এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সব deepfake | 15.236.***.*** | ২৯ মে ২০২০ ০০:১৩446607
  • সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের পর এবার কাটমানি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি প্রকাশ্যেই দাবি করলেন, “বাম আমলেই পঞ্চায়েত স্তরে বাসা বেঁধেছিল কাটমানি রোগ। আর এই দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছিল দল।”  একের পর এক সিপিএম নেতার এহেন বিতর্কিত মন্তব্যে স্বাভাবিকভাবে অস্বস্তিতে বাম শিবির। 

  • ছাগলছানা | ২৮ মে ২০২০ ২৩:৪৮446606
  • ইতিমধ্যে কারো যদি উৎসাহ থাকে কাজ করার. এতে অংশগ্রহণ করতে পারেন. হাতে এখন অনেক সময়.
    জিতবো এমন আশা নেই.
    কিন্তু পেট প্রজেক্ট হিসেবে এবং জ্ঞানী গুণীদের সাথে নিজেকে compare করতে মন্দ লাগেনা
    https://www.kaggle.com/c/deepfake-detection-challenge
  • | ২৮ মে ২০২০ ২৩:৪৩446605
  • হ্যাঁ ওটা পড়ে বেশ অস্বস্তি ল্রগেছিল। হেডলাইন ম্যানেজ অবশ্য ভালভাবেই হয়েছিল।

    ইদিকে পঙ্গপাল গুজরাট হয়ে মহাতে ঢুকছে। এমনিতে লকডাউনের জন্য অনেক ফসল ঠিকঠাক ওঠে নি, গ্রিন হ্রুপগুলোতে লোকজন উদ্বিগ্ন খুবই। তো এক জায়গায় একটু বললাম চাট্টি চড়াইপাখী বেশী করে থাকলে ত সামলে দেয়া যেত খানিক। ওবাবা কিছু অতি উৎসাহী প্ল্যান করছে কোথাও থেকে চড়াই আমদানি করা যায় নাকি।
    কোন জগতে যে থাকে সব পাবলিক!!! যেন বাজার করতে গিয়ে চাট্টি পালংশাক দু আঁটি ধনেপাতা আর দশটা চড়াই কিনে আনবে!
    আজব!
  • ছাগলছানা | ২৮ মে ২০২০ ২৩:৪১446604
  • ডিপফেক অনেক পুরোনো হয়ে গেছে এখন. এবং বেশিরভাগ রান অফ টি মিল কোড যা প্রডিউস করবে সেটা ধরার জন্যেও মডেল ও আছে

    At the end of the day its the user who is evil . Not the technology
  • anandaB | 50.35.***.*** | ২৮ মে ২০২০ ২৩:৩৭446603
  • সবচেয়ে আশঙ্কার কথা এই টেকনোলজি যে স্পিড এ এবং স্কেল এ mature করছে, পয়সা থাকলে প্রায় অসম্ভব এর (অপ) ব্যবহার আটকানো
  • <>#%€ | 15.236.***.*** | ২৮ মে ২০২০ ২৩:৩৬446602
  • Francis Stevens  সিআইএ র এক্স ডিরেক্টর . Deepfake নিয়ে ওনার খুব  ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ 

    উৎসাহী রা দেখতে পারেন 

  • anandaB | 50.35.***.*** | ২৮ মে ২০২০ ২৩:৩২446601
  • সোশ্যাল মিডিয়া অবশ্যই অন্যতম এবং হয়তো বা প্রধান বাহক (enabler কথাটা মনে হয় more appropriate), কিন্তু সমস্যা সেখানেই থেমে থাকে না

    ধরা যাক, এই গুরু তাই আমি বিশাল এক রোমহর্ষক ব্লগ পোস্ট লিখলাম ভ্রমণ বিষয়ে, ছবি ও ভিডিও সহ যার কিছু আসল এবং কিছু নকল

    বা এতো গেল আপাত নিরীহ উদাহরণ. মনে করুন নির্বাচনের আগে TV তে ad দেওয়ার জন্য এর ব্যবহার, যেটা কিছু মাস পরেই শুরু হয়ে গেলে আশ্চর্য্য হবো না.

    যতদিনে ফেক বোঝা যাবে (বা আদৌ যদি হয়) টার্গেট অডিয়েন্স already impacted

    দ ও কতকটা সেই কথাই বললেন
  • | ২৮ মে ২০২০ ২৩:১৮446600
  • কিছুদিন আগে অমিচ্ছা স্বীকার করেছিল যে ওরা ডিপফেকের বহুল ব্যবহার করে গত কিছু বছরে।
    খবরটা অবশ্য হেডলাইন থাকে নি বেশী সময়।
  • dc | 103.195.***.*** | ২৮ মে ২০২০ ২৩:১৬446599
  • ডিপফেক দিয়ে কবে যে মাধুরী দিক্ষিত এর আরেকটা সিনেমা রিলিজ করবে, সেই অপেক্ষায় আছি।
  • মদন মিত্তির :b16f:5ede:a849:a49f | 18.222.***.*** | ২৮ মে ২০২০ ২৩:১৪446598
  • ফেইসবুক হোয়াটস্যাপ তো বটেই , গণশক্তি আর গুরুচন্ডালী বাদ দিয়ে বাকি ওয়েব প্লাটফর্ম নিষিদ্ধ করা উচিত অবিলম্বে 

    ওই দুটো থাক , ঠাকুর বলেছেন ওতে লোকশিক্ষে হয় 

  • lcm | 99.***.*** | ২৮ মে ২০২০ ২৩:০৪446597
  • আনন্দবি-এর লিংকে ডিপফেক টেকনলজি নিয়ে কথা বলছে।
    'ডিপ লার্নিং' এবং 'ফেক' এই দুটো শব্দের সমন্বয়ে এসেছে 'ডিপফেক' কথাটি। এর মধ্য প্রথম শব্দটি প্রযুক্তি সংক্রান্ত। ডিপফেক পদ্ধতি দিয়ে একটি ভিডিও বানানো সম্ভব যাতে দেখানে যাবে যে ধরুন, কোনো ব্যক্তি একটি কথা বলছে - লোকটির ফিজিক্যাল ফিচার তো বটেই, গলার আওয়াজ, বাচনভঙ্গী সব কিছু হবে আসল লোকটির মতন। ফেক ভিডিও তৈরি করতে এই প্রযুক্তির প্রচলন দেখা গেছে।
    এর ব্যবহারিক উপযোগিতা কিছু পাওয়া গেছে, যেমন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে - ডাবিং এর কাজে, কোনো ডায়ালগ ভুল হয়ে গেলে, বা শট নিয়ে নেওয়ার পর কোথাও ডায়ালগ পাল্টাতে গেলে (মুখভঙ্গী সহ) , এই প্রযুক্তি দিয়ে বারবার শট রিটেক না করে এডিটিং করে করা সম্ভব। যদিও এর লিগালিটি নিয়ে এখনও সবকিছু পরিষ্কার নয়, যেমন ধরুন একজন অভিনেতা চিত্রনাট্য পড়ে ডায়লাগ বলে অভিনয় করলেন, কিন্তু পরে দেখা গেল তাকে দিয়ে অন্য ডায়ালগ বলানো হয়েছে।
    তারপর বলা হচ্ছে, সাইকিয়াট্রিতে এর ব্যবহার হতে পারে, ধরুন কারও স্মৃতিভ্রম (লস অফ মেমরি) হয়েছে, রোগীকে পুরোনো ইমেজ রিক্রিয়েট করে স্মৃতি ফিরিয়ে আনতে এই প্রযুক্তি কাজে লাগতে পারে।
    বা, বলছে বিজ্ঞাপণে কাজে লাগতে পারে - বিখ্যাত বৃটিশ ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহ্যাম-কে দিয়ে নটি ভাষায় ম্যালেরিয়া অসুখের সতর্কবার্তা বলানো হয়েছে, এবং এই পদ্ধতিতে মনে হচ্ছে ডেভিড ঐ ভাষা শিখে কথা বলছেন।
    দেখা যাছে, ব্রডকাস্টিং এবং এন্টারটেইনমেইনমেন্ট বিজেনেসে এর সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত এই প্রযুক্তির ব্যবহার মানুষের নকল ভিডিও তৈরিতে এত বহুল ব্যবহৃত যে এটির উপকারিতার থেকেও ন্যুইসেন্স বা উপদ্রব বেশি অনুভূত হয়েছে।
  • sm | 42.***.*** | ২৮ মে ২০২০ ২২:২১446596
  • সমাধান তো সোজা।ফেসবুক আর হোয়াটস অ্যাপ  বন্ধ করে দিক।এই বাজারে জুকারবার্গ ত্রিশ বিলিয়ন ডলার লাভ করেছে। পৃথিবীর বড় বড় বদমায়েশি গুলো সোশ্যাল মিডিয়া দিয়েই হচ্ছে,ইদানিং।

