মাতাল মদন | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৬:৪০445267বল্লে হবে ? খরচা আছে
গ্লোবাল রাঙ্কিং
বঙ্গ ১
আমেরিকা ২
এম আর বাঙুরের চিকিৎসা ব্যবস্থা দেখে মুগ্ধ। অবিশ্বাস্য, এত ভাল পরিষেবা যা বলে বা লিখে প্রকাশ করতে পারব না। আমেরিকাতেও পাব না।’— বক্তব্য করোনা থেকে সুস্থ হয়ে ওঠা এক রোগীর। তিনি আরও বলেন, ‘করোনা ধরা পড়ার পর বাঙুরে আসছি শুনে অনেক বন্ধুরা বলেছিল ওখানে যেও না। আর ফিরে আসবে না। আমার মনে ভয় ধরে গিয়েছিল। আজ আমি সুস্থ। আমার ভাগনি, ভাগনে আমেরিকা থেকে আমার খোঁজ নিচ্ছে। আমি ওদের বলব এইরকম পরিষেবা আমেরিকাতেও পাওয়া যাবে না।’ দ্রুত একের পর এক করোনা রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে নজির তৈরি করেছে রাজ্যের অন্যতম কোভিড হাসপাতাল এম আর বাঙুর।
শুভব্রত বসু | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৬:০৯445266নমস্কার
আমি আজ প্রথম গুরুচন্ডালী তে যোগ দিলাম
ফটো আপলোড হচ্ছে না
https://imgsrc.ru/somraj/67412097.html
আমি যাদের জন্য রান্নাঘর চালাই তাদের ঘরবাড়ি র ছবি..
<a href="https://imgsrc.ru/" target="_blank"><img src="
style="border: 1px solid #606060;max-width:99%;"><br></a>IMG_20200511_191418.jpg © <a href="https://imgsrc.ru/main/user.php?user=somraj" target="_blank">somraj.iMGSRC.RU</a><br>
চির সেন | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৪:৪৯445263 @b
এক দুটো হয় ঠিক ই
এখানে জেসিকা মেরে জেল গ্যালো
ভাইজান ফুটপাথ এ গাড়ি চালিয়ে এখন নায়িকা বেষ্টিত হয়ে ফুল ফোটাচ্ছেন
b | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৪:৩৬445262
চির সেন | 14.***.*** | ১৩ মে ২০২০ ১৪:২৪445261@sm
US বিচার ব্যবস্থা বেস্ট যদি আপনি ইহুদি মিলিয়নেয়ার
আপনি গরিব বা মধ্যবিত্ত কালুয়া হলে ফক্কা
b | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৪:১৯445260
ছিপি এম | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৪:১৩445259ওদিকে তোপদার বেমক্কা ক্যালানি খেয়ে গ্যালো
"দুটো পেটো সব পাতলা" এখন অতীত।
"দুই প্লেট ফিশফ্রাই সব পাতলা" চলছে এখন।
চির সেন | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৪:০৬445258@lcm
পেটে গামছা বেঁধে থাকার দিন এলো বলে
গামছা টা গেরুয়া না সবুজ হবে তাই ভাবছি
হালায় মধ্যবিত্তের কথা ভাবে কোন মুরুব্বি ?
lcm | 172.68.***.*** | ১৩ মে ২০২০ ১৪:০২445257
অপু | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৩:৪৬445256dc, হাতের কাজ গুলো গুছিয়ে নিয়েই ভোগবাদ নিয়ে ঝক্কাস প্রবন্ধ নামাবো মার্কেটে। তখন বুঝবে ঠ্যালা :))))
S | 108.162.***.*** | ১৩ মে ২০২০ ১৩:৪৪445255
S | 108.162.***.*** | ১৩ মে ২০২০ ১৩:৪০445254
sm | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৩:৩১445253@প্রবাসী,
এতো বড় আহাম্মক দু দেশের সরকার হতে পারে,সেটা চিন্তার অতীত!
প্রথমে আসি ইউ এস সরকারের কথায়।যদি কয়েক হাজার শিশুর সিটিজেনশিপ আমেরিকান হয়,তাহলে এই মুহূর্তে ওই কয়েক হাজার শিশুর ভরণ পোষণ এর ভার ইউ এস সরকার কে নিতে হবে।এই এপিডেমিক এর সময় এমন বদমায়েশি (আর্থিক ক্ষতি স্বীকার করেও ) বিরল! অবিলম্বে প্রত্যেক স্টেট এর সেনেটর কে খোলা চিঠিতে অনুরোধ করা উচিত নিয়ম শিথিল করার জন্য।না হলে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোর্টে কেস করা উচিত।ইউ এস, বিচার ব্যবস্থা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্যা বেস্ট।প্রতিকার মিলবে,আশা করা যায়।
ভারতের দিকে,বিদেশ মন্ত্রক কে অনুরোধ করা,যাতে ভিসা অন এরাইভাল মিলতে পারে।একটা শিশুর - যার বাবা বা মা ভারতীয় পাসপোর্ট হোল্ডার,তাকে ছ মাস বা বছর খানেকের ইন্ডিয়ায় থাকার ভিসা, চোখ বুঁজে দিয়ে দেওয়া যায়।
S | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৩:২৬445252
চির সেন | 14.***.*** | ১৩ মে ২০২০ ১৩:২৫445251প্রবাসী অমিতব্যয়ী আর পরিযায়ী
দুর্ভোগ দেখছি একই রকম
প্লিজ কেউ শিখিয়ে দিন এখানে ছবি আর ভিডিও কিভাবে আপলোড করবো ...
b | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৩:২০445248
dc | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৩:০৭445247
প্রবাসী | 14.***.*** | ১৩ মে ২০২০ ১৩:০৫445246ভারত থেকে যারা আমেরিকাতে কাজ করতে আসে তারা প্রধানত H1B ভিসাতে আসে | এই ভিসার একটা রুল , কেউ কাজ হারালে তাকে ৬০ দিনের মধ্যে অন্য কাজ খুঁজতে হবে অথবা দেশ ছাড়তে হবে | করোনাভাইরাসের জন্য এখানে অনেকে কাজ হারিয়েছে অলরেডি | এখন নতুন কাজ পাওয়া প্রায় অসম্ভব | তাই দেশে ফেরা ছাড়া তাদের অন্য কোনও অপশন নেই | এয়ার ইন্ডিয়ার কয়েকটা ফ্লাইট তাই লোকজনকে দেশে নিয়ে যাচ্ছে এখন | যাদের ধারণা এই ফ্লাইটে ফ্রীতে নিয়ে যাচ্ছে তাদের জানা দরকার প্রত্যেকটা টিকিটের দাম প্রায় ১ লাখ টাকা ( অন্য সময় এটা যাওয়া -আসার ভাড়া হয় ) | প্রত্যেকের মেডিক্যাল চেক আপ কোরে তবে ফ্লাইটে তোলা হবে |
এবার যে নিয়মটা করেছে সেটা হল , ফ্লাইটে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই আসতে পারবে | আমেরিকাতে বাই বার্থ সিটিজেনশিপ পাওয়া যায় , তাই যারা এখানে কাজ করতে এসেছে তাদের অনেকের বাচ্চা আমেরিকান সিটিজেন | অর্থাৎ বর্তমানে চাকরী চলে গেছে বলে ফিরতে হবে যাদের তাদের বাচ্চা আমেরিকান সিটিজেন হলে নিয়ে যেতে পারবে না ফস্টার কেয়ারে রেখে চলে যেতে হবে | এরকম অমানবিক ,ভয়ঙ্কর রুল করে কী করে ?
quark | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১৩:০০445245
—:()₹৭,)&/;( | 172.69.***.*** | ১৩ মে ২০২০ ১২:৫০445244দেবল মজুমদারের বুবুভাতে আরো বৃথা গোল করবো না; ডিসির কথায় মনে হচ্ছিল, হ্যাঁ আমিও সাধ্যের মধ্যে লাক্সারি ভালোবাসি, কোনদিন তেমন কৃচ্ছ্র করিনি, করার ইচ্ছেও নেই। তবে এসব স্লিপারি স্লোপ আরকি। ওদিকে গ্রাম ক্যান বি প্রেটি মীন। গ্রামীন জীবন মধুর তবে গ্রাম্য জীবন গোলমেলে। সেসব যাক।
চরম ভোগবাদ ইত্যাদির জয়গান করে কেউ একটা প্রবন্ধ লিখলে পারে। পুরো ডেকাডেন্ট হৈচৈ।
মর্মপীড়ের পাঁচালিতেও খুব অলস মদ্য মাংস আছে, তবে সেসবের স্কোপ বেশি বড় না।
||>$%* | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১২:৪২445243@b ১২:১৯ :D
সেদিন দেখি দিলীপঘোষ পদ্মফুলছাপ মাস্ক পরেছে।
/:(₹& | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১২:৪০445242কোন টই?
b | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১২:৩৮445241
b | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১২:১৯445239
সিএস | 162.158.***.*** | ১৩ মে ২০২০ ১২:১১445238