অর্জুন | 108.162.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:৪৬442644@de, আমি আপনাকে ইমেল পাঠিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হল।
অর্জুন | 108.162.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:৪৪442643@de
অনেক আন্তরিক ধন্যবাদ। আসলে আমাদের এই গ্রুপটা প্রথমে দুজন সাম্লাচ্ছিলেন। তারা নিজের ও ঘনিষ্ঠ পরিচিতদের থেকে কিছু তাকা নিয়ে কাজটি শুরু করে। কিন্তু সেতা সম্ভব হচ্ছিলনা। তখন আমরা পরিচিত কয়েকজনকে নিয়ে এটি ফর্ম করি। আমাদের এই কাজটি নিয়ে আরো প্রসারিত করার ইচ্ছে আছে কিন্তু মুশকিল হল সব করতে গেলে একটি রেজিস্টার্ড সংস্থা চাই। সেটা হলে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে। সেখানে সব টাকা জমা পড়বে।
এছাড়া পথে নেমে কাজ করার জন্যে দু, তিনজনের বেশী কেউ নেই। তবে গ্রুপের অন্যরা যথাসাধ্য সাহায্য করছে।
এখনো ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে হচ্ছে এবং সেটা আমরা কেউই চাইনা। সেই কারণে অ্যাকাউন্ট ডিটেল প্রকাশ্যে দিতে চাইছিনা।
কটা ওয়েবপেজের ও পরিকল্পনা চলছে।
আপনার মত কদিন অনেকেই এগিয়ে এসেছেন সাহায্য করতে। এটা অসাধারণ লাগছে।
আমি এখানে পোস্ট করতে থাকব।
কাল অপুদা ফোন করেছিল। ওকেই তাই বললাম।
অপু | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:৩৪442642তবে একটা ব্যাপার আমার মনে হয় @ অরণ্য দা , @ অর্জুন ; মুসলিম দের ধর্মান্ধতা আর মুসলিম সমাজে নারীদের একেবারে পায়ের তলায় পিষে রাখা এই দুটো ব্যাপারে বোধহয় ওনার অপ্রিয় কিন্তু সত্যভাষণ তথাকথিত ধর্মের ধব্জাধারী মুসলিম দের মনে জ্বালা ধরিয়েছিল ভালোই; নাহলে এতটা ইনটলারেন্স হবে কেন?
ছাগলছানা | ১৯ এপ্রিল ২০২০ ১২:৩৩442641
sm | 172.68.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:১৭442640ছাগল ছানা বাবু ,আপনার ১২.০৬এর পোষ্টটা ঠিক বুঝতে পারলাম না।একটু বিস্তারিত লিখবেন?
অপু | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:১৫442639তা জানি না @ ছাগলছানা। TCS e আমার টিমে ছিল। খুব টেকি টাইপস। এখন আমেরিকান কোম্পানি তে। সে বললো।
sm | 172.68.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:১৪442638রি ইন এর কেস এর উদাহরণ গুলো কোরিয়া বা চায়না থেকে আসছে।
ইতালি,ফ্রান্স,জার্মানি ও ইউ এস এর থেকে এরকম রিপোর্ট বেশি মিললে,তবে এই রি ইনফেকশন এর তত্ত্ব স্বীকৃতি পাবে।
কিন্তু এতো তাড়া তাড়ি হু সিদ্ধান্ত নিচ্ছে কি ভাবে?
ছাগলছানা | ১৯ এপ্রিল ২০২০ ১২:০৮442637
ছাগলছানা | ১৯ এপ্রিল ২০২০ ১২:০৬442636
aranya | 108.162.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:০৫442635
de | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১২:০০442634
অর্জুন | 172.69.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:৪৭442633@de
আমার মোবাইলে ইমেল ওপেন হয়না। আমি এই মাত্র মেল চেক করে আপনার ইমেল পেলাম। রিয়েলি সতি।
রিপ্লাই করেছি। দেখে নিন।
অর্জুন | 172.69.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:৪০442632বাংলাদেশে বসে ওই ভাবে মৌলবাদের বিরুদ্ধে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে বলতে অসীম সাহস লাগে। আর ও ভাবে ভাবলেই কি লেখা জায় নাকি? এছারা বাংলায় লিখে এরকম আন্তর্জাতিক হতে পারাটা কম কথা নয়! তসলিমার মধ্যে এক ফোঁটা এলিটিস্ট ন্যাকামো নেই। সেটা আমার দারুণ লাগে। একবার তারা টিভি'তে একটা ইন্তারভিউ প্রোগ্র্যামে তসলিমা আর সুচিত্রা ভট্টাচার্যকে আনা হয়েছে। নারীবাদের কথা উঠতেই সুচিত্রা ভট্টাচার্য উদাহরণ দিতে থাকলেন তার জামাই নাকি সংসারের সব কাজ করে, মেয়ে পড়ে পড়ে ঘুমোয়। তসলিমার চটপট উত্তর 'আপনারা উচ্চবিত্ত লোকজন। আপনাদের পরিবারে এরকম উদাহরণ থাকতেই পারে। কিন্তু সেটা সমাজের ছবি নয়।' অনুস্থানে সবাই অপ্রস্তুত।
'রাজনৈতিক অবস্থানে সমস্যা কোথায়?' না এখন গণ্ডগোলেরই মনে হয়। ২০১৪ থেকে বিজেপির বিরুদ্ধে একটি শব্দও শুনিনা। কোয়াইট আনএক্সপেক্টড।
ব্যাপার হল কিছু খারাপ লাগার জন্যে যেটা ভাল লেগেছে, সেটা অস্বীকার কখনোই করব না।
b | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:৩৮442631
de | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:৩৩442630
sm | 172.69.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:২৭442629
aranya | 173.245.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:২৭442628
অর্জুন | 172.69.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:২২442627তসলিমা নাসরিনের লেখা আনন্দবাজারে রবিবাসরীয়তে যেগুলো বেরোত সেগুল ই পড়তাম। ওর বইয়ের মধ্যে 'নির্বাচিত কলাম' আর 'লজ্জা' খুব ভাল লেগেছিল। কবিতা কিছু পড়েছি। ভাল লেগেছে। সাহসী কলম।
ওর রাজনৈতিক অবস্থানে অপছন্দ হলেও আগে ওর লেখা ও কথা আমার ভালই লাগত।
S | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:১৮442626
aranya | 173.245.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:১৮442625
lcm | 172.68.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:১৩442624
শালিখ | 172.68.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:০৯442623দেখলাম কিন্তু মানে বুঝলাম না। অ্যান্টিবডি তৈরী হয় কিন্তু ইমিউনিটি তৈরী হয় না, নাকি ইমিউনিটি তৈরী হয় কিন্তু বেশীদিন থাকে না, নাকি কি হয় কিছুই জানা নেই?
S | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১১:০৫442622
শালিখ | 172.68.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১০:৫৭442621
ছাগলছানা | ১৯ এপ্রিল ২০২০ ১০:৫৬442620
ছাগলছানা | ১৯ এপ্রিল ২০২০ ১০:৫১442619
অপু | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১০:৫০442618কালকে তিন আমেরিকা বাসী বন্ধু র সাথে কথা হল। জর্জিয়া, ওয়াশিংটন চাপে। নিউ জার্সি নর্থ তুলনা মূলক ভাবে ভালো :(((
Du | 172.69.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ১০:০৪442617
ছাগলছানা | ১৯ এপ্রিল ২০২০ ০৯:৪৩442616
aranya | 162.158.***.*** | ১৯ এপ্রিল ২০২০ ০৯:১৯442615