দমদির আইপি ট্র্যাকের প্রস্তাব আমি একমত, কর্তৃপক্ষ এটাকে সিরিয়াস ভায়োলেসন মনে করলে সেটা করতেই পারে।
কিন্তু লগিন ম্যান্ডেটরি করার বিরুদ্ধে আমি বরাবর ছিলাম, এখনো তাই। ওটা হলে গুরুচণ্ডা৯ সাইটের একটা খুব ইউনিক জায়গা নষ্ট হবে।
সে তো লগিন করলেই হয়, বা হনুদা যেরকম নিজের নামে লেখে, ওটাও চুরি করার সম্ভাবনা কম।
কিন্তু যে সিস্টেমটা অল্প কিছু ব্যতিক্রম ছাড়া সেল্ফ সেন্সর বেসিক নেটিকেট ইত্যাদির ওপর ভরসা করে চলেছে সেটা চোরের উৎপাতে বিসর্জন দিতে হলে বিচ্ছিরি ব্যাপার।
একটা পোস্ট করার জন্যে আমাকে নতুন নতুন ছবি আঁকতে আর পদ্য লিখতে হবে, এতটা পোষাবে না।
*ইতরামী
** বদমাশ আইপিগুলো
পোস্ট করতে গেলে লগিন মাস্ট করা প্রয়োজন অবিলম্বে।
যাই হোক কাল লোকাল সাইবারসেলে যোগাযোগ করেছিলাম। ওঁরা জিগ্যেস করছিলেন অরিজিনাল আইপি পাবলিস করতে সমস্যা কোথায়? আইপি ডিসপ্লে করা শুরু হয়েছিল এরকম ইতলরামীর জন্যই। টর থেকে আসলেও ট্র্যাক ত করাই যায়, ডিসপ্লে করে দিলেই হয়।
এবার পুলিশকে প্রাইভেসীর গুরুত্ব বোঝানোর চেশটাও করি নি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে বদমাইশ আইইগুলো অরিজিনাল আইপি আর কিছু ইনফো (এটা আমরা কথা বলে ঠিক করতে পারি) সাইটের উপরে ডিসপ্লে করে রাখলে হয়। জেনুইন ইউজারদের যেমন চলছে চলবে। আর দিনে একবার সমস্ত ইত্রামোর আইপি একটা টেবিলে পাবলিশড হবে।
আর এটার একটা কিছু স্থায়ী সমাধান করতে না পারলে ব্যাপারটা চলতেই থাকবে। এ এত সহজে ছাড়ার পাত্র নয়।
(চোরের *আসল আইপি)
ডিসি, সমস্যা আছে। মাস্কিংটা কীভাবে হয় জানি না, প্রথম অংশটা এক থাকে কিনা, কখনো লক্ষ্য করিনি।
ওদিকে আবার আমার ২৩.৪৩এর পোস্টে আইপি ১৬২ দিয়ে শুরু, ৫.০১ এ চোরের আইপিও তাই।
তাছাড়া আমি একেক সময় একেক ডিভাইস/ নেটওয়ার্ক থেকে পোস্ট করি, সেটারই বা কী হবে?
তাই চোরের আইপি একবার বের করতে পারলে একটা ধারনা অন্তত করা যেত। যদিও আগেও এমন হয়েছে, তখন টর ব্যবহার করে নিক চুরি হয়েছে, টেকনিক্যালি ধরা যায়নি।
ওসব তো কোন প্র্যাকটিকেল সমাধান নয়, যে চোরের ভয়ে আমাকে সবসময় রচনা লিখতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে দরবার করে যদি আইপিটা বের করা যায়, সেটা হতে পারে। বেশি হল্লা করলে আবার সৈকতদা বলে লগিন ম্যান্ডেটরি করে দিই।
এটুজি, আগের দুটো পোস্ট আমার নয়। এ খুবই বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
@Atoz
তাতে যে বন্ধ হবে তার কি গ্যারান্টি ?
ওই দ্যাখো আবার উৎপাত শুরু হলো
কঠিন কন্সপিরেসি থিওরি