Expose তো হচ্ছে । টিভিতে দেখছিলাম বলে জানছি । কাল কলকাতার কোন রেশনের চাল চুরি ধরা পড়ল ।
বডি পোড়ানো কেস গুলো তো expose করেছে ।
আরামবাগে ক্লাবগুলিকে খয়রাত দিতে গিয়ে ধরা পরেছে ।
বাঁকুড়া, আলিপুরদুয়ার, নবদ্বীপ বডি পুড়িয়ে দিয়েছে । এবিপি আনন্দ এই খবর চেপে গেছে ।
নবদ্বীপের কাছে কেরোসিন দিয়ে বডি পোড়ানো হয়েছে।
আমার এক বন্ধু বলল দেখ লক ডাউনের সবচে বড় উপকারিতা হচ্ছে বাংলা সিরিয়াল নামক আপদটি চুকেছে, এই চক্করে যদি এটা একেবারে লাটে ওঠে ত বাঁচি। নাহলে বাবা মা এখনো মাঝে মাঝে উইতড্রিয়াল সিন্ড্রোম দেখায়। ত বললাম ওঁদের আমাজন প্রাইম নেটফ্লিক্স ইত্যাদিতে রপ্ত করিয়ে দে। বলে মা ত আবার বই পড়ায় ফেরত গেছে। দিন রাত পড়ছে শুধু সন্ধ্যের পর একটু উস্খুস করে। কথা ন্তু বাবাকে নিতে হয়েছে মহা মুশকিল বাজারে রোজ যেতে পারছে না, পার্কে গিয়ে গপ্প করতা তাও বন্ধ এদিকে সিরিয়ালো নেই মানে রিপিট শো আর কিত দেখবে। কম্পুতে বসতেই চায় না।,
ত আমি বললাম মোবাইলে ছবি তোলা এডিট করা আর শেয়ার করা শিখিয়ে দে।
দেখা যাক মেসোমশাই ঐটেতে খুশী থাকেন কিনা।
আহাগো পুরো ধনে খড়ে হয়ে গেছে!
কাল্লুমামার অনেকদিন কুনো পাবলিক অ্যাপিয়ারেন্স নাই, কেসটা কী?