এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • syandi | 2a01:c22:d41a:6f00:7133:1e:a534:***:*** | ২৯ মে ২০২০ ১৮:১৫446637
  • সবাই আছেন, খালি আমই শালা বাদ। কি জালিম দুনিয়া মাইরি!

  • :( | 144.217.***.*** | ২৯ মে ২০২০ ১৮:১৩446636
  • মিনিয়াপুলিশের পুলিশ যে এতো বদ কেউ্ জানত?

  • aka | 162.44.***.*** | ২৯ মে ২০২০ ১৭:৪২446635
  • বিশ্বরূপ তো আমাকে ছাড়বেনই না, ঃ)।

    হয়ে যাক মুখোমুখি, আম্রিগা থেকে গোয়া যাওয়া অনেক ঝক্কি, আসুন একবার আমাদের গেরামে, গান শোনা যাবে।

    আমি আসলে আপনাকে চিনতে পারি নি, বিভিন্ন টোপ দিয়ে বোঝার চেষ্টা করছি মাত্র। ঃ)
  • | ২৯ মে ২০২০ ১৭:৩৬446634
  • গোয়া তে গতবারে বার দুয়েক গেলাম। এবারে একবার যেতে পারলে মন্দ হত না হে ডিসি।
  • বিশ্বরূপ রায় | 45.9.***.*** | ২৯ মে ২০২০ ১৬:২৪446633
  • অনেক ধন্যবাদ 

    আসলে আকা দা আসছেন তো , তাই ভাবলাম মুখোমুখি বসে পান্তুয়া র রেসিপি টা নিয়ে নেবো , একসঙ্গে বানাতেও পারি , ডেসারট হিসাবে শেষ পাতে জমে যাবে 

  • dc | 103.195.***.*** | ২৯ মে ২০২০ ১৬:১৩446632
  • সব্বাই জয়েন করতে পারে ঃ-)
  • বিশ্বরূপ রায় | 45.9.***.*** | ২৯ মে ২০২০ ১৫:৫৮446631
  • আমি জয়েন করতে পারি ? গোআ তে আমার বন্ধুর হোটেল আছে 

  • dc | 103.195.***.*** | ২৯ মে ২০২০ ১৫:৫১446630
  • অর্জুনও আসবে, ঠাকুড়বাড়ির বাকি সদস্যদের নিয়ে।
  • dc | 103.195.***.*** | ২৯ মে ২০২০ ১৫:৫০446629
  • মজাল টইতে বি এর পোস্ট পড়ে মনে একটা কথা এলো, তবে ওখানে না লিখে এখানেই লিখলাম।

    গুরুর অনেকে মিলে একটা কোথাও মিট করলে বেশ হয়। একক, টি, এবড়োখেবড়ো, বি, ডিডিদা, দু আর দ দি, খ দা, আকা, অমিত, R2h, S, sm, Atoz, পাই ম্যাডাম, আরও সব্বাই যাদের সাথে রোজ আড্ডা মারি।

    মিটটা গোয়াতে হলে আরও ভালো হয়। সাউথ গোয়াতে জুরি হোয়াইট স্যান্ডস নামে একটা হোটেল আছে, নাতো নর্থ গোয়াতে তাজ ভিভান্টা, দুটোই ভালো। দিব্যি সবাই যে যার বাড়ি থেকে যাবো, সারা উইকেন্ড জুড়ে আড্ডা মারবো, রোববার বাড়ি ফিরে আসবো। হুস্কি টুস্কি যার যা সিন, পর্যাপ্ত পরিমাণে সাঁটানো হবে। যাঁরা ভারি ব্যস্ত আর আসতে পারবেন না, এই যেমন পিনাকি বাবু আর এলসিএমদা, তাঁদের জন্য ওয়েবেক্স তো আছেই। যদি এমন হতো!
  • সোজা | 54.18.***.*** | ২৯ মে ২০২০ ১৩:৪২446628
  • সোজা ব্যাপার , পুষ্পক রথ থেকে বান ছুড়লেই টোপটোপ পাবলিক সাবাড় 

