sm | 2402:3a80:a39:65d2:0:52:b4de:***:*** | ০২ আগস্ট ২০২০ ১২:১০451362এই #মি টু টা রটালো কে?? এটা সুশান্ত কে কতো টা অস্থির করে তুলেছিল?
Amit | 203.***.*** | ০২ আগস্ট ২০২০ ১১:৫৭451361"এছাড়াও বাঙালীদের নিয়ে অনেক স্টিরিওটাইপ গোবলয়ে (এবং অন্যান্য জায়্গাতেও) প্রচুর আছে"
বাঙালীরা নাকি মাছ খায় বলে ওদের এতো বুদ্ধি, "আর্ডিনারি নেহী, একসট্রাআর্ডিনারী বুদ্ধি!" এরকম কথা আমি বহু উত্তর এবং দক্ষিণ ভারতীয় "সুসন্তানের" মুখে শুনেছি।
@Amit: "গোবলয়ের হাফ সিভিলাইজেড, মেল্ ডোমিনেটেড, রিগ্রেসিভ লোকজন "
এ কি? এও তো স্টিরিওটাইপিং হয়ে গেল, ;-)
Amit | 203.***.*** | ০২ আগস্ট ২০২০ ১০:৪৮451358
S | 2405:8100:8000:5ca1::96:***:*** | ০২ আগস্ট ২০২০ ১০:৩৫451357
S | 2405:8100:8000:5ca1::96:***:*** | ০২ আগস্ট ২০২০ ১০:২৯451356@Atoz: "আরে বাজার ছেয়ে গিয়েছে ভূত প্রেত নরবলির বইয়ে। কী তাদের বিজ্ঞাপন আর কী কাটতি! কোনো কোনোটার তিন সংস্করণ একই মাসে তার খবর আবার আগের মাসেই দিয়ে দিয়েছে বইয়ে ছাপিয়ে!(সত্যি এরকম একটা জিনিস দেখলাম ফেবুতে কেউ পোস্ট করেছিলেন, তাই নিয়ে তুমুল হুলুস্থুল বেঁধেছিল ঃ-) )।
ওদিকে উচ্চমাধ্যমিকের সব পরীক্ষা না হয়েই রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, নাইন্টিনাইন পার্সেন্টের বেশি নম্বর পাচ্ছে কেউ কেউ। টিভিতে রাতদিন চলছে "অমা তুমি এয়েচ" মার্কা সিরিয়াল। এইসব দেখে মনে হয় সবই একটা বিরাট সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।"
সুদূরপ্রসারী? পরিকল্পনা হয়ে থাকলে আজ নয়, আমার তো মনে হয় বহুদিন ধরেই হয়েছে।
ভারতে প্রাথমিক, মাধ্যমিক, এবং উচ্চশিক্ষায় পাল্টা প্রশ্ন তোলা বলা/শোনা/পড়া কথাকে অবিশ্বাস করে নিজের মত করে যুক্তি, তর্ক, প্রমাণ ইত্যাদি তথ্য সংগ্রহ করে গবেষণা করার ব্যাপারটি কিন্তু বহুদিনই অবহেলিত। তার সঙ্গে গুরুবাদের একটি ভয়ংকর ককটেল গেলানো হয়েছে, সেটা আজ বলে নয়। ভারতের বিভিন্ন বড় শহরে কতজন জ্যোতিষী তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভেবে দেখুন, তাঁদের অনেকেই রত্ন ও অলংকারের দোকানের সঙ্গে সংশ্লিষ্ট। একই রকম ভাবে দেশজুড়ে হোমিওপ্যাথি, রামদেবের, এবং রামদেবের ন্যায় অন্যান্য বাবাজিদের ব্যবসা ।
ICSE/দিল্লি বোর্ডে ঝুড়ি ঝু্ড়ি নম্বর পাওয়া আজ থেকে ধরুন কিছু না হলে ৩৫-৪০ বছর আগেও ছিল কিন্তু | আমাদের সময় মাধ্যমিকে/উচ্চমাধ্যমিকে ৮০-৮৫% নম্বর পেত খুব ভাল পড়ুয়া ছেলেমেয়েরা। সে জায়গায় দিল্লি বোর্ড/ICSE' তে কিন্তু ৮৫-৯০% পাওয়া খুব বিস্ময়ের কিছু ছিল না। গাঁতিয়ে মুখস্থ করে নম্বর, ভুরি ভুরি নম্বর, সেই সব নম্বরের ভিত্তিতে উচ্চশিক্ষা আর চাকরি, Rationality'র বারোটা বাজিয়ে দেওয়া শিক্ষাব্যবস্থা ভারতে বহুদিন ধরেই চলছে | যার জন্য অলৌকিক,"জাদু", ভুত-প্রেত আধিদৈবিক/ আধিভৌতিক সব চিন্তার প্রতি আকর্ষণ খুব অবাক করার মত কিছু নয়। নতুন শিক্ষানীতিতে কি এই ব্যাপারগুলোতে নজর দেওয়া হয়েছে?
Amit | 203.***.*** | ০২ আগস্ট ২০২০ ১০:১৬451354
Atoz | 151.14.***.*** | ০২ আগস্ট ২০২০ ০৭:৪৪451353
Amit | 203.***.*** | ০২ আগস্ট ২০২০ ০৬:৪৩451352
Atoz | 151.14.***.*** | ০২ আগস্ট ২০২০ ০৬:১০451351
Atoz | 151.14.***.*** | ০২ আগস্ট ২০২০ ০৪:১৫451350
Amit | 203.***.*** | ০২ আগস্ট ২০২০ ০৪:১০451349
Atoz | 151.14.***.*** | ০২ আগস্ট ২০২০ ০৩:১৮451348
Tim | 174.102.***.*** | ০২ আগস্ট ২০২০ ০১:০৬451347
dc | 106.208.***.*** | ০১ আগস্ট ২০২০ ২৩:৩২451346
রঞ্জন | 182.69.***.*** | ০১ আগস্ট ২০২০ ২২:৩২451345পাইয়ের প্রত্যেকটি পোস্টকে বড় হাতের ক; ইনক্লুডিং শেখর গুপ্তার প্রবন্ধটি নিয়েও।
S | 2405:8100:8000:5ca1::7c5:***:*** | ০১ আগস্ট ২০২০ ২২:১৭451343
S | 2405:8100:8000:5ca1::41e:***:*** | ০১ আগস্ট ২০২০ ২১:২৬451341
aka | 143.59.***.*** | ০১ আগস্ট ২০২০ ২০:৫৩451340
Du | 47.184.***.*** | ০১ আগস্ট ২০২০ ২০:৫২451339
b | 14.139.***.*** | ০১ আগস্ট ২০২০ ১৫:৩৫451333