খনা নিয়ে আমার দু কথা
আগে হিরোকে গ্লোরিফাই করতে টাকা মাথা পেট মোটা একটা ভিলেনের দরকার পড়তো ! যেন সুন্দর দেখতে ছেলেমেয়েরা মানসিক ভাবে কুৎসিত হতে পারে না ! অদ্ভুত সব কনসেপ্ট আমাদের ! তাই না ? এখন আলাদা করে আর হিরো র দরকার পড়ে না , আর পড়লেও সত্যি কথা বলতে কি সেইরকম ভাবে হিরো র দেখা আর মিলছে না ! তাই নিজেদের সমস্ত ফ্রাস্ট্রেশান , দুঃখ , মন ভেঙে যাওয়া গুলো কে কারোও গলায় একটা ঝোলাবার জন্যে আমরা একটা করে হতচ্ছাড়া ভিলেন খুঁজে বেড়াই ! আর তারপরে মানসিক ভাবে একটু শান্তি পেতে চাই ! হিন্দু হলে ভাতের চাল টাও ঠিক করে সেদ্ধ হচ্ছে না বলে মুসলিম গুলোকে দুবেলা নিয়ম করে গালাগাল দিই আর মুসলিম হলে নিজের কোষ্ঠকাঠিন্য র জন্যেও হিন্দু রাজা কে দিনে চার বার ফাঁসি কাঠে ঝোলাই ! একটা ভাইরাস সে না কি আবার আমাদের ক্যাফেটেরিয়া তে বসে সেলফি তোলা বন্ধ করে দেবে ? দাঁড়া ভাইরাস মারবো পড়ে , রিসার্চ পড়ে হবে আগে ভিলেন খুঁজি ! তবে না তৃপ্তি আসবে ! অনেক তথ্য খুঁজে নিজের মনের মতো করে যুক্তি সাজিয়ে বের করে নিলাম ওই ব্যাটা চাইনিজ গুলোরই কারসাজি এটা ! আবার মনে শান্তি পেলাম ! সে নাই বা পেলাম এফডিএ অনুমোদিত কোনো ড্রাগ !
এবার ঝড় বৃষ্টি এগুলোর জন্যে প্রকৃতি কে আর কতো গালি দেবো ! চল খুঁজে বের করি কোনো গভীর কূটনীতি ! হঠাৎ সবাই সবার হোয়াটস্যাপে পেয়েও গেলাম অধুনা 'খনার বচন '! শিক্ষিত ছেলেমেয়ে গুলো কে একটা চাকরী অব্দি না দেওয়া , দশবছরের বাচ্চা ছেলেগুলো কে পেট ভরে খেতে অব্দি দিতে না পারা , কোটি কোটি সাধারণ মানুষের টাকা তছরুপ করে ফেলা রাজা কিংবা রানী নাকি আবার এই ঝড় ঝাপ্টা গুলোর জন্যেও দায়ী ?????!!!!!!
আমরা আবার খুশী হলাম ! কারণ খনা কখনও মিথ্যে কথা বলেন না ! তার মানে আমরা ভিলেন খুঁজে পেলাম এবারও !
গ্লোবাল ওয়ার্মিং কে তো চোখে দেখা যায় না ( আর এটা আবার নিজেরা তৈরী করেছি )তাই ওকে ভিলেন বানিয়ে মানসিক স্বস্তি গুলো পুরোপুরি আসবে না , তার থেকে রক্তমাংসের যে রাজা বা রানী কে চোখের সামনে দুবেলা টিভি তে কিংবা খবরের কাগজে দেখতে পাচ্ছি , তাদের ভিলেন বানিয়ে নিলে ঘেন্নার আউটপুট টা বেশি পরিমানে আসে !
আমাদেরই আর দোষ কোথায় ? ক্রমাগত লড়তে লড়তে আমরা ক্লান্ত , এরকম অবস্থায় কাউকে যদি একটু তেড়েফুঁড়ে গালাগাল দেওয়ার সুযোগ টা আসে ,সেই প্রলোভন টা কতক্ষণ আর সামলে থাকা যায় বলুন ?
ট্রাম্প ,ফ্রাম্প হলো ক্ষণজন্মা লোক।সেদিন দেখছিলাম ওবামা একটা লেকচারে বলছিল,আমেরিকায় কতো দারিদ্র্য,কতো রেসিজম,কতো অসাম্য এই সব আর কি!
এই রুদালী গিরি আট বছর প্রেসিডেন্ট থাকার পর ও চালাচ্ছে।কিন্তু ট্রাম্প কে দেখুন।আমি বলেছিলাম,করোনা তে একলাখ মৃত্যু হবে।কিন্তু এক লাখ ছাড়িয়ে গেলো।
সব করোনার দোষ!
ভারত কে দুশো ভেন্টিলেটর পাঠিয়ে দিয়েছি। নিউ ইয়র্ক জেনারেটর দিয়ে ভরিয়ে দিয়েছি।
জোশ ই আলাদা!
টাকে চুল গজায় না।কিন্তু টাকের চুল খাড়া হয়ে যায়।
কে একজন দেখলাম বারবার পান্তুয়া র ফর্মুলা চাইছিলেন ওটা কি হিসাবে গণ্য হবে? দেশপ্রেমী নাকি রাষ্ট্রবিরোধী ?
কিন্তু সৈকত, সত্যিই কি সাহিত্যের তত্ত্ব পড়তে হবেই, এরকম কোন দায় থাকা উচিত, এমনকি সাহিত্যের সিরিয়াস পাঠকের কাছে? গান শুনতে গিয়ে কী সঙ্গীততত্ত্ব জানা একান্তই প্রয়োজন, সিনেমা বা নাটক দেখতে তার তত্ত্ব? এগুলো না হয় পারফর্মিং আর্ট, ছবি দেখতে গিয়ে ভিজুয়াল আর্টের তত্ত্ব জানা কতটা জরুরি রসাস্বাদনের জন্যে। যাঁর তত্ত্বে উৎসাহ আছে, তিনি হয়ত অন্য একটা ডায়মেনশনে রসাস্বাদন করতে পারেন, কিন্তু ম্যাঙ্গো পাঠক, দর্শকের - খুব সিরিয়াস হলেও - তত্ত্ব জানার-বোঝার দায় থাকা কি উচিত।
এখানে বলে রাখা ভাল, এটা আমার জেনুইন জিজ্ঞাসা। আমি দুপক্ষেই যুক্তি সাজাতে পারি, তাই নিজস্ব কোন পক্ষ নেই।
দাদা কোনদিকে ঘুশ্লেন? এখানে বসে রক্ত গরম করে কি হবে? সীমান্তে চলে জাননা। আপনার মত দেশভক্ত , জনতা সেনাবাহিনীর সম্পদ।
ভারতের সঙ্গে পিয়াঁজি! চীনকে মেরে দীন, হীন করে দেবে দেশ ভক্ত জনতা। এমন অবস্থা হবে,সারা পৃথিবীতে লোকজন বলবে,'চায়না কেন কথা কয়না'।
ওই 'ঘুশকে মারুঙ্গা ' টা হেব্বি ডায়ালগ!ওই দুটো ওয়ার্ড শুনলেই কেমন চিবুক শক্ত হয়ে ওঠে,পেশী শক্ত হয়,শরীরে একটা উষ্ণতা আসে,চামড়া টান টান হয়ে ওঠে। বুদ্ধ,ফুদ্ধ কাজে আসে না।স্রেফ কুরুক্ষেত্র মনে হয় চারদিক।
দেখলাম ভক্তরা বাস্তববাদী। পাকিস্তান নিয়ে বাওয়ালে রব ওঠে কালকেই সেনা ঢুকে যাবে, সেনা না গেলে আরএসএস যাবে ইত্যাদি। এবার শুধু শুনছি, এই আমেরিকা লড়বে, ইজরায়েল লড়বে, জাপান লড়বে, তিউনিশিয়া লড়বে এইসব।
কিন্তু চীন যুদ্ধ যুদ্ধ করছে কেন? ওদেরও কি ভোট আছে সামনে?
সিএস | 2405:201:8803:be1f:a4c2:6c45:8b7f:de3f | ২৭ মে ২০২০ ২১:০৯
খুব ভালো লাগল।
@দুর্জনে
ওই মাকু পুলিশ এক্ষুনি এসে পোস্ট ডিলিট করে আপনাকে ধরলো বলে
মার্ক্স কহিলেন দুঃখে , মোর বাছাগণ
আমাকে ত্যাজিয়া শুনিস খনার বচন ?
এতদিনে বুঝিলাম ,কম বাম অতি বাম মধ্য বামগন
এই ধরাধামে মোর কেহ নয় আপন।
এতেক কহিয়া দুঃখে মহামতি মার্ক্স
মুখাগ্রে আঁটিয়া নিলেন গৈরিক মাস্ক।
চৈনিক কবি শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিরচিত।
আকাদা এইটা চাইছিলেন ?
দিলাম স্যার
আমার পান্তুয়ার ব্যাপারটা একটু মনে রাখবেন
"দাবানল, শস্যহানি, ঝড়, মহামারী ।
একত্রে ঘটিলে জেনো রাজা দুরাচারী ।।
রাজা যদি পাপমতি প্রবঞ্চক হয়।
রাজপাপে দেশময় বহে মৃত্যুভয়।।
অধর্ম কুকর্ম যদি কভু রাজা করে।
দেখিবে অন্নাভাবে প্রজাগণ মরে।।
বৈশাখে অকাল বন্যা, আষাঢ়েতে খরা।
নিশ্চয় বুঝিবে রাজা ভন্ড, ইষ্টহারা।। "
ফেসবুকে।