  • b | 14.139.***.*** | ২৯ মে ২০২০ ১৩:১১446627
  • পুরোনো মিলিটারি টেকনোলজি নিয়ে ল্যাখা ট্যাখা পড়তে চাই। কেং কোয়ে সে যুগে লোকে মানুষ মারতো। ডিডি দা?....
  • ধনেশ | 49.37.***.*** | ২৯ মে ২০২০ ১০:৫৮446626
  • ধনেশ শুনলেই আমার সুকুমার রায়ের ইন্ট্রো মনে পড়ে -
    "এ পাখির ইংরাজি নাম হর্নবিল্‌ (Hornbill) অর্থাৎ শৃঙ্গচঞ্চু কিন্তু তার আসল বাংলা নামটি যে কি, তা আর খুঁজে পেলাম না। লোকে তাকে ধনঞ্জয় বা ধনেশ পাখি বলে কিন্তু অভিধান খুঁজতে গিয়ে দেখি, ও নামে কোন পাখিই নেই। ওর কাছাকাছি একটা আছে, তার নাম ধনচ্চু— 'হাড়গিলার আকার-বিশিষ্ট পক্ষীবিশেষ, করেটু পক্ষী'। 'করেটু' মানে 'কর্করেটু পক্ষী'— 'কর্করটু' মানে 'করটিয়া পক্ষী'। আর 'করটিয়া'র মানে দেখতে গেলে আরও কত নাম বেরুতে পারে, সেই ভয়ে আর দেখা হল না।"
  • দুঃখিত | 49.37.***.*** | ২৯ মে ২০২০ ১০:৫০446625
  • দূর, এবার ছড়াচ্ছি। আগে যেটা বললাম ওটাই ঠিক।
    প্রতিদিনের খবর, ২০১৭, লোহা গলানো আছে, ট্যাঙ্কের গল্প নেই।
  • সূত্র | 49.37.***.*** | ২৯ মে ২০২০ ১০:৪৮446624
  • ওহ না, পত্রিকারই কল্পনা, তবে আবাপ নয়, প্রতিদিন, ২০১৭'র খবরঃ
    https://www.sangbadpratidin.in/bengal/bankura-teacher-did-splendi-job-cooks-chicken-curry-with-heat-of-sun/।

    তাহলে এই লাইনটার মানে কী "মনে বাসনা জাগলো আমিও কিচু যোশীলা সাহিত্য টাহিত্য বানিয়ে লাগিয়ে ফেলি , তাই ওই ট্যাঙ্ক নিয়ে লাস্ট লাইন টা দিলাম জুড়ে"?

    পুরোটাই স্প্যাম হিসেবে ধরা যায়।
  • কল্পনা | 49.37.***.*** | ২৯ মে ২০২০ ১০:৪৪446623
  • আবাপ'র কল্পনা না, এখানে যে কপি পেস্ট করেছেন তাঁর; উনি নিজেই বললেন তো।

    ক'দিন ধরে কপি পেস্ট স্প্যাম ট্রোল পোস্ট উড়ে যাচ্ছে দেখছি, হতে পারে উনি একটা লম্বা কপি পেস্টের সঙ্গে নিজের এক লাইন জুড়ে ব্যাপারটাকে একটু মৌলিকতা দিতে চেয়েছেন।
    সফটওয়ারে প্লেজিয়ারিজম চেকে ১০০% ম্যাচ এড়াতে একটু এদিক ওদিক বদলে দেওয়া বিধেয়।
  • dc | 103.195.***.*** | ২৯ মে ২০২০ ১০:৩৬446622
  • এই ধনেশ নামটা কে দিয়েছিল?
  • Amit | 203.***.*** | ২৯ মে ২০২০ ১০:৩২446621
  • হ্যা, ওটা আবাপর ই কল্পনা 100-%. যে যাই বানাক, আচার হোক বা টোম্যাটো সস, কিন্তু সবার শেষে সেটা দিয়ে ট্যাঙ্ক বা মিসাইল না ওড়াতে পারলে ঠিক জোশ আসে না ওদের. মানে ব্রিটিশ কেচ্ছা ট্যাবলয়েড গুলো পয্যন্ত লজ্জা পেয়ে যাবে একটা মেনস্ট্রিম মিডিয়ার এরকম ধনেশমার্কা কোয়ালিটি দেখে. জাস্ট প্যাথেটিক.

