অনেককাল পরে এলাম,
দূর্গা - অভিজাত, জগদ্ধাত্রী- বনেদী, হনুমান / গণেশ - আপস্টার্ট।
কলকাতা - অভিজাত, মুর্শিদাবাদ - বনেদী, শিলিগুড়ি - আপস্টার্ট।
বোস - অভিজাত, বাসু - বনেদী,
মোহনবাগান - অভিজাত, উয়ারি - বনেদী, ইস্টবেঙ্গল - আপস্টার্ট।
বিরিয়ানি - অভিজাত, পুলাও - বনেদি, বাসন্তী পোলাও - আপস্টার্ট।
মার্ক্স্ - অভিজাত, বাকুনিন - বনেদী, সাভারকার - আপস্টার্ট।
সোবার্স - অভিজাত, গাওয়ার - বনেদী, দাদা - আপস্টার্ট।
আমির খান - অভিজাত, বড়ে গুলাম - বনেদী, রাশিদ - আপস্টার্ট
শামতা প্রসাদ - অভিজাত, কেরামুতুল্লাহ - বনেদী, বিক্রম - আপস্টার্ট
কণিকা - অভিজাত, জর্জদা - বনেদী, শ্রীকান্ত - আপস্টার্ট।
বালিগঞ্জ - অভিজাত, সিমলেপাড়া - বনেদী, সল্লেক - আপস্টার্ট।
ইংলন্ড - অভিজাত, বিলাত - বনেদী, লন্ডন - আপস্টার্ট।
বুরুশ - অভিজাত, দাঁতন - বনেদী, ব্রাশ - আপস্টার্ট।
আরও আছে ....
<
আমাকে কোচের অ্যাড দেখাচ্ছে! পছন্দ করি না<
এই দু কার কী হলো আবার!
নেমে আসুন তিমি। আমি প্রকৃত বীর। মন দিয়ে বুলব্বুল দেখেছি:)
দময়ন্তী, আহা কী যে বলো! নজ্জা করে না বুঝি ওঁয়াদের? অপেক্ষা করতে করতে হলে গোড়ালি সোজা হয়ে গেল সেই ই কডখন থেকে পর্দার উপর দিয়ে উঁকি মারছেন! না আপ্যায়ন কল্লে হয়!!
উদিকে হিন্দু সংহতির তপন ঘোষ করোনায় টপকে গেছে।
বুধো লাইন এ এক পা এগোলো
সব ঈ খোদার খোদকারি
বাঙালি ফরাসী সাক্সেসফুল দাম্পত্যের উদাহরণ হিসেবে এই মুহূর্তে মনে পড়ছে
শ্রী অরবিন্দ- মীরা রিশার (spiritual collaboration)
লোকনাথ ভট্টাচার্য - ফ্রাঁস মতেরু (মাদাম ভট্টাচার্য )
অভিজিৎ বিনায়ক বন্দোঃ - এস্থার ডুফলো
আমার বাড়িতেই একজন ফরাসি থাকেন তো! ফরাসি ক্লাশে তিনি শার্লা নামে পরিচিত হতেন:) বাঙালি জিবে সে নাম ঠিকমত না আসায় আমি তাকে শাপলা বলেও ডাকতাম:)
বা:! এখনো চলছে!!
দয়াময়/ য়ী রা এখনো এসে পৌঁছান নি!! আজ কী আইটি সেলের মাইনে পাবার দিন? নাকি অমিতাবচ্চনের জন্যে যজ্ঞে পৌরোহিত্য করতে চলে গেছে সব?
আন্তর্জাতিক পরিসরে বাঙালি- ফরাসী দাম্পত্য রাজযোটক ।
আর ভারতে বাঙালি- মরাঠী ।