সিএস লিখছেন দেখলেই ভাবি সাহিত্য নিয়ে আড্ডা হচ্ছে। খুশি খুশি হয়ে পড়তে চলে আসি। ঃ-)))
জার্মানি আর চীনা রা বন্ধু বলেই তো জানতাম
আমার কর্মক্ষেত্রে তো প্রচুর ট্রানসাকশান দুই দেশ এর মধ্যে
শোকপাপেটিং চলতে দিন
ইগনোর করাই আপাত উদ্দেশ্য
যারা লিখছেন লিখে যান
বেশি রিঅ্যাকশন দেখলে দেবাশিস সাহা উত্তেজিত হয়ে আরো ট্রল করবেন
এদিকে এই বাজারে জার্মানি হালকা করে 130
বিলিয়ন ইউরো র দাবি জানালো চীনের কাছে।
এই প্রথম শুনলাম
মার শোয়েব মার
বলে ভক্ত রা মব লিঞ্চ করছে
কতোই রঙ্গ দেখবো গুয়ে
আলিমুদ্দিন এ শুয়ে শুয়ে
ডিসি,সেটাই তো বললাম লকডাউন হ্যাঁ বা না এরকম কোন উত্তর হয় না।শর্ট টার্ম লকডাউন দরকার।কিন্তু যেটা খুব দরকার ছিল,সেটা হলো প্রথম দু সপ্তাহের মধ্যেই কনট্যাক্ট ট্রেস করে,প্রচুর টেস্ট করে হট স্পট বার করে ফেলা।তারপর ঐ অঞ্চল গুলোতে ভালো করে ছাণ বিন জারি রাখা।বাকিবঞ্চল গুলো একটু একটু খুলে দেওয়া।
মাইগ্র্যান্ট লেবার দের ধীরে ধীরে ফিরিয়ে আনা।বাইরের রাজ্যে আটকে পড়া রোগী ও লোকজন দের ধীরে ধীরে ফিরিয়ে আনা।অর্থাৎ ট্রেন সার্ভিস পুরো পুরি বন্ধ না করে অল্প করে চালু রাখা।যাতে জরুরি প্রয়োজনে শর্ত সাপেক্ষে সোশ্যাল ডিস্ট্যানস মেনটেইন করে অল্প সংখ্যক লোক যাতায়াত করতে পারে। বিরাট কোন ব্যাপার নয় বা বিরাট কোন খরচও নেই এতে।