    ইন ফ্যাক্ট, ওদের রেগুলার আর্মি র অস্ত্র শস্ত্র নিয়ে রিপোর্টিং দেখলে সক্কাল সক্কাল বেশ একখান বাঁটুল দা গ্রেট ফিলিং আসে মাইরি.
  • আগুন | 49.37.***.*** | ২৯ মে ২০২০ ১০:১৭446620
  • দুর, এটা তো উদ্ভাবকের দাবী নয়। ইনি একটা কাজের জিনিস বানিয়েছেন।
    এক্স্ট্রাপোলেশনটা কবির কল্পনা।
  • b | 14.139.***.*** | ২৯ মে ২০২০ ১০:০৪446619
  • মানে ঐ কনকেভ লেন্স দিয়ে শত্রুপক্ষের জাহাজ টাহাজে আগুন ধরিয়ে দেওয়া।
  • b | 14.139.***.*** | ২৯ মে ২০২০ ১০:০৩446618
  • দূর। এ তো আর্কিমিডিসের সময় থেকেই চলছে।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ২৯ মে ২০২০ ০৯:৪৬446616
  • আচ্ছা,এই যে ভদ্রলোক সোলার কুকার বানিয়েছেন,তিনি নিঃসন্দেহে খুব ভালো কাজ করেছেন।উপকারী লোক।কিন্তু এর জায়ান্ট ভার্শন দিয়ে মিসাইল ও ট্যাংক গলে যাবে মানা গেলো না।

    কারণ এগুলো চলমান জিনিষ।টার্গেট ঠিক করতে অনেক কসরৎ লাগে।

    দুই,গলে যাবার মতন টেম্পারেচার সৃষ্টি করা বেশ অসম্ভব ব্যাপার।তাও আবার টার্গেট লক্ষ্য করে ফেলতে হবে।একটু এধার ওধার হলে আশে পাশের জায়গা জ্বলে ছাই হয়ে যাবে।

    ভদ্রলোক যদি এটা ক্লেম করে থাকেন তবে তাঁকে প্রমাণ দিতে হবে,নতুবা জিনিসটা ২০০০ টাকায় চিপ থাকার মতন গুজব হয়ে যাবে।

  • Amit | 203.***.*** | ২৯ মে ২০২০ ০৫:৫৩446615
  • কনসেপ্ট কিন্তু জব্বর. পুরো এভেন্জার্স থেকে টোকা মাল. সারি সারি কোটি কোটি লেন্স দিয়ে বানানো আছে বিশাআআআল ছাতার মতো দেশজোড়া সেফটি নেট ব্ল্যাক প্যান্থার এর ওয়াকান্দার মতো. শত্রু পক্ষের প্লেন থেকে হাজার হাজার মিসাইল ছুটে আসছে, আর নেট এ লাগামাত্র গলে গলে পড়ে যাচ্ছে, ভেতরে রামভক্তদের গায়ে আঁচড়ও লাগছেনা.

    এদিকে সেই কুরুক্ষেত্রে র যুদ্ধে সামনে রথে বসে আছেন প্রধান সেবক হাতে গান্ডীব নিয়ে, রথের সারথী মোটাভাই. তারা হাত তুলে ভক্তদের শোনাচ্ছেন - যদা যদা হি ধর্মস্য - ইত্যাদি.

    ভাবতেই উত্তেজনা এসে যাচ্ছে মশাই. লক ডাউন 5.0 র পরে মহাভারত 2.0 বাজারে নামলো বলে. তবে ওই সেফটি নেট এ কয়েকটা জায়গায় ছ্যাদা রাখতে হবে, যেমন পব, কাশ্মীর , কেরল. এসব জায়গায় যত ম্লেচ্ছদের বাস, সেগুলো পট্কালে ই আপদ চোকে. তখন গোটা দেশ রামভক্ত দের কব্জায়. প্রসাদ খাও আর মাঠে ঘাটে ক্লিন ইন্ডিয়ার জয়গান.
  • এগিয়ে বাংলা | 52.47.***.*** | ২৯ মে ২০২০ ০৫:০২446614
  • আসলে হয়েছে কি লেখাটা ই পেপার থেকে কপি পেস্ট , ভাবলাম এরকম উদ্যোগ সবাই জানলে দেশের ও দশের কল্যাণ হবে 

     গরম জল বানানো কথা টা ওখানে ওভাবেই ছিল 

    আবার ওই লিটারারি ক্র্যাফট আর সাহিত্য তত্ব নিয়ে আলোচনা হচ্ছে দেখে মনে বাসনা জাগলো আমিও কিচু যোশীলা সাহিত্য  টাহিত্য বানিয়ে লাগিয়ে ফেলি , তাই ওই ট্যাঙ্ক নিয়ে লাস্ট লাইন টা দিলাম জুড়ে 

    অবাক কান্ড , সমালোচনায় কিন্তু ওই আমার লেখা লাইন টাই সব ইস্পটলাইট নিয়ে নিলো , প্রথম সাহিত্য প্রচেষ্টা হিসাবে খারাপ নয় , কি বলেন বাবুমশাইরা ?

    কা গজব হইল বা 

  • :|: | 174.255.***.*** | ২৯ মে ২০২০ ০৪:১৪446613
  • অবাক করা একটি ছত্রঃ “গরম জল বানানো যায়৷”
    ইটি কি বাংলা ভাষা? অ্যাঁ? যে কোনও স্বাভাবিক মানুষ বলবে জল গরম করা যায়।
  • Amit | 120.22.***.*** | ২৯ মে ২০২০ ০৩:৪০446612
  • আজকাল যেকোনো এক্সপেরিমেন্ট এ লাস্ট এ মিসাইল বা ট্যাঙ্ক ওড়াতে না পারলে সেরকম জোশ থাকছে না. সে আচার বা টোম্যাটো সস বানালেও তাকে ট্যাঙ্ক ওড়াতেই হবে.
  • এগিয়ে বাংলা | 15.188.***.*** | ২৯ মে ২০২০ ০০:৫৬446611
  • রোদের আঁচে মাংস রেঁধে তাক লাগালেন বাঁকুড়ার এই  শিক্ষক
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    আগুন নেই৷ ইন্ডাকশন কুকার নেই৷ হিটার নেই৷ শুধু একটা বাতিল ডিশ অ্যাণ্টেনা৷ তার উপরে রাখা প্রেশার কুকারে টগবগ করে ফুটছে মুরগির মাংস৷ খোলতাই সুবাসে চারদিক ম ম৷

    ৪৫ মিনিটে রান্না শেষ৷ একটু আগেই খিচুড়ি নেমেছে৷ সময় লেগেছে প্রায় ৫০ মিনিট৷ তাতেও আগুনের জ্বাল লাগেনি৷ লেগেছে শুধু রোদ৷
    হ্যাঁ, জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে খিচুড়ি-মাংস রেধে ১৫ জন খেলেন৷ গোটা গ্রাম অবাক হয়ে দাঁড়িয়ে দেখল৷ সেই বার্তা রটি গেল ক্রমে৷  দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে এলেন সেই ‘সোলার কুকার’৷

    বাঁকুড়ার রাধানগর গ্রাম৷ এই গ্রামেরই কয়েকজন যুবক-যুবতী এই অভিনব রোদ-উনুন বানিয়েছেন৷ প্রথমে ডিম ভেজেছেন৷ তারপর খিচুড়ি-মাংস৷ গোটা কর্মকাণ্ডের নেতৃত্বে পদার্থবিদ্যার শিক্ষক সৌম্য সেনগুপ্ত৷ ইউটিউব ভিডিও দেখে সৌম্য এই সৌর উনুন তৈরির চেষ্টা করেন৷ সৌম্য জানালেন, বাজারে এখন যে সব সোলার-কুকার পাওয়া যায়, তাতে শুধু সেদ্ধ করা যায়৷ গরম জল বানানো যায়৷ ডিমের পোচ করা যায়৷ কিন্তু কোনও কিছু ভাজা যায় না৷ মাংস রান্না তো অনেক দূরের কথা৷
    .
    এখান থেকেই ‘প্যারাবোলিক’ সোলার কুকারের চিন্তাভাবনার শুরু৷ সৌম্য জানালেন, প্রথমে আমি আমাদের মাস্টারমশাই মানিকলাল সিংহের বাড়ি থেকে একটি বাতিল ডিশ অ্যাণ্টেনা জোগাড় করি৷ তাতে অ্যালুমিনিয়াম ফয়েল লাগাই৷ তারপর লোহার কাঠামো বানিয়ে ফোকাল পয়েণ্টে প্রেশার কুকার বসানোর জায়গা তৈরি করা হয়৷ তাতেই কেল্লা ফতে৷ স্রেফ সূর্যের আঁচে পৌনে এক ঘণ্টায় তৈরি দেড় কেজি মাংস সুস্বাদু, মশলাদার৷ এই আবিষ্কারে সৌম্যকে সহায়তা করেছেন তাঁর স্ত্রী রেখা ঝারিমুন্যা, জয়দেব কর্মকার ও শ্রীকৃষ্ণ সিনহা৷ এখন সেই ‘সোলার কুকার’ স্কুলে স্কুলে ঘুরছে৷ সৌম্যর নিজের স্কুল রাধানগর বোর্ড প্রাথমিক স্কুলে ওয়ার্কশপ হয়েছে ওই কুকারকে সামনে রেখে৷ কুকারে পঁচিশ-তিরিশটা ডিম সেদ্ধ করে রোদের তেজ বুঝিয়েছেন সৌম্য৷ খবর পেয়ে কয়েকজন সরকারি আধিকারিকও দেখে গিয়েছেন৷ এবং ম্যাজিক কুকার তৈরির খরচ শুনে রীতিমতো চমকে উঠেছেন৷ সৌম্য জানিয়েছেন, এই কুকার বানাতে তাঁর হাজার টাকাও লাগেনি৷ লোহার কাঠামোর জন্য সাড়ে আটশো টাকা৷ অ্যালুমিনিয়াম ফয়েলের জন্য একশো টাকা৷ সাড়ে ন’শো টাকার কুকারেই ৯৫ মিনিটে খিচুড়ি-মাংস রেঁধে পনেরোজনকে খাইয়েছেন সৌম্যরা৷
    .
    সৌম্য জানিয়েছেন, তাঁর কারিগরির মূল ব্যাপারটা অনেকটা আতসকাচে রোদ ফেলে কাগজ পোড়ানোর মতো৷ ডিশ অ্যাণ্টেনা অবতল দর্পণের কাজ করেছে৷ সূর্যের আলোকরশ্মি সমান্তরাল ভাবে এই দর্পণের গায়ে পড়ে একটি বিন্দুতে (ফোকাল পয়েণ্ট) মিলিত হয়৷ ওই পয়েণ্টেই কুকার রাখা হয়৷ সৌম্যর মত, তাঁদের কুকার ১৩০ ডিগ্রির উপর তাপমাত্রা তৈরি করেছে৷ তাই মুরগির মাংস সেদ্ধ হয়েছে৷ তাঁর দাবি, নিখুঁতভাবে প্যারাবোলিক সোলার কুকারে হাজার ডিগ্রির বেশি তাপমাত্রা তৈরি করা যায়৷ তখন রোদে লোহাও গলানো যাবে! সেক্ষেত্রে শত্রু দেশ চীন হোক বা আমেরিকা , মুহূর্তে গলিয়ে দেওয়া যাবে ট্যাঙ্ক বা মিসাইল 

  • Shyamlal | 15.236.***.*** | ২৯ মে ২০২০ ০০:৩৪446610
  •  দোদোমা টাইপ , দুবার ফাটে  
    একবার গুরু তে দ্বিতীয়বার জালিমুদ্দিন বা যাদবগাছি তে 

  • ছাগলছানা | ২৯ মে ২০২০ ০০:২৩446609
  • নাকি সেটা পড়ে অন্যদের ফেটে যায় ?
  • ছাগলছানা | ২৯ মে ২০২০ ০০:২২446608
  • আচ্ছা কোনো মন্তব্য বিস্ফোরক কখন হয়?
    যখন সেটা পড়ে কেউ ফেটে যায় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত