অ্যাপ্রিশিয়েট করবে।
2k20 | 43.239.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪০459647ওহ, উইকিতে করেছে। ঠিকাছে। তবে বাংলা স্পেসিফিক থাকা উচিত। বাংলা উইকি করবে নিশ্চয়ই কোনোদিন।
2k20 | 43.239.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৯459646গুরুতে একটা ক্যালেন্ডার রাখা যাবে, কন্টিনিউয়াস আপডেট হবে এমন, যাতে গুরুত্বপূর্ণ সমস্ত লোকেদের জন্ম-মৃত্যু নোটিফাই করা থাকবে? প্রধানত বাঙ্গালী বা আরো স্পেসিফিক সাহিত্যজগতের বলে ভেবেছিলাম কিন্তু না হলেই বা কি, সব রকমই হোক, সারা পৃথিবীরই হোক না। তত পরিচিত না হলে নাম এ উইকি হাইপার লিংক করা থাকবে নাহয়। শুধু জন্ম মৃত্যু দাগানো এমন ক্যালেন্ডার আর কোথাও রয়েছে?
আর সেই গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা চর্চিত ক্যালেন্ডারটা আর ফারদার আপডেট হয়েছে? ডেভেলপমেন্টটা বাৎসরিক ক্যালেন্ডার ফরম্যাটেই সাইটে রাখা যায়? কমেন্টে লোকে নতুন নতুন ইনপুট দিলে ভেরিফাই করে ক্যালেন্ডারে আপডেট করা যাবে। বা কেউ নিজেই দায়িত্ব নিয়ে প্রতি সপ্তাহে কিছু সময় দিয়ে করল। প্রতি মাস এ জন্ম/মৃত্যু/ঘটনা এরকম তিনটে ক্লিক অপশন থাকবে যাতে ক্লিক করে এই তিনটে কেস স্পেসিফিক এন্ট্রি ইউজার দেখতে পায়?
প্রথম পাতায় থাকলে এটার জন্যেও সাইটে ভালো ভিড় হবে মনে হয় যথেষ্ট ডেটা আপডেট হলে।
গুরুচণ্ডা৯ | 42.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৯459645
sm | 42.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৫459644
:( | 195.206.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৮459643Twenty years ago we had Johnny Cash, Bob Hope and Steve Jobs. Now we have no Cash, no Hope and no Jobs...Lord, please keep Kevin Bacon alive...
এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩২459642ডিসি, এক্ষেত্রে দু হাতে দুজনের জন্য দুটো সাদা রুমাল রেখেছিলাম। চলবে না বলছেন?
dc | 65.49.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৬459640
এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:২০459639কেন? একে ছোটবেলায় বলতাম শোধবোধ বেড়ালের গোদ! আপনাদের দু'জনের কাছে ঋণী ছিলাম, ঋণশোধ করে হালকা হলাম!!
T | 146.196.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৮459638উফফফ, আহাবার সেই হাঁটু মুড়ে...
T | 146.196.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৬459637বিজেপি সরকারের অন্যতম অ্যাজেন্ডা হচ্ছে যে সিএসয়াইয়ার ল্যাবগুলোতে ফান্ডিং কমানো। ইনফ্যাক্ট, দেশের প্রথম সারির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ফান্ডিং কমেওছে। এসবেরই পার্ট হিসেবে মাঝেমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর কাজকর্মকে ডিসক্রেডিট করার জন্য এইসব রাবিশ আর্টিকল সার্কুলেট করা হয়।