এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:৪১442156
  • অরিন, আপনি অনেকদিন আগে একবার বলেছিলেন সীজনাল ফ্লু তে প্রতি বছর বিরাট সংখ্যক(মানে সত্যি বিরাট সংখ্যক, কয়েক লাখ) ব্যক্তি মারা যান। এইসব প্রাণহানি কি সমস্ত পৃথিবীতে নাকি কোনো কোনো দেশে বেশি, কোনো কোনো দেশে কম? আর এত প্রাণহানি হয়, কিন্তু সেভাবে তো আসে না মিডিয়ায়?
  • ? | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:৩০442154
  • গুরুজনেরা, একটা জিনিস বোঝান। অনেকে বলে চলেছেন, খালি বয়স্ক আর অন্যান্য রোগ থাকলে মৃত্যুর সম্ভাবনা, তাঁরা এত মধ্য বা অল্পবয়সী ডাক্তারদের মৃত্যু কিভাবে ব্যাখ্যা করছেন? 

    বাংলাদেশে দুইজন মাঝবয়সী ডাক্তার মারা গেলেন। ইন্ডিয়াতেও শুনছি।  ডেমোগ্রাফিতে বয়স্ক বেশি না থাকলেও তাইলে তো চিন্তার। 

    প্রায় ফ্লুর মতই বলছেন যাঁরা, নিউইয়র্কে কি এরকম এতজন একদিনে আক্রান্ত বা মারা যেতে দেখেন?  

  • lcm | 172.68.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:৩০442153
  • ইউএসএ - ৩১ লাখ টেস্ট হয়েছে, ৬ লাখের ওপর পজিটিভ, ২৭ হাজারের ওপর মৃত, সিরিয়াস কন্ডিশনে এখনও আছেন ১৩ হাজার
  • hkg | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:০৬442152
  • আই অ্যাম সরি। চশমা র সমোস্যা বোধ্হয়। বম্বে তে খোজ নিন না, নিশ্চয় ই কেউ কিছু করছে।

    এখানে ব্যাঙ্গালোর এর একটা লিন্ক ছিলো, তাতে মেনলি মাইগ্রান্ত লেবার দের জন্যই কাজ হোচ্ছে।
  • শালিখ | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:৪৫442151
  • নিউ ইয়র্ক বোধহয় কাউন্টিং ক্রাইটেরিয়া বদলেছে। আগে শুধু করোনা পজিটিভিদের করোনা ডেথের মধ্যে গুনছিল। এখন বোধহয় টেস্ট হয়নি কিন্তু জ্বর ছিল, তাদেরও গুনছে।

  • S | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:২৬442150
  • US marks highest number of deaths in a day after several days of a downward trend

    The daily death toll was 2,405 on Tuesday, according to Johns Hopkins University's tally of cases, bringing the total number of US deaths to 26,033. At least 609,240 people have been infected with the virus in the US.
  • S | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:২২442149
  • দেখা যাক।
  • de | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:১৬442148
  • এখানেই লিখলাম, কেউ যদি ফান্ড কালেকশন করেন এনাদের খাবারের জন্য, একটু জানাবেন। আমি যথাসাধ্য করবো -
  • de | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:১৬442147
  • এখানেই লিখলাম, কেউ যদি ফান্ড কালেকশন করেন এনাদের খাবারের জন্য, একটু জানাবেন। আমি যথাসাধ্য করবো -
  • ছাগলছানা | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:১৫442146
  • যারা পাওনি শিগগিরই আজকেই পেয়ে যাবে

  • de | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:১১442145
  • হানুদা, ওটা আমি - ডিসি নয়,

