এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৭:৩০445539
  • sm | 162.158.165.31 | ১৫ মে ২০২০ ১৬:০৫

    বিপরীত তো বুঝলাম দাদা ঃ-) প্রতিটি যুদ্ধ থেকে কত হতাশাগ্রস্ত মানসিক ভাবে বিধ্বস্ত লোক ফেরে, চিকিৎসক হিসেবে আপনার ধারণা থাকা উচিত। এসব বাজে গল্প কাকে শোনাচ্ছেন?
  • aka | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৭:৩০445538
  • আমার এক বন্ধু মিলিটারি জয়েন করেছিল - চাকরি পেয়ে। উরিত্তারা ফিরে এসে স্টেশনে একদিন তার কি রোয়াব। হাতের বালাটা শিবা স্টাইলে মুষ্টিতে লাগিয়ে নিয়ে এক ঘুষি, যাকে মারল সাথে সাথে মুখ কেটে গল গল করে রক্ত।

    ব্যারাকপুরের মিলিটারি ব্যারাকের লোকজন মাঝে মাঝেই স্থানীয় লোকজন, দোকানের ওপর অত্যাচার চালায়।

    আর পূর্বা এক্সপ্রেসে অল্প বয়সে পাঙ্গা নিয়ে প্রচূর বিপদে পড়েছিলাম।

    হাম যব রাতকো তারে গিনতে হ্যায় তব যাকে ইয়ে সিভিলিয়ান লোগ চয়ন কি নিদ শুতে হ্যায়, ব্যাহেন্চো। হাম ট্রেন মে করিডোর পে শোয়ে অউর ইয়ে শোয়ে বান্ক পে? মার ব্যাহেনচো। ইত্যাদি হল জেনেরিক লজিক।

    আমি যেটুকু দেখেছি ডিসিপ্লিনের বদলে পাওয়ার পেয়ে অ্যাবিউজ করতে দেখেছি।
  • sm | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৭:৩০445537
  • S, এর চিন্তা ভাবনা গুলো একপেশে। অনেক টা,অভিমানী জনতার মতোন।তাহলে তো পুলিশ,প্রশাসন, জুডিশিয়ারি উঠিয়ে দিতে হয়!
    এমনি করে চিন্তা ভাবনা করলে,আলটিমেটলি যুক্তি ঠেকবে,তাহলে তো দেশ থেকে গণতন্ত্র উঠিয়ে দিতে হয়!
    গণতন্ত্র যেমন ছিল,সেটি তেমনিই থাকবে।পুলিশ,প্রশাসন,জুডিশিয়ারি ও থাকবে।
    কিন্তু একটু সংস্কার বা পরিমার্জন দরকার।
    অন্তত কয়েক লাখ যুবক, ভালো ট্রেনিং পাবে। ডিসিপ্লিনড হবে। হতাশার শিকার কম হবে।নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে।অন্যায় দেখলে রুখে দাঁড়াবে।প্রশাসন ও জুডিশিয়ারি কে কিছুটা হলেও বাধ্য করাবে তাদের দায়িত্ব পালন করতে।
    সংস্কার ধীরে ধীরে হবে।দুম করে ফেইল্ড সিস্টেম বলে দাগিয়ে দিলে চলবে?
    সিঙ্গাপুরেও শুনেছি আর্মি ট্রেনিং বাধ্যতা মূলক।
    সেখানে তো জুডিশিয়ারি বা পুলিশ প্রশাসন পচনশীল বলে শুনিনি।
    আর সিঙ্গাপুর একটা যুদ্ধন্মাদ দেশ ও নয়!
  • পাপী মন | 14.***.*** | ১৫ মে ২০২০ ১৭:২৮445536
  • আচ্ছা পরিযায়ী শ্রমিক দের সঙ্গে সুইস ব্যাঙ্ক এর টাকায় স্যালারি ড্র করা মানুষদের আত্মিক সম্পর্ক কিরকম কেউ জানেন ?
    না এমনি ই 

  • b | ১৫ মে ২০২০ ১৭:২৫445535
  • আজ থেকে জেলা প্রশাসন আমাদের কমিউনিটির গেস্ট হাউস কোভিড কোয়ারন্টাইন সেন্টার করল।
  • কমরেড চারু | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৭:১১445534
  • @বোদাগু 

    একদম ঠিক কথা 

    ইতিহাস এর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমাদের সামনে এই চ্যালেঞ্জ 

    পথ একটাই , রক্তঝরানো বিপ্লব এর মাধ্যমে শ্রেণীশত্রু আর পুঁজিবাদ এর শেষ যে পথে আসবে 

  • সিএস | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৭:১০445533
  • b কি সাবধানতা অবলম্বন করছেন ? ঃ-)
  • b | ১৫ মে ২০২০ ১৭:০৯445532
  • টেস্ট
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৭:০৫445531
  • আমার পোস্ট টির দুটি ভাগ ছিল। একটি উচ্চশিক্ষিত সাধারণ ভাবে শ্রদ্ধেয় মানুষেরা কেন অংকুশ, প্রহার এইসব শিব সেনার এজেন্ডার সিনেমা পছন্দ এনডোর্স করবেন সেটা তে বিস্ময় প্রকাশ করা হয়েছে। এই ভাগে কিছুতেই যে বিস্মিত হতে নেই, এটা ভুলে যাওয়া ছাড়া আর কোন আপত্তিকর কিসু নেইঃ-)))
    দ্বিতীয় ভাগটি চাড্ডি ও আল্ট্রা রাইট উইং পোস্টের প্রচন্ড বেড়ে যাওয়া সম্পর্কে হতাশা প্রকাশ করা হয়েছে, বামপন্থী হিসেবেই করা হয়েছে।

    এই প্রসংগে এর বেশি ক্ল্যারিফিকেশন বা অন্যান্য ছেলেমাউন্ষীর প্রতিক্রিয়া দেবার মত সময় নেই। কতো চমকানি এলো গেলো।

    একটা ছোটো সাইট নিশ্চয় ই কিছু ভালো কাজ করেছে, তাই চাড্ডি দের নজর এদিকে পড়েছে। এটাও হতে পারে, গুরুতে নানা চালু বোকা বোকা বিতর্ক এনে গুরুর পাঠক সংখ্যা বাড়ানোর বিচিত্র পন্থা গুরু র ই কোন শুভানুধ্যায়ী অবলম্বন করছেন।

    গুরু কে যারা বড় করতে চান তাদের জন্য ভালো খবর। তবে গুরুকে যারা বামপন্থী বই প্রেমিক বা অন্তত যুক্তিবাদী লিবেরাল ব্যবহারকারীদের একটু অধিকন্তু ভালোবাসার যোগ্য জায়্গা হিসেবে রাখতে চান, তাদের কে পথ বেছে নিতে হবে।
  • | 14.***.*** | ১৫ মে ২০২০ ১৭:০০445530
  • @সে 
    বোদাগু তার নিজের লেখা নিজে বুঝুন কি না বুঝুন , এখানে অনেকেই বোঝেন ও তার আলোচনা সমালোচনা করেন 
    আপনি আপনার নিজের লেখা কত টা বোঝেন ?
    এখানে তো অনেকেই বুঝতে পারছেনা আপনার মূল বক্তব্য টা কি 
    একটু সেনসিবল লেখা র চেষ্টা করুন না 

  • পল রোবসন | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:৪২445529
  • লাল পতাকার জন্ম বৃত্তান্ত ও ইতিহাস :-

     বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াইয়ের প্রতীক হচ্ছে লাল পতাকা । সেই 1789 থেকে মেহনতি মানুষ লাল পতাকা হাতে নিয়ে লড়াই করছেন । তখন শুধু শ্রমিকরাই নয় সমস্ত ক্ষেত্রের লড়াকু সংগ্রামী মানুষেরাই লাল পতাকা হাতে তুলে নিয়েছেন ।
    ইতিহাস থেকে আমরা জানতে পারি যে Red Flag বা লাল পতাকা 1789 সালে ফরাসী বিপ্লবের পূর্বে ব্যবহৃত হোত কোন বিপদ সঙ্কেতের প্রতীক হিসাবে ।সম্রাটরা কোন বিষয়ে প্রজাদের বিপদ সঙ্কেত জানাতে হলে রাস্তায়, বড় বাড়িতে বা শহরের পার্কে লাল পতাকা টাঙ্গিয়ে দিতেন । যা দেখে প্রজারা সাবধান হয়ে যেত । 
    জনগনের লড়াই সংগ্রামের প্রতীক হিসাবে লাল পতাকা প্রথম ব্যবহৃত হয় 1789 সালের সংগঠিত ফরাসী বিপ্লবে । বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের উচ্ছেদ ও জাতীয় এসেম্বলি প্রতিষ্ঠিত হওয়ার পরে জনগন প্রকাশ্যে লাল পতাকা নিজেদের পতাকা হিসাবে ব্যবহার করতে থাকে ।
    এরপরে 1831 সালে ইংল্যান্ডের সাউথ ওয়েলসের Merthyr তে প্রায় দশ হাজার শ্রমিক তাদের বিভিন্ন দাবিতে লাল পতাকা নিয়ে মিছিল করে ।মিছিলে শাসকেরা আক্রমন করে । বহু শ্রমিক শহীদের মৃত্যু বরণ করেন । 1832 সালের জুন মাসে প্যারিসে লাল পতাকা নিয়ে শ্রমিকেরা লুই ফিলিপ সরকারের সশস্ত্র পুলিশের সাথে ব্যারিকেড লড়াই করে । কার্ল মার্ক্সের The Class Struggle in France বইতে এর উল্লেখ আছে । 1834 সালের 9 ই এপ্রিল ফ্রান্সের লিওনে শ্রমিক ও বুদ্ধিজীবীদের যৌথ মঞ্চ Human Rights প্রজাতন্ত্র অথবা মৃত্যু এই স্লোগান তুলে বিক্ষোভ শুরু করে । এই বিক্ষোভে শ্রমিকেরা পুলিশের সাথে লাল পতাকা হাতে নিয়ে ব্যারিকেড ফাইট করে । 1838 সাল থেকে ইংল্যান্ডএ Chartist আন্দোলন শুরু হয়ে ব্যাপকতা লাভ করে । এই সময়ে ইংল্যান্ডে ব্যাপক ট্রেড ইউনিয়ন আন্দোলনও শুরু হয় । দাবিপত্রে 12 লক্ষ শ্রমজীবী মানুষ স্বাক্ষরও করেন । দাবিপত্র নিয়ে পার্লামেন্ট অভিযানে শ্রমিকেরা লাল পতাকা নিয়ে সামিল হন । 1830 এর দশকে লাল পতাকা ফ্রান্স ও ইংল্যান্ডে শ্রমিশ্রেণীর লড়াই সংগ্রামের প্রতীকে পরিণত হয়।
    তাই মহান কার্ল মার্ক্স বলেছিলেন - The old world writhed Convulsion of rage at the sight of the Red Flag. ( পুরো দুনিয়া লাল পতাকা দেখেই প্রবল ক্রোধে আতঙ্কে ফেটে পড়েছিল ) ।
    ভারতে লাল পতাকা হাতে প্রথম মিছিল হয় কলকাতায় 1886 সালের 29 শে জুলাই । ইন্ডিয়ান এসোসিয়েশনের দশমবর্ষ পূর্তি উপলক্ষে সভা ও মিছিল হয় । ইন্ডিয়ান এসোসিয়েশনের সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে মিছিল সরকারি ভবন , এসপ্লেনেড , ধর্মতলা স্ট্রীট , ওয়েলিংটন স্কোয়ার হয়ে কলেজ স্কোয়ারে শেষ হয় । মিছিলকারীদের হাতে ছিল লাল পতাকা । ( সংবাদ সূত্র - 30 শে জুলাই 1886 , স্টেটসম্যান পত্রিকা ) যতদূর জানা যায় 1920 সালে লালা লাজপত রাইয়ের সভাপতিত্বে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে গঠিত হয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন AITUC , তাদের প্রতীক ছিল লাল পতাকা । বামপন্থী ও সাম্যবাদী আদর্শে গঠিত সকল শ্রমিক সংগঠন ও দলের পতাকাও ছিল লাল।

  • @নিকচোর?@ সে | 172.68.***.*** | ১৫ মে ২০২০ ১৬:৪২445528
  • @নিকচোর?@ সে | 162.158.179.137 | ১৫ মে ২০২০ ১৬:২৯

    are you sure?
  • চুভাস চক্কোত্তি | 14.***.*** | ১৫ মে ২০২০ ১৬:৩৮445527
  • ঠিক আছে ঠিক আছে 

    একটু মিস আন্ডার স্ট্যান্ড হয়ে গ্যাছে 

    আপাতত অ্যাকশন ক্যানসেল , কবি তো বলেইছেন , ইউনাইটেড ওই স্ট্যান্ড devided  we মিস আন্ডার স্ট্যান্ড 

    পার্টি অফিসে একটা মিউচুয়াল করার জন্য মিটিং হয়ে যাক 

  • নিকচোর?@ সে | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:২৯445526
  • @ সে।
    বোদগু | 141.101.99.88 | ১৫ মে ২০২০ ১৫:৫৯

    ইনি বোদাগু নন বলেই মনে হচ্চে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:২৭445525
  • বোদগু | 141.101.99.88 | ১৫ মে ২০২০ ১৫:৫৯

    এই নিক টি আমার না।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • ঘ্যাঁক | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:২৭445524
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 172.69.135.99 | ১৫ মে ২০২০ ১৫:৩১
    &
    বোদগু | 141.101.99.88 | ১৫ মে ২০২০ ১৫:৫৯

    এ দুটো আলাদা লোক।

    বোদাগুর সাথে জোসিতার কোনোদিন দেখা হয় নি।
  • চুভাস চক্কতি | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:২৬445523
  • কোন্নো ব্যাপার না , শ্যামল দা কে বলে টেম্পোর রোড পারমিট করিয়ে পৌঁছে যাবো 
    অরে বালক বোম্মচাৰী র বডি র ঠিকানা লাগিয়ে দিলাম , আর সুইট্জঅর্ল্যান্ড তো বাচ্চা 
    আলিমুদ্দিন কা হাত কানুন সে ভি লম্বা হ্যায় 
    জেনেভা র কোন গলি ? 
    শিবমন্দির পেরিয়ে চা এর দোকানের পাশের বাড়ি তো ?
    লোকাল কমিটির পেসিডেন্ট পঞ্চু দা কে শুধুআমার নাম বলবেন 

  • de | 172.68.***.*** | ১৫ মে ২০২০ ১৬:২৪445522
  • ওম শান্তি!

    কমরেড সে ও হানুদা, খারাপ সময়ে মাথাগরম করলে চলবে?
  • de | 172.68.***.*** | ১৫ মে ২০২০ ১৬:২১445521
  • এই নির্দেশটাই আরেকটু অন্য ফর্মে সোস্যাল সার্ভিস করা বাধ্যতামূলক করুক না! তারপরে যার যেমন মনে হবে সে তেমন করবে - সেনাবাহিনী, অনাথাশ্রম, বৃদ্ধাশ্রম - আরো কত কিছুই তো করা যায়!

    এই নিয়মটা কিন্তু বহু দেশে আছে -
  • S | 108.162.***.*** | ১৫ মে ২০২০ ১৬:২০445520
  • অ্যাকশান সাইটঃ সুইজারল্যান্ড। আগামী ৫ বছরের কোনও এক সময় পৌঁছে যেও।
  • চুভাস চক্কোত্তি | 14.***.*** | ১৫ মে ২০২০ ১৬:১৪445519
  • ওসব শান্তির বাণী তে কাজ হবেনা 
    কাল সন্ধ্যেবেলা মেশিন ফেসিন নিয়ে ফুল এটাক হয়ে যাক 
    কত ছেলে লাগবে ?
    আমি টেম্পো ভাড়া করে নিয়ে পৌঁছে যাবো অ্যাকশন সাইট এ 

  • S | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:১২445518
  • দেশের আভ্যন্তরীণ সমস্যা মেটানোর জন্য মিলিটারিতে এনসিসি মার্কা ট্রেনিং দিতে হবে? পুলিশ-্প্রশাসন-্জুডিশিয়ারি এগুলো তাহলে রেখে কি লাভ? এদের কাজ তাহলে ঐ এনসিসির বাচ্চাগুলই করবে। ফেইল্ড স্টেটের সিম্পটম এইধরনের চিন্তাভাবনা।
  • sm | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:০৯445517
  • আমি পোস্ট লিখতে ব্যস্ত ছিলাম।তাই গত দশ মিনিট ,সে ও বোদাগুর অনাকাঙ্খিত পোস্ট গুলো সম্পর্কে জানতে পারিনি।

    আপনারা শান্ত হোন।এটি একটিমায়া পাতা বই তো কিছু নয়।

  • জাতির বিবেক | 14.***.*** | ১৫ মে ২০২০ ১৬:০৬445516
  • @ সে 

    জ্জিও গুরু 

    হেব্বি দিয়েছো ছদ্ম মাকু আর retired কমি গুলোকে

    ৭  পার্সেন্ট সিট পাওয়া মাল গুলো এখানে হেভি লপচপানি মাড়াচ্ছিলো 

  • S | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:০৫445515
  • চড় মারা থেকে অনেক বেটার হল স্প্যান্কিং।
  • sm | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:০৫445514
  • আমি সে এর সঙ্গে একমত। বোদাগুর একবারে বিপরীতে।কারণ কোন জিনিস ই একদম বাজে বা খারাপ এরকম মত পোষণ করে তর্ক করা উচিত লাগে না।

    ভারতীয় আর্মির বছর প্রতি রিক্রুটমেন্ট কতো?নিশ্চয় দশ লাখ এর বেশি নয়।বর্তমানে রিক্রুটমেন্ট হয় শর্ট সার্ভিসের।

    আমি একটি পোস্টে সিলেক্ট হয়ে ছিলাম ,সেখানে দুটো অপশন ছিলো পাঁচ ও পনেরো বছর।

    অর্থাৎ ম্যাক্সিমাম পনেরো বছর পর, রীটায়ারমেন্ট ।।এই কম বয়েসে অবসর নিয়ে (মধ্য ত্রিশ বা বড়জোর চল্লিশ),আপনি মোটা পেনশন পাবেন। বর্তমান সরকার এই পেনশনটি বা অবসরকালীন সুবিধা গুলো দিতে চায় না।কারণ কোষাগারে মোটা টাকা বাঁচবে।

    আগে স্কুলে এন সি সি ট্রেনিং হতো।কেন আমাদের সময় বন্ধ হলো জানিনা।দাদারা নিয়েছিল।ওদের কিন্তু খুব খুশি দেখেছিলাম।অনেক কিছু শিখিয়ে ছিলো, ট্রেনাররা।

    আমরা বাম আমলে দেখেছিলাম,সরকার চাইলে দপ্তরে অনুগত দলদাস শ্রেণী তৈরী করতে পারে। এখন তো বিজেপির দোর্দণ্ড প্রতাপ।সুতরাং চাইলে সব ই করা যায়।ওটা করা বিরাট ব্যাপার নয়।

    সরকার যদি লাখ দশেক,এমনি আল্ট্রা শর্ট সার্ভিস (শুনছি তিন বছরের জন্য)প্রতি বছর নিয়োগ ও করে;ভারতের মতন দেশে আরো নব্বই লাখ যুবক /যুবতী সেই ট্রেনিং নেবার সুযোগ ই পাবে না। অর্থাৎ সরকার চাইলেও নব্বই শতাংশ যুবক/যুবতী এই ট্রেনিং নেবার সুযোগ পাবে না।

    সুতরাং মিথ্যে ভয় পাবার কিছু নেই।সাধু উদ্যোগ।বেশ কিছু যুবক /যুবতী আর্মির কলাকৌশল শিখতে পারবে। সহজেই নেশা ভাং করে  হতাশাগ্রস্ত হবে না। সমাজে ফিরে এসে মাথা উঁচু করে চলতে পারবে।ভয়ে কাঁপা যুবক বা যুবতী তৈরী  হবে না।

    এখন যেমন একটা প্রোমোটার ঝুর ঝুর করা বিল্ডিং বানালেও,ওই আবাসনের একশ বাসিন্দা কোন প্রতিবাদ করতে পারে না।কারণ ওই বিল্ডার দের সঙ্গে নাকি গুন্ডা ও রাজনৈতিক নেতাদের যোগ থাকে।এই ভয় একটু কম হলেই যথেষ্ঠ।

  • S | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৬:০৪445513
  • দেশের অন্যায় অনাচার আটকানোর আমি কে? আমাকে সে কাজের জন্য কেউ মাইনা দেয়না। যাদেরকে মাইনে দেওয়া হয়, তারা অন্তত সেকাজ যে করেনা সেতো পরিযায়ী শ্রমিকদের অবস্থাতেই দেখতে পাচ্ছি।
  • সে | ১৫ মে ২০২০ ১৬:০২445512
  • আমাকে খিস্তি দিলে আবার মারব।

  • S | 162.158.***.*** | ১৫ মে ২০২০ ১৫:৫৯445511
  • তবে যে এটা ঘোষণা করলো, সে তো একদিনও সার্ভিস না দিয়েই এয়ারফোর্সকে অর্ডার দিয়েছিল মেঘের মধ্যে এয়ার স্ট্রাইক করতে যাতে মেঘ দিয়ে র‌্যাডার আটকানো যায়। এটা মনে হয় করসেবকদের চাকরি দেওয়ার একটা উপায়। মিলিটারি ট্রেনিং পেয়ে নিজেদের কমিউনিটিতে ফিরে গিয়ে খাপগিরি চালাতে পারবে।
  • বোদগু | 14.***.*** | ১৫ মে ২০২০ ১৫:৫৯445510
  • @সে 
    তাহলে সামনা সামনি ফয়সালা হয়ে যাক, দেখা যাবে কে কাকে ঠাসিয়ে চড় মারে আর কার মুখ বন্ধ হয়ে যায় 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত