lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৯459364
, অন্যরা এই টাইটেলটা পড়ে, সংক্ষিপ্ত বিবরণ আর ছবি দেখে ক্লিক করছে, করলে গুরুর পাতায় চলে আসছে। এইভাবে লিংক প্রিভিউ এবং শেয়ার খুবই কমন এখন, আপনারা নিশ্চ্যই এদিক ওদিক দেখে থাকবেন।
এলেবেলে | 202.142.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৪459362খ, আজ সামান্য ব্যস্ততা আছে। কর্মক্ষেত্রে যেতে হবে। তবে আপনি মাইরি আমাকে অসম্ভব প্যাম্পার করছেন! আমি পুরোদস্তুর না-লেখক এবং আমার পাঠকের সংখ্যাও না-লেখক হওয়ার কারণেই মোট আড়াই জন। কাজেই আমার হতাশা ওই কারণে নয়। এমনকি গত পাঁচ বছর ফেবুতে থাকলেও আমার মতো দুর্বিনীত ও দুর্মুখের বন্ধুসংখ্যা ৩০০ ছাড়ায়নি। আর আজ অবধি নীতিগত কারণে আমার কোনও ছাত্র বা ছাত্রীকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করিনি। করলে দুটো অ্যাকাউন্ট খুলতে হত। কিন্তু ফেবুতে অত সময় দিতে আমি রাজি নই এবং গত দু'মাস সেটা নিষ্ক্রিয় করা আছে। কাজেই ফেবুতেও আমি লাইক-লালপান বাদই দেন, কমেন্টের প্রত্যাশীও নয়। ওটা আমার নিজস্ব খেয়ালখুশি প্রকাশ করার দেওয়াল, তাতে ইচ্ছে হলে আলকাতরা দেব, শখ হলে ডিসটেম্পার। মিটে গেল।
আমার হতাশার জায়গা মূলত দুটো জায়গায়। এক তো হল, থিঙ্ক বিগ কনসেপ্টের কোনও প্রকাশমাধ্যম নেই। মানে আমি লিখছি কেন? নাম-যশ-পয়সা কোনও কারণ তো নয়। নইলে নিকে লিখব কেন? দ্বিতীয় আমি কি লোকের মন্তব্যের জন্য মুখিয়ে থেকে লিখছি? যে সর্দার খুশ হোগা, সাবাশি দেগা? বলা বাহুল্য, সেটাও কোনও কারণ নয়।
একটা বিষয় নিয়ে আমার তীব্র প্যাশন আছে মনের ভেতরে। কোনও কালে সেটা নিয়ে লিখব ভেবে বছর তিন-চার ধরে একটু একটু করে বইপত্তর সংগ্রহ করা আছে। সেসব পড়তে গিয়ে আরও দশটা বইপত্তরের খোঁজ পাওয়া আছে। এখন সব মিলিয়ে সেই প্যাশনের জায়গাটা আমি ডেলিভার করতে চাইছি। তাতে আপনি পড়লেন কি পড়লেন না সে বিষয়ে আমি লিস্ট বদার্ড। বাট উইথ ডিউ রেসপেক্ট গুরু এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম (তারাও আমার লেখা চেয়ে নিয়ে ছেপেছে) আমাকে সেই ডেলিভারির জায়গাটা দিতে পারছে না। সচলায়তন সম্পর্কে জানি না।
এবং এই প্যাশনটা কিন্তু একটা বিষয় নিয়ে নয়, একাধিক বিষয়ে। এবং সবকটাই বিগ প্রোজেক্ট। মানে দশ-বিশ হাজারের অনেক ওপরে। সুতরাং কী করিতে হইবে?
পাঠক হিসেবে বলতে চাইছি, বুক রিভিউ কিংবা বুবুভা - ফরমায়েশি লেখা প্রকাশ করা গুরুর ইউএসপি হোক তা চাই না। যেখানে লেখক-পাঠকের মধ্যে সেতুবন্ধন হচ্ছে না, সেখানে মন্তব্য করতেও আগ্রহী নই। এটা কত্তিপক্ষোকে বুঝতে হবে। আর আভাগার্দ চিন্তা গুরু না করলে কে করবে। সে কেন সঞ্জয় মুখোকে বলবে না অমন করে বা হাঁত দিয়ে মনসার জন্য ফুল ফেললে চলবে না? তার তো নামের পেছনে দৌড়ানোর বাই থাকা উচিত নয়।
এমনিতেই আমার কথা নিয়ে নানা অবাঞ্ছিত মন্তব্য হয়। ফলে কেউ আমাকে গুরুর শত্তুর ভাববেন না। আমি এখনও মনে করি, আগেও বলেছি, বাংলা ভাষায় এখনও অবধি গুরু আমার দেখা সেরা ওয়েবজিন। তার ভালো হোক সেটাই চাই।
T | 146.196.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৩459361প্রথম পাতা খুললেই যদি গাদাগুচ্ছের রঙচঙে জিনিশ হাঁ হাঁ করে ছুটে আসে যে আমাকে দেখুন, আমাকে দেখুন বলে, হেইডা তাহলে নট ডান। ইকী! ডিস্কোথেক নাকি!
এই নিয়ে অন্তঃত একটি কালো পতাকা কলেজস্ট্রিটে যথাস্থানে পরিবেশিত হবে। ঃ)
aka | 2600:1005:b16e:3b54:ad6f:24f4:ddac:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৯:১২459360
T | 146.196.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৯:০৮459359হ্যাঁ, বি দা। ওটা চ্রম হচ্ছিল,
এই ট্রেড অফটা তো আছেই। যত জেনারেল রিডারবেস বাড়াতে চাইবেন তত এনগেজমেন্ট কম হবে। সচল, সামুতে রোজ যা পোস্ট পড়ে লোকে সে তুলনায় কটাতে এনগেজ হয়? একের পর এক পোস্ট,কাজের কিছু হয়তো একদমই তলায় চলে গ্যালো। লাভের লাভ কিছুই হয় না। কিন্তু এরা তবু এটাকে চালিয়ে যাচ্ছে কারণ এদের ফেবুর প্রতিস্পর্ধী হওয়ার অ্যাজেন্ডা আছে বলে মনে হয়, বা বাঙালীর নিজস্ব পদ্মার ইলিশ ইত্যাদি। বুবুভা তে যে ধরণের আর্টিকল ছাপা হচ্ছে বা হয়েছে বা হবে তার প্রাইমারি রিডারবেস একেবারেই নিশ। এই প্রাথমিক পড়ুয়ারা পরে লেখাটাকে সেকেন্ডারী বড় এরিয়াতে পারকোলেট করে দেবেন ফেবু,কাগজ ইত্যাদি হ্যানা ত্যানা বা অন্য কোনোভাবে এই মডেলটাই ঠিক বলে মনে করি। সাইটে চকরাবকরা বানিয়ে এই নিশ সেগমেন্টকে ধরে রাখা যাবে না। এবং অর্থনীতি বা সমাজতাত্ত্বিক যে প্রবন্ধ লাস্টে 'ভবিষ্যতে কী হবে তা সময়ই বলবে' মার্কা সেন্টু দিচ্ছে সেরম কিছু ছাপিয়েও হবে না। সরাসরি কী করিতে হইবে সেইটা লিখতে হবে। নইলে জেনারেল অবজার্ভেশনগুলি নিয়ে দ্বিমত হওয়ার জায়গাগুলো আর কোথায়। সকলেই একমত হবে যে দেশে খুব খ্রাপ কিছু ব্যাপার হচ্চে। এইরম।
b | 14.139.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪৮459358
lcm | 99.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪৪459357
T | 146.196.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৮:০১459356আচ্ছা ইয়ে, বুবুভা বা টইতে গল্পটল্প লোকে লিখলে তার নীচে জনতা আদরবাসা(ভালো লাগলে) আর না পোষালে আইদার কোনো
মন্তব্য করবে না বা বড়জোর একলাইনে বিশ্রী হয়েছে বলবে। এমনিতেও এতে খুব কিছু এনগেজমেন্ট হয় না বা এইক্ষেত্রে তার প্রয়োজনও দেখি না।
প্রবন্ধ লিখলে সেগুলি যদি অবজার্ভেশনাল হয় তো পোষালে লোকে তাদের নিজস্ব অ্যানেকডোট গুলি দেবে, সাপোর্টিং বা উল্টো।
কেচ্ছা বা ধুঁয়াদার বললেবাজি করলে লোকে একটু হামলে পড়ে সেই নিয়ে কিছুক্ষণ টাইমপাস করবে। আর ঠিকঠাক লেখা থাকলে,
লোকে এনগেজড হবেই, অবশ্য না হলেই বা কী। সোনালীদি জিন নিয়ে (আরে ভুলে গেশি হেডীংটা) টইতে লিখল, লোকে
এনগেজড হয়নি? নাকি ডিডিদা মহাযান, হীনযান ইত্যাদি নিয়ে লিখলেন, ওতে হয়নি? গানের টইগুলো, কোয়ান্টাম
ফিজিক্স, অঙ্ক, ভবদুলাল এইরম ম্যালাই আছে। এইসব যখন হচ্ছিল তখন ফেবু তো স্বমহিমায় উজ্জ্বল। লোকে ইন্টারেস্ট না পেলে এদিকের ভাট ওদিকে বা ওদিকের টই এভাটে এনে ঘন্তা হবে।
মাইরি,অ্যাতো টেকের ছড়াছড়ি ক্যানো। এতে তো আরো বেশী ফ্র্যাজাইল ইকোসিস্তেম তৈরী হবে বলে মনে হয়।
মানে আমি যদি VPN না ব্যবহার করি, তাহলেও, :-)
:-), আরেকটা আবদার, IP address গুলো hash করা যাবে?
lcm | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৭:৪৩459353"জেনারেলি এপিআই বানানো হয় ডেটা বা ইনফরমেশন ডেলিভারির জন্য। পাবলিক ওয়েব সার্ভিস কিছু নেই। আছে কিছু সার্ভিস কিন্তু সেগুলো ইন্টারন্যাল। মানে, গুরুর কনটেন্ট প্রোগ্রামেটিক্যালি সার্ভিস ইনভোক করে পাবার কিছু নেই। গুরুর ইউআরএল কল করলে পেজ প্রিভিউ এইসব আসে।"
সেটা বুঝতে পারছি ।
আপনাদের সাইটের স্ট্রাকচার দেখছিলাম সিলেক্টর গ্যাজেট দিয়ে, একটা কথা মনে হলো,
বুবুভা থেকে ভাট , ভাট থেকে বুবুভা তে টেক্সট সেগমেন্ট লিংক করতে গেলে করা সম্ভব হয়তো ।
API এর কথাটা এই জন্য তুলেছিলাম যে মনে করুন আমি ভাট এর কনটেন্ট analysis করতে চাই, যেভাবে টুইটার API ব্যবহার করে এখন করতে পারি, সেই ব্যাপারটা ভাট এর ক্ষেত্রে সম্ভব কি না । সেটা করতে গেলে ভাট এর প্রতিটি কার্ড এর একটা URI চাই । সেটা সম্ভব?
Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৪459351
Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৮459350
lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৭459349
Amit | 121.2.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৩459346
lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৩459345
lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৬:৫৮459344
b | 14.139.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৬:১৮459343
Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৬:০৮459342
lcm | 99.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৬:০৪459340
Atoz | 151.14.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৪১459337"লেখালেখির মাধ্যম হিসেবে ইন্টারনেট - বেশিদিন তো হয় নি - আরও অনেক দূর যাবে।"
স্পট অন !
এবং এর গল্পটা হিপারলিঙ্কের , বিষয় থেকে বিষয়ান্তরে, ভাব থেকে ভাবান্তরে লাফ দেওয়া ও দেওয়ানো । কোথাও গল্প দেখলেন, তাকে সরাসরি গুরু তে টেনে আনা । ধরুন গুরুর বাটন বুকমার্কে রইল , এক ক্লিকে কন্টেন্ট গুরু তে ও গুরু থেকে অন্যত্র যাওয়ানো । গুরুচন্ডালির কোনো API আছে বা করার কথা ভাবছেন?
lcm | 2600:1700:4540:5210:9084:6e83:ddb4:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৭459335