আরে "ধন্যিমেয়ে " বহুবার দেখেছি।
"তোতলা ভট্টাচার্য্য" আর জমিদার জহর।
মান্না দের সেই অসাধারণ গান " সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল"
স্ব য়ং উত্তমকুমার জ য়ার সঙ্গে অভিনয় করতে গিয়ে লেছিলেন "ওরে বাবা, এ যে ধানী লঙ্কা" :)))
হিন্দি সিনেমার নায়িকাদের আবার তুল্যমূল্য বিচার। দাদা কানা দিদি চোখে দেখে না। সবই শোপিস। আসলে ইন্ডাস্ট্রিটাই ভয়ানক পুরুষতান্ত্রিক। আগে হেইডা বোজেন।
*অ্যালবার্ট পিন্টোকো গুসসা কিউ আতা হ্যায়
আমার আরেকজন খুব প্রিয় অভিনেত্রী দীপ্তি নাভেল ।
সীমা বিশ্বাসও কোথায় হারিয়ে গেছেন !
@Atoz
স্মিতা পাতিলের 'মির্চ মসালা' , 'ভূমিকা', 'সদ্গতি', 'আকালের সন্ধানে' , 'আক্রোশ', 'অ্যালবার্ট পিন্টোকো গুসসা আতা হ্যায়', ' আর্থ' দেখে ফেলতে পারেন ।
শর্মিলা ঠাকুর রীতিমত ভাল অভিনেত্রী । 'ছায়াসূর্য' ছবিতে একটি কালো, অসুন্দর, অবহেলিত মেয়ের ভূমিকায় অসাধারণ অভিনয় । উনি নিজে যেখানে ফরসা, সুন্দরী । বোম্বেতে কমারশিয়াল ছবিতে অভিনয়ের সঙ্গে সত্যজিতের 'নায়ক', অরণ্যের দিনরাত্রি', 'সীমাবদ্ধ' তে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন । বরং অপর্ণা সেনের অভিনয় আমার বেশ এক ঘেয়ে লাগে ।
ঐডাই হলো গিয়া রেসিপি!!জয়া দি রোমান্টিক সিন গুলো উৎরে দেবে আর বাকি বই টা হরি ভাই টেনে দেবে -))
সঞ্জীব কুমার,মেহমুদ এঁদের অভিনয় হলো গিয়ে পাত্রে জলের মতোন।ওই চেহারা কিন্তু কি কনফিডেন্স!! যে কোন চরিত্র দিন ,ম্যানেজ করে ফেলবে।