    কোয়ার্ক, মহারাষ্ট্রে কিন্তু সত্যি সত্যি লক-ডাউন, কেউ রাস্তায় নেই - প্রথম কয়েকদিন সিম্পল চাল-্ডালের জন্য আমি নিজে দুঘন্টা লাইনে দাঁড়িয়েছি - আমার হোর্ডিং হ্যাবিট না থাকার জন্য যথেষ্ট ভুগেছি, মাত্র কয়েকটা দোকান খোলা - গ্রাহক প্রচুর। এখনো তার কোন ব্যতিক্রম নেই। সব ওষুধের দোকান বন্ধ, মাস্ক, স্যানিটাইজার দূরস্থান, হ্যান্ড সোপও নেই। সুতরাং এই অব্স্থায়, যেখানে রাস্তায় কারোকে দেখা যাচ্চে না, কোথাও যাওয়া যাচ্ছে না, কাকে সাহায্য করবো। নেটে খুঁজে খুঁজে ডোনেট করলাম, তার মধ্যে পিয়েম কেয়ারও আছে, নাহলে যে ভাত নামছে না গলা দিয়ে! কি অদ্ভূত অবস্থা!
  • hkg | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:০৩442143
  • ঠিক ই বোলেছো ডিসি। পুলিশ পেটানো টা অবশ্যই ঠাকরের দায়িত্তঅ, পরিস্থিতি টা এক্দম কেন্দ্রের দায়িত্তও। মমতা ব্যানার্জির থেকে কোম দায়িত্তঅ বেশি দায়িত্তঅ টা ইসুই না। সব সরকার কে চাপে রাখা দরকার।

    হ্যা এটা ঠিক, আমরা দু চারটে রাগতঃ কমেন্ট করে , এমনকি প্রবন্ধ লিখে এগ্রি দিসেগ্রি কোরে আলোচনা কোরে, কিস্যু আসে যায় না, ঐ টুকু, যারা বড় মেডিয়ার ফিড কনস্টান্ট পাচ্ছে, তারা আরেকটু নিউজ এ শুধুই হু হা রিয়াক্ট না কোরে যোদি একটু অ্যানালিটিকালি দেখার অভ্যেশ করে। ব্যাস আর কি। আর পার্সোনালি তো অনেকেই ফাইট দিচ্ছেন। এমনকি তুমি ও তো বেসিকালি ডিগনিটি অফ লেবার এর জন্যো সামান্য হোলেও ফাইট দিচ্ছো। হেল্থ সারিভিসের লোকেরা তো আরো দিচ্ছেন। আজ বোকাড্যাশ মহারাষ্ট্র সরকার এক শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে, সে নাকি মানুষের আশা জাগাছিলো ফেরোত যাওয়া যাবে বোলে। কি অপরাধ ঃ-))))
  • quark | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২২:০৩442142
  • ইয়ে, মানে, 'নেটে লেখা' আর সাধ্যমতো নানারকম ভাবে মানুষকে চাল/ডাল ইত্যাদি দিয়ে সাহায্য করা ছাড়া ছাপোষা মধ্যবিত্তের আর কিই বা করার আছে?
  • de | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২১:৫৫442141
  • হ্যাঁ, কালকে হানুদাকে লেখা হয়নি -
    আদিত্য ঠ্যাকারের পুলিশ খেতে না পাওয়া পরিযায়ী শ্রমিকের ওপর লাঠি চালিয়ে এসে কেন্দ্রের নিন্দে করে। যদি মমব্যানের নিন্দে করেন, এরা তার থেকে আলাদা কিসে? কেন্দ্রের নীতি নেই, সে তো আমিও বলছি, আপনিও বলছেন আর ঠ্যাকারেরাও বলছে - কিন্তু সল্যুশনের দিকে নিজের নিজের সাধ্যমতো ক'জন চেষ্টা করছেন, সেটাই আসল। নেটে লেখাটা অবশ্যই একটা চেষ্টা, কিন্তু আরো কিছু হলে ভালো হোতো।
  • de | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২১:৫৫442140
  • হ্যাঁ, কালকে হানুদাকে লেখা হয়নি -
    আদিত্য ঠ্যাকারের পুলিশ খেতে না পাওয়া পরিযায়ী শ্রমিকের ওপর লাঠি চালিয়ে এসে কেন্দ্রের নিন্দে করে। যদি মমব্যানের নিন্দে করেন, এরা তার থেকে আলাদা কিসে? কেন্দ্রের নীতি নেই, সে তো আমিও বলছি, আপনিও বলছেন আর ঠ্যাকারেরাও বলছে - কিন্তু সল্যুশনের দিকে নিজের নিজের সাধ্যমতো ক'জন চেষ্টা করছেন, সেটাই আসল। নেটে লেখাটা অবশ্যই একটা চেষ্টা, কিন্তু আরো কিছু হলে ভালো হোতো।
  • quark | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২১:৪৫442139
  • পশ্চিমবঙ্গে কয়েকটা হাসপাতালকে 'করোনা হাসপাতাল' করা হয়েছে। এরা কেউ নতুন নয়। একটিও নতুন শয্যা সংযোজিত হয়েছে বলে শুনিনি।

    কয়েকটা কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে।

    আর হ্যাঁ, রেশনে চাল-ডাল ইত্যাদি দেওয়ার কথা বলা হয়েছে। তা আশেপাশে অনেকেই পায় নি শুনছি।

    এর সাথে আছে ঐ গোল্লাকাটা, হুমকি, ধমকি, ইদিকে উদিকে (ফোটোগ্রাফারসহ) ছুটে বেড়ানো ইত্যাদি।
  • S | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২১:৩৯442138
  • আমি পাইনি।
  • sm | 172.68.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২১:৩৭442137
  • শালিখ দুঃখিত জেনে রাজ্য ও খুব ই দুঃখিত।

  • ছাগলছানা | ১৫ এপ্রিল ২০২০ ২১:৩৪442136
  • সবাই 1200 টাকা পেলো তো?
  • শালিখ | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২১:০৬442135
  • রাজ্য আইসিএমআরে টেস্ট করাচ্ছে না। এটা ওদের ডিরেকটর বলেছেন।

    অন্য কোথাও করাচ্ছে কিনা, জানা নেই। করালে ডাটা চাপার জন্য করাচ্ছে, এটা রিজনেবল হাইপথিসিস। যে রাজ্য করোনার মৃত্যুর ডাটা ফাজ করছে তারা পজিটিভ কেসের সংখ্যা ফাজ করবে সেটা খুবই রিজনেবল কথা।

    আমি রাষ্ট্রকে বেনিফিট অফ ডাউট দেবার ব্যাপারে উদার হতে পারছি না। দুঃখিত।

  • aka | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২১:০৫442133
  • আসল প্রশ্ন হল এই যে লকডাউন হল সেইসময়ে মুদীজীর ভারত কি করেছে?

    টেস্ট র‌্যাম্প আপ করার ব্যবস্থা করেছে?

    এমার্জেন্সী হেলথ ইউনিট খুলেছে?

    যারা খেতে পারছে না তাদের খেতে দেওয়ার বন্দোবস্ত করেছে?

    হটস্পট যেখানে যেখানে হয়েছে সেখানের লোকজন খাবে কি? ওষুধ পাবে কি করে তার বন্দোবস্ত করেছে?

    লকডাউন ভাইরাস নির্মূল করার জন্য নয়, এই জাতীয় প্ল্যানিং করার জন্য টাইম কেনা। এই জাতীয় কোন রিপোর্ট চোখে পড়ে নি।

    একই প্রশ্নাবলী সমস্ত রাজ্যের জন্যও প্রযোজ্য।
  • de | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২০:৫৭442132
  • বেশ সুন্দর গার্ডেন- গার্ডেন ব্যবস্থা, ছাগলছানা, শালিখ - নামগুলো বেশ হয়েচে।

    মর্টালিটি রেট কি ভাইরাসের বিভিন্ন মিউটেটেড ভার্সানের জন্য আলাদা হচ্ছে? অবশ্য পপুলেশন ডেন্সিটি, মেডিক্যাল ব্যবস্থা-অব্যবস্থা, এগুলো ও ফ্যাক্টর!

    ঈদিকে আম্রু পাগলা বুড়োটা হু য়ের সাহায্য বন্ধ করেছে। আজ সকালে ডেনমার্কের ডিটেইল্ড গপ্পো পেলাম, লম্বা মেলে, আমার advisor লিখলেন। ওখানে পরিস্থিতি কন্ট্রোলে - সামনের সপ্তাহ থেকে লক-ডাউন ওঠার প্ল্যান। ইউ-এস কে খুব খানিক গালি দিলেন।
  • hkg | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২০:৫০442131
  • কো-মর্বিডিটি জিনিসটা বেসিকালি অনেক চাগরি ই বাঁচাবে ঃ-))))
    তবে ফ্রাংকলি যেটাকে গণশক্তি বোলছে 'পরীক্ষা গোপন' কেলেংকারী, বা এন্ডিটিভ আর রয়টার্স ও মোটামুটি আসিএমার এর স্টেটমেন্ট ধরে যেটা বোলছে, সেটাতে আমার দু পয়হা হলঃ

    এটা সত্যি ই খানিকটা টাইমলাইন ইসু , ক্রোনো লজি ইসু, মাননীয় অমিত শাহ শব্দটার বারোটা বাজিয়েছেন ঃ-)))))

    --প্রথমে কম ছিল
    -- আইসিএমার থেকেও রাজ্য গুলি নিজের প্রয়োজন মতো অর্ডার করতে পারছিলো না।
    --অ্যাডভাইজরি তেও কাকে টেস্ট করা হবে তাতে গোলমাল ছিল
    --পরে আইসিএমার প্রোব আনিয়েছে। কিন্তু যখন আনিয়েছে, তখন সাপ্লাইটা কোদ্দিয়ে এলো আমার কাছে পোরিষ্কার না। চীন না পুনা। মানে প্রোব অনুজায়ী ইনভেন্টরি পাবলিশ হয় কিনা জানি না। টেস্ট ডেটা তো প্রোব অনুযায়ী পাবলিশ হয় না। এর মোধ্যে সেরোলোজি টেস্ট আছে কিনা জানা নেই।
    -- যাই হোক রাজ্যের আইসিএমার টেস্টিঙ্গ কেপেবিলিটি নিজের আদভাইজরি বদলানোর সংগে সংগে বা অল্প আগে পরে বাড়িয়েছে।
    -- কিন্তু বাড়ানোর সংগে সংগে রাজ্য তার সুবিধে নেয় নি। বা নিতে গাফিলতি করেছে, লক ডাউনে জোর দিয়েছে, বা স্যাম্পল কালেকশন মার খেয়েছে কোন কারণে।
    -- এক ক্রোনোলোজি তে যেটা গ্যাপ, সেটা হল রাজ্য নিজে টেস্টিঙ্গ কিট নিজেই আনিয়েছে কিনা। আর আনিয়েও পাকামো কোরে কম টেস্ট করিয়েছে কিনা।

    এর চেয়ে অনেক বড় সমস্যা ঐ কজ অফ ডেথ বা তার আন্ডার রিপোর্টিং বা পিপিই না কেনা। ওয়ার্থ সিরিয়াস কোয়েশ্চেনিং।

    তবে হ্যাঁ আইসিএমার ছাড়া অন্যত্র টেস্ট কোরাচ্ছে কিনা রাজ্য, ডেটার উপরে নিয়ন্ত্রনের জন্য, এই সন্দেহ অনেকে প্রকাশ করেছেন, আমার কাছে এটা স্পেকুলেশন মাত্রো, যদি না সিরিয়াস খবর থাকে। আর ক্লিয়ারলি একই প্রোব যদি থাকে, তাহোলে অন্যত্র করালেও স্পেকুলেশন ই থাকবে, যতক্ষন না কিসু ইনসাইসিভ রিপোর্টিং হোচ্ছে।

    ইত্যাদি।
  • ছাগলছানা | ১৫ এপ্রিল ২০২০ ২০:৪৪442130
  • করোনা করোনি যা তা না করাই থাক
    সব করলে নষ্ট জীবন
  • quark | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২০:৪২442129
  • ব্রিটেনে 'কোভিড সংক্রান্ত মৃত্যু' হচ্ছে আর ভারতবর্ষে 'নিশ্চিতভাবে কোভিড'এ মৃত্যু। আর এই দুটো ডেটা নিয়ে নমো টিভিতে বক্তৃতা দিচ্ছেন 'আমরা সীমিত ক্ষমতা নিয়েও উন্নত দেশগুলোর থেকে ভালো রেজাল্ট কচ্ছি'।
  • hkg | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২০:৩৭442128
  • ওকে।
  • quark | 108.162.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২০:৩৭442127
  • এবং এতদিনে সবাই জানে যে আগে থেকে রোগ (ডায়াবিটিস বা হাইপারটেনশন) থাকলে করোনায় মৃত্যুর সম্ভাবনা বেশি - সুতরাং কেউই আসলে করোনায় মরছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত