এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:০৯444306
  • ইয়ে একটা কথা বলে রাখি, আমি মাঝে মাঝে ভিপিএন ব্যবহার করে পোস্ট করি। তবে মাইরি বলছি কারুর নিক চুরি করিনি।
  • একদম | 172.68.***.*** | ০৫ মে ২০২০ ১০:০৪444305
  • একেবারেই চেনাজানা লোকজন করেন। একটু মন দিয়ে পোস্ট পড়লে, আর পোস্টের আরো কিছু জিনিস দেখলেই মোটামুটি বুঝে যাবেন কে করেন। এর আগেও তিনি নিক চুরি করেছেন। আরো অনেক কীর্তিই।
  • S | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৯:৪৯444304
  • তবে আমার কেন জানি মনে হয় যে কিছু চেনাজানা লোকই এখানে নিক চুরি করে এদিক সেদিক পোস্ট করে। সেক্ষেত্রে তাদেরকে ধরা খুব কঠিন নয়। আমি যে পোস্টটাকে আইডেন্টিফাই করে দিলাম, সেই পোস্টের আইপি নিয়ে খুঁজে দেখুন যে ঐ আপি থেকে আর কোনও পোস্ট পড়েছে কিনা এর আগে। তাইলেই অনেক কালপ্রিটকে পেয়ে যাবেন।
  • S | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৯:৪৪444303
  • আমার নিকেও বেশ কয়েকটা পোস্ট হয়েছে বটে। অন ডিমান্ড আইপি ডিমাস্ক করে দিলেই ঝামেলা অনেকটা কমে বোধয়।
  • |~>£^**$|\_ | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৯:১৫444302
  • দমদির আইপি ট্র্যাকের প্রস্তাব আমি একমত, কর্তৃপক্ষ এটাকে সিরিয়াস ভায়োলেসন মনে করলে সেটা করতেই পারে।

    কিন্তু লগিন ম্যান্ডেটরি করার বিরুদ্ধে আমি বরাবর ছিলাম, এখনো তাই। ওটা হলে গুরুচণ্ডা৯ সাইটের একটা খুব ইউনিক জায়গা নষ্ট হবে।

  • <>$£€* | 172.68.***.*** | ০৫ মে ২০২০ ০৯:১১444301
  • সে তো লগিন করলেই হয়, বা হনুদা যেরকম নিজের নামে লেখে, ওটাও চুরি করার সম্ভাবনা কম।

    কিন্তু যে সিস্টেমটা অল্প কিছু ব্যতিক্রম ছাড়া সেল্ফ সেন্সর বেসিক নেটিকেট ইত্যাদির ওপর ভরসা করে চলেছে সেটা চোরের উৎপাতে বিসর্জন দিতে হলে বিচ্ছিরি ব্যাপার।  

    একটা পোস্ট করার জন্যে আমাকে নতুন নতুন ছবি আঁকতে আর পদ্য লিখতে হবে, এতটা পোষাবে না।

  • | ০৫ মে ২০২০ ০৯:১০444300
  • *ইতরামী

    ** বদমাশ আইপিগুলো 

  • | ০৫ মে ২০২০ ০৯:০৭444299
  • পোস্ট করতে গেলে লগিন মাস্ট করা প্রয়োজন অবিলম্বে। 

    যাই হোক কাল লোকাল সাইবারসেলে যোগাযোগ করেছিলাম। ওঁরা  জিগ্যেস করছিলেন অরিজিনাল আইপি পাবলিস করতে  সমস্যা কোথায়?  আইপি  ডিসপ্লে করা শুরু হয়েছিল এরকম ইতলরামীর জন্যই।  টর থেকে আসলেও ট্র‍্যাক ত করাই যায়, ডিসপ্লে করে দিলেই হয়। 

    এবার পুলিশকে প্রাইভেসীর গুরুত্ব বোঝানোর চেশটাও করি নি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে বদমাইশ আইইগুলো অরিজিনাল আইপি আর কিছু ইনফো (এটা আমরা কথা বলে ঠিক করতে পারি) সাইটের উপরে ডিসপ্লে করে রাখলে হয়। জেনুইন ইউজারদের যেমন চলছে চলবে। আর দিনে একবার সমস্ত ইত্রামোর আইপি একটা টেবিলে পাবলিশড হবে।

  • সমাধান | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৯:০১444298
  • নামের জায়গায় ছবি দেওয়া গেলে হুতেন্দ্রবাবুর কার্টুন থাকলে সে আর কেউ চুরি করতে পারত না।
    এখনো সিগ্নেচার হিসেবে নিজের নানা কার্টুন দিয়ে দেখা যেতে পারে। কিম্বা দুই লাইনে মর্মপীড়কে স্মরণ। ও জিনিস নকল করার সাধ্য কোন চোরের হবে নাই।
  • |~$£%*+ | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৮:৫৬444297
  • আর এটার একটা কিছু স্থায়ী সমাধান করতে না পারলে ব্যাপারটা চলতেই থাকবে। এ এত সহজে ছাড়ার পাত্র নয়।

  • dc | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৮:৫৬444296
  • ওহো, আইপির প্রথম অংশটাও পাল্টে যায় এটা খেয়াল করিনি। তাহলে সত্যি মুশকিল।
  • \\~>$€€^* | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৮:৫৪444295
  • (চোরের *আসল আইপি)

  • }%^**[{>** | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৮:৫৩444294
  • ডিসি, সমস্যা আছে। মাস্কিংটা কীভাবে হয় জানি না, প্রথম অংশটা এক থাকে কিনা, কখনো লক্ষ্য করিনি।

    ওদিকে আবার আমার ২৩.৪৩এর পোস্টে আইপি ১৬২ দিয়ে শুরু, ৫.০১ এ চোরের আইপিও তাই।

    তাছাড়া আমি একেক সময় একেক ডিভাইস/ নেটওয়ার্ক থেকে পোস্ট করি, সেটারই বা কী হবে?

    তাই চোরের আইপি একবার বের করতে পারলে একটা ধারনা অন্তত করা যেত। যদিও আগেও এমন হয়েছে, তখন টর ব্যবহার করে নিক চুরি হয়েছে, টেকনিক্যালি ধরা যায়নি।

  • dc | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৮:৪৪444293
  • r2h কে একটা প্রস্তাব দিতে পারি। আপনার আইপি দেখছি ১৭২ দিয়ে শুরু। আপনি নিকে এই নম্বরটা ব্যবহার করতে পারেন, যেমন ধরুন r2h 172 (একটা উদাহরন)। তাহলে অন্য কোন আইপি থেকে ঐ নিক ব্যবহার হলেও আমরা খুব সহজে বুঝতে পারবো।
  • |~>$£%*+ | 172.69.***.*** | ০৫ মে ২০২০ ০৮:৩২444292
  • ওসব তো কোন প্র্যাকটিকেল সমাধান নয়, যে চোরের ভয়ে আমাকে সবসময় রচনা লিখতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে দরবার করে যদি আইপিটা বের করা যায়, সেটা হতে পারে। বেশি হল্লা করলে আবার সৈকতদা বলে লগিন ম্যান্ডেটরি করে দিই।

  • Atoz | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৮:৩১444291
  • আর, এই বিজ্ঞাপণগুলো বন্ধ হলে ভালো হয়। বড় বিরক্তিকর লাগছে।
  • Atoz | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৮:২৬444290
  • এসবের একমাত্র মহৌষধ বড় বড় পোস্ট দেওয়া, ছোটোখাটো প্রবন্ধাকারে।
  • *#}^^*>$ | 172.68.***.*** | ০৫ মে ২০২০ ০৮:২২444289
  • এটুজি, আগের দুটো পোস্ট  আমার নয়। এ খুবই বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

  • Atoz | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৬:১৯444288
  • রবাহূত, মনে হয় তখন নিকাপহারীরা সতর্ক হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে "আসল" আপনার নামটা দর্শকরা দেখছে আর তার সঙ্গে লেখার ধরণটা রিলেট করছে। তবে "আসল" আপনার পোস্টগুলোও খানিকটা ভারী ভারী হতে হবে। এই পর্যন্ত পর্যবেক্ষণে দেখা যায় নিকাপহারীরা ছোটো পোস্ট দিয়ে পালায় বা গালাগালিমূলক কিছু বলে পালায়। সেই ক্ষেত্রে ক্লারিফাই করে দেওয়া কঠিন হবে না। আর লেখার ধরণ থেকেও বোঝা যাবে কিছুটা।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৬:০৭444287
  • ****** লাল খানের বই য়ের এটা অন্যতম আর্গুমেন্ট।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৬:০৫444286
  • ***সরকারি সার্কল না, স্টাডি সার্কল
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৬:০৩444285
  • ও, দামোদরন ও অধিকারী সম্পর্কে রেফারেন্স পাওয়া গেছে, অধিকারী র টা ফ্লিটিং রেফারেন্স। পাকিস্তানের বামপন্থী রা, এটা কে নিশ্চয়ই আরো নানা ভাবে রেফার করেছেন, খোঁজ পেলে জানাব। এই ব ইয়ে ৬৯-৭২ পাতায়, কঠিন সমাপতন। বিষয়টায় আর গেলাম না:-))))) , আন্য রেফারেন্স পাওয়া গেলে বলে দেব। বই টা পাকিস্তানের লাহোরের স্ট্রাগল পাবলিকেশনের বই, এখানে আকার বুকস ছেপেছে। আপনি যদি ভারতে থাকেন আনিয়ে নিতে পারেন। আমি এই বইমেলাতেই উপহার পেয়ে ছি, এক পুরোন বন্ধু র কাছে।

    আমি পাকিস্তানি আফগানি ছাত্র, প্রতিবেশী বন্ধু দের
    মধ্যেে যারা বামপন্থি ছিল, তাদের মধ্যে একজন আবার হরকিষেন সুরঞ্জিত এর বন্ধুর নাতি ছিল, তাদের কাছে এই বিষয়ে গাল খেতাম খুব, তোমরা বাঞ্চোত পার্টি ন্যাশনাল লাইনসে ভাগ কেন করেছো, যেন আমি করেছি। বিশেষ করে যারা ধর্মীয় বা ন্যাশনালিস্ট পার্টির কাছে মার ফার খেয়েছে , এমনকি সরকারি সার্কেল চালাতেও সমস্যা য় পড়েছে তিলা বেশি গাল দিত। মানে সিরিয়াস, মাল খেতে বসলাম বা চা খাচ্ছি, উঠে দাড়িয়ে গাল দিত:--))) তো তখন থেকে আর পরে এই এনারসি প্রশ্ন ওঠার পরে, বা এক বন্ধু ত্রিপুরা আর বাংলা দুই য়ের রিফিউজি এক্সপেরিয়েন্স নিয়ে থিসিস লেখার সময়ে আলোচনা তে, আর আমার এক বোনের ছিটমহল নিয়ে কাজ কিছু পড়ার পরে, আমি ক্রমশঃ কনভিন্সড হচ্ছিলাম, আমাদের ৪৭ পরবর্তী হিস্টরি রাইটিং টাকে স্টেট এন্টারপ্রাইজের অনুসরন থেকে বেরোতে হবে। এই লাল খানের ব আকার সেটা আন্যতম আরগুমেন্ট। পাকিস্তানের বামপন্থী রা এটা অনেকদিন ধরে বলছেন, তাহির কামরান একা নন। তাহির যেটা শুরু করেছেন পপুলার মেডিয়া কাগজে ধরুন যোগেন মন্ডলের পদত্যাগ পত্র নিয়ে লিখলেন বা ভাসানীর লাহোরের কাছে দেওয়া কৃষক কনফারেন্স এর বক্তৃতা নিয়ে লিখলেন। শেয়ার্ড হিস্টরি টার কথা বলা ওনারা একটা নিয়মিত কাজ বলে মনে করেন। কিন্তু সাহিত্যিক দের কাজের মধ্যে গভীরতর ক্ষত চিহ্ন বর্তমান। সৈকত আর আপনার সেটা একদম ফ্যানটাস্টিক ধরা পড়তে শুরু করেছে।। বাংলাদেশে এই স্ট্রেন তে ছিলনা তার না, কিন্তু এক্সট্রা নানা ক্যাচাল হয়েছে।

