এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৫৩442186
  • Aka,ধরাযাক,আপনি যেদিন অসুস্থ হয়েছিলেন,সেটি ছিল কোভিড এর দরুন। এই এপিসোডের7 দিনের মধ্যে আপনার শরীরে প্রাথমিক এন্টিবডি igM ও 14 দিন পরে igG তৈরি হবে।

    আপনি মোটামুটি 14 দিন (2-3সপ্তাহ) পর করোনা মুক্ত।এবং ইম্যুন্ড।অর্থাৎ ভবিষ্যতে করোনা আক্রান্ত হবার চান্স খুব কম এবং হলেও সংক্রমণ আশা করা যায় মারাত্মক কিছু হবে না।

    আপনি 14 দিন পর কাজ করুন,অফিস যান,স্থানীয় হাসপাতালে দৈনিক ঘণ্টা দুএক স্বেচ্ছা শ্রম দিন। ব্যাপার টি ভালোই তো!

  • lcm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৪৬442185
  • এসএম,
    গণহারে টেস্ট সময় লাগবে। যেমন, এদেশে এখন ফ্রি-তে বা বেশি হলে দশ/বিশ ডলার দিলে, ফ্লু ভ্যাক্সিন নেওয়া যায়, যেখানে খুশি - অনেক গ্রোসারি স্টোরে ফার্মেসিতেও আছে ফ্লু-শট সেন্টার। তাতেও অনেকে নেয় না, কারণ ম্যান্ডেটরি নয়।
    অ্যাভেইলিবিলিটি - অ্যাফোর্ডেবিলিটি- এসব আসুক প্রথমে, তারপরে ---
  • aka | 173.245.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৪৬442184
  • এসেম তাই, কিছু লোক ইমিউনড হতে পারে? এটা জানতামই না।
  • aka | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৪৫442183
  • এসেম, সেটা একটা পয়েন্ট ইন টাইম, মানে আজ আমি করোনা মুক্ত কিন্তু কাল তো করোনা যুক্ত হতেই পারি? নয়? এই ihg ব্যপারটা বুঝছি না। এটা কি এমন কিছু যাদের করোনা হবেই না? যাদের হয়ে গেছে তাদের নাও হতে পারে, কিন্তু শুনছি সাউথ কোরিয়ায় নাকি সেই কেসও পাওয়া গেছে।
  • sm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৪৫442182
  • lcm,যাদের সিম্পটম নেই কিন্তু ভয়ে টেস্ট  করিয়ে দেখতে চান;তাদের ফিরিয়ে দেওয়া মূর্খামি।অন্তত আমেরিকার মতন দেশে।

    আমি ইউ এস এ থাকলে এবং সুযোগ থাকলে নিজের টেস্ট করিয়ে নিতাম।মাত্র পনের মিনিটের ব্যাপার।জেনে যেতাম নিজে করোনা আক্রান্ত কিনা অথবা ইম্যুন্ড কি না। ইম্যুন্ড হলে চাঁদ পেতাম হাতে

    যদি আমার মতো 20 মিলিয়ন লোক কেও আমেরিকায় টেস্ট করতে হয়, সরকারের সাকুল্যে খরচ পড়বে ম্যাক্সিমাম আধ বিলিয়ন ডলার।

    যে দেশ 2 ট্রিলিয়ন খরচ করছে,তার তুলনায় এটা তো নস্যি!

  • aka | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৪৩442181
  • আইডিয়ালি র‌্যাণ্ডম স্যাম্পলিং টেস্ট করে এস্টিমেট করা যেতে পারে পপুলেশন। সেদিন আসতে অনেক দেরি কোনদিনও হবে বলে মনে হয় না।
  • lcm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৪৩442180
  • হ্যাঁ, লকডাউন থেকে বেরোতে তো হবেই, কিন্তু কীভাবে বেরোতে হবে সেটার কোনো সেট ফরমূলা নেই। গতকাল ক্যালিফোর্নিয়া গভর্নর ভাল বলেছেন, যে কোনো লাইট সুইচের মতন সুইচ নেই, যে অন করে দিলাম - ব্যস সবকিছু ব্যাক টু নর্ম্যাল। বরং, ডিমার সুইচের মতন ভাবা যেতে, ডিমার বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দেখতে হবে কোথায় কি হচ্চে, কেমন হচ্ছে - এরকরম করে আস্তে আস্তে অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
  • sm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৩৭442179
  • Aka,আপনি তো যারা igG পজিটিভ অর্থাৎ করোনা মুক্ত,ইম্যুনিটি ডেভেলপ করে যাওয়া জনতা কে মুক্ত গগনে ছেড়ে দিচ্ছেন। এঁরা তো সব ফুরফুরে হয়ে ঘুরে বেড়াবে,কাজকর্ম করবে।

  • sm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৩৪442178
  • lcm, আমার মতে গণ হারে সেরোলোজি টেস্ট আমেরিকার মতো বেশি রকম আক্রান্ত দেশের পক্ষে খালি জরুরী ই নয়,গেম চেঞ্জার হবে।

    এটা জার্মানি,ইতালীয় স্পেন এর জন্যও প্রযোজ্য।

    যদি কোভিড কয়েক মাস বিশ্বে বিরাজ করেন,তাহলে আরো কিছু দেশ এই লিস্টে নাম লেখাবে।

  • aka | 173.245.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৩২442177
  • কিন্তু ট্রমা তো সিম্পটমিক দের নিয়ে, যেই লক-ডাউন উঠল, অমনি অ্যাসিম্পটটিক বাড়ল, সাথে সিম্পটমিক বাড়ল। আবার লক-ডাউন। কোষ্ঠকাঠিন্য নিয়েই চলতে হবে।
  • sm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:৩০442176
  • Aka, এবং lcm এই রিপোর্ট টি দেখতে পারেন। কেস ফ্যাটালিটি কম হওয়াই উচিত।অর্থাৎ এসিম্পটম্যাটিক আক্রান্তের সংখ্যা কম্যুনিটি তে প্রচুর থাকে।তাদের টেষ্ট ও হয় না।এবং ঘরেই ঠিক হয়ে যায়।
    https://reason.com/2020/04/09/preliminary-german-study-shows-a-covid-19-infection-fatality-rate-of-about-0-4-percent/
  • Atoz | 108.162.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:২৯442175
  • এইটা খুব দরকার। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনযাত্রা চালু করা। নইলে লোকের মানসিক অসুখ দেখা দেবার সম্ভাবনা।
  • lcm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:২৮442174
  • যারা করোনা টেস্ট করাতে যাচ্ছে, তাদের একদম সুস্থ শরীর - যাই তবু একটু টেস্ট করিয়ে আসি (ফ্লু শট নেবার মতন) - তা নয়। তাদের সিম্পটম দেখা দিয়েছে, তাই যাচ্ছেন। যাদের সিম্পটম স্ট্রং নয়, তাদেরকে টেস্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
    সুতরাং, ১০০ জন টেস্ট করালে তার থেকে বেশ কিছু মানুষ পজিটিভ হবেন সেটা স্বাভাবিক, কারণ অবস্থা খারাপ হলে তবেই মানুষ টেস্ট করাতে যাচ্ছেন। এটা দিয়ে পুরো পপুলেশনের কোনো এস্টিমেট করা মুশকিল। কারণ, ইউনিভার্সালি ম্যান্ডেটরি/রেকমেন্ডেড টেস্টিং - সমস্ত নাগরিকের জন্য - কোথাও হয় নি, কোনো দেশে হয় নি।
  • sm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:১৫442173
  • একটা লেখায় পড়লাম, 30 শতাংশ আক্রান্ত জনতা,এসিম্পটম্যাটিক থাকে। মানে বুঝতেই পারে না কিছু হয়েছে।অথবা নিজেকে খুব বেশি প্রো এক্টিভ হতে হবে টেস্ট করানোর জন্য।

    এটাই সেরোলোজি টেষ্ট করানোর পিছনে বড় যুক্তি।ধনী দেশ।গনহারে টেস্ট করিয়ে নাও। ইম্যুন্ড জনতা কে সার্টিফিকেট দিয়ে নাগপাশ থেকে মুক্ত করে দাও।জলদি ইকোনমি চালু করে দাও।মানুষের হৃত বিশ্বাস ফিরে আসুক।

    কারণ এই প্যাণ্ডেমিক একটা বিরাট সাইকোলজিক্যাল ট্রমা সকলের মনে উপস্থিত করেছে।

  • Atoz | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:১৪442172
  • হাইলি সাসপিশাস। টার্গেট পপুলেশন ঠিক করে নিয়ে তারপরে ভাইরাস ডিজাইন করেছিলো হয়তো।
  • lcm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:১০442171
  • সারা পৃথিবীতে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায়। প্রত্যেকে মানুষের মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার কোনো একটা কারণ লেখে। সেই সব সংখ্যা টেনে আনা --- এসব অত ফালতু -- ধুর ধুর
  • lcm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:০৯442170
  • এবং এই অ্যাসাম্পশন করলে, ভারতে প্রায় ১০০ কোটির ওপর বেশি পজিটিভ। এটা কোনো কথা হল?
  • sm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:০৮442169
  • আমার দ্বিতীয় পোস্ট টি ছিল ইন্ডিয়া ও চায়নার বাৎসরিক মৃত্যু সংখ্যা ও কারণ গুলি।বোধ হয় 2017 সালের হিসাব।

    তা, টিবি,ডায়ারিয়া,ইনফ্লুএঞ্জা প্লাস নিউমোনিয়া এগুলোতে 5 -6 লাখ লোক গড়ে মারা যায়।

    রোড ট্র্যাফিক এক্সিডেন্ট এ প্রায় পৌনে দুলাখ!

    ভাবুন অবস্থা!!

    টিবি,ডায়ারিয়া,নিউমোনিয়া সব কিছু রই কিন্তু চিকিৎসা আছে। রোড ট্র্যাফিক এক্সিডেন্ট প্রিভেন্টেবল।

    তাহলে এতো ওষুধ,বিশুধ,হাসপাতাল থাকলেও মৃত্যু সংখ্যা এতো বেশি!হেলথ এর এক্সপেন্ডিচার সাকুল্যে এক শতাংশ!

    ওদিকে করোনা একাই 2 শতাংশ জিডিপি গ্রোথ কমিয়ে দেবে বলছে। তুলনা তো আসবেই।

  • lcm | 172.68.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:০৮442168
  • যাদের অ্যাবসোলিউটলি কোনো সিম্পটম নেই, তাদের অনেকের শরীরেও করোনা ভাইরাস আছে - এমন অ্যাসাম্পশন করলে - ৬ কোটি কেন - ইউএসএ তে ৯০% লোকের করোনা পজিটিভ। অর্থাৎ, প্রায় ২৮ কোটি ।
  • sm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০১:০০442167
  • ভারতে র্যাপিড এন্টিজেন ও সেরোলোজি টেস্ট ব্যাপক হারে করলে নিশ্চয় অনেক বেশি পজিটিভ বেরোবে।
    আমার কৌতুহল লাস্ট দুটো পোস্টে।
    ইউ এস এ তে খুব সরল ভাবে হিসাব করলে(মাইন্ড ইট খুব গোদা হিসাব) 6 কোটি লোক এই মুহূর্তে আক্রান্ত। তাহলে,হিসাব অনুযায়ী লকডাউন না করলে,18 কোটি (60পার্সেন্ট অফ টোটাল পপুলেশন) আক্রান্ত হলে থাকলে,বর্তমান হিসাব অনুযায়ী মৃত্যু সংখ্যা হতো 80 হাজার মতন।
    সব মিলিয়ে করোনা এপিডেমিক এ মৃত্যু সংখ্যা লাখের নিচেই থাকতো মনে হয়।এই হিসাব টি লকডাউন না হলে কেমন হতো,অনুমান করে বলছি।
    এবার লকডাউন শেষে ,দেখা যাক বিশেষজ্ঞ রা কি বলেন।
    ফাউচির একটা কথা খুব ইম্পর্ট্যান্ট।উনি বলেছেন ওনার বহু দশকের অভিজ্ঞতায় একটা জিনিষ কিছুতেই ধরতে পারেন নি, কোভিড এপিডেমিক এ কিছু লোক খুব সিভিয়ার আক্রান্ত হলো আর কিছু লোক আক্রান্ত হয়েও বুঝতেই পারলো না কেন!? যাকে বাংলায় বলে স্ট্রেঞ্জ!!
  • রঞ্জন | 172.69.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০০:৪৪442166
  • দে ,

      আমার সাজেশন এনডিটিভি খুলে এনডিটিভি-ডেটল-অক্সফ্যাম এর দানের জন্যে সাইটটি দেখুন। ওরা কি কি কাজ করছে কোথায় করছে সব জানতে পারবেন। দিল্লিতে মেইনলি মাইগ্র্যান্ট লেবারদের খাওয়ানো ওষূধ ইত্যাদি করছে। ওদের কান্ট্রি চিফ অমিতাভ বেহার আমার পরিচিত।  আজিম প্রেমজী ইউনি (লুরুর) ভিসি অনুরাগ বেহারের ছোট ভাই । এছাড়া  আমি ছত্তিসগড়ের যে এনজিও'র বোর্ডে আছি তার এগজিকিউটিভ ডায়রেক্টর রানু ভোগলও এর সঙ্গে যুক্ত। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে পয়সার সদুপযোগ হচ্ছে, পারদর্শী হিসেব কিতেব।  আর অনলাইনে ডোনেশন যাবে, কোন সমস্যা নেই ।

  • aka | 173.245.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০০:৩৯442165
  • "lcm,এর পোস্ট অনুযায়ী ইউ এস এ তে 31 লাখ টেস্ট হয়েছে,6 লাখ পজিটিভ।অর্থাৎ একটু সরল হিসাব করলে 20 পার্সেন্ট জনতার মধ্যে সংক্রমণ হয়ে গেছে।সারা দেশে সরল রৈখিক ভাবে হিসাব করলে 6 কোটি পজিটিভ বেরোবে।

    অবশ্যই সংখ্যার হেরফের ঘটবে।কারণ মূলত সিম্পটম্যাটিক বা ক্লাস্টার ধরে টেস্ট করা হয়েছে।"

    এসেম এবারে ভারতে ২.৫ লাখ মতন টেস্ট হয়েছে তারমধ্যে ১২,৪০০ জন ইনফেক্টেড। ৩১ লাখ টেস্ট হলে কি হত?
  • ? | 172.69.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০০:৩৫442164
  • কত টেস্টে কত পজিটিভ দিয়ে সারা দেশে কত আক্রান্ত এ আবার বোঝা যায় নাকি?  গোড়ায় গলদ না?  টেসট মূলত সিম্পটম থাকলে,  দিম্পটমেটিক কেস, আসিম্পটোমেটিক কেস তাদের রেশিও দেখে তবে পপুলেশনে মোট ইনফেক্টেড দেখতে হয়না? 

    আচ্ছা, এটা দেখলেন?  আপনারা একমত? 

  • sm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০০:১৩442162
  • lcm,এর পোস্ট অনুযায়ী ইউ এস এ তে 31 লাখ টেস্ট হয়েছে,6 লাখ পজিটিভ।অর্থাৎ একটু সরল হিসাব করলে 20 পার্সেন্ট জনতার মধ্যে সংক্রমণ হয়ে গেছে।সারা দেশে সরল রৈখিক ভাবে হিসাব করলে 6 কোটি পজিটিভ বেরোবে।

    অবশ্যই সংখ্যার হেরফের ঘটবে।কারণ মূলত সিম্পটম্যাটিক বা ক্লাস্টার ধরে টেস্ট করা হয়েছে।

  • sm | 162.158.***.*** | ১৬ এপ্রিল ২০২০ ০০:০৬442161
  • একটা ভালো চার্ট পেয়েছি।ইন্ডিয়া আর চায়নার তুলনামূলক ডেথ নাম্বারস ও কজ দেখা যাচ্ছে।
    একটু ভালো করে দেখলে বোঝা যাবে কি বিপুল সংখ্যক মানুষ ইন্ডিয়া তে টিবি,ডায়ারিয়া,নিউমোনিয়া ও ইনফুয়েঞ্জায় মারা যায়।
    https://www.worldlifeexpectancy.com/news/india-vs-china-top-10-causes-of-death
  • lcm | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:৫১442160
  • কিছু স্পেশাল ট্রেন চালু রেখে শহরে কাজ করা শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করতে পারত। এমনি সময় তো, স্পেশাল ট্রেনের কমতি নেই - দুগ্গাপুজো স্পেশাল, সবরমালাই স্পেশাল, এসেট্রা।
  • lcm | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:৪৬442159
  • বিভিন্ন কারণে নানা দেশে মানুষ মারা যান --- হার্ট অ্যাটাক থেকে ডায়াবেটিস -- কারণ, মানুষ নশ্বর । সেসব হিসেব দিয়ে কি হবে।
    এই অসুখ্টার এখনও কোনো ওষুধ নেই।
  • ? | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:৪৩442158
  • একজন ডাক্তারবাবু লিখছেন, (1) Seasonal flu doesn't kill doctors and nurses looking after patients (2) there's a vaccine (3) the deaths stretch out over months, not days

    ফ্লু র মতই বললে এনিয়ে কিমত? 

  • lcm | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ২৩:৪২442157
  • ধুর, রোজই তো গোটা দশেক ভ্যকসিন এসে গেছে খবর দেখি ,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত