Akada র পান্তুয়া র সাথে ফিরি তে
চীন এ বন্যা, রাশিয়া আমেরিকার আকাশে এয়ার স্ট্রাইক, ইরান যুদ্ধ ঘোষনা আমেরিকার বিরুদ্ধে, আন্দামান এ ভূমিকম্প, জার্মানি তে ভয়ঙ্কর অগ্নুৎপাত
মহাপ্রলয় আসছে
জয় গুরু, এনজয় গুরু
@বুঝভুম্বুল
ধন্যবাদ । আমি আজও অবধি টরেন্ট ব্যবহার করতে শিখলাম না ! ঃ-(
নোরা জোনসের মা স্যু জোনসের খবর কিছু জানা যায়না না !!
@অভ্যু, নিউ আলিপুর থেকে কালেক্ট করার ব্যাপারটা ব্যবস্থা করা যাবে। কথা বলে নিয়েছি। আমাকে pinakimitra74 অ্যাট জিমেলে ওনার ফোন নম্বর/ঠিকানা দিও।
Argo (2012) টরেন্টে আছে তো, হাতে গোনা বিদেশী কিছু ছাড়া সবই পাওয়া যায়, হলিউড তো সবকিছুই।
এখানে কেউ আমাকে Argo (2012) ছবিটা দিতে পারেন ? Amazon Prime subscribe করলাম কিন্তু সেখানে নেই !
ইউ টিউবে শুধু ট্রেলার পাওয়া যায় ।
e-mail এ মুভি তো পাঠানো যায় !
না না আপনি থাকতে আর কে কি দেবে! শুধু পোহা কেন? উপমা, ইডলি, সাম্বার , রসম ......
একমাস কুড়িদিন পরে আপিসে আসা গেলো, কোনোদিন ভাবিনি আপিসে আসতে পেরে এত্তো খুশি হতে পারি, মনে হল ধড়ে প্রাণ এল।
তাই তো লিখলাম। তাতে কোশ্নো ক্যানে? নাকি এঁর পাবলিক রিডিং নিয়ে আপনার দু'পহা দেওয়ার নেই? কোনটে?
'পথের পাঁচালি' র প্রথম 'দুর্গা' শম্পা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার । বাংলায় বললে অবশ্য বেশী ভাল লাগত।
তপনমোহন চট্টোপাধ্যায় ?
আমি তপনমোহনের বইগুনোয় ভোট দিলাম, কারণ বাকি দুটো পড়িনি। আমার মতন গোলা লোকের কাছে তপনমোহন অতীব সুখপাঠ্য। ওনার মেমোয়ার্সটি তো আরেকটি জেম।
'লাল সেলাম' আর 'কমরেড' দুটো শব্দই আমার ভীষণ abusive লাগে শুনতে ।
সিরিয়াসলি তিনজনের বই। সিএস অনুযায়ী রজতকান্ত রায় আর এলেবেলে অনুযায়ী তপনমোহন চট্টোপাধ্যায় এবং সুশীল চৌধুরী। শেষোক্তটি সেরা।
দুজনেরই নিলে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি গুলিয়ে ফেলবেন কাকে বেশি গুরুত্ব দেবেন। ক্লাইভকে দিলে মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল হওয়ার চান্স খুবই বেশি। আবার সিরাজকে দিলে গোলাম আহমেদ মোর্তাজার চেপে রাখা ইতিহাস মার্কা হতে পারে। তাই যে কোনও একজনের নেওয়াই সেফ।
@atoz
আরে ভোলার কথা হচ্ছে কোত্থেকে ?
অত চাপ নেবেন না কো
ভবশঙ্করী থেকে জ্ঞানদাসুন্দরী থেকে বালিশ ঋতব্রত থেকে ঘন্টা সুমন সব থাকবে , একেবারে এনছাইকালোপেঁদাইয়া
রজতকান্ত রায় কোনো বইয়ের পাব্লিক রিডিং এ বা সেমিনারে এত লম্বা প্রশ্ন করেন যে উত্তরদাতা প্রশ্নের শেষটা শুনতে শুনতে প্রথমটা ভুলে যান ! প্রায় চার, পাঁচটা প্রশ্ন একটা প্রশ্নে সারেন ! :-) :-) :-)