    সোমনাথ , হ্যাঁ তুই বলেছিলি। কিন্তু আমার কাছে বা মালুর কাছে ব ইটা থাগলেও থাগতে পারে, পড়া হয়নি। কনফিউশন ছিল একটু। এবার পড়ে নেব, গুরু র কাছ থেকে নিয়ে নেব।
  • !@#$%^&* | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৫:৪০444284
  • @Atoz 

    তাতে যে বন্ধ হবে তার কি গ্যারান্টি ?

  • Atoz | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৫:১৮444283
  • হুতো, আপনি হুতো বা রবাহূত লিখেই আসুন না! নিকাপহারীরা মনে হয় চিহ্ন টিহ্ন নিয়ে আসে বা অন্যকিছু।
  • Atoz | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৫:১৪444282
  • অভিকে খুব দরকার ছিল। এইরকম অদ্ভুত সময়ে, যখন অনেক লোকের খুবই মানসিক অস্থিরতা, তখন কীভাবে সামলান ডাক্তারেরা সেটা জানা যেত।
  • !@#$%^&* | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৫:০১444281
  • ওই দ্যাখো আবার উৎপাত শুরু হলো 

  • !@#$%^&* | 14.***.*** | ০৫ মে ২০২০ ০৪:৫৭444280
  • কঠিন কন্সপিরেসি থিওরি 

  • Du | 172.69.***.*** | ০৫ মে ২০২০ ০৩:০৭444279
  • সেন্টার ৮৫% কিছু দিচ্ছে না ট্রেনের সিট খালি যে যাবে থত ব্যাখান দিচ্ছে। একেবারে নিকৃষ্ট পাব্লিক।
  • Atoz | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০৩:০৭444278
  • পড়াশুনোতে ভালো যদি বলেন তো সে ইহুদী আর খ্রীষ্টানেরা। নোবেলে নোবেলে ছয়লাপ মশাই। ডাইনে তাকান, নোবেল। বাঁয়ে তাকান, নোবেল। "হ্যাঁরে, তুই কীসে পেলি? ফিজিক্সে।" "আর তুই ?" "কেমিস্ট্রি।", পাশ দিয়ে আসছিলেন সস্ত্রীক গোডেল, তাঁকে তাঁর বৌ বললেন, "কার্ট, তুই তো পাবি না, তুই তো ম্যাথের। কিন্তু তোর তো কিছু কিছু থিওরেটিকাল ফিজিক্সেরও কাজ আছে? তার জন্য দ্যায় না একটা আধটা?"
    উনি বললেন, "অ্যাডেল, এইসব নোবেল ফোবেলের কথা বলিস না, ভয় লাগে। হয়তো দিয়ে দিল, তারপরে যেতে হবে, নেমন্তন্ন খেতে হবে, তখন তুই তো আর সব জায়্গায় যেতে পারবি না সঙ্গে, বিষ দিয়ে দেবে। চিৎপটাং, ঘ্যাচাং ফু। কার্ট আর নেই।তার চেয়ে এই বেশ ভালো আছি। কী হবে প্রাইজ দিয়ে বল? "
  • Atoz | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ০২:৫৮444277
  • "যতসব নাজি
    তারা খুবই পাজি "
    ---দেখুন, এ তো নাম দেখেই বোঝা যায়, পাজির সঙ্গে রাইম করে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত