রাশিয়ান ভ্যাক্সিন কাজ করলেই পশ্চিমবঙ্গে সিপিয়েম ফিরে আসবে। বিপ্লব ভাতঘুম ছেড়ে উঠে বসবে। ডিক্টেটরশিপ অফ দি প্রলেতারিয়েতের হদ্দমুদ্দ। অচ্ছে দিন ফাইনালি আনেওয়ালা হ্যায়।
একটা টেকনিক্যাল পরামর্শ চাই। গত কয়েকবছরে একগাদা ই-বই কিনেছি, ইদানীং গুরুরও তিনটে।
কিন্তু যদি কম্প্যু খারাপ হয়ে এসব হাপিস হয়ে যায় ? মনে কর শেষের সেদিন ভয়ংকর! শেক্সপীয়র থেকে মহাভারত, মার্ক্স , গীতা, রবিঠাকুর থেকে 'নতুন চাকরের কীর্তি' সবই ব্যোমযানে? তাহলে এগুলো কোথায় এবং কীভাবে সেভ করে রাখব?
ওয়ার্ড ফাইলগুলো নিজেকে মেইল করে রেখেছি। কিন্তু ইবুকগুলো?
@টিম,
সেটা ঠিক। আমি আসলে ভাটে কেউ মানবেন্দ্রর অনুবাদ নিয়ে সেভাবে বলছেন না, সেটা বলছিলাম। কেমন যেন আলগা গাছাড়া ভাব।
আর আমি তো অ্যাডমিনদের ধন্যবাদ দিতে চাই মানবেন্দ্র নিয়ে এতগুলো লেখা এক জায়গায় পরিবেশনের জন্য। আমি ওঁর মুগ্ধ পাঠক। দেশে ওঁর নতুন বইয়ের বিজ্ঞাপন দেখলেই ভিলাইয়ের বাঙলা লাইব্রেরিতে গিয়ে লিস্টি ধরাতাম-- কেনার জন্যে। কিন্তু ওঁর ব্যক্তিজীবন, উনি যে যাদবপুরে পড়ান এসব কিছুই জানতাম না।
রাশা ফেজ থ্রী ট্রায়াল ছাড়াই ভ্যাকসিন নামিয়ে দিল। বাকিরাও এবার যে যেখানে আছে, পরীক্ষা থামিয়ে পরপর বাজারে চলে আসবে। গণ টীকাকরণের মধ্যে দিয়েই ফেজ থ্রী ও ফোর সম্পন্ন হবে কোভিড ভ্যাকসিনের। এও অ্যাক নতুন।
Bath Tub স্নান ভান্ড/কটাহ, Flush Toilet Seat প্রক্ষালিত শৌচ ভান্ড/কটাহ
"চ্যালেঞ্জ নিবি না শালা" নিয়ে যত ভাবি তত বিস্মিত হই। শালা চ্যালেঞ্জ নেবে কী করে - সে তো দেবে। আমি নেব। অবশ্য যার নামই দেব, সে নেবেই বা কী করে - সে তো দেব বলে প্রতিশ্রুত - তাই শালাকেই অগত্যা নিতে হবে। কিন্তু দেব অথচ নিবিনা - শালা কোনদিকের আবদার রাখবে এও এক অনুপপত্তি বটে।
না, দেবতা ত সুখেন। আলাদা ব্যাপার পুরো!
চ্যালেঞ্জের বাংলা দেব।