"অর্থাৎ কিনা, এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে,
এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে "
(আজকে সকালবেলা বাড়ির বাগানে গাছের আগায় রোদের আলো, আর মাথার ওপর একফালি চাঁদ দেখে মনে পড়ে গেল)
বিজ্ঞাপন? এই যে আমরা নিউজিল্যাণ্ডে আজ একশো দিন কোভিড মুক্ত হয়ে রয়েছি, কেই বা খবর রাখে, কেই বা তার নিয়ে দুটো ভাল কথা বলে? বাধ্য হয়ে নিজেদের ঢাক নিজেদের পেটাতে হয়।
কিন্তু রবিবাবু ত সুফল ও পেইচিলেন ঃ)
বুলবুলভাজায় আগে একটা ক্যালেন্ডার থাকত, সেটা দিয়ে যেকোনো সাল মাসের বুলবুলভাজার জাম্প করে যাওয়া যেত।। সেটা এখন কোথায়?
ধন্য তোমারে হে রাজমন্ত্রী, চরণপদ্মে নমস্কার
পরীক্ষা করার জন্য পোস্ট করছি,
<iframe width="100%" height="300" scrolling="no" frameborder="no" allow="autoplay" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/283086014&color=%23ff5500&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&show_teaser=true&visual=true"></iframe><div style="font-size: 10px; color: #cccccc;line-break: anywhere;word-break: normal;overflow: hidden;white-space: nowrap;text-overflow: ellipsis; font-family: Interstate,Lucida Grande,Lucida Sans Unicode,Lucida Sans,Garuda,Verdana,Tahoma,sans-serif;font-weight: 100;"><a href="https://soundcloud.com/user-911343274" title="Tikao Whānau" target="_blank" style="color: #cccccc; text-decoration: none;">Tikao Whānau</a> · <a href="https://soundcloud.com/user-911343274/e-io-matua" title="E Io Matua" target="_blank" style="color: #cccccc; text-decoration: none;">E Io Matua</a></div>
এটা জানি, ঘুরপথে, ইমগুর এ ছবি রেখে তার লিংক এখানে পেস্ট করতে হয়। পুরনোরা জানি। বলছি এই লেখার বাক্সে ছবি পেস্ট করলে ক্লিপবোর্ড থেকে সেটা ওইরকম থার্ড পার্টি ইন্টার্যাকশনটা করে নিজেই ইমগুর এর লিংক হয়ে এসে পড়বে এরকম কিছু করা যায় কিনা।