  • Abhyu | 47.39.***.*** | ২৮ মে ২০২০ ২২:০১446594
  • গোয়েন্দাগিরি করতে হলেও মাথাটা একটু খাটাতে হয়, যদি অবশ্য মাথায় কিছু থাকে।
  • aka | 2600:1005:b16f:5ede:a849:a49f:4020:***:*** | ২৮ মে ২০২০ ২২:০০446593
  • না না অভ্যু কেন হবে? অভ্যু জানেই না আমি পান্তুয়া বানাতে পারি, বানিয়েছি।
  • বুম্বা দা 7b:e66b:0:62:8ae9 | 149.154.***.*** | ২৮ মে ২০২০ ২১:৫৮446592
  • 21.27 er post

    এটা একটু

    আ আ আমি কিন্তু ওই পোস্ট গুলো করিনি .....

    আ আ আমাকে বিশ্বাস করুন .....আ আ  আমি সত্যি ই পোস্ট গুলো করিনি 

    পোসেনজিৎ গোছের ডায়ালগ হল না কি?

  • b | 14.139.***.*** | ২৮ মে ২০২০ ২১:৩৬446591
  • আরেক চেনা ভদ্রলোক , বাড়িতে চল্লিশটা রুটি খেতেন, উপযুক্ত পরিমাণ ডাল তরকারী দিয়ে। কুচবিহারে বদলি হয়ে মেসে থাকলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, অতগুলো রুটির ডাল তরকারী আপনাকে মেসে দেয়? নাঃ তা কি দেয়? দশটার পরেই শেষ হয়ে যায়। তাহলে বাকি রুটিগুলো কি দিয়ে খান? ঐ রুটি দিয়েই খেয়ে নিই।
  • Abhyu | 47.39.***.*** | ২৮ মে ২০২০ ২১:২৭446590
  • না হে বাপু এই বিশ্বরূপ রায় অভ্যুদয় নয় কোনো মতেই। আইপি অ্যাড্রেস দেখুন। আমি গুরুতে লিখি না বিশেষ আর মাঝে মাঝে "সোমরাজের হয়ে" গোছের পোস্ট করলেও লম্বা পোস্টগুলো স্বনামেই করি, তার উপর বিশ্বরূপ আগে যে পোস্ট্গুলো করছে সেগুলো আমার হতে পারে?????
  • b | 14.139.***.*** | ২৮ মে ২০২০ ২০:৫১446589
  • আমাদের হস্টেলে একটা ছেলে দুবার লাঞ্চ করতো। যখন সবে থালা বাটি সাজাচ্ছে, ম্যানেজার সাহিব হয়তো বসেনও নি, তখন একবার খেতো। আবার শেষের মুখে একবার যেতো, বিধিমতো সই টই করে খেতো।
  • 6 .8 percent of total vote =burnol | 149.154.***.*** | ২৮ মে ২০২০ ২০:২৭446588
  • আজকাল পত্রিকা 

    গালওয়ান উপত্যকা নিয়ে চাপানউতোরের মধ্যেই বরাবরের মতোই চিনের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাগল পাকিস্তান। যদিও ভারত কড়া অবস্থান নিতেই বুধবার থেকেই সুর নরম করতে শুরু করেছে বেজিং। নয়াদিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সুন ওয়েডং সমঝোতার বার্তা দিয়ে বলেছেন, ভারত-চিন একে অন্যের পক্ষে বিপজ্জনক নয়। দুই দেশের মধ্যে মতবিরোধ কখনওই এমন পর্যায়ে যাবে না যে, তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে।

    কিছু লোকের ক্ষণস্থায়ী অর্গ্যাসমিক আনন্দ আবার মিলিয়ে গ্যালো . মোদীজি কে কোথায় নাক খত দেওয়াবে ডোকলাম বর্ডার এ এসব আবার কি?

    নাঃ চীন টা ভারী দুষ্টু , পাড়া র বৌদি র মতো , দুপুরে ফাঁকা ফ্ল্যাট এ ডেকে বলে কিনা ঠাকুরপো ফ্যান টা সারিয়ে দেবে ? মাঝখান থেকে প্রটেকশন বেলুন এর পয়সাটা নষ্ট হলো 

  • Pinaki | 136.228.***.*** | ২৮ মে ২০২০ ২০:১৩446587
  • তাহলে তো মিটেই গেল। তোমার প্রথম পোস্টে এটা বোঝা যায়নি। আমার বক্তব্য উইথড্র করছি সেক্ষেত্রে।
  • সো | ২৮ মে ২০২০ ১৯:৩৭446586
  • এই পিনাকী দা, আমি ওত ভেবে লিখিনি আর গুরুর সাথে আমার প্রোজেক্ট ওভারল্যাপ এর কোন চান্স নেই, ফান্ড রেইজিং আর সেই রিলেটেড চ্যাট আর সাইটের এবাউট আস মিশন ভিশন এসবের কন্টেন্ট রাইটার খুঁজেছি।

    পুরো ব্যাপারটা ই ফান্ড রেইজিং আর ফ্রি ই লাইব্রেরি র ব্যাপার আর নিউজ সেটাও এই সোশ্যাল ওয়ার্কার সারা ভারতের তাদের কথা তুলে ধরার জন্য অন্য কিচ্চু না।

    গুরু র এরিয়া অনেক অনেক বড়, আর আমি প্রথমে তোমার কথা বুঝিনি কিন্তু পরে বুঝেছি।
  • পঙ্গপাল ট্রোল বিবিধ | 37.235.***.*** | ২৮ মে ২০২০ ১৯:০০446585
  • "আজ মঙ্গলবার। পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলালবাবুও এখনি আসবেন। আর আসবেন তাঁর দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো। অনঙ্গদাদাকে ধরো, মোটরগাড়িতে তাঁদের আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি। আর নেব ভিঙ্গি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড়ো ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ ক’রে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন, তিনি কিছু দান করবেন।"

  • sm | 2402:3a80:a7b:e66b:0:62:8ae9:***:*** | ২৮ মে ২০২০ ১৮:৫৬446584
  • অনেক দিন পর একজন সুস্থ, খাইয়ে লোকের খবর পেয়ে খুব ভালো লাগলো।মনটা খুশিতে ভরে উঠলো।

    আমাদের হোস্টেল এর কথা মনে পড়ে গেলো।দুটো ছেলে রাত্রে ৩৫টা থেকে৪০টা রুটি খেতো রোজ, পাশা পাশি বসে।ওদের খাওয়া কমানোর জন্য; জন প্রতি দু বাটি পাতলা ডাল ও এক বড় হাতার বেশি তরকারী দেওয়া হতো না।

    ডাল আর তরকারী তে কি এসে যায়!খাওয়া কমে নি কখনো।-- ))

  • যৌথ খামার 03:be1f:16a:e5cc:539 | 37.235.***.*** | ২৮ মে ২০২০ ১৮:৪৫446583
  • ভিনরাজ্যে থেকে ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন করতে হিমশিম বিহার সরকার। বাংলার পড়শি এই রাজ্যের কাটিহার, পূর্ণিয়া, দারভাঙ্গার মতো এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি করা কোয়ারেন্টাইন সেন্টার গুলির দুর্দশার খবর মিলছে। মিলছে না পর্যাপ্ত খাবার, পাওয়া যাচ্ছে না সাধারণ পরিষেবাও। এরমধ্যেই নজর কারছে এক যুবকের খবর। তাঁর নাম অমুপ ওঝা। রাজস্থান থেকে ফেরা এই যুবক এখন বক্সারের এক কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। মূলত তাঁর জন্যই মাঞ্জওয়ারীর সরকারী বেসিক মিডল স্কুলের কোয়ারান্টাইন সেন্টারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ অনুপ ওঝা দুপুরের খাবারে একাই ৪০টি রুটি ও ১০ থেকে ২০ প্লেট ভাত খান প্রতিদিন। তাঁর খোরাক জোগাতেই হিমশিম খাচ্ছেন এই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের কর্মকর্তারা।

    পাশাপাশি তাঁরা বিরক্ত এই যুবকের খাওয়া দেখে। কারণ এই সেন্টারে তিনটি খাবারের জায়গা রয়েছে। এখানকার অভিবাসীরা নিয়ম মেনেই প্রতিদিন দু-বেলা খাবার খান। কিন্তু অনুপ একাই প্রায় ৪-৫ জনের খাবার একা খেয়ে নিচ্ছেন। একবার ওই কোয়ারেন্টাইন সেন্টারে বিহারীদের প্রিয় লিট্টি-চোখা হয়েছিল। অনুপ একাই ৮৫টি লিট্টি খেয়েছেন বলে জানিয়েছেন ওই সেন্টারের কর্মকর্তারা। তবে অনুপের দাবি, তিনি বরাবরই এরকম খাবার খেয়ে থাকেন। বাড়িতে থাকলেও তিনি ৪০-৪৫টি রুটি খান। তাঁর দাবি, একবারে ১০০টি সিঙ্গারা (সামোসা) খেতে পারেন তিনি। তাঁর এই অস্বাভাবিক খাওয়া দেখে অবাক এই কোয়ারেন্টাইন সেন্টারের ডাক্তার ও নার্সরাও। কারণ অনুপের উচ্চতা খুব একটা বেশি নয়। ওজন ৭০ কেজি। তবুও এই যুবক এতটা খান কি করে সেটা ভেবেই অবাক হচ্ছেন তাঁরা। তবে জানা গিয়েছে, অনুপ যেমন খেতে পারে, তেমনই অনেকটাই কাজ করতে পারেন। একাই দু-তিন জনের কাজ করে দিতে পারেন অনায়াসে। অনুপের খাবারের বহর শুনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বক্সারের ম্যাজিস্ট্রেট সয়ং। তিনি এই কাণ্ড দেখে ও অনুপের সঙ্গে কথা বলার পর জানিয়ে দেন তাঁকে যেন ওই পরিমান খাবারই দেওয়া হয়। ফলে খুশি অনুপ।

  • সিএস | 103.99.***.*** | ২৮ মে ২০২০ ১৮:৪২446582
  • বোধি দেখলাম সিঙ্গারের উল্লেখ করেছ, ফ্যামিলি মোসকাটটা পুরো পড়তে পারিনি, লেখাটার মধ্যে একটা সাংবাদিক গদ্যসুলভ ব্যাপার আছে, সেই জন্যই হয়ত। magician of lublin পড়েছিলাম, একটা গল্পের কালেক্শন যেটায় friend of kafka ছিল সেটা আর satan in gorey, এগুলো বেটার মনে হয়েছিল। আকারে ছোট লেখায় মনে হয় বেশী দড় ছিলেন। আর একটা বড় উপন্যাসের কথা পড়েছিলাম shadows on the hudson যেটা আমেরিকার ইহুদীদের খুব একটা পছন্দ হয়নি বলে পড়েছিলাম। তবে ইন জেনারেল, সিঙ্গারের মেজর লেখাগুলো, ফ্যামিলি মোসকাট শুদ্ধু, সম্পূর্ণ লুপ্ত হয়ে যাওয়া একটা সময় আর সে সময়ের মানুষের কথায় ভর্তি, উপরন্তু যে ভাষায় লিখতেন সেটাও তো মনে হয়না আর বেশী প্রচলিত।
  • সিএস | 2405:201:8803:be1f:16a:e5cc:539:***:*** | ২৮ মে ২০২০ ১৮:০৬446581
  • খনার জালি বচন না জালি খনার বচন গায়ে লাগবেই। রাজাই যখন অরাজক হয়, তখন কী হয় সেটাই তো এর প্রতিপাদ্য আর অজকাল কে রাজা, সে কেন অরাজক সে তো সবাই জানে।

    কিন্তু এও বোঝা গেল, ফেসবুকে সিপিএম আর বিজেপিই আছে, তিনোরা নেই, থাকলেও পদ্য লিখতে পারেনা। গুরুও মনে হয় এখন আবার সিপিএম হয়ে গেছে, বিকেল হলেই ন্যাজুরা ফেসবুক সামলে এখানেই চলে আসে।
  • সিএস | 2405:201:8803:be1f:16a:e5cc:539:***:*** | ২৮ মে ২০২০ ১৮:০০446580
  • চাপিনি তো, কাল রাতেও তো এখানেই পোস্ট করলাম, ধৈর্য সহকারেই করলাম তো ঃ-) এরপর কখন আবার মাথায় কী গজায় সে অপেক্ষায় আছি। আর তোমার ভুলের কথা আসছে কোথা থেকে, বরং ট্রল পোস্টের মধ্যে তোমার পোস্টগুলো অনেকটাই অ্যান্টিডোট !!
  • কি সব অসভ্যতা | 151.236.***.*** | ২৮ মে ২০২০ ১৭:৫৫446579
  • একটি স্বরচিত খনার বচন..

    মরিচঝাঁপি,বিজন সেতু আর সাঁইবাড়ি,
    অনাসৃষ্টি রাজ্যকাল বাম দুরাচারী।

    রাজা যদি শালিবাহণ স্কচ রসিক হয়
    রাজপাপে ধন,জ্ঞান নাহি সেথা রয়।

    দীর্ঘকাল যেই রাজ্যে থাকে বামফোনী
    খনা বলে সেই রাজ্য না হয় কভু ধনী।

    বনধ,লকআউট,আর ছাপ্পা ভোটে,
    ব্যবসা,বানিজ্য, সেই রাজ্যে জেনো লাটেওঠে।

  • পিনাকী মিত্র | ২৮ মে ২০২০ ১৭:৪৫446578
  • পরিষ্কার করে দিই। সোমরাজ কোনো অভিসন্ধি নিয়ে কিছু করেছে বলে মনে হয় না। ওর স্পিরিট একেবারেই সৎ। ও জাস্ট না বুঝেই লিখেছে। কিন্তু ওকে এটা বুঝতে হবে কোন ধরণের উদ্যোগগুলো গুরুর কাজকর্মের সাথে কনফ্লিক্টিং, কোনগুলো নয়। এই বোঝাপড়া শুধু ও কেন, অনেকেরই নেই। কিন্তু অর্গানাইজার্স পার্স্পেক্টিভ বলেও একটা ব্যাপার আছে। সেটা সবসময় এন্ড ইউজারের জুতোয় পা গলিয়ে বোঝা যায় না। সেজন্য কথাবার্তা আদানপ্রদান ইত্যাদি লাগে। এবং প্রেফারেবলি একটা প্ল্যান লঞ্চ করে দেওয়ার আগে। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত